বিউটিফুল নোয়াখালী

  • Home
  • বিউটিফুল নোয়াখালী

বিউটিফুল নোয়াখালী স্বাগতম

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।এদের ১১ জনের মাঝে কয়জনকে চিনেন???
30/11/2023

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।

এদের ১১ জনের মাঝে কয়জনকে চিনেন???

23/12/2022
27/11/2022

সোনাইমুড়ী থানার হাট উচ্চ বিদ্যালয় নিয়ে আসিফ আকবর করা একটি অসাধারণ গান

26/11/2022

নোয়াখালী বিভাগ করার ব্যাপারে আন্দোলন সংগ্রামে নোয়াখালীর উচ্চ পদস্থ লোকজন চুপ কেন?

25/11/2022

নোয়াখালী বিভাগ না দিলে রাজপথ অবরোধ করা হবে।সাংবাদিক রাসেল

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে চলছে ইজতেমা। শনিবার সকালে শেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
25/11/2022

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে চলছে ইজতেমা। শনিবার সকালে শেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিভাগ দাবি করার জন্য সব থাকতে হবে, সিটি থাকতে হবে, এই পবিত্র আয়াত কোন কিতাবে লেখা আছে????নোয়াখালী বিভাগের প্রসঙ্গ আসলেই ...
24/11/2022

বিভাগ দাবি করার জন্য সব থাকতে হবে, সিটি থাকতে হবে, এই পবিত্র আয়াত কোন কিতাবে লেখা আছে????

নোয়াখালী বিভাগের প্রসঙ্গ আসলেই যারা,
সিটি কর্পোরেশন নাই, শিক্ষা বোর্ড নাই, অমুক অফিস নাই, তমুক অফিস নাই বলে, লেখাটা তাদের জন্য .....

খুলনা বিভাগের শিক্ষা বোর্ড যশোরে....
যশোর জেলায় রয়েছে শিক্ষাবোর্ড ও ক্যান্টনমেন্ট, আর বিভাগ হচ্ছে খুলনায়....

রংপুর বিভাগের শিক্ষা বোর্ড দিনাজপুর....
রংপুর বিভাগ হওয়ার পর সিটি কর্পোরেশন হয়েছে....

ময়মনসিংহ বিভাগ হওয়ার অনেক পরে শিক্ষা বোর্ড ও সিটি পেয়েছে...

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ এর ফরিদপুরে নেই একটা বিশ্ববিদ্যালয়, সিটি আর শিক্ষা বোর্ড তো পরের কথা...

বিভাগ হওয়ার আগে, রংপুর, ময়মনসিংহ ও বরিশালেও তেমন কিছুই ছিলনা, বিভাগ হওয়ার পরে আস্তে আস্তে সব হয়েছে।
সুতরাং নোয়াখালী বিভাগ হলে আস্তে আস্তে নোয়াখালীতেও সব হবে....

সিটি কর্পোরেশন ছাড়াই বিভাগ হয়েছিলো চট্টগ্রাম, ময়মনসিংহ আর রংপুর....

24/11/2022

৩৬ বছর ধরে একই দোয়া

নোয়াখালীর এ নেতার বক্তব্যে কি বলবেন?
24/11/2022

নোয়াখালীর এ নেতার বক্তব্যে কি বলবেন?

24/11/2022

নোয়াখালীর এ নেতার বক্তব্যের জবাবে আপনি কি বলতে চান

14/11/2022

নোয়াখালীর মেয়েরা
রান্না করার বেলায় প্রথম।

- সফলতা কতদূর  জানিনা ক্লান্ত হবোকিন্তু থেমে যাবোনা🍀☘️   akter
14/11/2022

- সফলতা কতদূর জানিনা ক্লান্ত হবো
কিন্তু থেমে যাবোনা🍀☘️

akter

আমাদের হাতিয়া
04/11/2022

আমাদের হাতিয়া

26/10/2022

এক সাংবা‌দিক ইউএনওকে ফোন ক‌লে সালাম দি‌য়ে ভাইয়া সম্বোধন করে কেমন আ‌ছেন জান‌তে চে‌য়ে নি‌জের প‌রিচয় দি‌লেন। জবা‌বে ইউএনও বল‌লেন, আপনার বাবার কত তম সন্তান আ‌মি। আমার প্রশ্ন সরকারীর বেতনভুক্ত কর্মকতা কর্মচারীরা তা হলে সাংবাদিকদের কোন স্কুলের শিক্ষক?

