Beyond Gossip

  • Home
  • Beyond Gossip

Beyond Gossip We bring you a simplified version of boring headlines.

31/10/2023

Ronalodo's message for Bangladesh cricket team!

26/10/2023

Limitations in new DALL-E 3

DALL-E 3: Your New Creative Superpower, -> Dall-e 3 v/s Dall-e 2-> Can it generate the exact text?-> Is it better than m...
18/10/2023

DALL-E 3: Your New Creative Superpower,
-> Dall-e 3 v/s Dall-e 2
-> Can it generate the exact text?
-> Is it better than midjourney?
check out the video to know!
link : https://youtu.be/YuDNdXb7ZPI

18/10/2023

Deepfakes are fun and easy. Face swapped video of Khalid Farhan, Enayet Chowdhury and Sadman Sadik!

new video has been released, check it out!link in the comment
08/10/2023

new video has been released, check it out!
link in the comment

New video is here!link in the comment section.
02/10/2023

New video is here!
link in the comment section.

What happens when you turn your video calls into content?Here's the result part 2:
12/08/2023

What happens when you turn your video calls into content?
Here's the result part 2:

In today's video we tried to went through 2 new AI tools. First one was to show you guys, how easy it has become to generate music by just writing some simpl...

What happens when you convert your video calls into content?Here's the resultVideo Link in the first comment.
31/07/2023

What happens when you convert your video calls into content?
Here's the result
Video Link in the first comment.

06/06/2023

Apple has finally revealed its highly anticipated augmented reality headset called Apple Vision Pro, marking its first significant hardware launch in nearly a decade.

During the announcement, Apple's CEO Tim Cook described the new headset as a seamless integration of the real world and the virtual world.

The headset comes with a battery that lasts for two hours, and it will be available for purchase early next year in the United States at a price of $3,499 (£2,849).

Against the notice of the National Board of Revenue (NBR) asking for tax on donated money. The High Court has settled th...
31/05/2023

Against the notice of the National Board of Revenue (NBR) asking for tax on donated money. The High Court has settled the three income tax reference cases of Mohammad Yunus. The bench of Justice Muhammad Khurshid Alam Sarkar and Justice Rashed Jahangir passed the verdict on Wednesday morning.

---- Independent News

আগামী পাঁচ বছর এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম সময় পার করতে পারে বিশ্ব। এই সময়ের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়...
17/05/2023

আগামী পাঁচ বছর এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম সময় পার করতে পারে বিশ্ব। এই সময়ের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার যে লক্ষ্য, সেই সীমাও ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমও এ সতর্কবার্তা দিয়েছে।

বিশ্বে এযাবৎকালের সবচেয়ে উষ্ণ যে আট বছর রেকর্ড হয়েছে, সেগুলো সবই ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে। বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। ডব্লিউএমও বলেছে, ‘আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে একটি বছর এবং সব মিলিয়ে এই পাঁচ বছর সময়কাল সবচেয়ে উষ্ণ হবে।’ সংস্থাটি বলেছে, ২০২৩–২০২৭ সালের মধ্যে অন্তত একটি বছরে বিশ্বের ভূপৃষ্ঠের বার্ষিক তাপমাত্রা শিল্পায়নপূর্ব সময়ের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে।
---প্রথম আলো

ডলি কুন্ডু নামে একজন বাসিন্দা এবং পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মা বলেন, তার মেয়ে সোনাডাঙ্গা নতুনরাস্তা ব্যবহার করে দিনে চার...
24/06/2022

ডলি কুন্ডু নামে একজন বাসিন্দা এবং পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মা বলেন, তার মেয়ে সোনাডাঙ্গা নতুনরাস্তা ব্যবহার করে দিনে চারবার স্কুলে এবং কোচিং এ যাতায়াত করে এবং এর জন্য তাকে প্রতিদিন ধুলো দূষণ সহ্য করতে হয়।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দীর্ঘ প্রসারিত রাস্তা ও ড্রেন পুনর্গঠন করায় গত কয়েক বছর ধরে তীব্র ধুলা দূষণের শিকার হচ্ছে খুলনা নগরবাসী।
বিশেষ করে শুষ্ক আবহাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে কারন, খুলনা সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার দ্বারা কোন প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয় না।কিন্তু শহরে এত ধূলিকণা হয় যে বর্ষাতেও নিস্তায় মেলে না।

