07/11/2022
❣❣মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং!!! ❣❣
আজকে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং নিয়ে।🙂
👉অনেক আপু আছেন যারা মনে করেন আমি মেয়ে তাই আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, কিংবা অনেকে সাহস করেও লেগে থাকতে পারেন না।
যদি আপনি মনে করেন মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে না, তাহলে বলব - আপনি ভুল, কারণ বর্তমান সময়ে সবকিছুতে মেয়েরা সমানভাবে কাজ করে চলেছে, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ফাইবারে যেকোনো টপিকের উপর সার্চ করে ১০ টি গিগ দেখুন, সেখানে ৩/৪ টি মেয়ের গিগ অনায়াসেই পেয়ে যাবেন এবং প্রথম রেজাল্টেও অনেক মেয়ে আছে তার মানে ফ্রিল্যান্সিং চাইলে ছেলে বা মেয়ে যেকোনো কেউ করতে পারে।
👍যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে বলব আপনি মেয়ে বলে আপনার দ্বারা হবে না কিংবা মেয়ে বলে পারবেন না এমন কিছু নেই।
কারণ মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে একটি সর্বোত্তম পেশা
কেননা আপনি ঘরে বসেই কাজটি করতে পারবেন এবং আমি নিজেও ঘরে বসেই আমার অবস্থান তৈরি করেছি ফ্রিল্যান্সিং করেই। ✌️
মেয়েরা চাইলে যেকোনো কাজ করতে পারে। সুতরাং আপনিও পারবেন এবং অনেক ভালো পারবেন।
বাংলাদেশ সরকারও বিভিন্ন
সুযোগ-সুবিধা দিচ্ছেন ফ্রিলান্সারদের জন্য, যেটা চাইলে আপনিও পেতে পারেন।💯
এই সুযোগটা ভাইয়ারাও চাইলে কাজে লাগাতে পারেন চাকরি, ব্যবসা অথবা অন্যান্য কাজের পাশাপাশি, কারণ ফ্রিল্যান্সিং সবার জন্য উন্মুক্ত।