17/07/2022
#জলবায়ু #পরিবর্তন
"চলতি আবহাওয়া পরিবর্তন জলবায়ু সংকটের একটি উদাহরণ মাত্র। এভাবে সময়ে বৃষ্টি না হলে বাংলাদেশ এক বিরাট খাদ্য ঘাটতির দিকে ঝুকবে। খরা, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গনের কারণে দেশের মানুষ আরো দরিদ্র অবস্থায় পৌছে যাবে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ থাকবে না। অবকাঠামোগত উন্নয়নকে মনে হবে বোঝা। সুতরাং এখনই জলবায়ু সংকট মোকাবেলায় দেশীয় পদক্ষেপ, জনসচেতনতা ও বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করার বিকল্প নেই। "
-মোঃ ইলিয়াছ মিয়া, সদস্য, বিজ্ঞান মেজর গ্রুপ, সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, জাতিসংঘ
"The current climate change is just one example of the climate crisis. If it doesn't rain in time, Bangladesh will be prone to a huge food shortage. Due to drought, floods, floods, river bursts, the people of the country will reach a poorer state. There will be no chance to turn around from there. Infrastructural development It would seem understandable. So now there is no alternative to domestic action, public awareness and the attention of world leaders to address the climate crisis.”
-Md. Ilias Miah, Member, Science Major Group, Social and Economic Council, United Nations