EBN 24tv

EBN 24tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EBN 24tv, News & Media Website, .

24/09/2020
মেজর  #সিনহা সম্পর্কে না বলে  তার ইউটিউব চ্যানেল সম্পর্কে যা বললেন  #শিপ্রা দেবনাথ শিপ্রা রানী দেবনাথের কাছে একজন মেজরের...
14/08/2020

মেজর #সিনহা সম্পর্কে না বলে তার ইউটিউব চ্যানেল সম্পর্কে যা বললেন #শিপ্রা দেবনাথ

শিপ্রা রানী দেবনাথের কাছে একজন মেজরের নূন্যতম সম্মানবোধ আমি খুঁজে পাই নি! তিনি মেজর সিনহা হত্যাকাণ্ডের রাজসাক্ষী হয়ে নাকি ইউটিউব চ্যানেলের প্রচারণা করতে গিয়েছিলেন? কেন নিজেদের চ্যানেলের প্রচারণায় ব্যস্ত হয়ে গেলেন? ডয়চে ভেলের সাক্ষাৎকারে শিপ্রাকে প্রশ্ন করা হয়, সেদিন রাতে কি হয়েছিলো? শিপ্রা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেন ।

ডয়চে ভেলের উপস্থাপক আবারও প্রশ্ন করে, আপনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে, আসলেই কি আপনার কাছে কোন মাদক ছিলো? শিপ্রা উত্তরে বললেন, সরি আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারছি না। তার নিকট তৃতীয় প্রশ্ন করা হয়— যেদিন তাকে হত্যা করা হয়, সেদিন কি তিনি সেনাবাহিনীর combat t shift প্যান্ট শার্ট পরে ছিলেন? শিপ্রা বরাবরের মতে বলে, আপনি যদি কেইস রিলেটেড কোন প্রশ্ন না করেন, তাহলে আমি খুশি হবো। বাহ !!

ডয়চে ভেলে আবার প্রশ্ন করে, এই যে জাস্ট গো ও ভ্রমণ বিষয়ক আইডিয়াটা কার ছিলো? আচ্ছা মেজর রাশেদ খান (অবঃ) নাকি আপনাদের? শিপ্রা উত্তরে বলেন, আমি দীর্ঘদিন ধরে একটা ইউটিউব চ্যানেল খুলবো বলে চিন্তা করছিলাম, এবং প্ল্যানটা সিনহার সাথে যখন শেয়ার করি তখন সে আগ্রহ দেখায় ও বলে, Let's do it together.

এর আগে মিডিয়া সাক্ষাৎকারে শিপ্রা বলেছিলো, আমরা সব সত্য বলবো। আমরা এখন ট্রমাটাইজড। এমনকি সিফাতের কথা বারবার সে বলে দিয়েছে। সিফাত যখন মুখ খুলতে গেছে, তখন মিডিয়ার সামনেই সিফাতের হাত চেপে ধরেছে, সিফাতকে শিপ্রা কোন কথা বলতে দেয়নি।

শিপ্রা ট্রমাটাইজড হলে সে মিডিয়ার সামনে কেন? নিজের ইউটিউব চ্যানেলের প্রচারণা করতে? হ্যাঁ। শিপ্রা সেটিই বলেছে, তাদের স্বপ্ন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের জাস্ট গো নামে একাধিক চ্যানেল খোলা হয়েছে, তাই তারা তাদের চ্যানেলে ভিডিও আপলোড শুরু করেছে। এবং এবিষয়ে কথা বলা শুরু করেছে।

প্রথমদিনের সাক্ষাৎকার থেকেই এই মেয়েটির কথাবার্তা অতিউৎসাহীমূলক এবং রহস্যময়। সিফাত কথা বলতে চাইলেও সে তার মুখ বার বার বন্ধ করে দিচ্ছে। এই চ্যাটের ইউটিউব চ্যানেলের প্রচারণা দেখার জন্য জাতি গভীর আগ্রহে অপেক্ষা করছে কি? আপনার মত হাজারটা শিপ্রা এমন ইউটিউব চ্যানেল চালাচ্ছে। কিন্তু দর্শকপ্রিয়তা পাচ্ছে না।

মেজর সিনহা খান (অবঃ) বিষয়টাকে উড়িয়ে দিয়ে নিজের ইউটিউব চ্যানেলের প্রচারণা করছেন। আপনার রুমে মাদক ছিলো কি না, সে বিষয়ে একটা উত্তর দিতে আপনি ট্রমাটাইজডের কারণ দেখান। বাহ!

