Quran & Sunnah

  • Home
  • Quran & Sunnah

Quran & Sunnah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quran & Sunnah, Magazine, .
(5)

The Quran (the holy book of Islam) and the sunnah make up the two primary sources of Islamic theology and law.The sunnah is also defined as "a path, a way, a manner of life"; "all the traditions and practices" of the Islamic prophet (PBUH)

14/06/2024

তাড়াতাড়ি বিয়ে করুন, হালাল উপায়ে আপনার জীবন উপভোগ করুন!🖤

13/06/2024

রবকে ডাকার অনেক মানুষ আছে,কিন্তু
তিনি ছাড়া তো আমার ডাক শোনার আর কেউ নাই!

সো-কল্ড দ্বীনি Brother চেনার উপায়ঃ
12/06/2024

সো-কল্ড দ্বীনি Brother চেনার উপায়ঃ

11/06/2024

👥 সমাজে বহুল প্রচলিত একটি কুফরি বাক্য হচ্ছে এতো ইসলাম মানলে দুনিয়ায় চলা যায় না 😥
🔥 আস্তাগফিরুল্লাহ 🔥

10/06/2024

আল্লাহ যদি কাঁদার যোগ্যতা না দিতেন একজন মানুষ কিভাবে হালকা হতো !
তবে এর চেয়ে ও বড়ো কথা,আমি কার কাছে কাঁদতাম !যদি আমার কোনো রব না থাকতো !🌸

প্রতিটি পাপের একটি ঢাকনা থাকে। একবার সে ঢাকনা খুলে গেলে—সহজে গুনাহের পথ থেকে ফিরে আসা যায় না।  ~আদিব সালেহ হাফি.
09/06/2024

প্রতিটি পাপের একটি ঢাকনা থাকে। একবার সে ঢাকনা খুলে গেলে—সহজে গুনাহের পথ থেকে ফিরে আসা যায় না।
~আদিব সালেহ হাফি.

09/06/2024

🟨 এই জামানায় ঈমানদারদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে,
হালাল উপার্জন করা এবং 🟨 পরিবার-পরিজনকে দ্বীনের উপর রাখা।

08/06/2024

🌊 জাহান্নামের ফুটন্ত গরম পানিতে পড়ার চেয়ে, ভোর বেলার ঠান্ডা পানি দিয়ে ওজু করে নামাজ পড়া অনেক উত্তম! 🤍🌸

ইসলাম-বিদ্বেষী কিছু মানুষ মুসলিম আত্মপরিচয়কে আঘাত করার জন্য বলে, আমাদের আগে বাঙালি তারপর মুসলিম হওয়া দরকার। কারণ বাংলাদে...
01/06/2024

ইসলাম-বিদ্বেষী কিছু মানুষ মুসলিম আত্মপরিচয়কে আঘাত করার জন্য বলে, আমাদের আগে বাঙালি তারপর মুসলিম হওয়া দরকার। কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমরা প্রাকৃতিকভাবেই বাঙালি জাতীয়তা ধারণ করে নিয়েছি। আমরা চাইলেও আমাদের জাতীয়তা পাল্টাতে পারব না। কিন্তু আমাদের কেউ চাইলে যখন ইচ্ছা তার ধর্ম পরিবর্তন করতে পারবে। এজন্য আমরা আগে বাঙালি তারপর মুসলিম।

প্রথমত, আমরা পূর্বে বিভিন্ন আলোচনায় এটা দেখিয়েছি যে, মানুষের প্রকৃত অবস্থান সে আল্লাহর বান্দা ও মাখলুক। সৃষ্টিগতভাবে সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে। প্রকৃতপক্ষে কোনো মানুষই তার অস্তিত্বের এই বাস্তবতা পরিবর্তন করতে পারে না। সে নিজ থেকে বা শূন্য থেকে সৃষ্টি হয়নি। আল্লাহই তাকে সৃষ্টি করেছেন।

সুতরাং এই বাস্তবতা কোনো মানুষই পরিবর্তন করতে পারবে না; কিন্তু মানুষ সেটা অস্বীকার করতে পারবে। আর এই অস্বীকার করার কারণেই সে কাফের হয় বা মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয় ধারণ করে।

জান্মস্থানের পরিচয় যেমন পরিবর্তন করা যায় না, তেমনই মানুষের প্রকৃত আত্মপরিচয়ও পরিবর্তন করা যায় না। তবে মানুষ চাইলে তার জাতীয়তাকে অস্বীকার করতে পারে, যেমন মানুষ তার আত্মপরিচয়কেও অস্বীকার করতে পারে; কিন্তু পরিবর্তন করতে পারে না। ফলে ওপরে দেওয়া যুক্তি আর টিকছে না।

দ্বিতীয়ত, আমরা মুসলিম আত্মপরিচয়ের শিকড় অনুসন্ধান করে দেখিয়েছি যে, মানবজাতির সূচনালগ্ন থেকেই মুসলিম আত্মপরিচয়ের সূচনা। এমনকি আরও সুস্পষ্টভাবে বলতে গেলে মানুষ দুনিয়াতে আসার আগেই মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে নিজেকে। যেমন রুহের জগতে আল্লাহ তাআলা মানুষ থেকে যে অঙ্গিকার নিয়েছিলেন, সে ব্যাপারে পবিত্র কুরআনে বলেছেন,

