15/10/2024
একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন?
পূর্বে ছোটরা বড়দের দেখলে সালাম দিতো। তাদের সামনে বেফাঁস কথা তো দূরের কথা হাসি ঠাট্টার আড্ডা বন্ধ করে দাঁড়িয়ে পরতো। এরপর তারা চলে গেলে আবার হাসি তামাশায় ফিরতো।
একেবারে বাচ্চাদের কথা বলছি না। মোটামুটি যুবক যাদের বোঝার ক্ষমতা প্রখর।
এখন তাদের বেশিরভাগই বাহুবলী হতে চায়, ভায়গিরি দেখিয়ে মুরুব্বিদের সামনে তাদের দোবদবা দেখানোর জন্য বেয়াদবি করে। অনেকে তো রীতি মতো ধুমপান করছে, পাশে কে দাঁড়ানো সেটা তাদের দেখার সময় নাই।
কি চলছে এখন! এটা কোন পর্যায় চলছে? চিন্তা করেছেন?
সব দোষ কিন্তু আপনারই, যদি তাদের ছোট বয়সে কিছু গুরুত্বপুর্ণ উপদেশ দিয়ে বড় করতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না।
এখনও সময় আছে। পরের জেনারেশন যেন বকে না যায় তাই এখন থেকে নিজের সন্তানদের সামাজিকতা, ভালো মন্দের পার্থক্য শেখান।
- আফসোস!