আপনাদের মুক্তির জন্য বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। ছাত্ররা রাজপথে নেমেছে। মেজরকে হত্যার পরে যখন কোন সংবাদপত্র টিভি চ্যানেল নিউজ করছিলো, কয়েকটা মিডিয়া ঘটনার ১ দিন পরে নিউজ করে আবার ডিলিটও করে দেয়, ভয়ে মানুষ কথা বলছিলো না, তখন এই দেশের তরুণসমাজ জেগে ওঠেছিলো।

আপনার বক্তব্যের মাঝে মেজরের প্রতি ন্যূনতম সম্মান বা তার মেধাকে মূল্যায়ন করা লক্ষ্য করা যাচ্ছে না। যেখানে সিফাতের বিভিন্ন বক্তব্যে "সিনহা স্যার" বলে সম্বোধন করছে। আপনি সেখানে বলছেন, সিনহা, ও, ওর ইত্যাদি। মেজর রাশেদ খান সিনহা (অবঃ) নাকি আপনাদের সবার বন্ধু ছিলো। তবে সিফাত কেন এর ওর, সিনহা বলে না? আর বন্ধু থাকলেও তখন ছিলো, এখন জিনিসটা কিভাবে প্রেজেন্ট করতে হবে সেই বিষয়ে আপনার কোন ধারণা নেই।

আর সবচেয়ে বড় কথা, আপনি বলছেন মেজর রাশেদ খান সিনহা (অবঃ) মারা গেছে। তিনি মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আপনি হত্যা আর মারা যাওয়ার পার্থক্য বোঝেন?

আপনাদের বাংলাদেশের মানুষ মাথায় তুলতে পারে, আবার মাথা থেকে ধপাস করে ফেলতেও পারে। আমরা মেজর রাশেদ খান (অবঃ) এর বিচার চাই। নিজের প্রচারণা ও নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলে মেজর রাশেদ খান (অবঃ) এর হত্যার বিষয়টা হালকা করতে আসবেন না। পরে এটা নিয়ে কাজ করার যথেষ্ট সময় পাবেন। আর এই মুহুর্তে আপনার মুখের হাসি বড্ড বিরক্ত লাগছে। নিজের সহকর্মী হত্যার কোন ছাপ আপনার ভিতরে লক্ষ্য করতে পারছিনা। অথচ আপনাদের সবচেয়ে সোচ্চার হওয়ার কথা ছিলো! আফসোস!

শিপ্রা রানী দেবনাথের মতো ভারতীয় "র" এর এজেন্টদের কথার দিকে না তাকিয়ে আমাদের উচিত মেজর সিনহার হত্যাকাণ্ডের বিচার আদায় করে নেওয়া। যে জায়গায় একজন মেজরের জীবনের মূল্য নেই সেখানে আমাদের মতো চুনো পুটিদের ও জীবনের গ্যারান্টি নেই তাই এখনই সময় সোচ্চার হওয়ার!!

#অভিক-আহমেদ

11/08/2020

নিয়োগ বিজ্ঞপ্তি
ইবিএন ২৪টিভি তে সারা দেশে প্রতিটি থানায় শিক্ষানবিশ রিপোর্টার নিয়োগ দেওয়া হবে ।
কাজের ধরণ
• আপনাকে বিভিন্ন নিউজ সংগ্রহ করে আমাদের মেইল করতে হবে
• প্রতিটি নিউজ এর ভিডিও থাকতে হবে
• স্মার্ট ফোন থাকতে হবে

( শর্ত প্রযোজ্য )

কবর দেওয়ার ২৫ বছর পর অক্ষত মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়...
24/07/2020

কবর দেওয়ার ২৫ বছর পর অক্ষত মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে কবরস্থ করার ২৫ বছর পরে অক্ষত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে।
শুক্রবার মাটি কাটার শ্রমিকরা লাশটি উদ্ধার করে।
২৫ বছর আগে মারা যাওয়া মনোহর মিস্ত্রির ছেলে নূরুজ্জামানের অক্ষত মৃতদেহ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এলাকায় অক্ষত অবস্থায় ২৫ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের বাড়ি তৈরির করার জন্য মাটি কাটতে গিয়ে মৃতদেহ দেখতে পায় মাটি কাটার শ্রমিকরা।
পরে স্থানীয়রা স্বরেজমিনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহটি সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
মৃতদেহ শনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার,
উনি জানান নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়। শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাকিব হাসান জানান, মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।

অভিক আহমেদ
ডেস্ক রিপোর্ট
ইবিএন ২৪টিভি

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্...
20/07/2020

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।

রোববার বিকালে ওই হাসপাতালে অভিযানে যায় র‌্যাবের একটি দল। হাসপাতালটির সহকারী পরিচালককে গ্রেপ্তারও করা হয়।

