T,J,C JIBON KHAN MIX

  • Home
  • T,J,C JIBON KHAN MIX

T,J,C JIBON KHAN MIX Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T,J,C JIBON KHAN MIX, Digital creator, .

আগুন🔥🔥🔥🔥🔥🔥     https://youtu.be/guY08IYU6zk
20/07/2022

আগুন🔥🔥🔥🔥🔥🔥 https://youtu.be/guY08IYU6zk

New 2022 Released Full Hindi Dubbed Action Movie | New South Indian Movies 2022 | New Movies 2022

যে কোন পন‍্য/দ্রব‍্যের প‍্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে কিন্তু মানুষ এমন এক জিনিষ যার মেয়াদ উত্তীর্ণের ত...
01/06/2022

যে কোন পন‍্য/দ্রব‍্যের প‍্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে কিন্তু মানুষ এমন এক জিনিষ যার মেয়াদ উত্তীর্ণের তারিখ শুধু সৃষ্টিকর্তার ডাইরিতেই লেখা আছে।।

বেশ কিছু দিন যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আমদানিকারক, ও মন্ত্রনালয় কর্তৃপক্ষ সয়াবিন তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জ...
09/03/2022

বেশ কিছু দিন যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আমদানিকারক, ও মন্ত্রনালয় কর্তৃপক্ষ সয়াবিন তেলের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জন্য বিশ্ব-বাজারে ভোজ্য-তেলের মূল্য-বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধির কথা উল্লেখ করে দায় এড়াতে মরিয়া!

জাস্ট কিউরিসিটি থেকে গতকাল পরিশোধিত সয়াবিন তেল (refined soybean oil) এর পাইকারি মূল্য যাচাই করতে গ্লোবাল এক্সপোর্ট-ইমপোর্ট কমোডিটিতে সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে মেইল করে-ছিলাম।

মেইল এড্রেস: [email protected]

তাদের রিপ্লাই থেকে জানলাম-

USA থেকে প্রতি মেট্রিকটন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার অর্থাৎ (৬৫০*৮৬= ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প্রতি মূল্য- ৫৫ টাকা ৯০ পয়সা।

এর সাথে শিপিং খরচ প্রতি মেট্রিক টন-গড়ে ৬৫ ডলার অর্থাৎ (৬৫*৮৬)= ৫৫৯০ টাকা, লিটার প্রতি- ৫ টাকা ৬৯ পয়সা।

মাদার ভ্যাসেল থেকে লাইটারে এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড-আনলোড খরচ লিটার প্রতি গড়ে ৫ টাকা।

বোতলজাত-করণ প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক- ১০ টাকা।

চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন খরচ- লিটার প্রতি সর্বোচ্চ ৫ টাকা।

পরিশোধিত ভোজ্য-তেলের আমদানি শুল্ক- ১৪% হিসেবে প্রতি মেট্রিকটনের শুল্ক- ৭৮২৬ টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সা।

এর সাথে যদি আমদানি-কারক (১০ টাকা) ডিপো (৫ টাকা) ডিলার (৫ টাকা) পাইকার (৫ টাকা) খুচরা (১০ টাকা) সবার মুনাফা ধরে যদি লিটার প্রতি আরো ৩৫ টাকা যোগ করি, তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত,
লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায়-
৫৫.৯০+৫.৫৯+৫+১০+৫+৭.৮০+৩৫= ১২৪.২৯ টাকা।

রপ্তানি-কারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো অবধি সকল ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও লিটার প্রতি ১২৫ টাকায় সয়াবিন তেল পৌঁছানো সম্ভব, প্রয়োজন শুধু ইতি-বাচক মানসিকতা, স্বদিচ্ছা, সততা ও দেশপ্রেম

TJ

18/02/2022

মেয়েদের নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর ঘ্রাণ ।🙂

ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা প্রায় ছেলেরা বলে।

কিন্তু ঘুমালে সবার মুখ তৈলাক্ত থাকে, ফুলে থাকে। নিজের চেহারাই তখন নিজের ভালো লাগে না। এটাই বাস্তব।

সিল্কি চুল, Fresh Look, চোখে কাজল, গোলাপী ঠোট।
এমন রুপেই ছেলেরা মেয়েদেরকে কল্পনা করে।

--But Trust Me, বাস্তবে সবসময় এমন পরিপাটি হওয়ার সময় কোন মেয়ের থাকে না। থাকলেও অতটা ইচ্ছে করেনা। 🙂🌸

--মেয়েদেরও ঘাম হয়, ঘেমে একাকার হতে হয় ঘামে, ক্লান্তিতে, চিন্তায় মুখ কালো হয়ে থাকে।

পরিপাটি হয়ে হয়তো ৩/৪ ঘন্টা থাকা যায়। কিন্তু সব মেয়েই সাধারণভাবে থাকতে পছন্দ করে।কিন্তু ছেলেরা কল্পনাতে সবসময়, একটা পরিপাটি মেয়েকে চিন্তা করে।

--তারপর যখন বাস্তবে সেই খুব সাধারণ মেয়েটাকে কাছে পায়, তখন আর তাকে ভালো লাগে না।

এটাই বাস্তব 😪😪😪

তাই খুব সাধারণ ভাবে চিন্তা করুন।
মেয়েরা কোন সৌপিচ না যে সাজিয়ে গুছিয়ে রেখে দিবেন।
সেও মানুষ,
তাকে যেমন ভালো লাগবে তেমন খারাপ ও লাগবে।ভালো সব গুনের পাশাপাশি তার অসংখ্য ভুল ও থাকবে।

তাই যাকে ভালোবাসবেন তার সবটুকু নিয়েই ভালোবাসুন।
তাহলে যেকোন পরিস্থিতিতেই তাকে ভালোবাসতে পারবেন।

13/02/2022
06/02/2022

চারদিকে পড়ছে হৈ চৈ
মুন্নি আপার ভিডিও কই?পেজটা কে লাইক দিয়ে যাও, ইনবক্সে এসে ভিডিও নাও।।।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when T,J,C JIBON KHAN MIX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share