Street Food Heaven

  • Home
  • Street Food Heaven

Street Food Heaven Hello Viewers, We travel a lot of places in search of delicious street food. Stay with us and enjoy.

08/08/2022

We visit a late night Street Food Shop Lokman Biriyani House in Mirpur.

Trying there Chicken Kacci Biriyani, Pulao Rice with Local Chicken Rost, Plain Rice with Beef and Khicuri with Beef kosha.

© Street Food Heaven
https://www.youtube.com/channel/UCaACssUGQHVonr91qBmNxGg

24/05/2020

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 💞

আসসালামু আলাইকুম, আজ পবিত্র লাইলাতুল ক্বদর।হাজার মাসের চেয়েও উত্তম যেই রাত, আজ এই রাতে আমার বন্ধুবান্ধব তত্বীয় স্বজনের ক...
20/05/2020

আসসালামু আলাইকুম,

আজ পবিত্র লাইলাতুল ক্বদর।
হাজার মাসের চেয়েও উত্তম যেই রাত,

আজ এই রাতে আমার বন্ধুবান্ধব তত্বীয় স্বজনের কাছে বেশী কিছু চাওয়ার নাই।

হায়াত মউতের কোন বিশ্বাস নাই, কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যায় সেটাও জানা নাই।

সবার কাছে একটাই অনুরোধ,
আপনাদের সবার ইবাদতে আমার বাবার জন্য দোয়া ভিক্ষা চাই। আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই ক্বদরের রাতের উছিলায় আমার বাবার জীবনের সকল গুনাহ কে ক্ষমা করে বাবাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের প্রথম সারির মেহমান হিসেবে কবুল করে নেয়।

সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যে আমাকে ও আমার পরিবারের সবাইকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে এবং আমি যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন।

আমি আজকের ইবাদতে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এবং আখাল দিলে সবাইকে ক্ষমা করে দিলাম,
আল্লাহ যাতে সবার গুনাহ মাফ করে দেয়, সবাইকে সুস্থ রাখে এবং সবাইকে নেক হায়াত দান করে।

দোয়া রইলো পৃথিবীর সকল মা বাবার জন্য, যাদের মা বাবা বেচে আছে আল্লাহ যাতে তাদের সুস্থ রাখে, নেক হায়াত দান করে।

আর যারা আমার মত এতীম 😥 আল্লাহ যাতে সবার মা বাবাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেয়।

"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরাহ" 😭

06/05/2020

আলহামদুলিল্লাহ

আগামীকাল যোহর থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ ও তারাবী নামাজ আদায় করা যাবে

কয়েকদিন আগে ফারুক নামের একজন সমাজের চোখে মানসিক প্রতিবন্ধী (সম্মানের সাথেই বলছি) আমাদের সেহেরীর কার্যক্রম দেখতে এসে চট্...
03/05/2020

কয়েকদিন আগে ফারুক নামের একজন সমাজের চোখে মানসিক প্রতিবন্ধী (সম্মানের সাথেই বলছি) আমাদের সেহেরীর কার্যক্রম দেখতে এসে চট্টগ্রামের ভাষায় বলেন, "এগিন কি মাইনষুর লাই গইরতে লাইজ্ঞু দে না?" অর্থাৎ, এগুলো কি মানুষের জন্য করছেন? তাকে যখন বলা হল, হ্যাঁ এগুলো মানুষের জন্যই করা হচ্ছে। তখন সে বললো, "আইও কিছু দিয়ুম!" অর্থাৎ, আমিও কিছু (অর্থ) দিবো।

সে আজ আমাদের সেহেরীর খাবার তৈরীর রান্নাঘরে এসে তার পলিথিনের থলে থেকে গুণে গুণে ১৯৯০ টাকা দিল। এই ব্যক্তিটি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সে কার্লভাটের নিচে ঘুমায়। সে কারো কাছ থেকে খুঁজে খায় না, কেউ নিজে থেকে খাওয়ালে খায়। মানসিক প্রতিবন্ধী বলে ফারুকদের সবাই অবজ্ঞা করে, অথচ ফারুকরা কোন প্রতিবন্ধী নয় বরং এরাই দেশের রত্ন। কথায় আছে ধনী হতে টাকা লাগে না, প্রকৃত ধনী তারাই যাদের বিশাল একটি মন আছে। ফকির বা গরিব সেই সমাজের ধনীরা, যারা মানুষের এই দুর্দিনেও মানুষের হক মেরে খায়। তাদেরই মানসিক প্রতিবন্ধী বলতে হবে, যারা এই দুর্দিনে মানুষের খাবার চুরি করে।

