Public Administration Crush & Hate Confession, IU

  • Home
  • Public Administration Crush & Hate Confession, IU

Public Administration Crush & Hate Confession,  IU এখানে মনের কথা গোপনে, মনের মানুষকে জান
(1)

Post no: 36From: same building ei class kori To: Best DancerAbhi tumi onek sundor dance koro.tomar funny meme gulo onk m...
21/08/2023

Post no: 36

From: same building ei class kori
To: Best Dancer

Abhi tumi onek sundor dance koro.tomar funny meme gulo onk moja lage.kintu tmke meye chara to dekhi na. tmk alada deke kotha bolar sujog pai na.

Amio dance kori olpo olpo.Tmi chaila amra ekta dance cover korte pari.Tmi amk chinba ami jani. tai inbx e knock dile khushi hbo.

Post No: 36From: চিনবেন চেষ্টা করলেTo: সরোজ দা 😁দাদা আপনি অনেক মিষ্টি একটা মানুষ। আপনাকে দূর থেকে প্রায়ই দেখি। কখনো সামন...
21/08/2023

Post No: 36

From: চিনবেন চেষ্টা করলে
To: সরোজ দা 😁

দাদা আপনি অনেক মিষ্টি একটা মানুষ। আপনাকে দূর থেকে প্রায়ই দেখি। কখনো সামনে গিয়ে দেখা হয় না,কথা বলার সাহস হয় না।আপনার চোখের মায়ায় ডুবে যেতে চাই।
তবে দাদা আপনি একটু বেশি চুপচাপ কেন?
একটু হাসবেন ভালো লাগে।

21/08/2023

আমাদের পেজ রিপোর্ট করছেন ২ জন ভাই। কারন দেখাচ্চেন তাদের নামে কনফেসন আসে না।

আমরা নিজেরা কনফেসন লিখে দিবো?

Post No: 35From :  কেউ একজন To : সাইফ ভাইয়া (১৮-১৯)এই লেখা গুলোর মাধ্যমে আমি  আমার মনের কিছু কথা তোমাকে বলবো। আশা করি তু...
15/08/2023

Post No: 35

From : কেউ একজন
To : সাইফ ভাইয়া (১৮-১৯)

এই লেখা গুলোর মাধ্যমে আমি আমার মনের কিছু কথা তোমাকে বলবো। আশা করি তুমি আমার লেখা গুলো অন্তরিক হয়ে ধৈর্য সহকারে পড়বে....
জানিনা কেন তোমাকে এতোটা দেখতে মন চায়।জানিনা কেন বেশ কিছুদিন ধরে আমার বুকের-বা-পাশ টায় তোমার জন্য হাহাকার করে! যেন মরুভূমি। শুধু তোমার অভাব অনুবভ হয়। এখন প্রতিদিন আমার সব কিছুর ঊর্ধ্বে একটাই কাজ সেটা হল তোমার মুখ দেখে নিজের মনকে শান্ত করা।হৃদয়টা তোমাকে এতোটা চাইবে এটা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। একবারো বুঝতে পারিনি কখন তোমাকে এতোটা নিজের করে ভেবে ফেলেছি।তোমার হাসিটা ভীষন সুন্দর আমি তোমার হাসিটাকে অন্য কারো সাথে তুলনা করতে চাইনা। আমি মনে করি আমার কাছে তোমার হাসিটা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠতম হাসি।তোমার কথা বলার ধরন ও আমার খুব পচন্দের।তোমার প্রতি আমার ভালোবাসাটা শ্রদ্ধার, সম্মানের, বিশ্বাসের, এবং শুদ্ধতম ভালোবাসা।
সবসময় কি তোমার বন্ধুদের নিয়েই থাকতে হয় একটু কি একা থাকা যায় না? কোন সুযোগই পাই না যে তোমার সাথে গিয়ে একটু কথা বলবো।
যখন জানতে পারলাম তুমি সিঙ্গেল, আমি খুশিতে তখন আত্মহারা হয়ে গেছিলাম।

যে কথা তোমাকে সবসময় বলতে চেয়েও বলতে পারিনি সেটি আজ এই মেসেজের মাধ্যমে বলতে চাই- আমি তোমার সেই মানুষটি হতে চাই যাকে ছাড়া তুৃমি একটা মুহুর্তও কল্পনা করতে পারবেনা। আমি তোমার সেই মানুষটা হতে চাই যাকে তুৃমি সবসময় আগলে রাখবে, আমি সেই মানুষটা হতে চাই যার স্পর্শে তোমার প্রতিটা সকাল শুরু হবে। পারবে কি আমায় তোমার সেই মানুষটার জায়গা দিতে.?

