ꜱᴍᴏᴋᴇʀꜱ

  • Home
  • ꜱᴍᴏᴋᴇʀꜱ

ꜱᴍᴏᴋᴇʀꜱ -ɪꜰ ɪᴛ ꜱᴄᴀʀᴛ ʏᴏᴜ, ɪᴛ'ꜱ ᴀ ꜱɪɢɴ ʏᴏᴜ ɴᴇᴇᴅ ᴛᴏ ᴅᴏ ɪᴛ.
🤡 This is my official pages

08/08/2024
10/07/2024
05/07/2024
03/07/2024

17/06/2024

15/06/2024
06/06/2024

Legend Smoker 😂

26/05/2024

10/05/2024





07/05/2024

Graduation শেষ করার পর বন্ধুর উজ্জ্বল ভবিষ্যৎ..😝




06/05/2024

Your best friend tag me 🤩🤣

03/05/2024

বর্তমান পরিস্থিতি মায়ের স্থান কই আর বউ এর স্থান কই ,





broken heart😂😂😂🤪🤪🤪🤪
02/05/2024

broken heart😂😂😂🤪🤪🤪🤪

01/05/2024

😢The Third Person Is Always A Relationship Destroyer🥲




30/04/2024

Ak Ek pardesi mera dil le gaya


29/04/2024

29/04/2024

আপা এটাও কি আয়রন করতে হবে 😆😁


28/04/2024

লা লা লা ওল্লাহি খুবসুরত হাবিবি 😘 আহা Amazing bow 😍



28/04/2024

she has amazing



28/04/2024
26/04/2024

I wish One day



25/04/2024

Hindi New Movie 2024
Adipurush

25/04/2024

এইটা তোমার কোন বন্ধ 😀


24/04/2024
23/04/2024

এই কাজ কইরাই বেড়াইতে ছোটবেলায় তোমার কোন বন্ধ 😂😂Tag me🤩

23/04/2024

#প্যান্ট তিনটে
#আমার ট্রাই করো #

23/07/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol

যদি কখনও হঠাৎ করে হারিয়ে যাই !!!কেউ কি খুঁজবে ?যদি কখনও হঠাৎ করে আমার ID থাকে আর কোন পোস্ট না করাহয়, কেউ কি miss করবে?...
13/07/2021

যদি কখনও হঠাৎ করে হারিয়ে যাই !!!
কেউ কি খুঁজবে ?
যদি কখনও হঠাৎ করে আমার ID থাকে আর কোন পোস্ট না করা
হয়, কেউ কি miss করবে?
lnbox এ হয়তো Message আসবে , seen হবে না
replay হবে না!!!
ওভাবেই পরে থাকবে
কেউ কেউ আবার অপেক্ষায় থাকবে এই বুঝি online আসলো ,
আবার কেউ কেউ হয়তো টেরই পাবে না - কেউ একজন হারিয়ে
গেছে !
হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারও হুট করে মনে
পরবে... সে তো আর নেই ।
আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা sarch করবে
কারও কারও স্পষ্ট ভাবে নামটাও মনে থাকবে না
প্রোফাইলে ঢুকবে পুরানো পোস্ট গুলো পড়বে, পুরানো ছবি
গুলো দেখবে
হয়তো মনে পরবে এক সময় কথা হয়ে ছিল। হয়তো মনে হবে... ইশশ্...... কেন কথা বললাম না একবারও !!!
কেউ কেউ হয়তো নিস্তেজ Account টাকে বন্ধুত্বের তালিকা
থেকে মুছে দেবে
কেউ হয়তো Online থেকে হারিয়ে যাওয়া মানুষটাকে ofline
খুঁজতে আসবে...
কেউ কি হারিয়ে যাওয়া মানুষটির ফেরার অপেক্ষায় থাকবে,
যখন আমি থাকব না আমার স্মৃতি গুলো কি কাউকে পোড়াবে ,
seen হবে না জেনেও কেউ কি বার বার sms করবে.... ???
হয়তো, হয়তো না । তবে হারাতে হবে , হারাতে হয়...
হারিয়ে যাওয়াই নিয়ম
কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে.... আমি না হয় একদিন
হুট করেই হারিয়ে যাব.....
#-রুবেল