23/10/2022

মেট্রোরেল MRT Line-1 নির্মাণে তদারকি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

22/10/2022

সুমি ম্যাডামের কাছে প্রাইভেট পড়তেই হবে??

একজন অভিভাবকের প্রশ্ন এবং শঙ্কা। তিনি তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, আমরা আমাদের আদরের সন্তানদের স্কুলে পড়তে দেই পড়া লেখা শেখার জন্য ,নৈতিকতা শেখার জন্য ,অপরের প্রতি শ্রদ্ধাবোধ শেখার জন্য।

ঠিক সেই স্কুলে যদি সন্তানরা এমন আচরনের শিকার হয় ,এমন মানসিক টর্চারের শিকার হয় শিক্ষক কতৃক তবে তারা কি শিখবে? তাদের ভবির্ষৎ কোন দিকে যাবে?শিক্ষকদের প্রতি তাদের কেমন মনোভাব জন্মাবে? তবে এ নিয়ে অভিযুক্ত শিক্ষিকা ক্যামেরার সামনে কোন কথা বলেননি।

21/10/2022

এবার প্রেমের টানে মিশরের মেয়ে আসলো নোয়াখালীর সেনবাগে!

20/10/2022

একটি ফোনকলেই বেরিয়ে আসলো এলিয়েন এর সাথে বসবাস করা সেই তরুণ-তরুনীর আসল ঘটনা

20/10/2022

ব্রেকিং....

চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করবে বলে ঘর থেকে ভাগিয়ে নিয়ে একাধীকবার ধর্ষণ। পলাতক অভিযুক্ত ধর্ষক আল আমিন।

বিস্তারিত আসছে.....

20/10/2022

জাতিসংঘ, বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থাসহ বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে।

20/10/2022

নোয়াখালীতে ইউপি সদস্যের বাড়ি থেকে ৪০ লাখ টাকা লুট

18/10/2022

পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী। কারণ ,টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে, পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা করে। গার্লফ্রেন্ড ও তার বাপের পছন্দের ছেলের দিকে মনোযোগ বাড়ায়।

আর, টাকা না থাকলে!!!! ঘড়ের বউও উল্টো দিক করে ঘুমায়। টাকায় সন্মান বয়ে আনে, টাকায় আত্বীয়তা বৃদ্ধি করে।

এটা আসলে কারো দোষ নয়, এটা প্রকৃতিক চিরচেনা রুপ। টাকার একটা আলাদা গন্ধ আছে, সেটা পৃথিবীর সেরা সুগন্ধি।

07/10/2022

৩ বিয়ে করেছেন কবরী
২ বিয়ে করেছেন আলমগীর
২ বিয়ে করেছেন জসীম
২ বিয়ে করেছেন সুচরিতা
২ বিয়ে করেছেন সুচন্দা
৩ বিয়ে করেছেন রুনা লায়লা
২ বিয়ে করেছেন সাবিনা ইয়াসমিন
২ বিয়ে করেছেন ইলিয়াস কাঞ্চন
৩ বিয়ে করেছেন দিতি
৩ বিয়ে করেছেন অপূর্ব
২ বিয়ে করেছেন পূর্ণিমা
৩ বিয়ে করেছেন শাকিল খান
২ বিয়ে করেছেন রোজী আফসারী
২ বিয়ে করেছেন শখ
২ বিয়ে করেছেন নিলয়
৩ বিয়ে করেছেন আরিফিন রুমি
২ বিয়ে করেছেন সালমা
৩ বিয়ে করেছেন মমতাজ
২ বিয়ে করেছেন সামিনা চৌধুরী
২ বিয়ে করেছেন বাপ্পা মজুমদার
২ বিয়ে করেছেন রাজিব
২ বিয়ে করেছেন প্রভা
২ বিয়ে করেছেন বিজরী বরকতউল্লাহ
২ বিয়ে করেছেন অপি করিম
৩ বিয়ে করেছেন অনন্ত জলিল
৩ বিয়ে করেছেন ন্যান্সি
২ বিয়ে করেছেন ডলি সায়ন্তনী
৪ বিয়ে করেছেন পরীমণি
২ বিয়ে করেছেন মাহিয়া মাহি
২ বিয়ে করেছেন মিলা
২ বিয়ে করেছেন সুবর্ণা মোস্তাফা
বিয়ে মানুষের ব্যাক্তিগত বিষয়, তবে বিয়ে করে লুকিয়ে রেখে বাচ্চা বড় করা হচ্ছে এক ধরনের অপমান জনক কাজ সন্তানের জন্যে।
এই রকম কাজ সত্যি কাম্য নয়।
কেউ সন্তানের কথা ভাবেনা। সবাই শুধু নিজের কথাই ভাবে।এটা একটা কাপুরুষের লক্ষন।

