Udbhas

Udbhas A Bengali magazine for the literature lovers.
(1)

29/12/2023

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি - তবে খুঁজে বার করার জন্য Arindam Ghosh কে ধন্যবাদ, বাংলাদেশ সরকার-নির্মিত এই ওয়েবসাইট থেকে বাংলা বানান সংশোধন করা যাচ্ছে। আপনার লেখাটি ইনপুট বক্সে লিখে দিলে অথবা ক্লিপবোর্ড থেকে পেইস্ট করলে সাইডবারে প্রতিটি ভুল বানানের সংশোধন সাজেশন হিসেবে চলে আসছে। এমন একটি বানান যাচাই করার সফটওয়্যার বানানোর চেষ্টারত হয়ে অভিধান নির্মাণের চেষ্টা করছিলাম। কাজটি হয়ে গেছে। তবে এই সফটওয়্যারটি একটি ক্রোম প্লাগইন হিসেবেও বানানো যেতে পারে। https://spell.bangla.gov.bd/
(এই লেখাটিও উপর্যুক্ত ওয়েবসাইট দ্বারা যাচাইকৃত)

Sothik: Spell & Grammar Error Checker

একটি শব্দভাণ্ডার তৈরি করা সহজসাধ্য কাজ নয়। একজন অথবা দুজন মানুষের পক্ষেও প্রায় দুঃসাধ্য। কিন্তু বাঙালির সংখ্যাও তো কিছু ...
10/12/2023

একটি শব্দভাণ্ডার তৈরি করা সহজসাধ্য কাজ নয়। একজন অথবা দুজন মানুষের পক্ষেও প্রায় দুঃসাধ্য। কিন্তু বাঙালির সংখ্যাও তো কিছু কম নয়। পৃথিবীতে প্রায় তিনশ মিলিয়ন বাঙালি। সবাই মিলে আমরা একটু আধুনিক অনলাইন শব্দভাণ্ডার বানাতে পারব না? আর তা যদি না পারি তাহলে আমরা মুখে মুখে যুদ্ধকরা জাত হিসেবে প্রমাণিত হবে। একটি অনলাইন শব্দভাণ্ডারের অর্থ হল ওপেন এপিআই (উন্মুক্ত প্রোগ্রামিং ইন্টারফেস) দিয়ে আপনি বাংলা বানান এবং শব্দার্থ উদ্ধার করতে পারবেন। নতুন শব্দ যোগ করতে পারবেন। আমি প্রোগ্রামিং করে অন্য অভিধান থেকে শব্দ ধার করতে পারি কিন্তু আপনাদের তা যাচাই করে দেখতে হবে। অনেক শব্দের অর্থ পাল্টে যাচ্ছে, অনেক উর্দু, ইংরাজি শব্দ যোগ করা হচ্ছে। যদি ওয়েবসাইট থেকে শব্দ যোগ করতে অসুবিধে হয় তাহলে স্প্রেডশিটে আমাকে পাঠান। একটি স্প্রেডশিট আমি এখানে জুড়ে দিলাম। এই ফরম্যাটে পাঠাতে হবে। এক বছরেও হতে পারে, আবার দশ বছরও লাগতে পারে - কিন্তু কাজটি সম্পন্ন হবেই।
www.udbhas.org/obhidhan

উদ্ভাস শব্দভাণ্ডার এখন অনলাইন, শব্দভাণ্ডারে শব্দ যোগ করুন  https://www.udbhas.org/obhidhan
09/12/2023

