Imran Ahmed

Imran Ahmed Lamni,Haderpar,Gowainghat, Sylhet.

05/10/2022

বিশনবী সা: ঘোষণা করেছেন, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১)

সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, কিছু বুদ্ধিজীবী বলছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ বাক্যটি যেহেতু ধর্মকেন্দ্রিক তাই এর বিচার-বিশ্লেষণও ধর্মীয় চিন্তার আলোকেই করতে হবে। তবে এই বাক্যটির প্রয়োগ লক্ষ করা যায় দুর্গাপূজার সময়। এ যাবত আমরা কখনো মুসলমানদের ঈদুল আজহার সময় এ বাক্য কোনো হিন্দু ভাইকে ব্যবহার করতে দেখি না। বরং এ বছরও ঈদুল আজহার সময়, ভারতসহ বাংলাদেশের হিন্দুত্ববাদী দলগুলো আওয়াজ তুলেছিল যে, মুসলমানদের জন্য গরু কোরবানি নিষিদ্ধ করা হোক। এতে একটি ধারণা হতে পারে যে, এ বাক্য শুধু মুসলমানদের হিন্দুদের ধর্মীয় উৎসবে যুক্ত করার জন্য ব্যবহার হয়, অন্য ধর্মের মানুষকে ইসলামের উৎসবে অংশগ্রহণের জন্য নয়। আর ইসলাম এ অনুমতিও দেয়নি যে, মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব সব ধর্মের মানুষকে নিয়ে পালন করা যাবে। বিশ্বনবী সা: বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন ঈদগাহে না আসে। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, হাকেম)

উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, মুসলমানদের ধর্মীয় উৎসব তাদের জন্য, যারা আল্লাহর হুকুম মান্য করবেন এবং রাসূলুল্লাহর আদর্শ মতো চলবেন। অর্থাৎ মুসলমানদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নিছক আনন্দ উৎসব নয়, এর মধ্যে লুকিয়ে থাকে মহান আল্লাহর ইবাদত। সুতরাং ইবাদতে তারাই শরিক হবে যারা আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল। যে ব্যক্তি মহান আল্লাহকেই মানেন না সে তো দূরের কথা যে ব্যক্তি আল্লাহকে মানেন কিন্তু হুকুমের প্রতি অমনোযোগী সেও এই আনন্দে শরিক হতে পারবেন না।

এখানেই শেষ নয়, মুসলমানদের ধর্মীয় উৎসব স্বতন্ত্র ধারার অধিকারী। যার প্রমাণ মেলে বিশ^নবী সা:-এর ঐতিহাসিক সিদ্ধান্ত থেকে। যা তিনি দিয়েছিলেন হিজরতের পরে, সাহাবারা ইহুদিদের দুটি বড় উৎসব নওরোজ এবং মেহেরজান দেখে যখন তাতে শরিক হতে চাইলেন তখন রাসূল সা: বললেন, না আমি চাই মুসলমানদের ধর্মীয় উৎসব হবে স্বতন্ত্র। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা দুই ঈদ মুসলমানদের উৎসব হিসেবে দান করেন। যেখানে আনন্দ এবং আখিরাতের কল্যাণ উভয়টি নিহিত রয়েছে। (মিশকাত : ১৪৩৯)

অন্য ধর্মের সাথে সাদৃশ্যে নিষেধাজ্ঞা : মুসলমানদের কাজ অন্য ধর্মের লোকদের কর্মের সাথে যেন না মেলে, সে জন্য বিশ^নবী সা: কঠোরভাবে নিষেধ করেছেন। মদিনায় আগমনের পরে, যখন দেখলেন ঈহুদিরা মহররমের ১০ তারিখে রোজা রাখেন, তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা আমাদের নবী মূসা আ:-এর মুক্তির দিনকে স্মরণ করে রোজা রাখি। বিশ^নবী সা: বললেন, আমরা তাদের থেকে এ রোজার ব্যাপারে বেশি হকদার। কেননা মূসা আ: আমার ভাই। সেই থেকে রাসূলুল্লাহ সা: ঘোষণা করলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। তবে আগে অথবা পরে একদিন মিলিয়ে নাও যেন ঈহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। (ইবনে খুজায়মা) অন্য হাদিসে বিশ^নবী সা: ঘোষণা করেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে আখিরাতে তাদের দলভুক্ত হবে। (আবু দাউদ)

এছাড়া পবিত্র কুরআন এবং বিভিন্ন হাদিসে এ ব্যাপারে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে, মুসলমানদের ধর্মীয় উৎসবে অন্য কারো কোনো অংশ নেই। এখন আলোচনা করব অন্য ধর্মের অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণের ব্যাপারে।

