Tanvir Ahamed

  • Home
  • Tanvir Ahamed

Tanvir Ahamed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanvir Ahamed, Video Creator, Chattogram, .

03/12/2024

বলছিলাম চট্টগ্রাম রক্ষার দায়িত্বটা কি বাঁশখালীর মানুষের উপর ছেড়ে দেওয়া যায় না।😊

03/12/2024

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে ভালো থাকুক ভালো মনের মানুষগুলো!🖤

02/12/2024

অধিকাংশ রিলেশনশিপ শুরু হয় স্টোরির রিপ্লাই দিয়ে! 🙂

29/11/2024

সকালে ভারতের পতাকা পাড়িয়ে, রাতে কনসার্টে আতিফ আসলাম এর মুখে "ভারতীয় হিন্দি গান" শুনার মজাই আলাদা 🤡

29/11/2024

একদিন আগে ইসলামের জন্য জীবন দিতে দিতে আজকে আতিফের কনসার্টে ঢুকে যাওয়ার ব্যাপারটা🤡

28/11/2024

হিন্দু গোয়ালার দেয়া দুধ পান করে আমরা শৈশবে মক্তবে গিয়েছি। মসজিদের কলের পানি পান করে হিন্দু বন্ধুরা স্কুলে গিয়েছে। একসাথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে একই বটের নীচে বিশ্রাম নিয়েছি। যার যার ধর্ম বিশ্বাস নিয়ে পাশাপাশি থেকেছি। কোনো সমস্যাতো হয়নি।

যে সাদা ভাত প্রতিদিন টেবিলে আসে- তার কোন ধর্ম কেউ যাচাই করেনা। কেউ খতিয়ে দেখেনা- এই ভাত এসেছে হিন্দুর না মুসলমানের জমি থেকে। রক্তের প্রয়োজন হলে মানুষ রক্তের গ্রুপ মিলায়। হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত তা কেউ মিলিয়ে দেখেনা।

যে চাঁদ আলো দেয়, যে সূর্য তাপ দেয়, যে পানি তৃষ্না মিটায়, যে বাতাস বাঁচিয়ে রাখে, যে মাটির উপর হাঁটি, যে বৃক্ষ অক্সিজেন দেয় -তাদের ধর্ম নিয়ে কেউ মাতামাতি করেনা। কারণ- এগুলো সবার। ঠিক তেমনি দেশটাও সবার। এটা যেমন মাওলানার, তেমনি ব্রাহ্মনের, এটা যেমন উপজাতির, তেমনি আদিবাসীর, এটা যেমন রাখালের, তেমনি গায়কের, এটা যেমন শিক্ষকের, তেমনি সাধকের। এখানে মাজারও থাকুক, মন্দিরও থাকুক, মসজিদও থাকুক, গীর্জাও থাকুক।

কিন্তু এই সুন্দর, সোহার্দ্যপূর্ণ পরিবেশ অনেকেই চায়না। শকুনের ঠোঁটে মাংস রাখার মতো সে প্রতীক্ষায় থাকে সুযোগ পেলেই শুকরের মাংস মসজিদে আর গরুর মাংস মন্দিরে ফেলে দেয়ার জন্য। নিজের সন্তানদের বিদেশে নিরাপদে স্কুলে পড়ায় । আর অন্যের সন্তানদের বিপ্লবী হতে উস্কানি যোগায়।

বিপদে পড়া যেকোনো মানুষ নিজ ধর্মের হোক, অন্য ধর্মের হোক তাকে আশ্রয় দেয়াই আপনার ঈমানের বড় পরীক্ষা। একটা প্রাণ বাঁচানোই জীবনের সবচেয়ে বড় জিহাদ। প্রতিটি প্রাণের সুরক্ষা খোদার দেয়া বড় আমানত। সেই আমানত কারো উস্কানিতে দোহাই লাগে খেয়ানত করবেন না। আল্লাহ ভরসা।

Our শামীম আহমেদ Vhai 35 CR in MI🏏
26/11/2024

Our শামীম আহমেদ Vhai 35 CR in MI🏏

25/11/2024

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী যাদের দৈনিক আয় ১৪৮ টাকার কম তারা হতদরিদ্র!

25/11/2024

পোলায় পোলায় আর জমতেসেনা।

ইডেন vs ভিকারুননিসা একটা ফাইট দেখতে পারলে ভাল্লাগতো!

20/11/2024

বয়স খুব চালাক!
যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়..😔

15/11/2024

বিয়ে করে ফেলার পরে কেউ এসে বইলো না আমি তো ভালোবাসতাম।

তখন কিন্তু আর কোনো সুযোগ নাই।

ড্যাফোডিলের পাশে খুঁজে পাওয়া লাশের পরিচয় জানার পর সবাই মোটামুটি স্বস্তি পেয়েছে।শহরের শহরের সব উৎকণ্ঠাও থেমে গিয়েছে।ভাগ্য...
12/11/2024

ড্যাফোডিলের পাশে খুঁজে পাওয়া লাশের পরিচয় জানার পর সবাই মোটামুটি স্বস্তি পেয়েছে।শহরের শহরের সব উৎকণ্ঠাও থেমে গিয়েছে।

ভাগ্যিস লাশটা গার্মেন্টস কর্মীর,কোনো শিক্ষার্থীর নয়।

মানুষের জীবন আজ রাস্তার ময়লা-আবর্জনার থেকেও তুচ্ছ হয়ে গেছে!
11/11/2024

মানুষের জীবন আজ রাস্তার ময়লা-আবর্জনার থেকেও তুচ্ছ হয়ে গেছে!

11/11/2024

একজনের পার্সোনাল উপদেষ্টা হবো তাই দেশের উপদেষ্টা হওয়ার কোন ইন্টারেস্ট নাই!

06/11/2024

সবাই কারো না কারো মনের মানুষ
শুধু আমি এক অমানুষ।💔😄

06/11/2024

অর্থনৈতিকভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করছি

06/11/2024

সামনে আমার জন্মদিন আসতেছে।গিফট না দিলে হ্যাপি বার্থডে বলার দরকার নাই।

05/11/2024

এ শহরে আমার কোনো বান্ধবী নেই।💔😄

Address

Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share