উদ্ভাস শব্দভাণ্ডার এখন অনলাইন, শব্দভাণ্ডারে শব্দ যোগ করুন

https://www.udbhas.org/obhidhan

07/04/2023

সব লেখক এবং পত্রিকার সম্পাদকরা যখন 'আমার লেখা পড়ুন এবং আমাদের পত্রিকা পড়ুন' সংস্কৃতির উন্মত্তায় মেতেছেন উদ্ভাস তখন যেন একটু পিছিয়ে পড়েছে - তাই না? উন্মত্ততা স্বাভাবিক। বাংলা সাহিত্যে লেখকের সংখ্যা ক্রমবর্ধমান, অথচ পাঠকরা হারিয়ে যাচ্ছেন। দূরবীন দিয়েও পাঠক পাওয়া যাচ্ছে না। বাংলা সাহিত্যের একমাত্র জীবনরেখা যেন বইমেলা। সবাই বইমেলাতে পাঠকের সাথে মিলিত হচ্ছেন। পাঠকের চাইতে লেখকদের আগ্রহ যেন বেশি মনে হচ্ছে। খুবই স্বাভাবিক। প্রতিষ্ঠান হারিয়ে গেলে লেখা বিচার করার ক্ষমতা পাঠকের হাতেই হস্তান্তরিত হয়। জনপ্রিয়তাই উৎকর্ষতার মানদণ্ড হয়ে ওঠে। রাজনীতি থেকে শিল্প, সংস্কৃতি সব কিছুতেই তাই হচ্ছে। আজকাল জনপ্রিয়তা অর্জনের ক্ষমতাই একমাত্র গুণ বলে বিবেচ্য হয়। জনসাধারণই ঠিক করবেন কে নায়ক, কে নেতা আর কে লেখক। এর পর হয়ত এরা সবাই আসবেন বোকাবাক্স এবং রুপোলি পর্দায় মুখ দেখিয়ে। কীভাবে কে এলেন এতে আমাদের কিছু এসে যায় না, সুসাহিত্যিক হলেই সাহিত্যের লাভ। চাবিকাঠি পাঠকদের হাতে। তাঁরা যদি বাক্স এবং পর্দার থেকে চোখ সরিয়ে সাহিত্য পাঠ করে সাহিত্যিক খুঁজে পান তবেই সাহিত্যিক তৈরি হবেন। মনে রাখবেন সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার নোবেল কিন্তু জনপ্রিয় সাহিত্যকে বেছে নেয় না। কিন্তু বাংলা সাহিত্যে এমন আর কোনও প্রতিষ্ঠান নেই যাঁরা সাহিত্যিক চিনতে পারবেন। সব পত্রিকার মান তলানীতে। তবু উদ্ভাস প্রচেষ্টা জারি রাখবে। সুসাহিত্যিকরা এগিয়ে আসুন। উদ্ভাসে লেখা পাঠান। সাম্মানিক ঊর্ধ্বমুখী, পুরস্কারও ঘোষিত হবে। উদ্ভাস আলাদা - আমরা লেখার মাধ্যমে শিল্প এবং সংবাদ দুটিই মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই আমাদের আগামী সংখ্যা শরীর এবং স্বাস্থ্যের ওপর লেখা প্রকাশ করতে ইচ্ছুক। তার সঙ্গে অন্য লেখাও থাকবে। ভালো লেখা লিখতে এবং পড়তে চাইলে উদ্ভাসের সঙ্গে থাকুন। উদ্ভাস পড়ুন, লেখা পাঠান। সময়সীমা মে মাসের শেষ তারিখ।

Web site created using create-react-app

23/03/2023

দুটি ঘোষণা:

১. আমরা উদ্ভাসকে নতুন করে গড়ছি, নতুন ভাবে ভাবছি এবং আরও উন্নত করার চেষ্টা করছি। সম্পাদনা এবং অলঙ্করণের জন্য যোগ্য ব্যক্তির সন্ধান করছি। এই কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক/সাম্মানিক থাকবে। উচ্চমানের অলঙ্করণ এবং নির্ভুল সম্পাদনার নিদর্শনসহ যোগাযোগ করুন।