ফারুকের জন্য ১৯৯০ টাকা নিশ্চয়ই কম টাকা নয়। আমি চাই আপনারা এই ছবি সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের সমাজের ফারুক নামের এই রত্নকে পরিচয় করিয়ে দিন।

#কপি_পোষ্ট

#জনাব_ফারাজ_করিম_চৌধুরী ❤️

"আম্মা আমাকে নিতে এসেছে" - মৃত্যুশয্যায় ইরফান খানের শেষ কথা।সুত্রঃ বোম্বে টাইমস।
29/04/2020

"আম্মা আমাকে নিতে এসেছে" - মৃত্যুশয্যায় ইরফান খানের শেষ কথা।

সুত্রঃ বোম্বে টাইমস।

ধোঁয়া,ধূলিকণা মুক্ত নির্মল আকাশে আজকের চট্টগ্রাম শহর। ছবিটি বিকেল ৫:২১ মিনিটে তোলা, দামপাড়া এলাকা থেকে৷ফটো ক্রেডিটঃ সোয়ে...
27/04/2020

ধোঁয়া,ধূলিকণা মুক্ত নির্মল আকাশে আজকের চট্টগ্রাম শহর।
ছবিটি বিকেল ৫:২১ মিনিটে তোলা, দামপাড়া এলাকা থেকে৷

ফটো ক্রেডিটঃ সোয়েব ফারুকী স্যার

Carrefour বিশ্বের অন্যতম বৃহত চেইন শপ। এই রমজানে কেনাকাটায় ৫০% অফ। ৫০% অফ বোঝাতে স্ট্রবেরীর অর্ধেক অংশ দিয়ে বিজ্ঞাপনটি ত...
25/04/2020

Carrefour বিশ্বের অন্যতম বৃহত চেইন শপ। এই রমজানে কেনাকাটায় ৫০% অফ। ৫০% অফ বোঝাতে স্ট্রবেরীর অর্ধেক অংশ দিয়ে বিজ্ঞাপনটি তৈরি হয়েছে!!

একটু সমালোচনা করি। নিজের দেশের সমালোচনা।

আমাদের দেশে ৬টি কাল। তবে কিছু কিছু ব্যবসায়ী সম্ভবত এই ৬টি কালেও সন্তুষ্ট না। তারা আরও বেশি কাল চায়, আর বেশি দিবস চায়। তারা গ্রীষ্মে পণ্য ছাড় দেয়, দেয় শীত, বসন্ত, হেমন্ত, বর্ষা, শরৎ এ। এখন আবার ভালবাসা দিবস, মা দিবস, ফুফু দিবস, দুলাভাই দিবসেও ছাড় দেয়। কিন্তু রমজানে কাউকে ছাড় দিতে দেখা যায় না। রমজান নাকি সংযমের মাস। এই দেশে রমজানে সবই থাকে, থাকে না শুধু সংযম।

রমজান আসলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। এর মধ্য কিছু জিনিসের দাম হয় স্বর্ণের মত। ১ দিনের ব্যবধানে ২০ টাকার বেগুন হয়ে ৭০-৮০ টাকা কেজি। শুধু বেগুন না, রমজান আসলে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসেরই দাম বেড়ে যায়। শুধু মাত্র টাকার লোভে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তাদের কি আদৌ রোজা হয়? তাদের রোজা কি উপরওয়ালা কবুল করে? শুনেছি অন্যান্য মুসলিম দেশে রমজানে সকল পণ্যর দাম কমে, আর আমাদের দেশে চক্রবৃদ্ধি হারে দাম বাড়ে। রমজান যেন আমাদের ইনকামের মাস। এই মাসকে সামনে রেখে মানুষ একটু বেশিই ঘুষ খায়। ঈদ উপলক্ষে বউয়ের শাড়ি কিনতে হবে, শালীর চুড়িদার কিনতে হবে, একটু বেশি ঘুষ না নিলে কি হয়? তারা অবশ্য রোজা রেখেই ঘুষ খায়। এতে সম্ভবত ঘুষ হালাল হয়ে যায়!

এখানে রমজান আসলে সকল পরিবারে মাসিক খরচ বেড়ে যায়। অথচ রমজান শেখায় মিতব্যয়ীতা, রমজান শেখায় সংযম। অথচ রমজান মানে আমাদের কাছে ভোরে ভাত খাওয়া আর সন্ধ্যায় ছোলা মুড়ি খাওয়া। তাই তো কবি বলেছেন, আমরা কি এই ৯০% চেয়েছিলাম?