গণপূর্ত অধিদফতর সূত্রে জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন বর্তমানে ৮২৩ কোটি টাকা ব্যয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা এবং ৬০৭ কোটি টাকায় একটি সড়ক উন্নয়ন প্রকল্প তৈরী করছে।এর মধ্যে ৩১ টি ওয়ার্ডে ৩২২ কোটি টাকার কাজ চলছে যেখানে ব্যয় হচ্ছে ১২৮ কোটি টাকা জলবদ্ধতা নিরসন প্রকল্পে ব্যয় করা হচ্ছে।এছাড়া সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ,খুলনা উন্নয়ন কতৃপক্ষ ও পিডব্লিউডির আরো ৫০০ কোটি টাকার কাজ চলছে।এসব কাজে প্রতিনিয়ত বায়ু দূষিত হচ্ছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স ২০২২ অনুসারে, ঢাকা সপ্তম সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসাবে স্থান ...
23/06/2022

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স ২০২২ অনুসারে, ঢাকা সপ্তম সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে।তবে, গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ মহামারী চলাকালীন আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে রাজধানী শহরটি কয়েক ধাপ উপরে উঠে গেছে।
সূচকে ১৭২ টি শহরের মধ্যে ১০০ এর মধ্যে ৩৯.২ নাম্বার পেয়ে ঢাকা ১৬৬ তম হয়েছে।

ইআইইউ পাঁচটি বিস্তৃত বিভাগে ৩০ টিরও বেশি গুণগত এবং পরিমাণগত কারণের উপর শহরগুলিকে স্থান দেয়: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি এবং পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।

ব্যাভারিয়ান নর্ডিক এই বছরের শুরুতে পশ্চিম ও মধ্য আফ্রিকার বাইরের কয়েক ডজন দেশে এই রোগের আকস্মিক বিস্তার দেখে অবাক হয়ে...
23/06/2022

ব্যাভারিয়ান নর্ডিক এই বছরের শুরুতে পশ্চিম ও মধ্য আফ্রিকার বাইরের কয়েক ডজন দেশে এই রোগের আকস্মিক বিস্তার দেখে অবাক হয়েছিলেন যেখানে এটি আগে সাধারণত সীমাবদ্ধ ছিল।

একটি সাক্ষাত্কারে, তিনি এএফপিকে বলেন, "বর্তমান চাহিদার সাথে আমরা সহজেই বিশ্ব বাজারে সরবরাহ করতে পারি। আমাদের কাছে কয়েক মিলিয়ন ডোজ রয়েছে যা আমরা শিশিতে রাখতে পারি এবং নিশ্চিত করতে পারি যে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যাবে।

বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের ঘটনা বেড়ে যাওয়া সত্ত্বেও দেশগুলি এই পর্যায়ে তাদের জনসংখ্যাকে ব্যাপকভাবে টিকা দেওয়ার সুপারিশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোর্সঃঢাকা ট্রিবিউন

দেশে প্রথম রাবার বাগানের জন্য কক্সবাজারের রামুতে ৩৫ একর জমিতে ৮ হাজার ৭০০ রাবার গাছের চারা রোপণ করা হয়।বাগানের কর্মচারীদ...
23/06/2022

দেশে প্রথম রাবার বাগানের জন্য কক্সবাজারের রামুতে ৩৫ একর জমিতে ৮ হাজার ৭০০ রাবার গাছের চারা রোপণ করা হয়।
বাগানের কর্মচারীদের মারধর করে, ঘর বানিয়ে এবং রাস্তা কেটে দখল করা হচ্ছে জমি।
মোট ২ হাজার ৬৮২ একর জমি রয়েছে রামুর রাবাএ বাগানে।মোট ৩ লাখ গাছের মধ্যে ১.৫ লাখ গাছ থেকে কাঁচা রাবার সংগ্রহ করা হয়।কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন।
সোর্সঃসময় নিউজ

প্রাণ-আরএফএল গ্রুপ গতকাল বাড্ডায় গ্রুপের হেড অফিসে তাদের নতুন ফুড ডেলিভারি সার্ভিস "ফুডানো" চালু করেছে। এক প্রেস বিজ্ঞপ্...
21/06/2022