রচনার নাম: বউ😀মার্কস: ১০ নম্বর😁সময়: ৫ মিনিট😕মেয়েদের পড়া নিষেধ।😬😬😬ভূমিকাঃ😉- বউ একটা গৃহপালিত প্রানী।😁এদের, ২টা পা,২টা ...
01/05/2021

রচনার নাম: বউ😀
মার্কস: ১০ নম্বর😁
সময়: ৫ মিনিট😕
মেয়েদের পড়া নিষেধ।😬😬😬

ভূমিকাঃ😉

- বউ একটা গৃহপালিত প্রানী।😁
এদের, ২টা পা,২টা হাত,২টা কান, ২টা চোখ, এবং ১টি বুদ্ধিহীন মাথা
আছে।😂

- এদের দ্বারা অপকার ছাড়া উপকার সম্ভব নয়।😶
ক্রেডিটঃ
- চাপাবাজিতে এরা 4G
ইন্টারনেটের চেয়েও ফাস্ট। মানে 5G স্প্রিড। পাশের বাড়ির ভাবীর সাথে এদের " তুলনা হয় না।😂
এদের_সখঃ

- টিভি🔳 সিরিয়াল,স্টার জলসা
এদের কাছে KFC কাবাবের চেয়েও
অনেক দামি।😁

চাহিদাঃ
- রাতে স্টার জলসা দেখবে
আর দিনে শাশুড়ির সাথে যুদ্ধ করবে।

অধিকারঃ

- Hasband একটু দেরি করে
বাসায় ফিরলে হাতের কাছে যা পাবে হাড়ি,পাতিল,বালিশ সব Hasband এর
গায়ে ছুড়ে মারবে।😕

স্বভাবঃ
- শুধু বলবে, তুমি জানো আমার
জন্য কত ডাক্তার, ইঞ্জিনিয়ার
এসেছিলো?😂😂

আচরনঃ
- কলেজে কত ছেলে আমাকে প্রেম পত্র দিয়েছিল।পাড়ার সব
ছেলে আমার জন্য পাগল ছিল!!
বাবা তোমার মতো ১টা গাধার কাছে
আমাকে বিয়ে দিল।

নোটঃ
- চুন থেকে নুন কম বেশি হলে
কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই....!!!!একটা কথা বারবার বলে তোমাকে
বিয়ে করে আমার জীবনটা শেষ।😱😱

উপসংহারঃ
- কইলে জ্বালা না কইলেও
দোষ।শুধু বলে স্বামী টেককেয়ার
করে না।এদের মাথায় যত তেল দিবেন
তত ভাল।
এবার বলেন ১০ এর ভিতর আমাকে কত মার্ক দিবেন।😜😜😜

 #স্পর্শ #পর্বঃ- ০২।।আমিঃ কে তুমি ভাই,তোমাকে তো ঠিক চিনতে পারলাম না.ছেলেঃ আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনেছি।...
27/04/2021