অন্যদের ধর্মীয় কাজে মুসলিমদের অংশগ্রহণের বিধান : মুসলমানদের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারে হজরত উমর রা: এক বর্ণনায় বলেন, তোমরা আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বেঁচে থাকো।
(আসসুনানুল কুবরা ১৮৮৬২)
এর ব্যাখ্যায় ভিন্ন হাদিসে তিনি বলেন, কেননা এক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়। অন্য বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে আমর বিশ^নবী হজরত মুহাম্মদ সা: থেকে বলেন, যারা অন্য ধর্মীদের মতো উৎসব করবে, কিয়ামত দিবসে তাদের হাশর ওই লোকদের সাথেই হবে। (আসসুনানুল কুবরা, হাদিস ১৫৫৬৩)

এছাড়া আমরা যদি অন্যদের ধর্মীয় উৎসবের প্রতি লক্ষ করি তাহলে দেখতে পারি যে, সেসব উৎসবে এমন কর্মকাণ্ড হয়, যা মহান আল্লাহর সাথে সরাসরি শিরক। যেমন দুর্গাপূজার বিষয়টিই আলোচনা করা যাক, যেহেতু এ বিষয়টি আমাদের সমাজে পরিচিত। দুর্গাপূজা অর্থই হলো দুর্গা একটি প্রতিমা যার উপাসনা করাকে দুর্গাপূজা বলা হয়। এখন আমি মুসলিম হয়ে কিভাবে দুর্গাপূজার আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি? আমি মুসলমান মানে হলো আমি বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আর আমার চোখের সামনে আল্লাহ ভিন্ন কোনো খোদার ইবাদত করা হচ্ছে আর আমি সেখানে একাত্মতা ঘোষণা করছি তাহলে কিভাবে আমি মুসলমান থাকলাম? অন্য দিকে, এটি এমন একটি পূজা যার বিরোধিতায় আমাদের প্রিয়নবী নিজের জিন্দেগি উৎসর্গ করে দিয়েছেন। আমি সেই নবীর উম্মত হয়ে যদি দুর্গাপূজাতে অংশগ্রহণ করি তাহলে আমি কিভাবে নবীজীর উম্মত পরিচয় দেই? মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না। কেননা শিরক হলো বড় জুলুম। (সূরা লুকমান, আয়াত ১৩)

আল্লাহ তায়ালা কোনো অমুসলিমকে বন্ধু বানানোর ব্যাপারে বলেন, হে ঈমানদারগণ তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না।
( সূরা মুমতাহানাহ, আয়াত ১)

পূজার প্রসাদ খাওয়ার হুকুম : আরো একটি বিষয় আমরা লক্ষ করে থাকি যে, কিছু মুসলিম অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে তো যায়ই, আবার তাদের পূজার প্রসাদও খায়। এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য হলো, যাওয়া ও একাত্মতা ঘোষণা করা যেমন শিরক। তেমনি তাদের প্রসাদ খাওয়াও হারাম। মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের ওপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।
(সূরা আল বাকারা, আয়াত ১৭৩)।

সুতরাং কোনো মুসলিমের জন্য পূজার অনুষ্ঠানে সাহায্য করা, অংশগ্রহণ করা, মেলায় যাওয়া, মেলা থেকে কোনো কিছু কেনাকাটা করা সবই অগ্রহণযোগ্য।
তবে কোনো মুসলিম যদি রাষ্ট্রীয় দায়িত্বশীল হন তাহলে তার রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে এর সঠিকভাবে পালনের ব্যবস্থা করা, কারো পাহারাদারির দায়িত্ব পানলে তার জন্য তা পালন করা জরুরি। এ ক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না। কেননা ভিন্ন ধর্মের মানুষদের জন্য তাদের নিজস্ব পরিধির মধ্যে ধর্মীয় অনুষ্ঠান করা তাদের অধিকার। আর এ অধিকার ইসলাম অবশ্যই সমর্থন করে। বিভিন্ন সময় ইসলামী খেলাফতে এটি লক্ষ করা যায়। কিন্তু কোনো মুসলমানের জন্য এটির অনুমোদন নেই যে, অন্য ধর্মের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং একাত্মতা ঘোষণাকে বৈধ করার জন্য বলবে যে, ‘ধর্ম যার যার উৎসব সবার।’ আর সেই সুযোগে মুসলিম যুবকরা দুর্গাপূজায় গিয়ে হিন্দু মেয়েদের রোমাঞ্চকর নাচ দেখবে আর উল্লাস করবে তা কখনো ইসলাম সমর্থন করে না। বরং তা মুসলিম সমাজ এবং যুবসমাজের চরিত্র নষ্টের একটি কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা বলি, ‘ধর্ম যার উৎসবও তার, সব উৎসব সবার নয়।’ আমীন।