হায়রে রমজান!!

গতকালকে অক্সফোর্ডের chadox 1 ভ্যাকসিনটা প্রথম যার শরীরে দেয়া হয় তার নাম Elisa Granato,  ৩২ বছর বয়স, যিনি নিজেই একজন সায়ে...
24/04/2020

গতকালকে অক্সফোর্ডের chadox 1 ভ্যাকসিনটা প্রথম যার শরীরে দেয়া হয় তার নাম Elisa Granato, ৩২ বছর বয়স, যিনি নিজেই একজন সায়েন্টিস্ট।

শরীরে এন্টিবডি তৈরি হলে তাকে দেয়া হবে করোনাভাইরাস। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে।

এ এক অবিশ্বাস্য ঝুঁকি নেয়া। কোনদিন দেখা হবেনা এমন কোটি কোটি মানুষের জন্য তিনি এ ঝুঁকি নিয়েছেন।

Oxford University এর prof. Gilbert আশা করছেন, এর কার্যকারীতা হবার সম্ভাবনা হয়তো ৮০%।
আমরা সবাই দোয়া করি, এই মহামারীর বিরুদ্ধে Elisa এর নেয়া এই ঝুঁকি থেকে স্রষ্টা তাকে বাঁচিয়ে দিক।

সফল হোক এ উদ্যোগ।

মানবতা রাখুক এক অনন্য দৃষ্টান্ত।

সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।আল্লাহ যাতে এই রমাদানের উছিলায় আমার বাবাকে জান্নাতুল ফের...
24/04/2020

সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
আল্লাহ যাতে এই রমাদানের উছিলায় আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন 😥 আমিন 😭

সময়ের সেরা ছবি ♥
23/04/2020

সময়ের সেরা ছবি ♥

😥
21/04/2020

😥

20/04/2020

একদিনে সর্বোচ্চ ৪৯২ জন শনাক্ত এবং মৃত্যু ১০০ ছাড়ালো !

১, ২,৩,৫, ৯, ১৮,৩৫, ৪১, ৫৪, ১১২, ৯৪, ৫৮, ১৩৯, ১৮২, ২০৯, ২১৯, ৩৪১, ২৬৬, ৩০৬, ৩১২, ৪৯২ ...... মোট ২,৯৪৮

গত ২৪ ঘণ্টায় নতুন ঃ
শনাক্ত হয়েছেন ৪৯২ জন (১৮%)
মৃত্যু ঘটেছে ১০ জন
টেস্ট করা হয়েছে ২৭৭৯ জনের

মোট শনাক্ত ২৯৪৮ জন
প্রান হারালেন ১০১ জন
সুস্থ হয়েছেন ৮৫ জন
মোট টেস্ট করা হয়েছে ২৬,৭৬৩

সারা পৃথিবীতে ইতিমধ্যে মোট ১৬৫,২০০ মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২৪.১৫ লাখ, মোট সুস্থ হয়েছেন ৬ লাখ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪০০ জন।

আমেরিকায়ঃ
মোট শনাক্ত ৭৬৪,২৬৫ জন (টেস্ট করা হয়েছে ৩৮ লাখ)
প্রান হারালেন ৪০,৫৬৫ জন

চায়নাঃ
মোট শনাক্ত ৮২,৭৪৭ জন
প্রান হারালেন ৪,৬৩২ জন (গত ৪৮ ঘণ্টায় কেউ মারা যায়নি)

ভারতঃ
মোট শনাক্ত ১৭,৬১৫ জন
প্রান হারালেন ৫৫৯ জন

শ্রীলংকাঃ
মোট শনাক্ত ২৯৫ জন (গত ২৪ ঘণ্টায় ২৪ জন শনাক্ত হয়েছে)
প্রান হারালেন ৭ জন

ভিয়েতনামঃ
মোট শনাক্ত ২৬৮ জন (গত ৩ দিনে ১ জনও বাড়েনি)
প্রান হারালেন ০ জন

আল্লাহ সবাইকে রক্ষা করুন। সেরে উঠুক বাংলাদেশ ও পৃথিবী।

ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।

রাতের অন্ধকার শেষে সকাল হবেই... আলো আসবেই !

মায়ের ভালোবাসা ♥
18/04/2020

মায়ের ভালোবাসা ♥

এরা শুধু ডাক্তার নয়। এরা একেকজন মানবতার যোদ্ধা 😥
17/04/2020

এরা শুধু ডাক্তার নয়। এরা একেকজন মানবতার যোদ্ধা 😥

  🥰
14/04/2020

🥰

বাবা'র PPE লাগেনা। 😢
14/04/2020

বাবা'র PPE লাগেনা। 😢

09/04/2020

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরাহ্..

