Netaji Mystery OPEN

  • Home
  • Netaji Mystery OPEN

Netaji Mystery OPEN All True Facts on NETAJI will be published here with documental legal Facts from Researchers of Mukh

হোক প্রতিবাদ ! যদি বাঙালী হয়ে থাকো, যদি রক্ত জল হয়ে গিয়ে না থাকে , যদি কাপুরুষ না হয়ে থাকো, গণতান্ত্রিক পদ্ধতি তে নেতাজী...
15/08/2021

হোক প্রতিবাদ ! যদি বাঙালী হয়ে থাকো, যদি রক্ত জল হয়ে গিয়ে না থাকে , যদি কাপুরুষ না হয়ে থাকো, গণতান্ত্রিক পদ্ধতি তে নেতাজীর ওপর অন্যাই এর প্রতিবাদে মুখর হয়ে ওঠো ৷ জাগো বাঙালী, জাগো নেতাজী ভক্তরা জাগো , জেগে ওঠো ৷ "

মানুষ হয়ে জন্মেছিস একটা দাগ রেখে যা জীবনে " স্বামীজীর এই বাণী কে স্মরণ করো ৷

একমাত্র জননেতা, প্রাণের দেবতা র উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ রাখো, তাঁর প্রতি মিথ্যাচারের প্রতিবাদ করে ৷

জয় হিন্দ
জয় নেতাজী

দাবি উঠুক।
ছড়াক আরো দূরে। আরো জোরদার হোক!!
আজ তাই একার দাবি দিলাম না, যাদের ছবি পেয়েছি সবাইকে সাথে নিয়ে সমবেত দাবি জানালাম।

এই দাবি জনৈক Drjayanta Choudhuri র নয়,
এই দাবি সমস্ত প্রকৃত নেতাজি সুভাষ অনুরাগীর হোক❤️

জয় হিন্দ।
জয়তু নেতাজি।
যাদের tag করলাম তারাও দাবি তুলুন। সাদা কাগজে দাবি দুটো লিখে পোস্ট করুন ফেসবুকে!!

NTAJI ZINDABADJAI HIND PMO India President of India Vice President of India Chief Justice of Supreme court Ministry of C...
15/08/2021

NTAJI ZINDABAD
JAI HIND

PMO India
President of India
Vice President of India
Chief Justice of Supreme court
Ministry of Culture, Government of India
Arnab Goswami Official✔️
Republic Bharat
Republic
Republic Bangla

সত্য ঠিক সূর্য্যের ন্যায়ে প্রকাশিত থাকে , সময়ে জগত জানতে পারে !!
18/07/2021

সত্য ঠিক সূর্য্যের ন্যায়ে প্রকাশিত থাকে , সময়ে জগত জানতে পারে !!

#অবিবাহিত_সুভাষচন্দ্র
(পর্ব ~ ১)

ʼʼ যাহারা তোমার বিষাইছে বায়ু,
নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ,
তুমি কি বেসেছ ভালো...ʼʼ

দেশের সিংহভাগ মানুষের হৃদয়ে থাকা একজন মানুষের সামনে দাঁড়াবার ক্ষমতা সম্পূর্ণ ব্রিটিশ সরকার এবং সেই সময়কার কিছু জাতীয় ও রাজ‍্য নেতার কোনও দিনও ছিল না। ঘটনাচক্রে সেই মানুষটার শারীরিক অনুপস্থিতির সুযোগ ওরা নেবে, এতে আশ্চর্যের কিছু নেই। এবং সেই সুযোগ ওদের এনে দিলেন খোদ সেই মানুষটি - তাঁর মৃত‍্যু সংবাদ প্রচার করে। কিন্তু মুশকিল হল সেই মানুষটির এই 'রাজনৈতিক-কৌশল' মানতে চাইল না দেশের মানুষই। দেশের উত্তাল আবেগ লক্ষ‍্য করে সেই মানুষটির দেশে ফেরা আটকাতে ব্রিটিশ সরকার এবং কিছু জাতীয় নেতাদের এক্ষেত্রে প্রথম প্রয়োজন ছিল সেই মানুষটির রচিত মৃত‍্যু'কেই সর্বজনীন করে তোলা। মানুষটির মৃত‍্যুকে ঠিক প্রমাণ করতে তৈরি করা হল মন্দির, সেখানে রাখা হল মানুষটির চিতাভস্ম। কমিশন তৈরি করে বলে দেওয়া হল - মৃত‍্যু সঠিক। কিন্তু এতো কিছুর পরেও যদি সেই মানুষটি দেশে ফিরে আসেন - তবে কি হবে! এবারে তৈরি করা হল - প্লান বি।

একজন মানুষ নিরুদ্দেশ থাকাকালীন তাঁর মৃত‍্যু সংবাদ প্রচারিত হবার পরে যদি সেই মানুষটি কখনও আবার সশরীরে ফিরে আসেন - তবে তাঁকে আইনগতভাবে প্রমাণ দিতে হয় যে তিনি সেই মানুষ। এখন সেই মানুষটি নিজের প্রমাণ কিভাবে দেবেন? - সনাক্ত অর্থাৎ সেই মানুষটিকে চিনতে সর্বোচ্চ প্রমাণ দেবেন তাঁর নিজের বাবা ও মা। কিন্তু যদি সেসময় বাবা বা মা কেউই বেঁচে না থাকেন, তবে কি হবে! - আইন অনুযায়ী সেই মানুষটির অন‍্যান‍্য আত্মীয় স্বজনের আগে দ্বিতীয় সর্বোচ্চ সনাক্ত করবে সেই মানুষটির স্ত্রী বা পুত্র বা কন‍্যা। তারপর অন‍্যান‍্য ভাই বোন আত্মীয় স্বজন আসবে। কিন্তু সেই মানুষটির বাবা-মা-এর অনুপস্থিতিতে মানুষটির স্ত্রী বা পুত্র বা কন‍্যা সনাক্তে এসে যদি মানুষটিকে 'জাল' বলে নির্দেশ করে, তবে সেই মানুষটি আইনত নিজেকে প্রমাণে বড় ধাক্কা খাবেন। আর জাল ব‍্যক্তিকে সহজেই প্রতারক হিসাবে জেলে ভরা বা ফাঁসিতে ঝোলানো সহজ হবে। এখন প্রশ্ন - সেই মানুষটি যদি বিবাহিত না হন, তবে? এবার কিছু জাতীয় নেতা ব্রিটিশ সরকারের সাহায‍্যে এবং অবশ‍্যই পরিবারের একাংশের মদতে তৈরি করে ফেলল সেই মানুষটির স্ত্রী, সাথে এক পুত্র। যদিও পরে পুত্র বদলে স্ত্রীর সাথে এলো কন‍্যা। এই পর্বটি আরো জোরদার করতে যোগ করা হল সেই মানুষটির পৈত্রিক পরিবারের বেশ কিছু নাম করা আত্মীয়কে। কারণ মানুষটিকে দেশের মানুষ এতটাই ভালোবাসে, শ্রদ্ধা করে যে - মানুষটির অবর্তমানে, তাঁর কোন জীবন কাহিনী তাঁর পরিবারের কোন সদস‍্যের মুখ থেকে শুনলে দেশের জনসাধারণ গুরুত্ব দেবে, বিশ্বাস করবে।