২. উদ্ভাসের পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠান। স্বাস্থ্য, সুখাদ্য এবং শরীরচর্চা বিষয়ক প্রবন্ধ, গদ্য, গল্প লিখতে পারেন। কবিতা এবং ভ্রমণকাহিনির জন্য নির্ধারিত কোনও বিষয় নেই। লেখা ইমেইল করবেন না - সব লেখা এই সাইট থেকে পোস্ট করবেন -

Web site created using create-react-app

উদ্ভাসকে সাহায্য করুন। আপনি যে পরিমাণ অর্থ দান করবেন আমাদের অন্য দাতারা তার সমান অঙ্কের অর্থ দান করে আপনার দানকে দ্বিগুণ...
08/03/2023

উদ্ভাসকে সাহায্য করুন। আপনি যে পরিমাণ অর্থ দান করবেন আমাদের অন্য দাতারা তার সমান অঙ্কের অর্থ দান করে আপনার দানকে দ্বিগুণ করে দেবেন। নিম্নলিখিত লিঙ্ক থেকে PayPal এর মাধ্যমে দান করতে পারবেন।

উদ্ভাসে যোগ দেওয়ার জন্য আমরা সবাইকে উদাত্ত কন্ঠে আহ্বান জানাচ্ছি। উদ্ভাসে পড়ুন, উদ্ভাসে লিখুন, উদ্ভাসের পাশে দাঁ...

ফুটবলের গল্প পড়ুন
03/12/2022

ফুটবলের গল্প পড়ুন

লেখক: সুদীপ নাথ

উদ্ভাস উৎসব সংখ্যা প্রকাশিত, app এবং ওয়েবসাইট থেকে পড়ুন
18/10/2022

উদ্ভাস উৎসব সংখ্যা প্রকাশিত, app এবং ওয়েবসাইট থেকে পড়ুন

উদ্ভাস উৎসব সংখ্যা ২০২২ সূচিপত্র
06/09/2022

উদ্ভাস উৎসব সংখ্যা ২০২২ সূচিপত্র

উদ্ভাসের জন্য আঁকুন। বিষয় সূর্যমুখী ফুল/ক্ষেত। নির্বাচিত তৈলচিত্র/জলরং সাম্মানিকসহ প্রকাশিত হবে।
04/08/2022

উদ্ভাসের জন্য আঁকুন। বিষয় সূর্যমুখী ফুল/ক্ষেত। নির্বাচিত তৈলচিত্র/জলরং সাম্মানিকসহ প্রকাশিত হবে।

সম্প্রতি আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। আপনারা যাঁরা অ্যাপ ব্যবহার করে উদ্ভাস পড়েন তাঁদের অন...
30/07/2022

সম্প্রতি আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। আপনারা যাঁরা অ্যাপ ব্যবহার করে উদ্ভাস পড়েন তাঁদের অনুরোধ করছি যে আপনারা মোবাইল ডিভাইস আপডেট করে নিন। কোনও সমস্যা অথবা অসুবিধা হলে এই জানিয়ে দেবেন।
android phone download/update link:
https://play.google.com/store/apps/details?id=udbhas.potrika.app

iPhone download/update link: https://apps.apple.com/us/app/udbhas/id1538424205

28/04/2022

উদ্ভাসের পরবর্তী সংখ্যা পুজোয় প্রকাশিত হবে।

লেখা জমা করার শেষ তারিখ জুলাই ১৫
পত্রিকা প্রকাশ তারিখ অক্টোবর ১

এবার আমরা বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের লেখা চাইছি।

ক. বিজ্ঞান এবং বিজ্ঞানী সংক্রান্ত প্রবন্ধ
খ. সাইকোলজিকাল থ্রিলার (মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর উপন্যাসিকা অথবা বড়ো গল্প) - ৫০০০ থেকে ১০০০০ শব্দ
গ. প্রকৃতি ও প্রেম বিষয়ক ছোটোগল্প
ঘ. পুষ্যি বিষয়ক গদ্য
ঙ. সামাজিক-প্রতিবাদী, যুদ্ধবিরোধী অথবা নিছক প্রেমের কবিতা
চ. ভ্রমণ-কাহিনি
ছ. ভূত বিষয়ক রম্যরচনা (ভয় পাওয়ানো নয়)