রাতে র‍্যাবের অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন র‍্যাব হাসপাতালটি সিলগালা করে দিবে।

এইছাড়া র‍্যাবের কর্মকর্তা আরও বলেন “আমাদের অভিযান রাত ১১টার দিকে শেষ হয়েছে। এখন মামলার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত গোছানো হচ্ছে। ”

কখন সিলগালা করা হবে- জানতে চাইলে তিনি বলেন, রোগী সরিয়ে নেওয়ার পর সিলগালা করে দেওয়া হবে।

অভিযানের সময় র‌্যাব হাসপাতালেরে সহকারী পরিচালককের পাশাপাশি স্টোর কিপারকেও র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যায়।

হাসপাতালটির বিরুদ্ধে ৯ ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান র‌্যাবের পরিচালক আশিক।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস পরীক্ষায় সরকার কর্তৃক র‌্যাপিড টেস্টের অনুমোদন না থাকলেও তারা সেটা করেছে। পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দিয়েছে, করোনাভাইরাস নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি করেছে, ভিন্ন ল্যাব থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে প্রতিবেদন দিয়েছে।

হাসপাতালটির লাইসেন্স এক বছর আগে উত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা হয়নি বলেও র‌্যাব জানায় ।

এছাড়া হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১০ বছর আগে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী-ওষুধ পাওয়ার কথাও জানিয়েছে র‌্যাব।

৫০০ শয্যার এই হাসপাতালে এখন কত রোগী রয়েছে, তা জানা যায়নি।

অভিযোগের বিষয়ে কথা বলতে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিকাল থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে র‌্যাবের অভিযান শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে রোগী থাকা অবস্থায় এভাবে হাসপাতাল বন্ধ করা ঠিক হয়নি।

আর চিকিৎসককে গ্রেপ্তারের নিন্দাও জানান তিনি।

অভি আহমেদ
জাতীয় ডেস্ক
ইবিএন ২৪টিভি

করোনাভাইরাস সঙ্কটে এশিয়ার বৃহত্তর অর্থনীতির দেশ জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দার দিকে ঠেলে দিয়েছে।দেশটিত...
20/07/2020

করোনাভাইরাস সঙ্কটে এশিয়ার বৃহত্তর অর্থনীতির দেশ জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দার দিকে ঠেলে দিয়েছে।

দেশটিতে অর্থনৈতিক ক্ষতি ক্রমান্বয়ে বাড়ছে। জুন পর্যন্ত টানা চার মাসে দুই অঙ্কের বেশি হারে কমেছে জাপানের রপ্তানি বাণিজ্য ।

রপ্তানি কমতে থাকায় কেবল জাপানেই নয় এর বাইরের বিশ্বেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়া ঝুঁকি সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রে জাপানি পণ্য রপ্তানি নতুন করে প্রায় অর্ধেকে নেমে এসেছে। চাহিদা কমে যাওয়ায় গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও বিমানের ইঞ্জিন রপ্তানি কমেছে।

চীনেও রপ্তানি কমেছে। এতে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তি মুখ থুবড়ে পড়ার স্পস্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জাপানের অর্থমন্ত্রণালয়ের সোমবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, একবছর আগের তুলনায় এবছর জুনে জাপানের রপ্তানি কমে হয়েছে ২৬.২%। যা রপ্তানিতে ২৪.৯ শতাংশ ধ্বসের চেয়েও বেশি। ২০০৯ সালের সেপ্টেম্বরের পর জাপানে গত মে মাসে রপ্তানির হার সবচেয়ে কমে দাঁড়িয়েছিল ২৮.৩ শতাংশে। এরপর থেকে তা আরও ক্রমান্বয়ে কমতেই দেখা যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বহু দেশ লকডাউনে যাওয়ায় গত মার্চ মাস থেকেই গাড়ি ও অন্যান্য জিনিসের চাহিদা কমেছে। এখন অনেক দেশই আবার লকডাউন থেকে বেরিয়ে আসতে শুরু করলেও রাতারাতি পণ্যের চাহিদা বেড়ে জাপানের রপ্তানি বাণিজ্য চাঙ্গা হওয়ার আশা ক্ষীণই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

কারণ, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলের মতো বড় বড় অর্থনীতির দেশগুলোতে আবারো করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।

জাপানের মেইজি ইয়াসুদা গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ইউইচি কোদামা বলেন, “চলতি প্রান্তিকে অর্থনীতি যে বড় ধরনের ধ্বসের মধ্য দিয়ে যাচ্ছে তা একরকম নিশ্চিত।” তিনি বলেন, “জাপান এখন পুরোদস্তুর মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।”