এবার একটা বহু পুরনো চিরাচরিত পদ্ধতির প্রয়োগ .. অনবরত মিথ‍্যার প্রচার করে করে তাকে সত‍্যিতে পরিণত করা। এই প্রচারের জন‍্য কিনে নিতে হবে সমাজে প্রতিষ্ঠিত লোকজনদের। যাদের কথা মানুষ একেবারে অবিশ্বাস করতে পারবে না। যারা বিক্রি হবে, তাদের মাধ‍্যমে মিথ‍্যে কে সত‍্যি বানিয়ে বিভিন্ন মাধ‍্যমে প্রচার করতে হবে। প্রথম প্রথম কিছু প্রতিবাদ হবে। তারপর একদিন এইসব অল্প সংখ্যক প্রতিবাদ করা লোকজন পৃথিবীর নিয়মে পৃথিবী থেকে বিদায় নেবে। একটা সময় পরে, একটা জেনারেশন.. দুটো জেনারেশন পরে বেশিরভাগ মানুষ এই মিথ‍্যের তৈরি করা তথ‍্য, প্রমাণ, নথি'কে সত‍্যি বলে মনে করতে শিখবে, মানতে থাকবে; যেমন আজ কিছু জনকে এই মিথ‍্যের ফাঁদে ওরা ফেলে দিয়েছে - ওদের লক্ষ‍্য এটাই। কিন্তু বহু বছর আগে যাঁরা প্রতিবাদ শুরু করেছিলেন, মাথা নিচু করেনি, বিক্রি হয়নি, তাঁদের অংশও পরম্পরায় প্রতিবাদ করতে থাকবে.. লুকিয়ে রাখা নথি থেকে প্রমাণ টেনে এনে সামনে তুলে ধরবে। কারণ সবার প্রিয় মানুষটির নাম যে সুভাষচন্দ্র.. আমাদের নেতাজী সুভাষচন্দ্র বসু .. তাই মিথ‍্যাচারের বিরুদ্ধে আসল প্রমাণ সহ প্রতিবাদ হবেই..

প্রমাণ - ১
পশ্চিমবঙ্গ স্টেট আর্কাইভস বা রাজ‍্য মহাফেজখানায় রাখা ফাইল -
নথি নং ৫২৪/৩৯ -
সুভাষচন্দ্র বসু একবার চীনে যাওয়ার জন‍্য ভিসা চেয়ে আবেদন করেছিলেন ১৯৩৯ সালে। ভিসার সেই ফর্মে বা আবেদনপত্রে - ৩ নং - অবিবাহিত/বিবাহিত - এই ঘরে নিজেকে 'অবিবাহিত' বা 'সিঙ্গল' বলে লিখেছেন। ফর্মের তলায় নিজ স্বাক্ষর ও তারিখ ২৩/১১/১৯৩৯ লেখা।

অথচ ১৯৯৪ সালে মেজদা শরৎচন্দ্র বসুর পুত্রবধূ কৃষ্ণা বসু আনন্দবাজারে লিখলেন - ১৯৩৭ সালে প্রেম করে নেতাজী বিয়ে করেছেন। অর্থাৎ কৃষ্ণা বসুর কথায় সুভাষচন্দ্র বসু ভিসা ফর্মে মিথ‍্যে কথা লিখেছেন! এটা একধরনের স্পর্ধা.. এনারা নামতে নামতে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তা নিজেরাও জানেনা।
অন‍্যদিকে আমরা দেখতে পাচ্ছি -
নেতাজীর মা প্রভাবতী দেবী (১৮৬৯ - ১৯৪৩) জীবিতকালীন কখনই বিবাহের গল্প বলেননি;
মেজদা শরৎচন্দ্র বসু দু দু-বার বিবাহের গল্প অস্বীকার করেছেন;
এক দাদা ডা: সুনীল বসু কখনই বিবাহের গল্প বিশ্বাস করেননি;
সেজদাদা সুরেশচন্দ্র বসু বিবাহের গল্প রটনার তীব্র প্রতিবাদ করেছেন;
নেতাজীর এক বৌদি ললিতা বসু বিবাহের সত‍্যতা স্বীকার করেননি;
এক ভাইপো দ্বিজেন বসু বিবাহের গল্পের বিরোধীতা করে মামলা পর্যন্ত করেছেন।

-------- -------- (১/৫ চলবে.. )

ব্রহ্মচারী নেতাজী সুভাষচন্দ্র বসু অবিবাহিত। তাঁর বিয়ে এবং সেইসাথে পুত্র/কন‍্যার গল্প একটা মিথ‍্যে কুৎসা রটনা।
আমরা সকল নেতাজী প্রেমী - নেতাজীর ১২৫-তম জন্মবার্ষিকী কেন্দ্রীয় কমিটিতে অনিতা বা অ‍্যানিটা নামে এক বিদেশী মহিলার নেতাজীর কন‍্যা হিসেবে নাম থাকায় তীব্র প্রতিবাদ করছি। জনৈকা বিদেশিনীর নাম অন্তর্ভূক্তি বাতিল করা হোক।
সেই সাথে কলকাতার নেতাজী ভবনে নেতাজীর নামের সাথে কাল্পনিক এমিলি ও অনিতার চরিত্রের মিথ‍্যে ও জাল চিঠিপত্র ও ফটোগুলি রাখার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

PMO India

জয় হিন্দ, জয়তু নেতাজী

তথ‍্যসূত্র : ক্ষমা করো সুভাষ - ড. জয়ন্ত চৌধুরী

– সোমনাথ সিংহ

পেজ: নেতাজী
আমাদের গ্রুপে যুক্ত হন: নেতাজী সুভাষচন্দ্র বসু Netaji Subhas Chandra Bose

দেখুন ৷ নেতাজী কন্যা র কীর্তি আর বোস বাড়ীর কীর্তি ৷ বোসবাড়ীর যে লেখিকা বই লিখেছেন নাম উচ্চারণেও  ঘৃণা বোধ হয় , তিনি লিখে...
04/07/2021

দেখুন ৷ নেতাজী কন্যা র কীর্তি আর বোস বাড়ীর কীর্তি ৷ বোসবাড়ীর যে লেখিকা বই লিখেছেন নাম উচ্চারণেও ঘৃণা বোধ হয় , তিনি লিখেছেন এমিলি নেতাজীর বিয়ে হয়েছে ১৯৩৭ ৷ নেতাজী China যাবার জন্য ভিসা র দরখাস্ত ফর্মে সই করেছেন ১৯৩৯ সালে Single বলে ৷ ছবিটা বড়ো করে দেখুন ৷

এবার আসুন অনিতা প্রসঙ্গে ৷ ভালো করে দেখুন , German Document এ কি লেখা নামটি ? Professor Dr. Anita Brigitte Pfaff . ভালো করে দেখুন ৷

তথ্য সূত্র : ক্ষমা করো সুভাষ ৷ ডঃ জয়ন্ত চৌধুরী ৷

24/06/2021

Answer a simple question, inspite of getting several notices , why members of Bose Family were reluctant to attained Justice Manoj Mukherjee Commission??
People of Hindustan Wants to Know.