30/09/2022

বাংলাদেশী vs সিলেটি ভাষা

পেয়ারা == শফরী
নারিকেল == নাইকল
রান্নাঘর == ফিছফুুলি
পাতিল == ফাথলা
শিম == উরি
বিড়াল == বিলাই
সাঁতার == হাতার
লাকড়ি == দারু
তরকারীর ঝোল == ছালমর শিরা
লাউ == কদু
পেঁপে == কয়ফল
শষা == কিরা
বজ্রপাত == ভাজ
ঝারু == ফুরুইন
তেতুল == তেতই
শিশু == বতাই
বৃষ্টি == মেঘ
টক == টেংগা
সকাল == বিয়ান
সরিষার তেল == খরু তেল
চাষাবাদ == বিছরা
মিষ্টি কুমড়া == শফরি খদু
কেরাসিন == কেরেস্ত ত্যাল
চিরুনী == ছিরন
গ্যানজাম == ব্যাজাল
থুথু == ছ্যাপ
মুড়ি == মুরি
ইদুর == উন্দুর
চিংড়ি মাছ == ঈছা মাছ
শোল মাছ == হউল মাছ
শশুর == হউর
শাশুড়ি == হড়ি
শিশুরা == বতাইয়ান
কাঁদা == ফেখ
নোংরা == বরাইল
হঠাৎ == আখতা
চমকে যাওয়া = গির্তী উঠছি
ডিম == এ্যান্ডা
মাইর দিব == মারমু
পুরুষ মানুষ == বেটা মানুষ
মহিলা মানুষ == বেটি মানুষ
ছেলে == ফুয়া
মেয়ে == ফুড়ি

সংগৃহীত = কুজিয়া রাখছইন।
ধন্যবাদ = আত তালি

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ সংক্রান্ত পত্র।
22/08/2022

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ সংক্রান্ত পত্র।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল...
15/08/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রুস্তমপুর কলেজ
গোয়াইনঘাট, সিলেট।

14/08/2022
08/08/2022

অভিনন্দন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য, শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা নাসরিন আহমাদ কে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য আজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব পদক ২০২২ এ ভূষিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিলেট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব ইমরান আহমদ এর সহধর্মিণী।

06/08/2022

কাল বৈশাখীর রাতে ব্যাঙ ডাকবেই!!
সেই ডাক'কে সরকার পতনের ডাক মনে করে যারা গর্তে ঢুকেছেন,
তাদের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ করার কোনো যোগ্যতাই নাই।

শামীম উসমান

রুস্তমপুর কলেজের শোকরানা সভা ও তৎপরবর্তী সময়ের স্থির চিত্র।
12/07/2022

রুস্তমপুর কলেজের শোকরানা সভা ও তৎপরবর্তী সময়ের স্থির চিত্র।

আসসালামু আলাইকুম রুস্তমপুর কলেজের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে অত্যন্ত খুশী হবেন যে এ বছর...
09/07/2022

আসসালামু আলাইকুম
রুস্তমপুর কলেজের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনে অত্যন্ত খুশী হবেন যে এ বছর রুস্তমপুর কলেজ এমপিওভুক্তির তালিকায় এসেছে। এ উপলক্ষে আগামী ১১ জুলাই,২০২২ ইং, রোজ সোমবার সকাল ১০;০০ ঘটিকায় এক শোকরানা সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

অনুরোধক্রমে
কামরুল আহমদ শেরগুল
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

ঈদ মোবারক
09/07/2022

ঈদ মোবারক

06/07/2022

উপবৃত্তির টাকা প্রাপ্তি বিষয়ে অধিকাংশ অভিভাবক যতটা সচেতন, তার কিঞ্চিত পরিমাণ যদি ছেলে-মেয়েদের লেখাপড়ার বিষয়ে সচেতন হতেন তাহলে শিক্ষার সার্বিক মানের অনেকটাই পরিবর্তন ঘটত।

আগামী ৭ই জুলাই বৃহষ্পতিবার মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এর সিলেট সফরের কর্মসূচী।
05/07/2022

আগামী ৭ই জুলাই বৃহষ্পতিবার মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এর সিলেট সফরের কর্মসূচী।

১. পদ্মা সেতুর অফিশিয়াল নাম= "পদ্মা বহুমুখী সেতু।" (The Padma Multipurpose Bridge)২. পদ্মা সেতুর প্রকল্পের নাম= "পদ্মা ...
28/06/2022