#স্পর্শ
#পর্বঃ- ০২


আমিঃ কে তুমি ভাই,তোমাকে তো ঠিক চিনতে পারলাম না.
ছেলেঃ আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনেছি।।
আমিঃ- কেমনে কি? আচ্ছা তুমি আমাকে কোথায় আর কখন দেখেছ একটু বলবা,প্লিজ?
ছেলেঃ- আপনাকে আজই প্রথম দেখেছি,কিন্তু আপনার কথা শুনেছি অনেক🙂
ছেলেটার কথা শুনে আশ্চর্য হলাম,সাথে সাথে কৌতুহলও বেড়ে গেল🙄
তাই ছেলেটার সাথে সাথে রওনা হলাম ওদের বাড়ির সম্মুখে।
যেতে যেতে ওর সাথে ভালো একটা বন্ধুত্ব জমে গেলো।যদিও ও কেবল ক্লাস ৬,এ পড়ে🙂তবুও বন্ধুত্বের তো কোনো বয়স হয়না।ওহ হ্যা,ওর নাম আবির।
১০ মিনিট হাঁটার পর গন্তব্যে পৌছালাম😏😏
একটা রাজপ্রাসাদ এর মতো বাড়িতে নিয়ে এলো আমাকে।
আবির আমাকে একটা কোনার রুমে নিয়ে গেল।
আমাকে বসিয়ে দিয়ে ও কোথায় যেনো চলে গেল।অনেক্ক্ষণ হয়ে গেল, কিন্তু কারো দেখা নাই,এদিকে অচেনা বাড়ি,আমারও খুব ভয় করছে,কেউ এসে হঠাৎ চোর/ডাকাত মনে করে যদি মার দেয়😭
যাইহোক, অবশেষে কারো দেখা মিললো, কিন্তু এক এক করে রুম ভর্তি হয়ে গেল। কি আজব!!এতক্ষণ কারো দেখা নাই, আর হঠাৎ রুম ভর্তি মানুষ!!
সবার হাতেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, এরা কি আমার জন্য এনেছে?? যদিও খাবার দেখে জিবে জল এসে গেল,তাও অপরিচিত একটা বাড়িতে কিভাবে না বলার আগেই খাই,বলুনতো😎😎
অবশেষে এত মহিলাদের মধ্যে একজন বলল,"এগুলো সব তোমার জন্য, খেয়ে নাও,"
অবশ্য আমার কেমন যেন লজ্জা লাগলো,তাই মুখে কিছু না দিয়েই বসে আছি।
আমার অবস্থা দেখে ওনারা কিছুটা আন্দাজ করতে পারলো,তারপর একে একে সবাই সব খাবার রেখে চলে গেল।
আমি আর দেরি করলাম না 😂
যেই খাবার একটা মুখে নিবো অমনি একটা মেয়ে আমার সামনে এসে হাজির হলো।
আমি তার পা থেকে আস্তে আস্তে মাথার দিকে তাকাতেই অবাক হলাম,আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েই থাকলাম।হঠাৎ একটা তুরির শব্দে বাস্তব জগতে ফিরে আসলাম😇😇
আমিঃ- একি!!তুমি এখানে!!!
রোহিঃ- কেনো অন্যকাউকে আসা করছিলে?
আমিঃ- নাহ,তা হবে কেন??
রোহিঃ-তো??এটা আমাদেরই বাড়ি,
আমিঃ- বলো কি!!
রোহিঃ- 🙂🙂ঠিকই শুনেছ🙂
আমিঃ- যাইহোক,আগে বলো সেদিন আমাকে কিছু না বলেই বাস থেকে নেমে গিয়েছিলে কেন?,আর কোনো খোঁজই নাই তোমার!!
জানো তোমাকে আমি কত খুজেছি?তোমার নামে ফেবু তে কতবার সার্চ দিয়েছি হিসাব আছে!! আর এই নামে যাদেরকেই পেয়েছি,তাদেরকেই এসএমএস দিয়েছি,কিন্তু কোনো রেসপন্স পাইনি। তুমি এতটা ইরেসপন্সিবল হও কেমনে??
রোহিঃ- আরে থামো থামো...
আমিঃ- হুহ,তুমি ঠিক করোনি এটা।
রোহিঃ- ঠিক বেঠিক বুঝিনা, আমি সব সময়ই তোমার নজর রাখতাম,খোঁজ খবর নিতাম🙂🙂
আমিঃ- মানে!!! তুমি কিভাবে আমার খোঁজ নিতে??


#চলবে


(সময়ের অভাবে বড় করতে পারিনি,তাই সরি,,)

পরের পর্ব জন্য Friend request দিয়ে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে পড়ার জন্য

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ꜱᴍᴏᴋᴇʀꜱ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꜱᴍᴏᴋᴇʀꜱ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share