Why you people never bothered to attend the Manoj Mukherjee Commission & why you people COULD NOT CLAIM GUMNAMI BABA as a False Character and Not Netaji Subhash Chandra Bose ???? Instead why you are doing Tall Talks in medias ????

Anawer
Chandra Kumar Bose

PMO India
Narendra Modi
Arnab Goswami
Republic Bharat
Republic
News24
Zee News English
Zee News & 24 Ghanta Office, Poddar Court
Zee News
ABP News
24 News

নেতাজী র ব্যপারে তিনটে বিষয় মাথায় গেঁথে নিন ৷ ১)সরকারী ফাইলের তথ্য অনুযায়ী নেতাজী আজন্ম ব্রহ্মচারী ২)বিমান দুর্ঘটনায় নেত...
23/06/2021

নেতাজী র ব্যপারে তিনটে বিষয় মাথায় গেঁথে নিন ৷

১)সরকারী ফাইলের তথ্য অনুযায়ী নেতাজী আজন্ম ব্রহ্মচারী

২)বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়নি

৩) গুমনামী বাবাই ওরফে ভগবানজীই নেতাজী ও তাঁর মৃত্যর কোন আইনগত প্রমাণ গবেষকরা পান নি কারণ যাঁরা ভগবানজীর চিকিৎসক ছিলেন, তাঁরা তাঁর মৃত শরীর দেখেন নি এবং death certificate ও issue হয় নি ৷

শশ্মানে পোড়াতে গেলে যে অনুমতি পত্র লাগে , গুমনামীবাবার নামে সেই অনুমতি পত্রও শশ্মান কতৃপক্ষ issue করেন নি ৷

গবেষকরা সকল তথ্য প্রমাণ সহ গ্রন্হাকারে সব তথ্য নথিভুক্ত করেছেন ৷ সেই সব গ্রন্হের কিছু ছবি সহ তুলে ধরা হলো ৷

সরকারী ১০,০০০ ফাইলে র মধ্যে মাত্র ই ৯০০+ ফাইল প্রকাশ করেছে সরকার ৷ বাকি গুলি প্রকাশ করলে দেশে র জনতা ক্ষিপ্ত হয়ে উঠবে , সেই ভয়ে সব ফাইল তালা চাবি দিয়ে রাখা হয়েছে ৷

আমাদের অনেক কাজ করতে হবে ৷ নেতাজী সংক্রান্ত সমস্ত তথ্য আমরা কবর খুঁড়ে বার করে ছাড়ব , এই আমাদের প্রতিজ্ঞা ৷

জয় হিন্দ
ওঁ নমো ভগবতে শ্রী সুভাষচন্দ্রায়তে নমঃ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

22/06/2021


PMO India

22/06/2021

নেতাজী কে বাবা বানিয়ে চুড়ান্ত অপমান করেছে বসু পরিবার এবং নেহেরু ৷ গবেষকদের ষাঁড়াশি আক্রমণের সামনে বার বার মুখ থুবড়ে পড়েও সেই একই ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে বসু পরিবার এবং কেন্দ্রীয় সরকার ! কেন ? কোন স্বার্থ কাজ করছে ?

জীবিত নেতাজী কে মৃত ঘোষণা করে যত না অপমান করেছে, তার চেয়ে ঢের বেশী অপমান করেছে নেতাজী কে এক বিদেশীনির বাবা বানিয়ে ৷

গোটা পৃথিবীকে পায়ের তলায় রাখা ব্যক্তিত্ব , বিয়ে করে সন্তানের বাবা হবেন , সেটা লোকাতে যাবেন কিসের জন্য মশাই ? একজন সিংহ হৃদয়ের মানুষ এত দায়িত্ব জ্ঞান হীন , এই গল্প গেলানো র অপচেষ্টা কেন ?

কান টানলেই মাথা আসে , আমরা সবাই জানি ৷ তাহলে এমিলি র ওপর নজরদারী না চালিয়ে, এমিলি কে গ্রেফতার না করে , বৃৃটিশরা ছেড়ে দিল ?

নেতাজী যেখানে যুদ্ধপরাধী, সেখানে তার পরিবারের গায়ে আঁচ পর্য্যন্ত এলোনা ? অথচ বোস বাড়ীতে নজরদারী চল্ল ?

ভাবুন ভাবুন নেতাজী অনুরাগীরা ৷ ভাবুন ৷ এটা ভাবা আপনাদের কর্তব্য কারণ নেতাজী যে সে ব্যক্তি নন , তিনি আমাদের জাতির জনক ৷ নিজের সর্ব্বস্ব দিয়ে ভারতের লোকেদের ক্ষমতার স্বাদ দেওয়া মানুষ ৷ তাই ভাবুন ৷

ধরায় যখন দাওনা ধরাহৃদয় তখন তোমায় ভরাএখন তোমার আপন আলোয়তোমায় চাহিরে !!!🙏🙏🙏🙏🙏
20/06/2021

ধরায় যখন দাওনা ধরা
হৃদয় তখন তোমায় ভরা

এখন তোমার আপন আলোয়
তোমায় চাহিরে !!!
🙏🙏🙏🙏🙏

17/06/2021

কিছু Scoundral ছেলে আছে বিজেপি তে , তারা ধান্দাবাজ নেতাদের কথা গিলে বিশ্বাস করছে যে নেতাজী বিবাহিত এবং অনিতা তাঁর মেয়ে ৷

নিরলস অধ্যাবসয়ের দ্বারা নেতাজী সত্য উদ্ঘাটনের জন্য প্রাণ পাত সাধনা করে চলেছেন যাঁরা , তাঁদের কথা শোনার কোন প্রয়োজন এই সব Scoundral ছেলেরা মনে করছেনা ৷ এরা হচ্ছে আসল নেমকহারামের দল , প্রকৃতই অশিক্ষিত ৷

ধান্দাবাজ চন্দ্র বোস , কেবল মাত্র অনিতা কে নেতাজীর কন্যা হিসেবে প্রতিষ্ঠা দেবার জন্যই বিজেপি তে গ্যাঁট হয়ে বসে আছেন ,কারণ INA র টাকা তেনারাও নিয়েছেন ৷

চন্দ্রবোসের বাপ অমিয় বসু টাকার গন্ধ পেয়ে , প্রথম রটায় নেতাজী এমিলি কে বিয়ে করেছেন এবং অনিতা ব্রিজেটি পাফ তাঁর কন্যা , যাতে করে নেতাজী কে বদনাম করে , টাকা নেতাজীর পরিবার সরিয়েছে , এমন একটা ধারণা দেওয়া যায় ৷

INA র টাকা কেবল জহরলালই নেয়নি একা , নিয়েছে বোস পরিবারের অমিয় বোস ও শিশির বসুর পরিবার , কিছু বিক্রীত সংবাদ মাধ্যম এবং তার সাংবাদিকরা এবং Emilli Schenkle too.