১. পদ্মা সেতুর অফিশিয়াল নাম= "পদ্মা বহুমুখী সেতু।" (The Padma Multipurpose Bridge)
২. পদ্মা সেতুর প্রকল্পের নাম= "পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।" (The Padma Multipurpose Bridge Project)
৩. বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয় ২৮ এপ্রিল ২০১১ সালে (১২০ কোটি মার্কিন ডলার)
৪. বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে ৩০ জুন ২০১২ সালে।
৫. পদ্মা সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। (চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ জুন ২০১৪)
৬. পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
৭. পদ্মা সেতু সংযোগকারী স্থান মুন্সীগঞ্জের মাওয়ায় এবং শরীয়তপুরের জাজিরা প্রান্ত।( পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায়-মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর)
৮. পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে ২৯ টি জেলার সাথে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ জেলার সাথে।
৯. পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
১০. পদ্মা সেতুতে থাকবে গ্যাস-বিদ্যুৎ অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
১১. পদ্মা সেতুর সংযোগ সড়ক ১৪ কিলোমিটার।
১২. পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
১৩. পদ্মা সেতুর নদী শাসনের কাজ পায় চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।
১৪. পদ্মা সেতুর নকশা করেন= AECOM ( Architecture, Engineering, Consulting, Operation and Maintenance)
১৫. পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় কাউই (COWI)
১৬. পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।
১৭. পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট, কংক্রিট এবং স্টিলের তৈরি ( যা বিশ্বে প্রথম)
১৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (২০২০০ ফুট)
১৯. পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৯.৩০ কিলোমিটার ( ৩.১৫ কিলোমিটার সংযোগ সড়ক)
২০. পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট, ৭২ ফুটের চার লেনের সড়ক)
২১. পিলার ৪২ টি। (প্রতিটি পিলারের জন্য পাইলিং ৬ টি, তবে মাটি জটিলতার কারণে ২২ টি পিলারের পাইলিং হয়েছে ০৭টি করে, মোট পাইলিং ২৮৬ টি, পাইলিং এর গভীরতা ৩৮৩ ফুট।)
২২. স্প্যান ৪১ টি। (প্রতিটি ১৫০ মিটার)
২৩. প্রতিটি স্প্যানের ওজন ৩২০০ টন। স্প্যান বহনকারী জাহাজ তিয়ান-ই। (ধারণক্ষমতা ৩৬০০ টন)
২৪. প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর (৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর)
২৫. ৪১ তম অর্থাৎ শেষ স্প্যান বসানো হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর ( বিশ্ব মানবাধিকার দিবস) (১২ ও ১৩ নম্বর পিলারের উপর দুপুর ১২.০২ মিনিটে)
২৬. ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে ৩ বছর ২ মাস ১০ দশ দিন।
২৭. পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায় অর্থাৎ স্প্যানের মধ্য দিয়ে। ( মিটারগেজ ও ব্রডগেজ এক‌ই ‌‌ সময় যেকোনো একটি ট্রেন চলাচল করতে পারবে)
২৮. পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।
২৯. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১ টি।
৩০. ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার স্কেল।
৩১. পদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
৩২. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট ( ১৮ মিটার)
৩৩. পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস= পদ্মা সেনানিবাস।
৩৪. পদ্মা সেতুর কাছাকাছি থানা (২টি)= পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ।
৩৫. দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু ( পূর্বে ছিল যমুনা সেতু ৪.৮ কিলোমিটার, পিলার ৫০ টি, স্প্যান ৪৯ টি)
৩৬. পদ্মা সেতু, নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু।
৩৭. পদ্মা সেতু, বিশ্বের ১১তম দীর্ঘ সেতু।
৩৮. বৃহতম সড়ক সেতুর তালিকায় ২৫ তম (এশিয়ায় ২য়)
৩৯. পদ্মা সেতুর শেপ হবে "S" আকৃতির।
৪০. পদ্মা সেতু নির্মাণের কাজ করেছে প্রায় ৪ হাজার মানুষ।
৪১. পদ্মা সেতুর প্রয়োজনে ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।
৪২. পদ্মা সেতুতে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
৪৩. টোল আদায় করে ব্যয় উঠাতে সময় লাগবে ৩৫ বছর।
৪৪. আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।
৪৫. জিডিপি বৃদ্ধি পাবে ১.২৩ শতাংশ
৪৬. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA=The Bangladesh Bridge Authority)
৪৭. পদ্মা সেতুর ওয়েবসাইট এড্রেস= www.padmabridge.gov.bd
৪৮.পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজব উঠে জুলাই, ২০১৯।
৪৯. সেতু উদ্বোধন ২৫শে জুন ২০২২। (বাংলা=১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ) ( আরবি= ২৫ জিলকদ, ১৪৪৩ হিজরি)