কোনো বিভাগে উপযুক্ত লেখা না পাওয়া গেলে তা অপসৃত হবে।

বিশেষ অনুরোধ: আকাদেমি বাংলা অভিধান-সম্মত বানান ব্যবহার করবেন। মনোনীত লেখায় একাধিক বানান ভুল থাকলে লেখাটি আপনাকে সংশোধন করে পাঠাতে হবে। উপন্যাসিকায় অতিরিক্ত বানান-বিপর্যয় হলে লেখা মনোনীত হবে না।

আপনারা সবাই লিখুন। আমাদের মতে বাংলা সাহিত্যে এখন বিশেষ কোনো তারকা-সাহিত্যিক নেই - আপনারা সবাই তারকা। সব লেখক আমাদের কাছে সমান।

সমস্ত লেখা বৈদ্যুতিন ফর্ম থেকে জমা করতে হবে। এই ঠিকানায় ফর্মটি পাবেন, https://udbhassubmission.uc.r.appspot.com/

লেখা জমা করার জন্য উদ্ভাসে লগইন করে উদ্ভাস পড়তে হবে। উদ্ভাসে লগইন না করলে আপনার লেখা প্রকাশিত হবে না।

Web site created using create-react-app

উদ্ভাস রন্ধন ও খাদ্য সংখ্যা সরাসরি পড়ার ঠিকানাhttps://www.udbhas.org/noboborsho-2022/noborsho-2022/
15/04/2022

উদ্ভাস রন্ধন ও খাদ্য সংখ্যা সরাসরি পড়ার ঠিকানা
https://www.udbhas.org/noboborsho-2022/noborsho-2022/

You must log in to view this content.উদ্ভাস ছড়িয়ে দিন8            8Shares Related posts: No related posts.

উদ্ভাসে সাইনআপ/লগইন কীভাবে করবেন?  উদ্ভাস অ্যাপ এবং ওয়েবসাইটের স্ক্রিনশট দেওয়া হল। ওয়েবসাইটে একটি 'লগইন/সাইনআপ' বোতাম আছ...
15/04/2022

উদ্ভাসে সাইনআপ/লগইন কীভাবে করবেন?

উদ্ভাস অ্যাপ এবং ওয়েবসাইটের স্ক্রিনশট দেওয়া হল।

ওয়েবসাইটে একটি 'লগইন/সাইনআপ' বোতাম আছে। সেখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে অথবা মোবাইলে স্পর্শ করলে লগইন করার জন্য উইন্ডো খুলে যাবে। সেখানে দেখবেন একটি 'সাইন আপ' লিংক আছে (ছবি দেখুন)। লিংকে ক্লিক করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড পছন্দ করে লগইন বোতামে ক্লিক করুন। আপনার কাছে একটি ইমেইল যাবে। ইমেইলে একটি লিংক থাকবে। এটাকে বলে কনফার্মেশন ইমেইল। আপনার ইমেইলটি যে সত্যি কোনো মানুষের ইমেইল তা এর মাধ্যমে নির্ধারিত হয়। সেই লিংকে ক্লিক করে কনফার্ম করলেই আপনি উদ্ভাস ওয়েবসাইটে লগইন করতে পারবেন। লগইন করার সময় আর সাইন আপ লিংকে ক্লিক করবেন না। শুধু নিজের ইমেইল এবং পাসওয়ার্ড লিখে লগইন বোতামে ক্লিক করবেন।