সত্য প্রকাশিত হয়েছে গবেষকদের নিরলস প্রচেষ্টায় ৷ দ্রুত আরও রহস্য উদ্ঘাটিত হবে ৷ অনিতা পাফ নেতাজী কন্যা নন , তা এখন প্রমাণিত সত্য আর এই সত্য কেই প্রতিষ্ঠা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷

জয় হিন্দ্

17/06/2021

Chandra Bose বিজেপিতে কোন ধান্দায় জানেন ? Anita Brigitte Pfaff কে নেতাজী কন্যা প্রতিষ্ঠা করানোর জন্য কারণ INA র টাকা কেবল নেহেরু নেয়নি , নিয়েছে অমিয় বোস ও শিশির বসুর পরিবার এবং Emilli Schenkle

একটা যুক্তি দেখুন ৷ অমিও বসু শিশির বসুরা রটালেন নেতাজী বিবাহিত ৷ এমিলি স্ত্রী , অনিতা মেয়ে ৷ ঠিক আছে ? ব্রিটিশরা নেতাজী ...
14/06/2021

একটা যুক্তি দেখুন ৷ অমিও বসু শিশির বসুরা রটালেন নেতাজী বিবাহিত ৷ এমিলি স্ত্রী , অনিতা মেয়ে ৷ ঠিক আছে ? ব্রিটিশরা নেতাজী কে মারতে চেয়েছিল , দেখুন নিচের ছবিটা ৷

এবার অনিতা যদি সত্যিই কন্যা হতো , বৃটিশরা ছেড়ে দিত না কি এমিলি কে ছেড়ে দিত ? কারণ কান টানলে মাথা আসে , কে না জানে সেটা ? ভারত সরকার বলা ভালো নেহেরু টাকা পাঠাত এমিলিদের , যে কিনা গোপনে বৃটিশ কে লিখেছিল " your war criminal Netaji Subhash Chandra Bose is in Russia ? "

আপনার মস্তিষ্ক কি বলে মশাই ? ঠান্ডা মাথায় ভাবুন ৷

ছবিটি শ্রদ্ধেয় ডঃ মধূসুদন পাল মহাশয়ের লেখা ' কিছু বিতর্ক —কিছু তথ্য '-প্রথম পর্ব —থেকে নেওয়া ৷

সংসারীরা বর্তমানে বহু বিবাহ করেন, Divorce এর পর,  কিন্তু একই স্ত্রী কে তিনবার বিয়ে করে বিয়ের Hattrick করেন কি ? জগৎ বরেণ...
06/06/2021

সংসারীরা বর্তমানে বহু বিবাহ করেন, Divorce এর পর, কিন্তু একই স্ত্রী কে তিনবার বিয়ে করে বিয়ের Hattrick করেন কি ? জগৎ বরেণ্য চরিত্র, দেশের সম্পদ, নেতাজী সুভাষচন্দ্র বোসু র তিনবার বিবাহ দিয়েছেন তাঁর পিতৃ বংশের লোকজন , একই মহিলার সঙ্গে !

ডঃ শিশির বোস ও সুগত বোস সম্পাদিত NETAJI Collected Works Vol.7 এ বিয়ের তারিখ দেওয়া হয়েছে ২১.১২.১৯৩৭

এমিলি চরিত্র টি শেখর বসুকে নিজ মুখে বলেছেন, তাদের বিবাহের সময় ১৯৪১ খ্রীঃ ৷ শ্রী বসু তাঁর নেতাজী সহধর্মিনী গ্রন্হে এই তথ্য দিয়েছেন ৷

অনিতা পাফ Wikipedia জানাচ্ছে তথাকথিত এমিলির বিবাহ হয় ১৯৪২ খ্রীঃ

এবার আসুন বিবাহ রহস্য কাহিনীতে ৷ হ্যাঁ ৷ রহস্যই বটে ৷ অনেক হিংসাত্মক চরিত্র আমরা দেখেছি কিন্তু এই রকম কদর্য চরিত্র , এতটা হিংসাত্মক , ধ্বংসাত্মক চরিত্র জানিনা জগতে আর কটা বা ক'জন আছে !!

চলুন তাহলে আজ কিছুটা রহস্য উন্মোচন করা যাক, শ্রদ্ধেয় নেতাজী গবেষক ও চিকিৎসক ডঃ মধূসুদন পাল মহাশয়ের ' বিবাহ গল্প কথা শয়তানদের গুপ্ত গাথা ' গ্রন্হের মাধ্যমে ৷

সুভাষচন্দ্র ১৯৩০-১৯৩৭, বৃটিশ রাজশক্তির নির্দেশে, ইউরোপে নির্বাসিতের জীবন যাপন করেন ৷ সেখানেই সর্দার বল্লভভাই প্যাটেলের দাদা, বিঠলভাই প্যাটেলের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷

ক একদিন পরেই , সুভাষ চন্দ্রের গুণমুগ্ধ হয়ে যান বিঠলভাই আর এই সময়েই সুভাষচন্দ্র ও বিঠলভাই , যুগ্মভাবে, ভিয়েনা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে গান্ধির ' ভুল রাজনৈতিক পদক্ষেপে' এর সমালোচনা করে বিবৃতি দেন ৷

স্বভাবতই অহিংসার পূজারি, ভারতের স্বঘষিত মুকুটহীন সম্রাট ,গান্ধি , বিষয়টাকে মোটেও হজম করতে পারেন নি ৷ নেহেরুও ত ওঁৎ পেতে বসেই ছিলেন কিভাবে সুভাষ কাঁটা কে তার পথ থেকে সরানো যায় , সেই সুযোগের অপেক্ষায় !

নেতাজী ও বিঠ্ঠালভাইয়ের যৌথ সমালোচনামূলক ইস্তেহারে, জ্বলে গেলেন সবাই গান্ধী নেহেরু ত বটেই , বল্লভভাই প্যাটেলও ৷ শুরু হলো তাদের ষড়যন্ত্র ৷

বিঠ্ঠালভাই প্যাটেলের সহকারী কে ছিলেন জানেন ? এমিলি শেঙ্কেল ৷ বিঠ্ঠালভাই , সুভাষচন্দ্র কে এতটাই স্নেহ করতেন , ভরসা করতেন যে, তাঁর নিজের সঞ্চিত ক এক লক্ষ টাকা , তিনি সুভাষচন্দ্রের নামে উইল করে দেন একটি শর্তে —তাঁর দেওয়া অর্থ সুভাষ খরচ করবেন, ভারতবর্ষের স্বাধীনতা লাভের কথা , ইউরোপে প্রচার করার জন্য ৷

বিঠ্ঠালভাই এর অনুপ্রেরণায় সুভাষ ইউরোপে বসে লিখেছেন তাঁর প্রথম গ্রন্হ —' Indian Struggle '(1920-1934) ৷ সুভাষচন্দ্রের আর্থিক অবস্হা তখন অতটা স্বচ্ছল নয় যে লেখার সুবিধের জন্য, একজন সহকারী রাখবেন ৷ বিঠ্ঠালভাই এসব জানতেন ৷ তাঁরই নির্দেশে এবং ব্যবস্হাপনায় , পারিশ্রমিকের বিনিময়ে, সুভাষচন্দ্রের হাতে লেখা পান্ডুলিপি টাইপ করে দিতেন এমিলি ৷

