24/07/2022
Redmi K50i লঞ্চ হয়েছে ভারতে!
• 6.6" FHD+ LCD Display.
• 144Hz RR | 270Hz TSR.
• 7 Stage Dynamic Switch.
• Dolby Vision, HDR10.
• DCI-P3, DC-Dimming.
• Gorilla Glass 5.
• MediaTek Dimensity 8100 5G.
• LPDDR5 Ram, UFS 3.1 Storage.
• 64MP (GW1) + 8MP (U-Wide) + 2MP (Macro) Triple Rear Cameras.
• 16MP Front Camera.
• Side Mounted Fingerprint Sensor.
• 3.5mm Jack.
• Stereo Speakers.
• Dolby Atmos | Hi-Res Audio.
• X-Axis Linear Motor.
• Liquid Cool 2.0.
• 5080mAh Battery.
• 67W Fast Charging.
• Type C Port.
• 8.87mm, 200g.
• MIUI 13 × Android 12.
• Stealth Black, Phantom Blue, Quick Silver.
> 6/128GB - 26k INR.
> 8/256GB - 29k INR.
LCD দেখে জনগণ নারাজ। আমার প্রত্যাশা থাকবে যেন এটার ডিসপ্লে কোয়ালিটি Mi 10T সিরিজের কাছাকাছি হয়। গত কয়েকবছরে সেরা এলসিডি ডিসপ্লে ছিল Mi 10T সিরিজে। প্রিমিয়াম ডিভাইস ছিল তাই ঐ দামে পাবলিক প্রচুর সমালোচনা করেছিল তবে যারা ইউজ করেছে কেবল তারাই বুঝেছিল সেগুলোর ডিসপ্লে কোয়ালিটি কেমন। ঐ রেঞ্জে না গেলেও এটার ক্ষেত্রেও লোকজনের মতামত একই কারণ এই রেঞ্জে অ্যামোলেড বর্তমানে স্বাভাবিক। অ্যামোলেড হলে অবশ্যই এটা সেইফ অ্যাপ্রোচ হতো কিন্তু দাম বেড়ে যেত। মাথায় রাখতে হবে প্রতিটা ডিভাইস ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। বাজারে কমপ্লিট প্যাকেজও আছে আবার কিছু ফোনে ডিসপ্লে/ চিপসেট/ ক্যামেরা/ বিল্ড কোয়ালিটি বা প্রিমিয়ামনেস হাইলাইটিং পয়েন্ট থাকে যেমন এটার স্পেশালিটি চিপসেট অর্থাৎ পারফরম্যান্স সেন্ট্রিক ডিভাইস।
কিলার প্রাইসিং বলবো না তবে ওভারপ্রাইস হয়নি, দুয়েক হাজার কম হলে খুশি হতাম।