M AIS

M AIS hey guys!! I'm Sani from M AIS!! I'm Share all about of logo,photo,thumbnail,video editing etc.

24/07/2022

Redmi K50i লঞ্চ হয়েছে ভারতে!

• 6.6" FHD+ LCD Display.
• 144Hz RR | 270Hz TSR.
• 7 Stage Dynamic Switch.
• Dolby Vision, HDR10.
• DCI-P3, DC-Dimming.
• Gorilla Glass 5.
• MediaTek Dimensity 8100 5G.
• LPDDR5 Ram, UFS 3.1 Storage.
• 64MP (GW1) + 8MP (U-Wide) + 2MP (Macro) Triple Rear Cameras.
• 16MP Front Camera.
• Side Mounted Fingerprint Sensor.
• 3.5mm Jack.
• Stereo Speakers.
• Dolby Atmos | Hi-Res Audio.
• X-Axis Linear Motor.
• Liquid Cool 2.0.
• 5080mAh Battery.
• 67W Fast Charging.
• Type C Port.
• 8.87mm, 200g.
• MIUI 13 × Android 12.
• Stealth Black, Phantom Blue, Quick Silver.

> 6/128GB - 26k INR.
> 8/256GB - 29k INR.
LCD দেখে জনগণ নারাজ। আমার প্রত্যাশা থাকবে যেন এটার ডিসপ্লে কোয়ালিটি Mi 10T সিরিজের কাছাকাছি হয়। গত কয়েকবছরে সেরা এলসিডি ডিসপ্লে ছিল Mi 10T সিরিজে। প্রিমিয়াম ডিভাইস ছিল তাই ঐ দামে পাবলিক প্রচুর সমালোচনা করেছিল তবে যারা ইউজ করেছে কেবল তারাই বুঝেছিল সেগুলোর ডিসপ্লে কোয়ালিটি কেমন। ঐ রেঞ্জে না গেলেও এটার ক্ষেত্রেও লোকজনের মতামত একই কারণ এই রেঞ্জে অ্যামোলেড বর্তমানে স্বাভাবিক। অ্যামোলেড হলে অবশ্যই এটা সেইফ অ্যাপ্রোচ হতো কিন্তু দাম বেড়ে যেত। মাথায় রাখতে হবে প্রতিটা ডিভাইস ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। বাজারে কমপ্লিট প্যাকেজও আছে আবার কিছু ফোনে ডিসপ্লে/ চিপসেট/ ক্যামেরা/ বিল্ড কোয়ালিটি বা প্রিমিয়ামনেস হাইলাইটিং পয়েন্ট থাকে যেমন এটার স্পেশালিটি চিপসেট অর্থাৎ পারফরম্যান্স সেন্ট্রিক ডিভাইস।
কিলার প্রাইসিং বলবো না তবে ওভারপ্রাইস হয়নি, দুয়েক হাজার কম হলে খুশি হতাম।

15/07/2022

বাংলাদেশে অফিশিয়ালি Nothing Phone 1 আনবে Contrivance!

ডিস্ট্রিবিউটর হিসেবে এর আগে তারা ওয়ানপ্লাসের বেশকিছু ডিভাইস দেশে অফিশিয়ালি এনেছিল, এখন নাথিং ও আনবে। প্রী-অর্ডার শুরু ২৫ জুলাই হতে।

15/07/2022

অবশেষে লঞ্চ হয়ে গিয়েছে Nothing Phone 1!

• 6.55" FHD+ Flexible OLED Display.
• 120Hz RR | 240Hz TSR.
• HDR10+, 10-bit Color.
• Gorilla Glass Protection.
• Snapdragon 778G+ 5G.
• LPDDR5 Ram, UFS 3.1 Storage.
• 50MP (IMX766) + 50MP (JN1) U-Wide Dual Rear Cameras.
• OIS + EIS.
• 16MP (IMX471) Front Camera.
• In Display Fingerprint Sensor.
• Dual Sim.
• Stereo Speakers.
• IP-53 Rating.
• Haptic Motor.
• 4500mAh Battery.
• 33W Fast Charging Support.
• 15W Wireless Charging.
• 5W Reverse Wireless Charging.
• Type C Port.
• Transparent Back.
• Aluminum Frame, GG Protection.
• Glyph Interface (Back LED).
• 8.3mm, 193.5g.
• Android 12 × Nothing OS.
• 3 OS + 4 Year's of Security Updates.
• No Case & Charging Adapter in Box

