29/01/2022
what is this behavior Jamuna Television ???
এশিয়ান গেমস ২০২২ এ E-Sports event add করা হয়, সেই event এর ৮ টি online games এর ভিতর PUBG Mobile একটি। Bangladesh Olympic Association জানিয়েছে, তিনটি games এ অংশগ্রহন করবে বাংলাদেশ, তার ভিতর PUBG Mobile একটি, এবং এই ব্যাপারটি নিয়ে অনেক news media positive ভাবে cover করছে, এবং সবারই মাঝে একটি ইতিবাচক প্রভাব ফেলছে ।
কারন বাহিরের অনেক দেশে E-Sports as a Career হিসেবে নিতে পারে, China তে E-Sports School রয়েছে, আমাদের দেশেও এরকম weather তৈরি হচ্ছে like আমাদের ওলিগলিতে যেরকম ক্রিকেট খেলা হয় আবার ক্রিকেট বিশ্বকাপও রয়েছে, কিন্তু সবাইতো professional ভাবে ক্রিকেট খেলেনা, কেউতো শুধু মজার জন্য খেলে ।
তেমনি PUBG Mobile এর ভিতরও normal casual player রয়েছে আবার professional esports player রয়েছে, এই ব্যাপারগুলো যে সময় কালে Bangladesh এর সাধারন মানুষ বোঝার Try করতেছে ঠিক সে সময় Jamuna TV বাহিরের দেশ Pakistan এ ঘটে যাওয়া একটা news বাংলাদেশে cover করতেছে, কেনো Jamuna TV...???
আর Pakistan এ pubg mobile ban হবার এক সপ্তাহের ভিতর unban করে তাদের সরকার এবং E-Sports কে national ভাবে স্বীকৃতি দেয় যেরকম বাংলাদেশে ক্রিকেট national ভাবে স্বীকৃতি পাওয়া। এবং পাকিস্তানে open firing এটি খুবি normal বিষয়, কারন পাকিস্তানের অবস্থা কিরকম সেটা আপনারাই আমাদেরকে বলেন News Media তে, বাংলাদেশে ১৪ বছরের একটি কিশোর পিস্তল কিভাবে কিনবে,,? এটা কখনো সম্ভব বাংলাদেশে,,?
তার মানে বাংলাদেশ-পাকিস্তান কোনো ভাবেই একই ধারায় চিন্তা করা যায়না, তাহলে আপানারা কেনো বাহিরের একটি অমিমাংশীতো news বাংলাদেশে cover করবেন ঠিক সে সময়ই যখন পুরো দেশ নতুন কিছু দেখতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সুজোগ রয়েছে এশিয়ান গেমসে পদক জিতার, ব্যাপারটা এমন নয় যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ঠিক সে সময় জিম্বাবুইয়ের পারার মাঠে ক্রিকেট খেলা কেন্দ্র করে ব্যাট ও স্টাম্প দিয়ে এক পক্ষর সাথে আর এক পক্ষর সংঘর্ষ এবং ২ জন নিহত এবং অনেক আহত, এই news cover করছেন বাংলাদেশে ।
ব্যাপরটা কিরকম দেখায় Jamuna TV একটু চিন্তা করবেন যদি নিন্মপরিমান মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দিয়ে থেকে সৃষ্টিকর্তা। আমরা সবাই বুজি এটি শুধু sympathy পাওয়ার জন্য এরকম news করে থাকে, এর আগেও Jamuna TV এ ধরনের অমিমাংশীতো news দিয়ে সাধারন মানুষদের হেরাসমেন্ট করে গেছে, আমরা এ ধরনের news like/comment/share থেকে দুরে থাকি এটি বিনিতো অনুরোধ রইলো সবার কাছে ।