উদ্ভাস ওয়েবসাইটের একদম নিচে অ্যাপ ডাউনলোডের লিংক আছে। সেই লিংকের মাধ্যমে অথবা গুগল/অ্যাপেল প্লেস্টোরে Udbhas অ্যাপ খোঁজ করে অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপটি খুলে দেখবেন সেখানেও একটি 'লগইন' বোতাম আছে। সেই বোতামে ক্লিক করলে ঠিক ওয়েবসাইটে লগইনের মতোই একটি উইন্ডো খুলে যাচ্ছে। ব্যাপারটা একদম একই রকম।

অ্যান্ড্রোয়েড অ্যাপ ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=udbhas.potrika.app

অ্যাপেল অ্যাপ ডাউনলোড লিংক: https://apps.apple.com/us/app/udbhas/id1538424205

শুভ নববর্ষ ১৪২৯। প্রকাশিত হল উদ্ভাস 'রন্ধন ও খাদ্য সংখ্যা'। অ্যাপ এবং ওয়েবসাইটে লগইন করলেই পড়া যাবে।https://www.udbhas.o...
14/04/2022

শুভ নববর্ষ ১৪২৯। প্রকাশিত হল উদ্ভাস 'রন্ধন ও খাদ্য সংখ্যা'। অ্যাপ এবং ওয়েবসাইটে লগইন করলেই পড়া যাবে।
https://www.udbhas.org/noboborsho-2022/noborsho-2022/

উদ্ভাস পত্রিকা এখন সবার জন্য উন্মুক্ত। এ'বছরের প্রথম সংখ্যা শ্রীঘ্রই প্রকাশিত হবে। উদ্ভাস ভালো লাগলে লিংক শেয়ার করে সবাই...
16/03/2022

উদ্ভাস পত্রিকা এখন সবার জন্য উন্মুক্ত। এ'বছরের প্রথম সংখ্যা শ্রীঘ্রই প্রকাশিত হবে। উদ্ভাস ভালো লাগলে লিংক শেয়ার করে সবাইকে পড়তে বলুন।

পুজো সংখ্যা: https://www.udbhas.org/sharodeeyo-2021/complimentary
সত্যজিৎ রায় সংখ্যা: https://www.udbhas.org/december-2021/satyajit

(যাঁরা উদ্ভাসকে সাহায্য করতে ইচ্ছুক এবং সক্ষম তাঁরা Sponsor পেজ থেকে উদ্ভাসকে দান করতে পারেন।)

You must log in to view this content.উদ্ভাস ছড়িয়ে দিন23            23Shares Related posts: No related posts.

উদ্ভাসের শারদীয় সংখ্যা পড়ুন এবং পাঠ-প্রতিক্রিয়া পাঠিয়ে দিন। নির্বাচিত প্রতিক্রিয়াগুলি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। পত্রিক...
11/03/2022

উদ্ভাসের শারদীয় সংখ্যা পড়ুন এবং পাঠ-প্রতিক্রিয়া পাঠিয়ে দিন। নির্বাচিত প্রতিক্রিয়াগুলি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। পত্রিকা উন্মুক্ত।

https://www.udbhas.org/sharodeeyo-2021/complimentary/

You must log in to view this content.উদ্ভাস ছড়িয়ে দিন1            1Share Related posts: No related posts.

উদ্ভাসের সত্যজিৎ রায় জন্ম-শতবার্ষিকী সংখ্যা পড়ুন এবং পাঠ-প্রতিক্রিয়া পাঠিয়ে দিন। নির্বাচিত প্রতিক্রিয়াগুলি আগামী সংখ্যায়...
11/03/2022

উদ্ভাসের সত্যজিৎ রায় জন্ম-শতবার্ষিকী সংখ্যা পড়ুন এবং পাঠ-প্রতিক্রিয়া পাঠিয়ে দিন। নির্বাচিত প্রতিক্রিয়াগুলি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। পত্রিকা উন্মুক্ত।

https://www.udbhas.org/december-2021/satyajit/

You must log in to view this content.উদ্ভাস ছড়িয়ে দিন              Related posts: No related posts.