বিঠ্ঠালভাই এর মৃত্যুর পর, এমিলি সহকারীর কাজ করতেন সুভাষচন্দ্রের নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ৷ এমিলিকে সুভাষচন্দ্রের ভাই শরৎ চন্দ্র বসুর দ্বিতীয় পুত্র অমিয় নাথও চিনতেন ৷অমিয় নাথ বসুও ঐ সময়ে ব্যারিস্টারী পড়তেন ইউরোপে ৷

বল্লভভাই ,সুভাষ চন্দ্রের বিরূদ্ধে মামলা করে, সুভাষকে দেওয়া বিঠ্ঠলভাইয়ের ক এক লক্ষ টাকা আইনের মার প্যাঁচে আটকে দেন ৷ কিন্তু এতেও তাঁরা থেমে থাকলেন না ৷

সুভাষ চন্দ্রের অমলিন চরিত্রে কালিমা লেপনের জন্য , শুরু করলেন একের পর এক চক্রান্ত ! তাঁরই একটি , নেতাজী-এমিলি বিবাহ ও তাঁদের সন্তান কাহিনী আর এই কাজে জহরলাল সঙ্গে নিলেন প্রথমে শরৎচন্দ্র বসুর মেজ ছেলে অমিয় নাথ বসু কে ৷ প্রথমে অমিয়ই নেতাজী এমিলির বিবাহ কাহিনী প্রচার করতে শুরু করে এবং পরে শিশির বসু ৷

Dr. Pal মহাশয়ের গবেষণায় উঠে এসেছে একাধিক চিঠির প্রসঙ্গ ৷ একটি চিঠির কথা আমি এই পোষ্টে উল্লেখ করছি ৷ চিঠি টি শিশির বসুর লেখা তার ভাই অরবিন্দ বসুকে , যেখানে তিনি লিখছেন স্পষ্ট যে, এমিলি শেঙ্কেলকে তিনি বলবেন যে তাঁরা তাঁকে টাকা পাঠাচ্ছেন দয়া পরবশ হয়ে , ওনার অধিকারের জন্য নয় ৷

তাহলে এটা কি বুঝতে কারুর অসুবিধে হচ্ছে যে, এমিলি শেঙ্কেলের বোসবাড়ীর টাকাতে কোন অধিকার নেই ?

তাহলে অমিয়, শিশির বসুরা কি করে, কিসের ভিত্তিতে এমিলিকে বোসবাড়ীর বধূ বলে প্রচার করেছেন ???? ১৯৫৩ সালে যে চিঠি শিশির বসু লিখেছেন যদি এমিলি আন্টি তাঁকে পরিচয় পত্র না দেখাতে পারেন , তাহলে অমিয় ও এমিলির গোপন বোঝাপড়া ধরা পড়ে যাবে ৷

গবেষণায় দেখা গেছে শিশার বসুরা হন্যে হয়ে এমিলি ও অনিতার পরিচয় পত্র, জন্মের শংসা পত্র খুঁজতে ব্যস্ত ৷

আমার একটা সহজ প্রশ্ন —এমিলি যদি বধূই হবেন তাহলে বিবাহ র কাগজ খুঁজতে হয় কি করে বা খোঁজার দরকার হয় কেন ? নেতাজীর মতন চরিত্রবান দায়িত্ববান মানুষ , আপনাদের জানাবেন না তাঁর জীবনের এত বড়ো ঘটনা , এটা বিশ্বাস করার কোন কারণ আছে কি ?

কথা হলো এই ঘৃণিত কাজ বোসবাড়ীর লোক কেন করল আর আজও কেন তা অব্যাহত ? উত্তর একটাই —অজস্র অর্থ ও রাজনৈতিক ক্ষমতা ভোগ ৷

আমার মনুষ্যত্ব বলে, ভারতের সন্তান হিসেবে , ভারত সরকারের কাছে কৈফিয়ৎ তলব করা আমার নৈতিক কর্তব্য ৷ আপনার বিবেক যা বলবে আপনি তাই করবেন ৷

ভারত সরকার কে ঘোষণা করতেই হবে নেতাজী আজন্ম ব্রহ্মচারী ৷

We will make you STOP Sugata Bose & Chandra Bose from spreading Nonsense and malaigning Netaji's Pious Character and I promise that. ,

JAI HIND

03/06/2021

NETAJI SUBHASH CHANDRA BOSE inclined HIMSELF in Spiritual Path and is in the Role of BHAGWANJI
HE is a Batchelor.


কেন মানবেন নেতাজী সুভাষ চন্দ্র বোস আজন্ম ব্রহ্মচারী, কেন বিশ্বাস করবেন না সুগত বসু চন্দ্র বোসুদের কথা ? জানতে হলে , আপনা...
02/06/2021

কেন মানবেন নেতাজী সুভাষ চন্দ্র বোস আজন্ম ব্রহ্মচারী, কেন বিশ্বাস করবেন না সুগত বসু চন্দ্র বোসুদের কথা ? জানতে হলে , আপনাকে নেতাজীর চরিত্র টা ভালো করে জানতে হবে ৷

নেতাজী র মতন পাগল দেশ প্রেমীক হয়ত অনেকেই ছিলেন ,কথাটা এই কারণে বলছি যে, ১৮ বছরে ক্ষুদিরাম বোসু হাসতে হাসতে ফাঁসির দড়ি পরেছিলেন গলায় , এ ছাড়া বিনয় বাদল দীনেশ এ ছাড়াও আরও মহাত্মা (গান্ধী নয়) আছেন ,কিন্তু নেতাজী হলেন Unique চরিত্র যা সচরাচর দেখা যায় না ৷

নেতাজী অসম্ভব ত্যাগী , (ত্যাগের সীমা পরিসীমা নেই কোন), সত্যবাদী. বলা ভালো সত্যে প্রতিষ্ঠিত একটি চরিত্র ৷

আমরা বিভিন্ন জায়গায় পড়েছি , ধারাবাহিক নাটকে, চলচ্চিত্রে দৃশ্যায়ণ হতে দেখেছি প্রেসিডেন্সী তে তিনি তাঁর কলেজের অধ্যাপক 'ওটেন সাহেব' কে চড়, ঘুঁষি , জুতো পেটা ইত্যাদি করেছিলেন এবং আমরা সেটা দেশপ্রেমের আবেগে বিশ্বাসও করেছি ৷

আসল ঘটনা হলো নেতাজী কোনদিনও কাউকে অাঘাত ত দুর সামান্য অসম্মান পর্য্যন্ত করেন নি ৷

ওটেন সাহেব কে তাঁর সহপাঠীরা মেরেছিল যার দোষটা গিয়ে পড়েছিল নেতাজীর ওপর এবং ছাত্র নেতা সুভাষচন্দ্র , টুঁ শব্দটি করেন নি দোষী সহপাঠীর বিরূদ্ধে , কলেজ থেকে বিতাড়িত হবার পরেও ৷ বিদ্বেষ বসতও বন্ধুর নামোচ্চারণ করেন নি , নির্দোষ হয়েও পরের দোষ মাথা পেতে নিয়েছেন ৷ Such Character is Subhash Chandra.