বাঙালির গর্বের স্বপ্নের পদ্মা সেতু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি:(১) সেতুর নাম: পদ্মা সেতু(২) দৈর্ঘ্য: ৬.১৫ কিলোম...
25/06/2022

বাঙালির গর্বের স্বপ্নের পদ্মা সেতু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
(১) সেতুর নাম: পদ্মা সেতু
(২) দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
(৩) ভায়াডাক্টসহ (স্থলভাগে সেতুর অংশ) দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
(৪) প্রস্থ: ২১.৬৫ মিটার
(৫) মোট পিলারের সংখ্যা: ৪২ টি
(৬) মোট স্প্যানের সংখ্যা: ৪১ টি
(৭) প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
(৮) স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮ টন
(৯) প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
(১০) পাইলের ব্যাস: ৩ মিটার
(১১) পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
(১২) মোট পাইলের সংখ্যা: ২৬৪ টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
(১৩) জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
(১৪) ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
(১৫) নির্মাণ কাজ শুরু: ০৭ ডিসেম্বর ২০১৪ খ্রি.
(১৬) মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
(১৭) সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন
(১৮) পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
(১৯) পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
(২০) ভূমিকম্প সহনশীলতা: রিখটার স্কেলে ৮ মাত্রার কম্পন
(২১) এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
(২২) নদী শাসন: ১৬.২১ কিলোমিটার
(২৩) সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
(২৪) সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি টাকা
(২৫) ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
(২৬) সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষ
(২৭) যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা
(২৮) প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩ টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে)
ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
চ) পরিবেশ: ২৬.৭২ কোটি টাকা (১২৯.০৩ কোটি টাকার বিপরীতে)
ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি টাকা (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
(২৯) প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
(৩০) সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।
(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২ খ্রি.)

জাতীয় সংসদে অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই দেশকে আমরা ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। দেশের মাথা হে...
15/06/2022

জাতীয় সংসদে অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই দেশকে আমরা ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। দেশের মাথা হেট হোক, এরকম কোনো কাজ কোনোদিন করব না

কৃতজ্ঞতামাননীয় মন্ত্রী, প্রিয় নেতা  জনাব ইমরান আহমদ এম পি মহোদয়কে...
15/06/2022

কৃতজ্ঞতা
মাননীয় মন্ত্রী, প্রিয় নেতা জনাব ইমরান আহমদ এম পি মহোদয়কে...

গোয়াইনঘাট উপজেলার সকলের অবগতির জন্য, বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি আরো বাড়তে পারে। ১। সকল...
15/06/2022

গোয়াইনঘাট উপজেলার সকলের অবগতির জন্য,

বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি আরো বাড়তে পারে।

১। সকলকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হলো। তালিকা সংযুক্ত
২। হাওর এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি, অপ্রয়োজনে বাইরে না থাকার অনুরোধ করা হলো
৩। মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ মহোদয় এর নির্দেশনায় ৪৪ টন চাল বরাদ্দ হয়েছে, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিবেন। শুকনো খাবার এর ব্যবস্থা হচ্ছে।
৪। সকল ইউনিয়নের সামর্থবান মানুষকে তার প্রতিবেশীদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করা হলো।
৫। বন্যায় আশ্রয় নেওয়া অন্যান্য প্রানীর প্রতি সদয় হোন।

সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

পদ্মার দুই পাড়ে আজ আলোর উৎসব! প্রথমবারের মতো জ্বলল সেতুর সবগুলো বাতি। একসঙ্গে জ্বলে উঠল স্বপ্নের পদ্মা সেতুর মাওয়া ও জাজ...
14/06/2022

পদ্মার দুই পাড়ে আজ আলোর উৎসব! প্রথমবারের মতো জ্বলল সেতুর সবগুলো বাতি। একসঙ্গে জ্বলে উঠল স্বপ্নের পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের ৪১৫টি লাইট...

#পদ্মাসেতু
#শেখহাসিনা #ইমরান

13/06/2022
13/06/2022

J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
💠 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
💠 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
💠 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
💠 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
💠 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
💠 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
💠 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
💠 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
💠 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
💠 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
💠 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
💠 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
💠 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
💠 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
💠 S.P- এর পূর্নরূপ — Police Super.
💠 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
💠 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
💠 Dr. – এর পূর্নরূপ — Doctor.
💠 Mr. – এর পূর্নরূপ — Mister.
💠 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
💠 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.
: Collected.
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤

Address


Telephone

+8801727697477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share