কালি-কলম হয় না কভু শেষ। মনের সুতোয় জুড়েই যাবে দেশ।উদ্ভাসের প্রতিটি সংখ্যা এখন উন্মুক্ত। উদ্ভাসে লগইন করলেই পড়তে পারবেন। ...
10/03/2022

কালি-কলম হয় না কভু শেষ।
মনের সুতোয় জুড়েই যাবে দেশ।

উদ্ভাসের প্রতিটি সংখ্যা এখন উন্মুক্ত। উদ্ভাসে লগইন করলেই পড়তে পারবেন। যাঁরা প্রথমবারের জন্য লগইন করছেন তাঁদের সাইনআপ করতে হবে। সাইনআপ খুবই সহজ কাজ। সাইনআপ লিংক ছুঁয়ে/ক্লিক করে ইমেইল এবং পাসওয়ার্ডের শূন্যস্থানগুলো যথাযথ ভাবে ভর্তি করলেই কেল্লা ফতে। আপনার কাছে একটি ইমেইল যাবে। সেটিতে ক্লিক করলে একাউন্টটি সক্রিয় হয়ে উঠবে। এটুকুই করণীয়, তারপর যখন খুশি উদ্ভাস পড়ুন। অ্যাপ অথবা ওয়েবসাইট! যেখান থেকে খুশি।

www.udbhas.org

Be a Udbhas Sponsor আগামী সংখ্যার বিজ্ঞপ্তি, উদ্ভাস পড়ুন, পড়ান এবং লেখা পাঠান উদ্ভাস, প্রথম বর্ষ, চতুর্থ সংখ্যা – ফ্লিপবুক ভার.....

উদ্ভাস রন্ধন ও খাদ্য সংখ্যার সূচিপত্র
01/03/2022

উদ্ভাস রন্ধন ও খাদ্য সংখ্যার সূচিপত্র

শনিবারের কবিতা, বরণালোক, কবি স্বপ্ননীল রুদ্র https://www.udbhas.org/shonibarer-kobita/boronalok/
19/02/2022

শনিবারের কবিতা, বরণালোক, কবি স্বপ্ননীল রুদ্র
https://www.udbhas.org/shonibarer-kobita/boronalok/

বরণালোক কবি: স্বপ্ননীল রুদ্র বড় বড় শিরিষের তলা দিয়ে কম দামি পথ ক্রমশ নির্জন উঠে যায় ডাকুয়াজোতের দিকে; খাটো ধুতি জড়.....

ছোটোদের গল্প: জ্যান্ত রূপকথা, লেখক:সৌরভ মুখোপাধ্যায়  https://www.udbhas.org/chhotoder-golpo/jyanto-ruupkotha/
12/02/2022

ছোটোদের গল্প: জ্যান্ত রূপকথা, লেখক:সৌরভ মুখোপাধ্যায়
https://www.udbhas.org/chhotoder-golpo/jyanto-ruupkotha/

জ্যান্ত রূপকথা লেখক: সৌরভ মুখোপাধ্যায় ১ বিদেশি রূপকথা নয়, দেশি ইতিহাস? রাজা-রাজড়াদের গপ্পো? ধুস্‌, সে আর এখন কে-ই বা ....

রবিবারের গল্প, ফুরায় শুধুই চোখে, লেখক: অনুভা নাথ https://www.udbhas.org/robibarer-golpo/furay-shudhui-chokhe/
06/02/2022

রবিবারের গল্প, ফুরায় শুধুই চোখে, লেখক: অনুভা নাথ
https://www.udbhas.org/robibarer-golpo/furay-shudhui-chokhe/

ফুরায় শুধুই চোখে লেখক: অনুভা নাথ কলকাতাগামী ফ্লাইটে বসে পুরোনো স্মৃতিগুলো কোল্ডড্রিংক থেকে ওঠা বুদবুদের মতো হুড়....