8/128GB - £399 | €469 | 33k INR.
8/256GB - £449 | €499 | 36k INR.
12/256GB - £499 | €549 | 38k INR.
নতুন কোম্পানি হিসেবে বড় ইভেন্ট আশা করিনি তবে প্রেজেন্টেশন যে এত খারাপ হবে তাও কল্পনা করিনি। লঞ্চ ইভেন্ট খুবই বাজে ছিল।
কমবেশি সবাই মানবেন যে এটা Overhyped ডিভাইস। ওদের মতে Ear 1 সাকসেসফুল প্রোডাক্ট ছিল তবে সেটা দেখার পর Phone 1 নিয়ে আমার তেমন কোনো প্রত্যাশা ছিলনা বললেই চলে, এতটুকু নিশ্চিত ছিলাম Decent কিছু হবে। এরপর এটিতে Symmetrical Bezel, Metal Frame, Main Camera with OIS, Wireless Charging, Design সহ বেশকিছু স্পেক দেখে ভালো লেগেছিল।
স্পেক Promising বলবো, প্রাইসিং নিয়ে কিছু বলার নেই যা আশা করেছিলাম তাই হয়েছে। Hype এর সাথে যারা ভেসেছে তারা হতাশ হলেও হতে পারে। শুনলাম ডিসপ্লে নিয়েছে Visionox থেকে, স্যামসাং এর চেয়ে মানে ও দামে কম কিন্তু খুব বেশি খারাপ না। বক্সে অ্যাডাপটার দেয়া হয়নি ভালো কথা কিন্ত ফোন ৪৫ ওয়াট সাপোর্ট হওয়া উচিত ছিল, কভার না দেয়ার সিদ্ধান্ত প্রশংসনীয় নয়। দুটোই তারা আলাদা বিক্রি করবে যার দামও সন্তোষজনক লাগেনি (Wanna be Apple 😏)। অন্য ফোনের সাথে তুলনা করবো না যেহেতু এটি তাদের প্রথম ডিভাইস। এই ফোনে ওরা কেমন এক্সপেরিয়েন্স অফার করে সেটা দেখতে চাচ্ছি, ভালো হলে ঐটাই ব্র্যান্ডের ইমেজ বিল্ডিংয়ে সাহায্য করবে। সবার ফুল রিভিউ কয়েকদিন পর আপলোড হবে, দেখা যাক অবস্থা কেমন হয়!

20/06/2022
Just waiting
18/01/2022

Just waiting

iPhone 14 সিরিজের এক্সক্লুসিভ লিক: 🙂

• পৃথিবীতে পাওয়া যাবে।
• হাতে ধরা যাবে।
• বক্সে ফোন থাকবে।
• ফোনে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সব থাকবে।

13/01/2022

OnePlus 10 Pro লঞ্চ হয়েছে চীনে!

• 6.7" QHD+ 2nd Gen LTPO Fluid AMOLED Curved Display.
• 1Hz - 120Hz Refresh Rate.
• 10-bit Color, HDR10+, MEMC.
• Gorilla Glass Victus.
• Snapdragon 8 Gen 1.
• LPDDR5 Ram, UFS 3.1 Storage.
• 48MP (IMX789) OIS + 50MP (U-Wide) + 8MP (3.3x Tele) OIS Triple Rear Cameras.
• 32MP (IMX615) Punch Hole Front Camera.
• Hasselblad Pro Mode in Camera App.
• In Display Fingerprint Sensor.
• Dual Sim.
• Stereo Speakers.
• Dolby Atmos.
• NFC.
• X-Axis Linear Motor.
• VC Cooling.
• 5000mAh Battery (Dual Cell)
• 80W SuperVOOC Charging.
• 50W AirVOOC Wireless Charging.
• Reverse Wireless Charging.
• Type C Port.
• ColorOS 12.1 on Android 12.
• Metal Frame, Glass Back.
• Ceramic Lens Cover.
• 8.5mm, 200.5g.
• Black, Green.

Prices:
> 8/128GB - 4.7k Yuan (63.4k BDT)
> 8/256GB - 5k Yuan (67.5k BDT)
> 12/256GB - 5.3k Yuan (71.5k BDT)
Xiaomi 12 Pro vs OnePlus 10 Pro নিয়ে যুদ্ধ শুরু হবে আজ থেকে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when M AIS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share