‘আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের ওপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন—আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই, আমরা (এ ব্যাপারে) অঙ্গীকার করছি। (আর এ স্বীকারোক্তি আমি এজন্য নিয়েছিলাম) আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না।’ [সুরা আরাফ, আয়াত ১৭২]

এই আয়াত থেকে প্রমাণিত, মানুষ পৃথিবীতে আসার আগেই মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়ে থাকে। এই পরিচয় সে দুনিয়াতে আসার আগেই ধারণ করে। আর তার জাতীয়তা অস্তিত্ব লাভ করে দুনিয়াতে আসার পর। সুতরাং এখান থেকে সুস্পষ্টভাবে বলা যায়, আমরা আগে মুসলিম তারপর অন্য যেকোনো জাতীয়তা। তা ছাড়া দেখা যাবে, অনেক জাতীয়তার অস্তিত্ব কেবল ৫০ বছর কিংবা ১০০ বছরের। পৃথিবীতে এখন যত রাষ্ট্র আছে, পূর্বে এর অর্ধেকও ছিল না। বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন কারণে সময়ে সময়ে একটি নতুন নাম ধারণ করে অস্তিত্ব লাভ করেছে।

অন্যদিকে মুসলিম পরিচয় মানবজাতি পৃথিবীতে আসার আগেই অস্তিত্বশীল। পৃথিবীর এসব ভূখণ্ড সৃষ্টিই করা হয়েছে মানবজাতির জন্য। সুতরাং কোনো দিক থেকেই জাতীয়তা মানুষের আত্মপরিচয়ের প্রথম বিষয় হতে পারে না। এটা মানুষের শাখাগত পরিচয়। ফলে আমরা আগে মুসলিম, তারপর বাঙালি। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বিধায় আমরা বাঙালি, আরবে জন্মগ্রহণ করলে আরব হতাম। কিন্তু আমরা যেখানেই জন্মগ্রহণ করতাম, আল্লাহর বান্দাই থাকতাম, মুসলিমই হতাম।

তৃতীয়ত, আমরা মুসলিমরা জাতীয়তাকে একটি জন্মগত বিষয় হিসেবে দেখি, আদর্শগত বিষয় নয়। কারণ আমাদের আদর্শ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমাদের আদর্শের প্রধান পুরুষ হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

31/05/2024

- জীবনের সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখুন"😊
- আল্লাহ খুশি হবেন!"☺️💝

30/05/2024

যৌবন কালে যত পারো সিজদা করে নাও। কারন আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে। 🥺

29/05/2024

🟦 তাদের সাথে বন্ধুত্ব করো, যাদের দ্বীনদারী তোমার চাইতে বেশী
এবং দুুনিয়াদারী তোমার চাইতে কম..!

28/05/2024

😩 অসৎ লোক কাউকেই সৎ মনে করে না। সকলকেই সে নিজের মত ভাবে।

27/05/2024

🟦 রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা 🟦

26/05/2024

দুঃখ পেয়ে যখনই আমি সিজদা করেছি, তখনই আমি "মনের শক্তি" ফিরে পেয়েছি।
আলহামদুলিল্লাহ!!
(মা-শা-আল্লাহ্)

25/05/2024

আর তাঁর চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত!
📕 [হা-মীম সেজদাহ; আয়াত- ৩৩]

21/05/2024

🟫 যে যেমন সে অন্যকেও তেমন মনে করবে,মানুষ টা খারাপ হোক কিংবা ভালো🟫

19/05/2024

"আল্লাহ এখন দিচ্ছে না তাই আপনি ধৈর্য হারা হবেন না।
আল্লাহ যখন দিবে তখন আপনি রাখার জায়গা পাবেন না। ইনশা'আল্লাহ!" 🖤

🟦 সবাইকে পড়ার অনুরোধ করছি।১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।২.তোর মুখে ফুল চন্দন প...
18/05/2024

🟦 সবাইকে পড়ার অনুরোধ করছি।
১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
২.তোর মুখে ফুল চন্দন পড়ুক। (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)
৩.কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)
৪.মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)
৫.মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)
৬.লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা। (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)
৭.কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা। (জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)
৮.দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)
৯.নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা। (এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)
১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। (এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)

১১.ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা
( মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)
১২.বিসমিল্লায় গলদ বলা।
(এটি সরাসরি কুফরি)
১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা।
(কুফরি বাক্য, তাই সাবধান)
১৪. মধ্যযুগ বর্বরতা বলা।
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)
১৫. মন ঠিক থাকলে পর্দা লাগে না
( ইসলাম ধংশকারি মতাবদ)
১৬. নামাজ না পরলে ঈমান ঠিক আছে বলা
( ইসলাম থেকে বের করার মূলনীতি)

🟦 🟦 তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন

🟦🟦🟦আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝদান করুন ।
(আমীন )।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran & Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quran & Sunnah:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Quran & Sunnah

Welcome to our community Where we share only Islamic posts

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) "😍