পুরাসাহিত্য বিভাগে প্রকাশিত হল 'বাংলা লিখনযন্ত্র...'https://www.udbhas.org/old-bengali-literature/bangla-likhonjontro/
05/02/2022

পুরাসাহিত্য বিভাগে প্রকাশিত হল 'বাংলা লিখনযন্ত্র...'
https://www.udbhas.org/old-bengali-literature/bangla-likhonjontro/

বাঙ্গলা লিখনযন্ত্র বা টাইপরাইটার সংকলক: শ্যামাপ্রসাদ মণ্ডল, সুদীপ নাথ (প্রবাসী পত্রিকার ১৩২৬ বঙ্গাব্দের ১৯/১ সংখ...

শনিবারের কবিতা, পুঁটলি, কবি: স্বাতী বর্মন।https://www.udbhas.org/shonibarer-kobita/puntli/
04/02/2022

শনিবারের কবিতা, পুঁটলি, কবি: স্বাতী বর্মন।
https://www.udbhas.org/shonibarer-kobita/puntli/

পুঁটলি কবি: স্বাতী বর্মন পুরোন দিন যায় না। জীবন একটা দেশলাই বাক্সে ভরে নদীতে ছুঁড়ে ফেলাও যায় না। একটা সামান্য জীবন...

পড়ুন ছোটোদের গল্প, রঙপুরে একদিন, লেখক: সুমিত নাগ।https://www.udbhas.org/chhotoder-golpo/rongpure-ekdin/
30/01/2022

পড়ুন ছোটোদের গল্প, রঙপুরে একদিন, লেখক: সুমিত নাগ।

https://www.udbhas.org/chhotoder-golpo/rongpure-ekdin/

রঙপুরে একদিন লেখক: সুমিত নাগ ১ পিকাই লোকটাকে প্রথমবার দেখতে পেল এক বিকেলে, খালধারের পাশের জমিতে, ওদের গোটা রঙপুর শ.....

শনিবারের কবিতা, হাসপাতাল, মৃত্যু ও স্মৃতিচিহ্ন স্বরূপ। কবি: ঋভু চট্টোপাধ্যায়।https://www.udbhas.org/shonibarer-kobita/ha...
29/01/2022

শনিবারের কবিতা, হাসপাতাল, মৃত্যু ও স্মৃতিচিহ্ন স্বরূপ। কবি: ঋভু চট্টোপাধ্যায়।
https://www.udbhas.org/shonibarer-kobita/haspatal/

হাসপাতাল কবি: ঋভু চট্টোপাধ্যায় অপেক্ষার জটিলতায় শুকনো চোখ, প্রতিদিন খুলে তবু রাত জাগে, সঙ্গের আশা বাড়ি আবার একসাথ....

উদ্ভাসে নতুন পাতা যোগ হল - পুরাসাহিত্য, অর্থাৎ পুরনো দিনের সাহিত্য। এই পাতায় প্রকাশিত হল ১২৮৪ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায়...
29/01/2022

উদ্ভাসে নতুন পাতা যোগ হল - পুরাসাহিত্য, অর্থাৎ পুরনো দিনের সাহিত্য। এই পাতায় প্রকাশিত হল ১২৮৪ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদ বধ কাব্য'র সমালোচনা। পত্রিকাটি শ্যামাপ্রসাদ মণ্ডলের সংগ্রহে সুরক্ষিত ছিল। তিনিই উদ্ভাসের জন্য এটিকে সংকলন করেছেন।

https://www.udbhas.org/old-literature/

উদ্ভাস ছড়িয়ে দিন             

উদ্ভাসে লেখা কীভাবে জমা করবেন?অনেক দিন ধরে আমরা বলতে চেষ্টা করছি যে ইমেইল করে লেখা পাঠাবেন না। তবে হ্যাঁ, লেখা আমাদের চা...
27/01/2022

উদ্ভাসে লেখা কীভাবে জমা করবেন?