আগামী মাসগুলোতে অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

অভি আহমেদ
আন্তর্জাতিক ডেস্ক
ইবিএন ২৪টিভি

16/07/2020

EBN 24tv
এর নতুন সংযোজন

" জনতার কথা "

নিয়ে আসছি খুব শিগ্রই, জনতার কথা দেখতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের EBN 24tv ইউটিউব চ্যানেল এ

EBN 24tv ( The Voice Of People )

Please Subscribe Our YouTube ChannelEBN 24tvসবসময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সত্যের কথা বলেন্যায়ের পথে চলেhttps://www.yo...
16/07/2020

Please Subscribe Our YouTube Channel

EBN 24tv
সবসময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত
সত্যের কথা বলে
ন্যায়ের পথে চলে

https://www.youtube.com/channel/UCfM89HfgrAwG-eL6shftHLA

This i a ranking channel list channel.We have created this Youtube channel to educate peole about various topics which are very popular in the worl through r...

চীন-ভারত উত্তেজনামাত্রই কমতে শুরু করেছিল লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা। কিন্তু এরই মধ্যে একটি বেসরকারি চ্যানেলের দেওয়...
16/07/2020

চীন-ভারত উত্তেজনা

মাত্রই কমতে শুরু করেছিল লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা। কিন্তু এরই মধ্যে একটি বেসরকারি চ্যানেলের দেওয়া তথ্যে ভারতের নেতৃস্থানীয়দের ঘুম হারাম। তথ্য অনুযায়ী, চীন নিজের গোপন এক অস্ত্রভাণ্ডার লাদাখ সীমান্তের কাছেই মাটির নিচে লুকিয়ে রাখছে। এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী, জুলাই মাসের ১১ তারিখের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের অস্ত্রভাণ্ডার। আর সন্দেহ রয়েছে এই অস্ত্রভাণ্ডারকে ঘিরেই। ঐ চ্যানেলের তথ্য অনুযায়ী, চীনের সবচেয়ে ভয়ানক অস্ত্র হচ্ছে গ্যারিসন মিসাইল। আর সেই উন্নততর মিসাইল সম্ভবত , চীন লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরের অস্ত্রভাণ্ডারে রেখেছে। ওই সংবাদ মাধ্যমের দাবি, এই অস্ত্র ভাণ্ডার মাটির নিচে রয়েছে। মাটির নিচের অস্ত্রভাণ্ডার এই তথ্য বলা হচ্ছে,যুগের পর যুগ মাটির নিচে এই অস্ত্রভাণ্ডারকে নতুন নতুন করে সাজিয়েছে চীন। দক্ষিণ জিনজিয়াং মিলিটারি এলাকা এই অস্ত্রভাণ্ডারের কাছে। ১৯৫০ থেকে ৬০ এর দশকে চীন যখন তিব্বত দখল করেছে, তখন থেকে এই এলাকা ঘিরে আলাদা করে সতর্কতা বজায় রেখেছে চীন। জানা যায়, এই অস্ত্রভাণ্ডারটি তিব্বত থেকে জিনজিয়াং যাওয়ার পথের হাইওয়ের নিচে রয়েছে। এই অস্ত্রভাণ্ডারে যেতে হলে ১২ টি টানেল পার হতে হয়। এরমধ্যেই চীনের সবচেয়ে বেশি ক্ষতিকারক অস্ত্র গ্যারিসন মিসাইল রয়েছে। এই খবর লাদাখে ভারত-চীন সংঘাতে নতুন আশংকার মেঘ ঘনীভূত করেছে। এই সংবাদ নতুন করে ভাবাচ্ছে ভারতের সেনাদের।

অভি আহমেদ
আন্তর্জাতিক ডেস্ক
EBN 24tv

‘হায়া সোফিয়া’কে মসজিদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠার পর এবার ইসরাইলের কাছ থেকে আল আকসা মসজিদ উদ্ধার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প...
16/07/2020