প্রাণ-আরএফএল গ্রুপ গতকাল বাড্ডায় গ্রুপের হেড অফিসে তাদের নতুন ফুড ডেলিভারি সার্ভিস "ফুডানো" চালু করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল এবং অ্যাকাউন্টস ডিরেক্টর চৌধুরী আতিউর রসুল গ্রুপেএ নতুন উদ্যোগের উদবধোন করেন।
কামাল বলেছেন, গ্রাহকদের চাহিদা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে তারা তাদের পছন্দের খাবার সংগ্রহ করতে পারে স্বল্পতম সময়ের মধ্যে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিক ঘোষণা করা হয়।জাতীয় মুক্তিযোদ্ধা কা...
20/06/2022

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিক ঘোষণা করা হয়।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ জুন এ বিষয়ে গেজেট জারি করে বলা হয়, "খ" ও "গ" তালিকার আপিল নিষ্পত্তিকালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জমের গেজেট বাতিল করা হয়।

বিশ্বের সবচেয়ে ধীরগতির দেশ রয়েছে ভুটানে। দেশটির গড় গতি ঘন্টায় ৩৮ কি.মি.।এরপর ই রয়েছে নেপাল এবং পূর্ব তিমুর যাদের সড়কে গা...
20/06/2022

বিশ্বের সবচেয়ে ধীরগতির দেশ রয়েছে ভুটানে। দেশটির গড় গতি ঘন্টায় ৩৮ কি.মি.।এরপর ই রয়েছে নেপাল এবং পূর্ব তিমুর যাদের সড়কে গাড়ির গড় গতি ঘন্টায় ৪০ কি.মি.।

নগর রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে দেশের বিভিন্ন দেশের প্রধান শহরগুলোর সড়কপথে যাতায়াতের গড় সময় নির্ণয় করে আইএমএফের কর্মীরা।
এক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ৮০ কিলোমিটারের শহরগুলোকেই হিসেবে নেওয়া হয়।

বাংলাদেশের সড়কের গড় গতি ৪১ কি.মি.।তালিকা অনুসারে, ঘন্টায় ১০৭ কি.মি. গড় গতি নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি গতি সম্পন্ন সড়ক যুক্তরাষ্ট্রে।

নতুন ভ্যারিয়েন্টের কারনে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ওমিক্রনের পরে করোনা নিয়ে স্বস্তির মধ্যেই...
20/06/2022

নতুন ভ্যারিয়েন্টের কারনে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ওমিক্রনের পরে করোনা নিয়ে স্বস্তির মধ্যেই কেটেছিল বেশ কিছু দিন।কোনো দিন শূণ্যের ঘরে সংক্রমণ এবং এক মাসের ও বেশি সময় ধরে করোনায় মৃত্যুহীন দেশ হিসেবে ছিল বাংলাদেশ।

তবে মাঝের এই স্বস্তিদায়ক পরিস্থিতি কাটিয়ে এখন আবার বন্যার মধ্যে সংক্রমণ বাড়ছে করোনার।শনাক্তের হার ইতিমধ্যেই ৭ শতাংশ ছাড়িয়ে গেছে।

স্প্যানিশ ফ্লুর সঙ্গে কোভিডকে তুলনা করে এক বিশেষজ্ঞ বলেন, "সব দেশেই সংক্রমণ হার বাড়ছে।স্প্যানিশ ফ্লুর ও চারটি তরঙ্গ ছিল।"
অনেকে মতে আবার নতুন কোনো ধরনের কারনেও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে তাই নিয়ম বিধি মেনে এবং টিকা নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানিয়েছেন বিশিষ্টরা।

লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, সাউথ এশিয়া ইন্সটিটিউট অব দ্য স্কুল অব ওরিয়েন্টাল আ্যান্ড আফ্রিকান স্টাডিজ এবং বাংলাদ...
19/06/2022

লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, সাউথ এশিয়া ইন্সটিটিউট অব দ্য স্কুল অব ওরিয়েন্টাল আ্যান্ড আফ্রিকান স্টাডিজ এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সহায়তায় "ঢাকাই মসলিন স্টোরি" নামের একটি সেমিনার ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।

প্রায় ২০০ বছর আগে ঢাকাই মসলিন ছিল পৃথিবীর সবচেয়ে দামি কাপড় ছিল।কিন্তু পরে এটি হারিয়ে গেলেও আবার বাংলাদেশেই এর পুনর্জনম ঘটে।