নেতাজী নম্র, ভদ্র , অত্যন্ত অমায়িক ,গুরুজনদের প্রতি অসম্ভব শ্রদ্ধাবান কিন্তু জেদী, একরোখা , তেজী ও সাহসী ৷ নিজের সংস্কারকে কোন ভাবে প্রভাবিত না করে , পরিবারে সবার অলোক্ষে অতি অল্প বয়সেই গৃহ ত্যাগ করেন , স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৷ এই ঘটনাতেই বোঝা যায় , সুভাষচন্দ্র নির্ভীক, সাহসী ৷

একবার সাধারণ ধর্ম ঘটের ডাক দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে ৷ সাধারণ ধর্ম ঘট সুতরাং, যান বাহন চলাচল করবেনা ৷ সুভাষচন্দ্র ভাবলেন তাঁদের কথা, যাঁরা ট্রেনে করে স্টেশনে পৌঁছলে বাড়ী ফেরার যান বাহন পাবেন না ৷

অতঃপর, নিজের গাড়ী নিয়ে সুভাষ সেদিন বেরলেন , স্টেশনে পৌঁছনো যাত্রী দের বাড়ী পৌছতে , যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াতে ৷ গাড়ীর কাঁচে লিখে দিলেন —For National Service.

একটা মানুষের কতটা মনুষ্যত্ব বোধ দায়িত্ব বোধ থাকলে , এই পর্য্যায়ে ভেবে , নিজের কাঁধে দায়িত্বভার নিয়ে সেটা পালন করা যায় ???

এতটা যাঁর দায়িত্ব বোধ, এত যে সাহসী , তিনি গোপনে বিয়ে করবেন , সন্তানের জনক হবেন , আর দেশদ্ধারের নামে কোন দায়িত্ব না নিয়ে সরে যাবেন ?? এটা বিশ্বাস যোগ্য না কি মশাই ?

গবেষকদের কাছে বিস্তর নথি পত্র আছে যেখানে প্রমাণিত হয়েছে সন্তান ত দুর নেতাজী বিবাহই করেন নি কোন দিন এবং সব চেয়ে হাস্য কর হলো (মহিলাটির নাম নিতে ঘৃণা বোধ হয়) সুগত বসুর জন্ম দাত্রী , যে নিজের মিথ্যের দলিলে নেতাজীর বিয়ের তারিখ লিখেছে ১৯৩৭ ২৬ শে ডিসেম্বর ৷

নেতাজী গবেষক ও শিক্ষাবিদ ডঃ জয়ন্ত চৌধুরী তাঁর নেতাজীর ওপর গবেষণা চলাকালীন নথিপত্র দেখার সময় দেখতে পান যে, China যাবার সময় নেতাজী একটি form fill up করেন , যেখানে তিনি Marital Status এর জায়গায় 'Single ' লিখে নিচে সই করেন ৷ সাল টা ছিল ১৯৩৯ ৷

আর কিছু বলবেন , ?????



এ ছাড়াও গবেষকদের কাছে আরও নথিপত্র আছে, যা একে একে প্রকাশিত হচ্ছে, হবে ৷

তথ্য সংগ্রহ —ক্ষমা করো সুভাষ —ডঃ জয়ন্ত চৌধুরী ৷

জয়তু নেতাজী
জয় হিন্দ

বাড়ীরই হোক বা বাইরের , গুরুজনদের হাতে করে কিছু দিতে গেলে ,শুধু হাতে দিতে নেই , ছোট প্লেট বা ডিশে করে তা দিতে হয় ৷ শুধু খ...
17/05/2021

বাড়ীরই হোক বা বাইরের , গুরুজনদের হাতে করে কিছু দিতে গেলে ,শুধু হাতে দিতে নেই , ছোট প্লেট বা ডিশে করে তা দিতে হয় ৷ শুধু খাবার নয় যে কোন বস্তু ৷ একটা চিরুনিও ৷ এমনই শিক্ষা কল্কী অবতার নেতাজীর ৷

তথ্য সূত্র : চক্রব্যুহে নেতাজী গ্রন্হে, মূখার্জী কমিশনে দেওয়া সাক্ষীর স্মৃতি চারণ থেকে জানা ৷

ওঁ নমো ভগবতে শ্রী সুভাষচন্দ্রায়তে নমো 🙏🙏

নেতাজীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি —বিচারপতি মনোজ মূখার্জী সকল তদন্ত রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত জানান ভারত সরকার কে কিন্...
15/05/2021

নেতাজীর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি —বিচারপতি মনোজ মূখার্জী সকল তদন্ত রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত জানান ভারত সরকার কে কিন্তু তখন ভারতে কংগ্রেস সরকার থাকায় সেই রিপোর্ট খারিজ হয়ে যায় ৷ অথচ খোদ তাইওয়ান সরকারই ভারত কে বিমান দুর্ঘটনার খবর টি ভুল বলে জানান ৷

কি করে কংগ্রেস এই রিপোর্ট গ্রহণ করবে ? সাজিয়ে ছিল ত কংগ্রেসের পৃষ্ঠপোষক খোদ নেহেরু ৷ এই কংগ্রেস সিপিএম সব দেশের জনগণের শত্রু ৷ দেখুন , সেই তথ্য চক্রব্যুহে নেতাজী থেকে তুলে ধরলাম ৷

লাল কালি দিয়ে দাগ দেওয়া অংশ টি পড়ুন ৷ কাগজে তারিখ দেখুন ডান দিকের কোণে ৷ 👇

12/05/2021

একজন বিশ্বনেতা মারা যাচ্ছেন ১৯৪৫ প্লেন ক্র্যাশের মতন ঘটনা ঘটছে, অথচ সেটার কোন official record নেই ৷ Death Certificate issue হয়েছে কবে ? ১৯৮০ ভাবুন ভাবা অভ্যেস করুন

"বাঙালীর ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক,"হে ভগবানজী।🙏🙏🙏🙏🙏
03/05/2021

"বাঙালীর ঘরে যত ভাই বোন,
এক হউক, এক হউক, এক হউক,"
হে ভগবানজী।🙏🙏🙏🙏🙏

কল্কী অবতার নেতাজীর সাবধান বাণী —" যাঁরা জোঁকের মতো রক্ত শুষছে, তাদের মানুষের গা থেকে তুলে নেওয়া হবে ৷ যে পুনর্গঠন হবে, ...
10/03/2021

কল্কী অবতার নেতাজীর সাবধান বাণী —" যাঁরা জোঁকের মতো রক্ত শুষছে, তাদের মানুষের গা থেকে তুলে নেওয়া হবে ৷ যে পুনর্গঠন হবে, সেখানে ধর্মের প্রতিষ্ঠা হবে —সংস্কৃতি, সৎ সেবক, সৎ কর্মীর জ্ঞানীর আগের মতোই প্রতিষ্টা হবে ৷"— তথ্য সূত্র
'মহাকাল কথন' ৷

যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত

অভ্যুথ্থানম(অ)ধর্মস্য
তদাত্মানং সৃজম্যহম্

পরিত্রাণায় সাধুনাং
বিনাশায়চ দুষ্কৃতাম্

ধর্ম্ম সংস্হাপনার্থায়
সম্ভবামী যুগে যুগে ৷৷(শ্রীমদ্ ভগবত গীতা)

প্রথম পর্ব্বে বৃটিশদের পলায়নের কারণ হয়েছেন ! বৃটিশরা নিজেরাই স্বীকার করেছে ৷

অবতার কে চেনা খুব কঠিন ৷ কারণ প্রথমে বোঝা যায় না ৷ কিন্তু কল্কী অবতার কে , সেটা বোঝাই যায় ! পুরাণের পুরো বর্ণনা ভগবানজীর সঙ্গে মিলে যায়

এখন দুর্বৃত্তদের ধ্বংশের কারণ হবেন ! সত্য প্রতিষ্ঠিত হবে ভারত সহ গোটা জগতে !!

