Elite Supplement 03

  • Home
  • Elite Supplement 03

Elite Supplement 03 Your Will being is your success, we sell 100% safe and efficient productes. Which is a lot more benef So it is a very acceptable product.

Our product is tested and approved by Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) & also approved by BSTI. This product is made with 49 many kinds of high quality natural ingredients. Thank you for what they can take.

 #কালো জিরার উপকারিতা! কালো জিরা ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এর পাশাপাশি এটি  ব্রণের সমস্যায়ও উপশম দেয়। ব্রেন পাওয়া...
07/05/2023

#কালো জিরার উপকারিতা!

কালো জিরা ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয়। এর পাশাপাশি এটি ব্রণের সমস্যায়ও উপশম দেয়। ব্রেন পাওয়ার বাড়াতেও কালোজি ব্যবহার করা হয়। এ ছাড়া হাঁপানি ও জয়েন্টের ব্যথায় কালো জিরা উপকারী। কালো জিরাতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সারের মতো রোগ থেকে সুরক্ষা দিতে সহায়ক। আপনার যদি কফের সমস্যা থাকে, তাহলে কালো জিরার তেলের ব্যবহার আপনার জন্য খুবই উপকারী হবে। এছাড়া এটি রক্তের টক্সিন পরিষ্কার করতে কাজ করে। সকালে খালি পেটে খেলে এটি ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তবে গর্ভাবস্থায় কালো জিরার ব্যবহার এড়িয়ে চলতে হবে, তা না হলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। যদিও এটি একটি ঘরোয়া প্রতিকার, তবে এটি ব্যবহার করার আগে আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কারণ প্রত্যেক মশলা বা খাবারের উপকারের পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে।

'ঈদ মোবারক সকলের ঈদ কাটুক সাচ্ছন্দ্যে।'🌙
21/04/2023

'ঈদ মোবারক সকলের ঈদ কাটুক সাচ্ছন্দ্যে।'🌙

'শুভ বাংলা নববর্ষ ১৪৩০ সন।'Www.elitemartltd.com
13/04/2023

'শুভ বাংলা নববর্ষ ১৪৩০ সন।'
Www.elitemartltd.com

জগিং-'নিয়মিত জগিং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হাড় ও মাংসপেশি শক্তিশালী করে, শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তে গ্লুকো...
09/04/2023

জগিং-
'নিয়মিত জগিং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হাড় ও মাংসপেশি শক্তিশালী করে, শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে।'

মাশরুমের কিছু ঔষধিগুণ১• গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধেমাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আ...
04/03/2023

মাশরুমের কিছু ঔষধিগুণ
১• গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে
মাশরুমে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিষ্টেমকে (Immune System) উন্নত করে। নিয়োসিন ও অ্যাসকরবিক এসিড (Niacin and Ascorbic Acid) বা ভিটামিন সি’র প্রাচুর্য থাকায় মাশরুম স্কার্ভি (Scurvy), পেলেগ্রা (Pellegra) প্রভৃতি শিশু ও গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধে সহায়তা করে

2• চর্মরোগ প্রতিরোধে মাশরুম
নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী। ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরী করা হয়।

3.উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে
উচ্চ রক্তচাপ কমাতে মাশরুম - shajgoj.com

মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন (Eritadenin), লোভাষ্টটিন (Lovasatin), এনটাডেনিন (Antadenin), কিটিন (Kitine) এবং ভিটামিন বি,সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেসার) ও হৃদরোগ নিরাময় হয়।

4. দাঁত ও হাড় গঠনে
মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম (Calcium), ফসফরাস (Phosphorus) ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী।

5.• ক্যান্সার ও টিউমার প্রতিরোধে
ক্যান্সার প্রতিরোধে মাশরুম - shajgoj.com

মাশরুমের বেটা-ডি (Beta-D), ল্যামপট্রোল (Lampetrol), টারপিনয়েড (Turpinoid) ও বেনজো পাইরিন (Benzo Pyrene) আছে যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। ফ্রান্সবাসীরা পর্যাপ্ত পরিমাণ মাশরুম খান বলে গত এক শতাব্দী ধরে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব কম বলে দাবি করা হয়। সম্প্রতি জাপানের জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে মাশরুমের ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা আছে।
6. মাশরুম এইডস প্রতিরোধক
মাশরুমে ট্রাইটারপিন (Triterpin) থাকাতে বর্তমানে এটি বিশ্বে এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

'সকালে গরম পানিতে লেবুর রস খাওয়ার উপকার!'১. ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে লেবুর রস খেলে দেহের ভেতরে পিএইচ লেভেলের ভা...
03/03/2023

'সকালে গরম পানিতে লেবুর রস খাওয়ার উপকার!'

১. ঘুম থেকে উঠে খালি পেটে গরম পানিতে লেবুর রস খেলে দেহের ভেতরে পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে। ফলে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

২. লেবু ত্বক ভালো রাখে, শরীরের অ্যান্টি-অক্সিডেন্টের চাহিদা পূরণ করে এবং কিডনির পাথরও প্রতিরোধ করে।

৩. লেবু ত্বকে ব্যবহার করতে পারেন। লেবু ব্যবহারে চেহারায় বয়সের ছাপ কমবে।

৪. প্রতিদিন সকালে হালকা গরম পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে খেলে সারা দিনের হজমশক্তি ভালো থাকে।

৫. লেবুতে থাকা ভিটামিন ‘সি’ দেহের হরমোনকে সক্রিয় রাখে ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে।

৬. তবে লেবুর শরবত খেতে হলে অবশ্যই চিনি ছাড়া পান করা ভালো। লেবুর ভিটামিন ‘সি’ স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Elite Supplement 03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elite Supplement 03:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share