‘হায়া সোফিয়া’কে মসজিদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠার পর এবার ইসরাইলের কাছ থেকে আল আকসা মসজিদ উদ্ধার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। প্রাচীন চার্চ হায়া সোফিয়াকে ১৪৫৩ সালে মসজিদে রূপান্তর করা হয়েছিল। তবে ১৯৩৪ সালে একে জাদুঘরে পরিণত করে তৎকালীন তুর্কি সরকার। গত সপ্তাহে আদালতের রায়ের ভিত্তিতে একে জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। এবার তুরস্কের প্রেসিডেন্টের ওয়েবসাইটএর বরাত থেকে বলা হয়, হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে পুনঃরূপান্তরের মাধ্যমে আল আকসা মসজিদ স্বাধীন করার যাত্রা শুরু হয়েছে। ওয়েবসাইটে আরো বলা হয়, ‘হায়া সোফিয়া পুনরুদ্ধার মুসলমান ও সকল নির্যাতিত, নিষ্পেষিত মানুষের আশার পুনর্জাগরণের প্রথম পদক্ষেপ।’ এই তুর্কি ভাষণের আরবি অনুবাদে বলা হয়, হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর হলো আল আকসায় স্বাধীনতার প্রত্যাবর্তনের অংশ। প্রসঙ্গত, জেরুজালেমের ওল্ড সিটির নিয়ন্ত্রণে রয়েছে ইসরাইল, যেখানে আল আকসা অবস্থিত। উজবেকিস্তানের বুখারা থেকে স্পেনের আনাদুলিয়া পর্যন্ত ইসলামের পুনর্জাগনের সঙ্গে এই হায়া সোফিয়ার পুনরুদ্ধারকে সংযুক্ত করা হয়েছে পুরো ভাষণে। তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি আন্দোলনের সমর্থক ও ইসরাইলের কড়া সমালোচক। ২০০৯ সালে তিনি দাভোসে এক আলোচনায় অংশ নিতে গিয়ে মঞ্চে তৎকালীন ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজকে দেখতে পেয়ে ওয়াকআউট করেন। এরপর ইসরাইলের গাজা অবরোধ ভাঙতে গাজায় সাহায্যসমেত একটি জাহাজ প্রেরণ করে তুরস্ক। সেখানে ইসরাইল সামরিক অভিযান চালিয়ে ১০ জন তুর্কি নাগরিককে হত্যা করে।

সূত্র: জেরুজালেম পোস্ট

***একটি জরুরি ঘোষণা****কিশোরগঞ্জের মিঠামইন ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে এক ট্যুরিষ্ট...
16/07/2020

***একটি জরুরি ঘোষণা****
কিশোরগঞ্জের মিঠামইন ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে এক ট্যুরিষ্টের মৃত্যু
২৫এর অধিক বাইক এক্সিডেন্ট স্থানীয়সহ আহত ৪০...
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বেড়িবাঁধে নরসিংদী থেকে বেড়াতে আসা মোঃ মেহেদী (১৭) নামের এক পর্যটক হাওরের পানিতে ডুবে মারা গেছে! সাথে থাকা পর্যটকদের ডাকাডাকি ও আহাজারিতে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজন এবং ডুবুরিদের টানা চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর ছেলেটির সন্ধান মেলে ...
প্রশাসনকে পাগল বানিয়ে দিয়েছে হুজুগে বাঙালীরা ম্যাজিষ্ট্রেট নেমে গণহারে জরিমানা করেছে,এবং ট্যুরিষ্টের জন্য বন্ধ করা হয়েছে।
বিগত কয়েকদিনে ঘটে যাওয়া দূর্ঘটনার কারণে মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার রোডে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো ও নৌকায় করে মোটরসাইকেল পারাপার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। অন্যথায় জেল/জরিমানাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মাননীয় সাংসদ জনাব
#রেজওয়ান_আহাম্মদ_তৌফিক মহোদয় ও
উপজেলা প্রশাসন মিঠামইন এর
জনস্বার্থে এমন কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন।
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে যেতে আগ্রহী পর্যটকদের, অতি উৎসাহিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

https://m.youtube.com/watch?feature=share&v=3VHrG-Zxazg
14/07/2020

https://m.youtube.com/watch?feature=share&v=3VHrG-Zxazg

প্রতিবন্ধী তরুণীকে # ধর্ষণের চেষ্টার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় # বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) # ধর্.....

EBN 24tv Prothom Newshttps://www.youtube.com/watch?v=F3FF58kvb_w
14/07/2020

EBN 24tv Prothom News

https://www.youtube.com/watch?v=F3FF58kvb_w

#সাবরিনা # Sabrina Arif রেজিস্টার্ড চিকিৎসক হয়েও নিজের খেয়াল-খুশিমত আসতেন হাসপাতালে। দাবি করতেন, দেশের প্রথম নারী কার্.....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when EBN 24tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

The voice of Bangladesh

EBN24 is a Bangla language live television channel in Bangladesh which provides content that is informative, educational, socially responsible, entertaining and comparable with world-class television broadcasters.

EBN24 A Television that has become a window of the world, many of us do seem to decide what the world is like because of what it is on the television screen. EBN24 is that window to the World for all the Bengalis who rely on the truth.