হে বীর আসন তব পূর্ণ করো ৷৷

ওঁ নমো ভগবতে শ্রীসুভাষচন্দ্রায়তে নমো 🙏🙏

কোভিড বের করেছে চীন ৷ মস্তিষ্ক কার ?'মহাকাল কথন ' বইটি কল্কী অবতার নেতাজীর মুখোনিঃসৃত অমৃত কথা—যা তিনি ডঃ পবিত্র মোহন রা...
08/03/2021

কোভিড বের করেছে চীন ৷ মস্তিষ্ক কার ?

'মহাকাল কথন ' বইটি কল্কী অবতার নেতাজীর মুখোনিঃসৃত অমৃত কথা—যা তিনি ডঃ পবিত্র মোহন রায় ,(আজাদ হিন্দ্ সরকারের গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত ছিলেন ৷ ) তাঁর কাছে ব্যক্ত করেন ৷

ভারতে ফিরে কাজ করার সময় ধরা পড়ার পর তাঁকে মৃত্যু দন্ডে দন্ডিত করে বৃটিশ সরকার ৷ পরবর্তী কালে, তাঁর মৃত্যু দন্ড রদ হয় ৷

পরে, মহাকাল রূপী নেতাজীর সঙ্গে পুনর্মিলন ঘটে ৷ সেই সাক্ষাৎ পর্ব্বে মহাকাল রূপী কল্কী অবতার পুরুষ , যা বলেন বা আলোচনা করেন , পবিত্র বাবু , সেসব নোটের আকারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন যার কিছু অংশ Justice Manoj Mukherjee Commission এ দাখিল করা হয়েছে ৷
সেই সংরক্ষিত নোটস্ ই 'মহাকাল কথণ' বইটি ৷

এখানে আমি কিছু লিংক পাচ্ছি ৷ যেমন এক জায়গায় মহাকাল বলছেন —"চার পাঁচজন China থেকে এসেছিলেন " অর্থাৎ মহাকাল রূপী নেতাজীর কাছে এসেছিলেন ৷ এই কথাটি বলেন তিনি ৪/২/১৯৬৫তে ৷

এর পর ১৮/১১/১৯৬৬—বলছেন পাশ্চাত্যের বিষয়ে —সে দেশের সন্তানরা মাতৃ দুগ্ধ থেকে বঞ্চিত ৷ মার কাছে লালিত পালিত হয় না ৷ ছেলেমেয়েরা বাপমায়ের সঙ্গে আলাদা হয়ে যায় ৷ সে দেশে Bimillion Questionaire করে দেখা গেছে ৮০% মেয়েদের মধ্যে Veneral Disease. ৭৫% মেয়েরা বলছে Free S*x is my personal right.

"প্রত্যেক দেশের প্রত্যেক inner most জায়গায় আমার finger আছে ৷ আমাদের Socialism আমাদের নিজস্ব হবে ......"

এরপর আসছি কি লিংক পাচ্ছি বা কি ভাবে লিংক পাচ্ছি একটি বিষয় বস্তুর ৷

১) চাইনার লোকজন যাতায়াত করছে তাঁর কাছে তা মহাকাল বলেছেন ৷

২) Free Mixing এর ব্যপার আধ্যাত্মবাদীরা অনুমোদন করেন না কারণ সেটা রুচি সম্মত নয় ৷ সব কিছু শিষ্টাচার মেনে করার উপদেশ জগতের সকল ব্রহ্মজ্ঞ ঋষিরা দিয়েছেন ৷ পাশ্চাত্যে এই পবিত্র সংযম পদ্ধতির জ্ঞান ও নেই আচরণও হয় না ফলত এ রূপ free mixing এর ফলে সন্তানদের ওপর কুপ্রভাব পড়ে ৷ দুরারোগ্য রোগও হয় ৷

মহাকাল এ বিষয় টা ভালো চোখে নেবেন না এটাই স্বাভাবিক ৷ ভারতেও এর কুপ্রভাব পড়তে বাধ্য সেটাও তিনি জানতেন ৷ তাঁর মতন মহামানবের পক্ষে এই কু প্রভাব থেকে মানুষ কে কি করে বাঁচানো যায় , সে চিন্তা যে তিনি করবেন না , এটাই অবিশ্বাস্য ব্যপার ৷

একটা আঘাত এমন আনা প্রয়োজন ছিল, যে মানুষের ওড়া বন্ধ করা যায় ! পৃথিবী উড় ছিল রীতিমত ৷ সেই ওড়া কে বন্ধ করার জন্য তিনি যে ভাবেন নি সেটা জোর দিয়ে বলতে পারিনা ৷

আমরা ২১বিংশ শতাব্দী তে দেখলাম কোভিড এলো এবং মানুষের দুরন্ত বেগে ওড়াও থামল ৷ মানুষ ঘর মুখো হলো ৷ সংযমী হলো ৷ পরিচ্ছন্নতা এলো ৷

কোভিড পরিস্হিতি অনেক ভাঙা পরিবার জুড়েছে আবার অনেকের চরিত্রও ধরা পড়েছে ৷ There is a Massive positive effect we have experienced in the Society.

যাঁরা সাবধানী তাঁরা এখনও সুস্হ আছেন ৷ বয়োস্করাও ৷ কিন্তু যাঁরা মানেন নি তাঁরা পৃথিবীও ত্যাগ করেছেন ৷

মহাভারতে আমরা শ্রীকৃষ্ণ কে সারথী রূপে দেখেছি ৷ বাস্তবে কল্কী অবতার নেতাজীর বেশে শ্রীকৃষ্ণ কর্ম্মে রত .........কর্ম্ম করছেন.... অনেক অর্জুনের মাধ্যমে সেই ইঙ্গিত ত দিয়েইছেন —প্রত্যেক দেশের প্রত্যেক innermost জায়গায় আমার Finger আছে ৷"

এই তিনটে connection থেকেই মনে হলো কোভিড কি মহাকালের মস্তিষ্ক প্রসূত তাহলে ? আমার সঙ্গে একমত কাউকে হতে হবে না ৷ আপনারা ভাবুন শুধু ৷

ওঁ নমো ভগবতে শ্রীসুভাষচন্দ্রায়তে নমো ৷
🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

সরাসরি নেতাজীর মুখ নিঃসৃত মন্তব্য —"CPI (পড়তে হবে অধুনা CPM) হারামজাদাদের কথা ছেড়ে দাও , তাদের ত মরণের দিন এগিয়ে এসেছে —...
07/03/2021

সরাসরি নেতাজীর মুখ নিঃসৃত মন্তব্য —"CPI (পড়তে হবে অধুনা CPM) হারামজাদাদের কথা ছেড়ে দাও , তাদের ত মরণের দিন এগিয়ে এসেছে —বাকি শুধু কন্ঠস্বর হীন কোলের উপর লাঠি মারা হচ্ছে ৷ বাবুরা জাগো —নইলে পস্তাবে—এমন পস্তাবে যে কেঁদে কুল পাবে না—তৈরী হও ৷

Govt.Of India and Pakistan & U.K., U S A, Russia, China স্বপ্নেও ভাবতে পারেনা টুকরো জুড়ে যাবে ৷ কারো মাথায় খেলছেনা জুড়বার কী উপায় ৷ যদি কারো যাদু মন্ত্রতে এক হয়ে যায় তাহলে কি করতে হবে ?