😭😭😭

যখন ছোট ছিলাম তখন এই রাত টার জন্য অধিক আগ্রহে থাকতাম।কারন শব ই বরাতের রাতে আব্বু আমাকে নিয়ে বের হইতো।আমাকে নিয়ে সারা রাত...
09/04/2020

যখন ছোট ছিলাম তখন এই রাত টার জন্য অধিক আগ্রহে থাকতাম।

কারন শব ই বরাতের রাতে আব্বু আমাকে নিয়ে বের হইতো।
আমাকে নিয়ে সারা রাত অনেক অলি আউলিয়াদের দরবারে যেত। আমাকে অনেক গুলো ভাংতি পয়সা দিতো রাস্তায় রাস্তায় ভিক্ষুক দের দেয়ার জন্য। ভোর বেলা ফজরের নামাজ পরে আব্বু সহ একসাথে বাসায় ফিরতাম।

কিন্তু আজ আর বাবা নাই 😭😭😭
বাবা ছাড়া এতিম জীবনের প্রথম বরাতের রাত। আজও মেনে নিয়ে কষ্ট হয় যে আমার বাবা আর এই দুনিয়াতে নেই। বাবার উপস্থিতির অনুভূতি গুলা এখনো তরতাজা আমার হৃদয়ে।

হে আল্লাহ আজকের এই লাইলাতুল বরাতের উছিলায় আপনি আমার বাবার জীবনের গুনাহ গুলো মাফ করে দিয়ে আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের প্রথম কাতারের মেহমান হিসেবে কবুল করে নেন।

"রাব্বির হামহুমা কামা বাব্বাইয়ানি সাগিরা" 😭

হে আল্লাহ এই লাইলাতুল বরাতের উছিলায় আপনি সারা বিশ্ববাসীকে ক্ষমা করে দিয়ে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।

সবার কাছে অনুরোধ রইলো,
আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে আমার বাবাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আমিন 😥

” মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রনাগুলোর সাথে খেলতে শেখো। “--চার্লি চ্যাপলিন--
09/04/2020

” মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রনাগুলোর সাথে খেলতে শেখো। “

--চার্লি চ্যাপলিন--

09/04/2020

১, ২,৩,৫, ৯, ১৮,৩৫, ৪১, ৫৪, ১১২......

আরও ১১২ জন নতুন আক্রান্ত, নতুন করে মারা গেছেন ১ জন

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ৯০৫ জনকে

মোট আক্রান্ত ৩৩০ ও প্রান হারালো ২১, সুস্থ হয়েছেন ৩৩ জন

আল্লাহ সবাইকে রক্ষা করুন। সেরে উঠুক বাংলাদেশ ও পৃথিবী।

ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।

রাতের অন্ধকার শেষে সকাল হবেই... আলো আসবেই !

আজ বিশেষ বরকতের দিনে এটাই আমাদের সবার প্রার্থনা

07/04/2020

আল্লাহ সবাইকে ভালো রাখুক

আমিন

:::::: ডাক্তারগণ সাবধান সাবধান :::::::“যেসব ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা না করে বাসায় বসে আছেন, তাদের ডাক্তারী করার প্র...
07/04/2020

:::::: ডাক্তারগণ সাবধান সাবধান :::::::

“যেসব ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা না করে বাসায় বসে আছেন, তাদের ডাক্তারী করার প্রয়োজন নাই।” “এদের নামের তালিকাটা আমাকে দেন।” “প্রয়োজনে দেশের বাইরে থেকে ডাক্তার-নার্স নিয়ে আসবো। তবু এরকম দুর্বলদের দরকার নাই।” “ভবিষ্যতে এরা ডাক্তারি করতে পারবে কি-না সেটাও দেখার বিষয়।”

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তথ্যসূত্রঃ যমুনা টিভি লাইভ। লিংকঃ https://www.facebook.com/JamunaTelevision/videos/651404978759574/

06/04/2020

যখন মসজিদ তোমাকে ডেকেছিলো(হাইয়ালাচ্ছালাহ বলে)তোমার টাইম ছিল না, এখন তোমার সময় আছে,কিন্তু মসজিদ তোমাকে গ্রহন করছেনা।

:/
06/04/2020

:/

Address


Alerts

Be the first to know and let us send you an email when Street Food Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Street Food Heaven:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share