13/08/2024
ডক্টর ইউনূস সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোন আলাপেই গেলেন না।
৪ মিনিটের বক্তব্যে সাম্প্রদায়িক স্টেরিওটাইপ ভেঙে দিয়ে বললেন, হিন্দুর অধিকার, মুসলমানের অধিকার চাইয়েন না। মানুষের অধিকার চান। আইন একটা। আইনের শাসন ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে।
গ্রামীণ ব্যাংকের উদাহরণ দিয়ে বললেন, গ্রামীণ ব্যাংক নিয়ে গরীব গরীব মহিলাদের কাছে গেছি। কোনদিন দেখিনি সে মুসলমান নাকি হিন্দু? দেখার প্রয়োজনও নাই।
ষড়যন্ত্র সমন্ধে বলেছেন, কোন খোপে ঢুকবেন না। খোপে ঢুকলেই আপনাকে শিকার করার জন্য বসে আছে। সিস্টেমটা পচে গেছে। একটু সময় দেন। যদি না পারি, তখন বইলেন।
৪ মিনিটের বক্তব্য। কোন উসকানি নাই। ইমোশনাল ড্রামা নাই। কান্নাকাটি নাই। দোষ চাপানোর চেষ্টা নাই। স্যরি বলার দায় নাই। কোন অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টাও নাই।
জাস্ট যে খেলাটা ভারতের মিডিয়া গত ১০ দিন খেলতেসে, ঐ খেলাটা উনি ধ্বংস করলেন মাত্র ৪ মিনিটে। কীভাবে? ঐ খেলাতেই এটেন্ড না করে।
দেশের সবচে মেধাবী সন্তানকে চোখের সামনে রাজনৈতিক হইতে দেখাটা এনাদার লেভেল অব ব্লেসিংস!!
collected