ব্রিটিশ গবেষক ও বিশ্লেষকদের মতে, মসলিন আবারো তার অবস্থান ফিরে পেতে পারে বলে জানায়।সেমিনারে মসলিন পুনরুজ্জীবনের পরে বাংলাদেশ হাইকমিশন নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখনো হয়।

বন্যার পানি কুড়িগ্রাম, সিলেট এবং সুনামগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্...
19/06/2022

বন্যার পানি কুড়িগ্রাম, সিলেট এবং সুনামগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, ও পাবনা নতুন করে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশের আটটি স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী মঙ্গলবার(২১ জুন) অবধি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রবিবারে, রংপুর, রাজশাহী,ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বর্জপাতসহ বৃষ্টি হতে পারে।

সাধারণত ইতালির নিয়ম অনুযায়ী কারো মৃত্যুতে সাহায্য করা অপরাধ। কিন্তু এ ক্ষেত্রে সাংবিধানিক আদালত কিছুটা ব্যতিক্রম ছিল এবং...
19/06/2022

সাধারণত ইতালির নিয়ম অনুযায়ী কারো মৃত্যুতে সাহায্য করা অপরাধ। কিন্তু এ ক্ষেত্রে সাংবিধানিক আদালত কিছুটা ব্যতিক্রম ছিল এবং তা ছিল শর্তসাপেক্ষ।

পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ফ্রেডরিকো কার্বনির মৃত্যু কার্যকর করা হয়।বিশেষ মেশিনের সহায়তায় তার শরীরে মৃত্যু জন্য ওষুধ প্রবেশ করানো হয়।লুকা কসিওনি অ্যাসোসিয়েশন নামের স্বেচ্ছা মৃত্যু প্রচারকারী সংস্থাটি তার মৃত্যুর ঘোষণা করে।

মৃত্যুর সময় তিনি জানান, এভাবে জীবন থেকে বিদায় নিতে আমার আক্ষেপ হচ্ছে। কিন্তু বাঁচার জন্য আমি সবরকম চেষ্টা করেছি।আর সম্ভব নয়।

18/06/2022
বেসামরিক প্রশাসনের অনুরোধের পর এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় আইএসপিআর।সিলেট জেলার গোয়াইঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন...
17/06/2022

বেসামরিক প্রশাসনের অনুরোধের পর এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় আইএসপিআর।
সিলেট জেলার গোয়াইঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তিয়াপুর এবং সিলেট সদর উপজেলাসহ সুরমা নদী সংলগ্ন শহরের কিছু অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জ শহরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিচু এলাকাসহ শহরের সব এলাকা।এগুলো বন্যার কারনে প্লাবিত হয়ে গেছে।

প্রবল বন্যার কারনে সিলেট ও সুনামগঞ্জের কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।প্রাথমিক বিদ্যালয়গুলোতে অস্থায়ী বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যাতে প্রায় দশ হাজার মানুষ অবস্থান করছে।

গোটা দেশব্যাপী ডিজিটাল জনশুমারির মাধ্যমে জানা যাবে শিক্ষিত এবং নিরক্ষর মানুষের সঠিক পরিসংখ্যান বলে মনে করেন ডা.দীপু মনি।...
16/06/2022

গোটা দেশব্যাপী ডিজিটাল জনশুমারির মাধ্যমে জানা যাবে শিক্ষিত এবং নিরক্ষর মানুষের সঠিক পরিসংখ্যান বলে মনে করেন ডা.দীপু মনি।

১৫ জুন চাঁদপুরে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, "মূলত জনশুমারি দেশে কত মানুষ আছেন বা তারা কী করেন এটি জানা নয়। জনশুমারি হলো দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার। এই পরিসংখ্যান না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না এবং সে কারনেই জনশুমারি করা হয়।

প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট, ২৭ বছরের পরিষেবার পর তার প্রাচীনতম ইন্টারনেট এক্সপ্লোরারে প্লাগ টানছে।১৯৯৫ সালে প্রকাশিত ...
15/06/2022

প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট, ২৭ বছরের পরিষেবার পর তার প্রাচীনতম ইন্টারনেট এক্সপ্লোরারে প্লাগ টানছে।১৯৯৫ সালে প্রকাশিত সার্চ ব্রাউজারটি উইন্ডোজ ৯৫ এ এড-অন হিসেবে যুক্ত হয়েছিল।