অনেক দিন ধরে আমরা বলতে চেষ্টা করছি যে ইমেইল করে লেখা পাঠাবেন না। তবে হ্যাঁ, লেখা আমাদের চাই। সুতরাং অন্যভাবে পাঠাতে না পারলে অবশ্যই ইমেইল করবেন। আগে দেখা যাক, বাংলা কীভাবে লিখবেন।

প্রথম ধাপ:

আমার ধারণা এখন ল্যাপটপ অথবা ডেস্কটপে বাংলা লেখার সহজ উপায় হল গুগল ইনপুট টুল ব্যবহার করা। মোবাইল ফোন থেকে লিখলে আপনি বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন। প্রথমে ক্রোম ব্রাউজারের জন্য এই প্লাগইনটি ইনস্টল করুন - https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=en
প্রসঙ্গত বলে রাখি একাজে অন্য কোনও ব্রাউজার ব্যবহার করবেন না। এই প্লাগইন ইনস্টল করে কনফিগার করুন এবং বাংলা ভাষা বেছে নিন। কীভাবে কনফিগার করবেন তার ভিডিও এখানে রয়েছে https://www.google.com/inputtools/chrome/ । এবার দেখবেন আপনার ক্রোম ব্রাউজারের ওপরের ডানদিকের কোনায় প্লাগইনটির মেনু দেখা যাচ্ছে। ব্রাউজারের ভেতর যে কোন জায়গায় লেখার আগে মেনু থেকে 'বা' (বাংলার বা) তে ক্লিক করুন। 'বা' অক্ষরটি নীল হয়ে যাবে। এর মানে হল এখন আপনার ব্রাউজারের লেখার ভাষা হল বাংলা। এর পর দেখবেন যাই টাইপ করুন না বাংলায় লেখা হচ্ছে। উদাহরণ দিচ্ছি, ধরুন গুগল ড্রাইভে গিয়ে একটি নতুন গুগল ডকুমেন্ট খুলে টাইপ করছেন। সব লেখা বাংলায় ফুটে উঠবে। এবার আপনার কম্পিউটার বাংলা লেখার জন্য তৈরি।

দ্বিতীয় ধাপ:

উদ্ভাসে লেখা পাঠাতে হলে ব্রাউজারে এই ঠিকানায় যাবেন https://submissions.udbhas.org/ । এর পর দেখবেন একটি ফর্ম আসবে। সেখানে কিছু তথ্য বাংলায় লিখতে হবে। সব শেষে একটি জায়গায় টাইপ করে জমা করলে আমরা একটি ডকুমেন্ট তৈরি করি এবং ইমেইল করে আপনাকে তার কপি পাঠিয়ে দিই। আপনার কাছে যদি টাইপ করা ডকুমেন্ট থাকে (টেক্সট অথবা ওয়ার্ড ফরম্যাটে) তাহলে সেটি আপনি আপলোডও করতে পারেন। মনে রাখবেন যে ফর্মে টাইপ করলে ফ্লপি আইকনে ক্লিক করে লেখাটি সুরক্ষিত করতে হবে। এই ফর্মটি যে কোনও ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ থেকে ক্রোমব্রাউজারে কাজ করবে। সাবমিশনের রেকর্ড হিসেবে আপনাকে একটি ইমেইল পাঠানো যাতে আপনার লেখার কপি এবং সাবমিশন আইডি থাকে। এই আইডি দিয়ে আপনি লেখাটির বর্তমান পরিস্থিতি অনুন্ধান করতে পারেন। দু'সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আমরা লেখার ব্যাপারে সিদ্ধান্ত নিই।
দয়া করে এই পদ্ধতিটি অনুসরণ করবেন। কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন। লেখা পাঠাবেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Udbhas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udbhas:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share