এই হলো সুবিধে আমার ভুত হওয়ার ৷ মানুষ যখন মরে যায় তাহলে সে ত্রিকালজ্ঞ হয়ে যায় ৷

ফকির এখন শুধু এক জায়গায় নয় —ফকিরের পরিধি দিগন্ত ৷ যখন এক হবে তখন এঁরা কি করবে ? ১০ লক্ষ ধ্বংশ হয়ে যাবে ৷ এটা আমি জানি ৷ "

মহাকাল রুপী নেতাজী কি সের ইঙ্গীত দিচ্ছেন ? এক হয়ে যাবে ভারত পাকিস্হান আর সেই সময়ে ১০ লক্ষ প্রাণ চলে যাবে ৷

কল্কীঅবতারের বাণী বিফলে ত যাবার নয় ৷ তার জন্যই তৈরী থাকতে বলেছেন মানুষকে ৷

ভালোকরে লক্ষ করুন মহাকাল রূপী নেতাজীর মন্তব্য —"ফকিরের পরিধি দিগন্ত ! " কিসের ইঙ্গীত এটা ? অখন্ড বিশ্ব কি ?

সূত্র: মহাকাল কথন

জয় ওম্
জয় ওম্ নেতাজী
জয় হিন্দ্

06/03/2021

1945সালের পর বিভিন্ন স্থানে ছদ্মবেশে, নেতাজী

1948সালে রাশিয়া তে--গিলসাই মালঙ
1949এচীন বিপ্লবের সময়--মাও সে তুঙ এর কাছে---আপন সহদোর ভাই, অনলুকার, লিও পো চেঙ

1959সালে তিব্বতে---জেনারেল ডেথ, জেনারেল শিব, মৃত ভূত, ওরাকেল
1963সালের প্রথম দিকে----শৌলমারীতে সাধু সারদানন্দ
1960এর দশকে ভারতের বিভিন্ন প্রান্তে বেনারসি বাবা, কালদন্ড কন্ন বাবা, নাগদা বাবা, বাবা হনুমান গীর, ডাক্তার হনুমান সিঙ, ক‍রনেল যোগীন্দ্র সিঙ, স্বামী বিজয়ানন্দ
1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময়----সাধারণ মিলিটারি, ফকির ,বারমীজ ম্যান
1970এর দশকে ভারতে মহাকাল
1963সালে কঙগ্রেসের ভুবনেশ্বর অধিবেশনে----ডিকা পুকম(যাকে দেখে জাওহরলালের প্রথম বার হার্ট এটাক হয়)
মালেশিয়া তে---মিষ্টার আযাদ
আশীর দশকে ভারতে-----গুমনামী বাবা, গুমজিস্ম বাবা
আফগানিস্তান---সাবে করিমুল্লা

জয় স্বামীজী
জয় নেতাজী

✍️ Palash Chandra Dey

নেতাজীর তথা কথিত 'মৃত্যু' নিয়ে আইন জীবিদের চোখে যে প্রশ্ন আছে সে ত আছেই , বাদ দিন ৷ আমার আপনার মনে ই একটা খট্ কা লাগে ৷ ...
28/02/2021

নেতাজীর তথা কথিত 'মৃত্যু' নিয়ে আইন জীবিদের চোখে যে প্রশ্ন আছে সে ত আছেই , বাদ দিন ৷ আমার আপনার মনে ই একটা খট্ কা লাগে ৷

যিনি নাকি নেতাজীর বিমান দুর্ঘটনার পর তাঁর চিকিৎসা করেন , সেই Dr. Taniwashi Eyoshimi, 'চন্দ্র বোস ' (পড়তে হবে সুভাষচন্দ্র বোস)এর চিকিৎসা করেন ১৮ই অগাস্ট ১৯৪৫ এ আর তাঁর Death Certificate দেন ১৯৮৮ তে ! ৪৩ বছর পরে , Death Certificate issue করেন, তাও ভারতে থেকে একজন প্রতিনিধি গিয়ে তাকে অনুরোধ করার পর তাঁর Death Certificate issue হয় ৷

আমি মরছি এক সময় আমার মৃত্যুর কারণ জানানো হচ্ছে ৪৩ বছর পর ৷ কতটা বিশ্বাস যোগ্য ? আদৌ বিশ্বাস যোগ্য কি ? কারণ, ডাক্তার পেশেন্টের চিকিৎসা করলে নিয়ম অনুযায়ী ৪ ঘন্টা পরেই মৃত্যুর কারণ লিখে মৃত্যু প্রমাণ পত্র দেন ৷

বিশিষ্ট আইন জীবি শ্রীকেসব ভট্টাচার্য্য মহাশয় এখানেই প্রশ্ন তুলেছেন এবং খুবই সংগত প্রশ্ন ৷ মৃত্যুর ৪৩ বছর পরে কেন কারুর অনুরোধের ওপর ভিত্তি করে death certificate issue করবেন চিকিৎসক ? তাঁর ত ধর্ম্ ই automatically death certificate issue করা ????

Death Certificate ৪ ঘন্টা পরে কি করে দিতেন Dr. Eyoshimi ? মৃত্যুটাই যে ঘটেনি কারণ কোন দুর্ঘটনাই যে ঘটেনি ৷

মনে হচ্ছেনা আপনার , যে এটা কিরকম হলো ? তাহলে ত মৃত্যুটা একটা নাটক !! ভাবুন ভাবুন ভাবা অভ্যেস করুন ৷

তথ্য সূত্র : চক্রব্যুহে নেতাজী

লেখক : মূখার্জী কমিশন নিয়োজিত কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি শ্রী কেশব ভট্টাচার্য্য মহাশয় ৷

মুখার্জী কমিশনের সাক্ষী নং ৮৪—Dr. Tanioshi Eyoshimi.

28/02/2021

নেতাজীর নামাঙ্কিত এই পেজ এ,নেতাজী র যাবতীয় সত্য তথ্য প্রকাশ করা হবে প্রমাণ সহ ৷
জয় ওম্
জয় কল্কীঅবতার নেতাজী
জয় হিন্দ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Netaji Mystery OPEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share