২০১৬ সাল থেকে মাইক্রোসফট কোম্পানি, ইন্টারনেট এক্সপ্লোরারে কোনো বড় আপগ্রেড বা নতুন সংস্করণ আনে নি। ইন্টারনেট এক্সপ্লোরার ১১, ২০১৩ সালে প্রকাশিত, মাইক্রোসফট দ্বারা প্রকাশিত সর্বশেষ এবং সূক্ষ্ম সংস্করণ।

মাইক্রোসফটের মতে, কোম্পানিটি ২০২২ সালের ১৫ জুন হতে অকার্যকর হয়ে যাওয়া বার্ধক্যজনিত সার্চ ইঞ্জিনের জন্য মূলধারার সমর্থন করবে।মাইক্রোসফট এজ অন্তর্নির্মিত ইন্টারনেট এক্সপ্লোরার মোডের সাথে আসে যাতে ব্যবহারকারীরা সেই আইই ভিত্তিক ওয়েবসাইট এবং এপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে পারে।

ইন্টারনেট এক্সপ্লোরার, ভারতে কাজ করা প্রথম এবং প্রাচীনতম ব্রাউজারগুলোর৷ মধ্যে একটি, অবশেষে এটির শেষ প্রান্তে এসে ব্যবহারকারীদের স্মৃতিবেদনাতুর করে তোলে, যারা টুইটারের মাধ্যমে সার্চ ইঞ্জিনকে বিদায় জানায়।

প্রতিবেদনটির দাবি, ভ্রমনরত অবস্থায় যদি এই মলমূত্রাদি নিয়ে কেউ পরীক্ষা নীরিক্ষা করে তাহলে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে নানা...
15/06/2022

প্রতিবেদনটির দাবি, ভ্রমনরত অবস্থায় যদি এই মলমূত্রাদি নিয়ে কেউ পরীক্ষা নীরিক্ষা করে তাহলে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে নানান তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

এই অদ্ভুত দাবিটি ফ্রান্সের একটি ম্যাগাজিন "প্যারিস ম্যাচ" এ প্রথম প্রকাশিত হয়। প্রতিবেদনটি দুইজন অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক তৈরি করেছিলেন।পরে অন্যান্য সংবাদমাধ্যম প্রতিবেদনটি ছাপায় এবং অভিজ্ঞদের সাথে এ নিয়ে কথা বলে।

ফ্রান্সের নিউজ ম্যাগাজিনটি প্রতিবেদনে বলেছে রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিসের সহায়তায় একটি সুটকেস বহন করা হয় মলমূত্রাদি সংগ্রহ করার জন্য যা পরে মস্কোয় ফেরত পাঠানো হয়।মার্কিন সংবাদমাধ্যম ইনডেপেন্ডেন্ট এর মতে, একটি বিশেষ প্যাকেটে করে এই শারীরিক বর্জ্য সংগ্রহীত করা হয়।

|| Founder and Trustee of Dhaka Public Health Centre, Zafrullah Chowdhury said, BNP chairperson Begum Khaleda Zia should...
14/06/2022

|| Founder and Trustee of Dhaka Public Health Centre, Zafrullah Chowdhury said, BNP chairperson Begum Khaleda Zia should be released for good treatment and given a chance to go abroad without any excuse.

He made the remarks at a press conference held at the auditorium of the Public Health Centre in Dhanmondi on Monday(13 June) at noon appealing for food for the poor families on Eid-Ul-Adha.

He also said, "I would ask the question as to how reasonable would be the cost of the inauguration of Padma Bridge. Money for Padma Bridge's inauguration should be given to poor people for their Eid expenses." ||

|| BTRC charged Teletalk, Robi, Grameenphone, and Banglalink, sending the operators a letter that says they need to pay ...
12/06/2022

|| BTRC charged Teletalk, Robi, Grameenphone, and Banglalink, sending the operators a letter that says they need to pay the fine within 30th June.

BRTC along with law enforcement are working together to find out illegal VOIPs in many cities including Dhaka. For that with LATRO Services Inc's technological help, from march 2018 to april 2021, so many illegal VOIPs have been detected.

BTRC has charged Teletalk 5 crore tk, Robi 2 crore tk, Grameenphone 50 lac tk, and Banglalink 15 lac tk. They charged the operators after their application, rehear, and observation.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Gossip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share