যেভাবে মাসুদ রানা থেকে হয়ে গেলেন শাকিব খানমাসুদ রানা, জন্ম ১৯৭৯ সালে ২৮ মার্চ নারায়ণগঞ্জে। যদিও তার পৈতৃক বাড়ি ছিলো গোপা...
06/10/2022

যেভাবে মাসুদ রানা থেকে হয়ে গেলেন শাকিব খান

মাসুদ রানা, জন্ম ১৯৭৯ সালে ২৮ মার্চ নারায়ণগঞ্জে। যদিও তার পৈতৃক বাড়ি ছিলো গোপালগঞ্জের মুকসুদপুর। মাসুদ রানার ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো সিনেমায় কাজ করবেন। বড় হয়ে এফডিসিতে টুকটাক আসাযাওয়া। পরিচয় হয় ডান্স ডিরেক্টর আজিজ রেজার সঙ্গে। তখন নায়ক-নায়িকাদের আশপাশে ডান্স করার সুযোগ হয় মাসুদ রানার।

সেসময় পরিচয় হয় তার সহশিল্পী রাত্রির সাথে। রাত্রিও নায়িকাদের সাইডে ডান্স করতেন। ঢাকায় মাসুদ রানার থাকার কোন স্থান ছিলোনা। রাত্রি তখন তার বাসায় মাসুদ রানার থাকার ব্যবস্থা করেন। বড় বড় পরিচালকদের সাথে মাসুদ রানাকে পরিচয় করিয়ে দেন। তখন থেকে শুরু রাত্রির সাথে মাসুদ রানার প্রেম। সেই প্রেম থেকে আসে রাত্রির গর্ভে সন্তান।

ঐ সন্তানের নাম রাখা হয় রাহুল খান। (রাহুল খানের বয়স বর্তমানে ২০/২১ বছর) এরই মধ্যে চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ আসে মাসুদ রানার। পরপর বেশ কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয়ও করেন মাসুদ। এরপর পরিচিতি, সুনাম, খ্যাতি অর্জন করায় রাত্রি এবং রাহুল খানকে ছিটকে ফেলে দেয় মাসুদ রানা থেকে হয়ে যাওয়া শাকিব খান।

রাত্রির বক্তব্যে জানা যায় তাদেরকে পরিচয় না দিলেও সন্তান রাহুল খান এবং রাত্রির খরচ দিতো শাকিব। কিন্তু অপু বিশ্বাসের সাথে জড়ানোর পর থেকে নাকি সে খরচ টুকুও দেয়া বন্ধ করে দেন খান সাহেব। শাকিবের প্রথম সন্তান রাহুল খান, দ্বিতীয় সন্তান আব্রাহাম খান জয়, তৃতীয় সন্তান শেহজাদ খান বীর।

রাত্রি এখন রাজধানীর একটি পার্লারে কাজ করেন আর প্রথম সন্তান রাহুল খান মগবাজারে একটা ওয়ার্কশপের দোকানে কাজ করে। এই হলো আমাদের হিরোর জীবন।

02/04/2022

রমাদান সম্পর্কে মিজানুর রহমান আজহারীর সংক্ষিপ্ত বক্তব্য #মিজানুররহমানআজহারী #আজহারী #ওয়াজ #রমাদান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বিউটিফুল নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিউটিফুল নোয়াখালী:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share