23/08/2021
আপনার প্রিয় ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করে তাহলে সেই আইডিটা কিভাবে আবার ফেরত পেতে পারেন তার সম্পন্ন প্রসেস টি নিচে উল্লেখ করা হলো।
প্রথমে হ্যাক আইডির জিমেল বা ইয়াহুতে ঢুকবো,ঢুকার পর একটা মেসেজ বা নটিফিকেশন পাবো সেখানে লিখা থাকবে ফেসবুক পাসাওয়াড চেন্জ,সেখানে ঢুকবো সেখানে লিখা থাকবে( Secure your Aceount) সিকরিউ ইউর একাউন্ট ]সেখানে চাপ দিবেন,তারপর কোন একটা ব্রাউজার চাইবে ঢুকার জন্য,তখন আপনি যে এপ্যাস এ ফেসবুক লগইন ছিলো সেটা চয়েজ করবেন। আর কোন ব্রাউজারে না চাইলে, uc/Chrome দিয়ে ঢুকবেন,অনেকের কোন ব্রাউজার চায় সরাসরি ঢুকে তাড়া সরাসরি ঢুকতে পারবেন কোন সমস্যা নাই,তারপর লিখা থাকবে, This was Me এটাতে চাপ দিবেন,তারপর লিখা থাকবে(secure Aceount & Cancel,তখন সিকরিউ তে চাপ দিবেন।ঢুকার পর অনেক আইডিতে ২/৩ টা অপশন আসে আবার অনেকটায় একটাই থাকে অপশন,এমন লিখা থাকে
Confirmed Your identtity an another Computer (2)identity Your resent Comment (3)Uploaded photo id
যদি আপনাার কাড থাকে তাহলে ৩ অপশন এ ঢুকে কাড সাবমিট দিবেন ব্যাক হবে আইডি, অনেক সময় হ্যাক এর পর বার্থ ডে চেন্জ করে তখন কাড কাজ হবে না,তখন ২ নাম্বারে ঢুকে কমেন্ট চয়েজ করতে পারেন,এমন দিবে কয়েকটা কমেন্ট দিবে আর বলবে যে এখান থিকা কোন ৪ টা কমেন্ট এই সপ্তাহে করসেন,যদি সঠিক দেন তাহলে ব্যাক দিবে, আর যদি তাও না পারেন তখন ১ এ ঢুকবেন,ঢুকার পর যে যে ব্রাউজারে লগইন হইসে সেগুলো দেখাবে আর নিচে লিখা থাকবে কন্টিনিউ,কন্টিনিউতে চাপ দিলে যদি আপনার ব্রাউজারের সাথে ব্রাউজার মিলে তাহলে পাস চেন্জ এর অপশন আসবে তখন পাস চেন্জ করে আইডিতে ঢুকবেন,তাপর দুইটা অপশন আসবে(Review others dievice(2)Stay login ,তখন ১ এ টিক দিয়ে কন্টিনিউ দিবেন,তারপর সেটিং এ গিয়ে হ্যাকারের জিমেল নাম্বার রিমুভ দিয়ে আপনার আগেরগুলো এড দিবেন,তাহলেই কাজ ওকে। আপনারা সবাই ফেসবুক আইডি সিকিউর করার জন অবশ্যই একটি জিমেইল এড করে রাখবেন। ফেসবুক আইডিতে এমন পাসওয়ার্ড দিয়ে রাখবেন যেনো তা সহজে অন্য কেউ বুঝতে না পারে।