Helping blood donate

  • Home
  • Helping blood donate

Helping blood donate "Donate blood & save someone's life"

18/04/2019

Donate blood n make young..

17/12/2018

আমাদের বন্ধুর স্ত্রীর জন্য B negative রক্তের প্রয়োজন।কারো কাছে খোজ থাকলে জানাবেন plz। আগামী পরশু দিন এর ভেতরে লাগবে।ধন্যবাদ।

27/10/2018
28/08/2018

donate and make be young.....

26/06/2018
17/11/2017

একজন কিডনি রুগীর অপারেশনের জন্য জরুরী ভাবে ৫ ব্যাগ B+ রক্তের প্রয়োজন
স্তান- হৃদরোগ ইন্সটিটিউট
আগারগাঁও ঢাকা,
তারিখ- ২৩/১১/১৭ সকাল বেলা,
যোগাযোগ -০১৯১৫৪৭৪৩৭৯

10/08/2015

life gives in 3ways...it says yes and gives u what u want; and says no and gives u something better; it says wait and ives u the best,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

08/04/2015

Donate n make a young. .....

12/08/2014

Donate n make be young..

21/06/2014

Donate n make be young...................

04/10/2013

B+ রক্ত প্রয়োজন।

আমার এক আপনজন ডেঙ্গুতে আক্রান্ত, স্কয়ার হাসপাতালে ভর্তি। আছেন কি কেউ, থাকলে সাড়া দিন। ফোন: 01745638618

28/08/2013

কটি মানবিক আবেদন ।
মাহমুদা আক্তার ( ৩০) আমাদের এই বোন রক্ত শূনতা (Anemia) রোগে অসুস্থ ।
তাঁর জন্য [ বি নেগিটিভ ] B - ve Blood খুব দরকার ।
যদি কোন হৃদয়বান বাক্তি তাঁকে সাহায্য করেন , তাঁর পরিবার আপনর কাছে চির কাল ঋণী হয়ে থাকব । দয়া করে সাহায্য করুন । আল্লাহ্‌ আপনার সাহায্য করবেন ।

ঠিকানা ; সালাউদ্দিন হসপিটাল , ওয়ারী । ( রাজধানি মার্কেট এর সাথে )
কেবিন নাম্বার ; ৯১৯ যোগাযোগ ; মাসুদ ভাই 01681 2260 95

কোন ভাই যদি সাহায্য করতে না পারেন তবে দয়া করে এই লিখা টা Share করুন।

নাবিলা আহামেদ দীনা

26/08/2013

What the word IMPOSSIBLE says I M Possible. So every thing which seems impossible is itself says that is possible

01/08/2013

একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপঃ এ- (এ নেগেটিভ)
Need blood urgent for a patient. Group: A- (A Negative).
অপারেশন এর পর কিছু সময় পর পর রক্ত ঝরে।
যোগাযোগঃ ইবনে সিনা, সংকর, ধানমণ্ডি
ফোনঃ 01731082661

14/05/2013

Dont think how many moments in your life
Dont think how many moments in your life, just think how much life is there in a moment

24/04/2013

সাভারে আহতদের যারা রক্ত
দিতে দয়া করে নিচের হসপিটাল/
স্থানে যোগাযোগ করুন।

এনাম মেডিকেল কলেজ হসপিটালঃ
027743779-82, 01681212777,
01716358146

পঙ্গু হাসপাতাল, শ্যামলীঃ
ডাঃ সনেট: 01711733175
ডাঃ টিপু: 01714107670

শাহবাগের গণজাগরণ মঞ্চে মেডিকেল টীমঃ
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪ -৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

ইবনে সিনা হাসপাতাল, কল্যাণপুরঃ
9007188, 9004317 ও 8013638

Red ক্রিসেণ্ট ব্লাড সেণ্টার : 9116563..
সলিমুল্লাহ: 7319123,
সন্ধানি ডি ডি সি: 8017146, 96651140.
সন্ধানি ডি এম সি এইচ: 9668690.

01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University)
01923337010 (Jahangirnagar University)

*শেয়ার করে ছড়িয়ে দিন খবরটি*

Collected from: Mahbubur Rahman Apu

24/04/2013

এই মুহুর্তে ৫০০ ব্যাগের উপর রক্ত প্রয়োজন....যাদের পক্ষে সম্ভব নিন্মোক্ত নাম্বারে ফোন করে রক্ত দিয়ে আসতে পারেন...নিজে না পারলেও আপনার বন্ধুকে উত্সাহিত করতে পারেন....
01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University)
01923337010 (জাহাঙ্গীরনগর)
01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

02/04/2013

রক্তের প্রয়োজনে ‘সেইভ লাইফ’
----------------------------
দলের নাম দ্য এইম। দুই বন্ধু ইশতিয়াক আহমেদ এবং মুনশিমুননবী। তারা সবাই মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র। চিকিৎসার জন্য জরুরী রক্তের প্রয়োজনেই ‘সেইভ লাইফ’ অ্যাপটি বানিয়ে তারা হয়েছে তৃতীয়।
কারও জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন। ঠিক সে মুহূর্তে কাজে দেবে সেইভ লাইফ অ্যাপটি। সার্চ অপশনে গিয়ে রক্তের গ্রুপ লিখে দিলেই লিস্ট বেরিয়ে আসবে। যেখানে রক্তদাতার সবধরনের তথ্য দেখা যাবে। তাদের জরুরী ভিত্তিতে ম্যাসেজ দেওয়ার কাজটিও করবে সেইভ লাইফ। এছাড়াও এ অ্যাপটিতে দেশের সব ব্লাড ব্যাংকগুলোর তথ্য সংরক্ষণ করবে।
ইশতিয়াক বলেন, ব্লাড ব্যাংক, ব্লাড ডোনার এবং যাদের ব্লাড দরকার তাদের সব তথ্য সংরক্ষণ ও সংগ্রহ করে এ অ্যাপটি কাজ করবে।
তিনি আরও বলেন, ধরা যাক কারো এ পজিটিভ রক্তের প্রয়োজন। তখন যার রক্ত প্রয়োজন তিনি অ্যাপের সার্চ অপশনে গিয়ে এ প্লাস লিখে দিলেই রক্ত দাতাদের সব তথ্য পেয়ে যাবেন। এমনকি তার নিকতস্থ রক্ত দাতার তথ্যও পেয়ে যাবেন। এতে হন্যে হয়ে রক্ত খুঁজতে হচ্ছে না।
সেইভ লাইফ অ্যাপটি সম্পূর্ণ কমিউনিটি নির্ভর অ্যাপ। তবে ইশতিয়াক জানিয়েছেন, এটি এখন আমাদের নিজস্ব কমিউনিটিতে পরিচালিত করছি। ভবিষ্যতে অন্যসব কমিউনিটির জন্য খুলে দেওয়া হবে। এতে অ্যাপের ‍গুরুত্ব ও ব্যবহার দুটিই বেড়ে যাবে। @বাংলানিউজ থেকে খবরটি নেয়া

29/03/2013

Donate Ur blood it'll save someones life

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Helping blood donate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share