Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
#StarsEverywhere
তারে খুঁজে পাওয়া আমার সাধ্যে নাই,
তারে ভুলে যাওয়া আমার অভ্যাসে নাই।
নগরের ব্যস্ততাও যেন বারে বারে তোমাতে হারায় 🖤
এ যেন এক বিশাল পাক্ষিক যন্ত্রণা,
এ কেমন দহন,
এ কেমন যে এক আর্তনাদ।
নেই কেও, কেও নেই কোথাও।
বিধাতা কেন লিখেছেন এ পরিনাম।
জানি না, এখন আর কিসের সে বাধন।
আমার এক কেমন অসুখ!
বাচতে না চাওয়া।
এ কেমন বাসনা,
তারে না পাওয়া।
পরিশেষ এ হাসিমুখ,
আমার এই ভুলে পাওয়া।
আমি তারে চাইনি,
কিন্তু তারে বলিনি,
যাইহোক আজ বিদায় জানাই,হয়তো কোন এক বিকেল গরিয়ে সন্ধ্যা হবে,
হয়তো আবার তার মন খারাপ হবে।
হয়তো আবার অসুখ হবে খুব করে।
কিন্তু আমি যে এবেলা বেরিয়ে যাব খুব ভোরে।
তারে দেখে শেষবার।
- আততায়ী
তার মায়ায় কেটে গেছে কত বিকেল আরাধনায়,
আর, আমায় পেয়ে বসেছে মায়াবী কে পাবার বাসনায়।
ধূপছায়া - ওয়ারফেজ 🖤
যেখানে মায়াবী নিরুপায়, সেখানে আততায়ী অসহায় 🖤
আততায়ী নাকি সেখানে গিয়ে মায়াবী কে ভুলে গিয়েছে, যান্ত্রিক সুবিধা না থাকায় মায়াবী'র ভিষণ রাগ।
তাই তার জন্য মেঘ নিয়ে এসেছি 🖤
আততায়ীদের অস্তিত্ব বিলুপ্ত হতে সময় লাগে না 😊
.
.
DIUxCIS sajek tour 2022
প্রত্যেকটি প্রাপ্তির জন্য একটি আত্মত্যাগ থাকে 😌।