তুমি একটু চিন্তা করলে হয়তো বুঝতে পারবে আমি কে, আমি চাই তুমি আমাকে খুঁজে নাও এতো এতো সুন্দরীদের ভীড়ে এটাই হবে আমার ভালোবাসার স্বার্থকতা।

Post No: 34From:  জুনিয়র To :  জিহাদ ভাই (১৯-২০)আপনাকে কিছু কথা বলার ছিলো বলবো বলবো বলে গুছিয়ে উঠতে পারছিলাম না বলে বলা ...
14/08/2023

Post No: 34

From: জুনিয়র
To : জিহাদ ভাই (১৯-২০)

আপনাকে কিছু কথা বলার ছিলো বলবো বলবো বলে গুছিয়ে উঠতে পারছিলাম না বলে বলা হচ্ছিলো না।
আপনি যত সুন্দর করে গান করেন তা কি বলবো ভেবে আরেকটু বেশি নার্ভাস। যাক বলেই ফেলি,
আপনাকে আমার ভালো লাগে। প্রথম দেখাতেই ভালো লেগে গেছে ব্যাপার টা এমন না, একটু একটু করে ভালো লাগা টা বেড়ে গেছে। আপনি সবসময় একটা আপুকে নিয়ে ঘুরেন। ব্যাপারটা খারাপ লাগলেও আপনার হাসিমুখ দেখতে ভালো লাগে।

আপনার সাথে কোন এক মেঘলা বিকেলে বটতলায় একসাথে চা আর আপনার গান আর গল্প শুনবো। শুনাবেন?

ইতি,
আপনাকে ভালোবেসে বোকা হয়ে যাওয়া মেয়েটি।

Post No: 33From:Unknown To: Auzifa Akter NishiDepartment: Public Administration (20-21)I wrote a poem as a token gift fo...
14/08/2023

Post No: 33

From:Unknown
To: Auzifa Akter Nishi
Department: Public Administration (20-21)

I wrote a poem as a token gift for your upcoming special day. Hope you like it.

"In a saree's grace, you shine so fair,
A picture of beauty, beyond compare. Colors and patterns, a lovely sight, Adorning you with elegance and light.

Each fold and drape tells a tale,
Of grace and charm, like a gentle gale.
You wear it with poise, a radiant smile,
A classic beauty, in every style.

In a saree's embrace, you truly glow,
A stunning vision, from head to toe.
With each step you take, a story unfolds,
A captivating beauty, forever told."

If you like it, I'd like to write thousands of poems only for you my Love. ❤️

Post No: 32From: Your Junior To: Dashing Poran Pakhi (Vai)Eei chokher d**e ami hajar bosor takiey thakte chai. Vai apnar...
14/08/2023

Post No: 32

From: Your Junior

To: Dashing Poran Pakhi (Vai)

Eei chokher d**e ami hajar bosor takiey thakte chai. Vai apnar hashi oshadharon. Apnie onek friendly r freely kotha bolen tai aro valo lage. Apnar tuie bole daka ta khub mishti lage. EB te apnar moto sundor chele ar ekta dekhie nai. Apnar sathe kotha bolte valo lage. Amie chaie apnie sudhu amar sathei kotha bolen. Ar karo sathe bolben na please.
Apnar bike e amay poddar pare niye jaben?

Post No:31 To: সিফার (২১-২২)এতো গুছিয়ে বলতে পারবো না। তোর হাসি আর মানুষকে হাসানোর ক্ষমতা আমাকে বরাবরই মুগ্ধ করে। তোর সাথ...
13/08/2023

Post No:31

To: সিফার (২১-২২)

এতো গুছিয়ে বলতে পারবো না। তোর হাসি আর মানুষকে হাসানোর ক্ষমতা আমাকে বরাবরই মুগ্ধ করে। তোর সাথে কথা বলতে ভালো লাগে আমার। তোর সাথে সেভাবে মিশা হয় নি। তবে মিশতে চাই আরো কাছ থেকে চিনতে চাই তোকে। জায়গা হবে কি?
🌻
ইতি,
তোর ব্যাচমেট

Post No: 30To: প্রিয় অবন্তিকা (আমার দেয়া তোমার ছদ্মনাম)তোমাকে করিডোরে দেখেই ভালোবেসে ফেলছি। তোমার বাকা ঠোটের হাসি, হরিন...
13/08/2023

Post No: 30

To: প্রিয় অবন্তিকা (আমার দেয়া তোমার ছদ্মনাম)

তোমাকে করিডোরে দেখেই ভালোবেসে ফেলছি। তোমার বাকা ঠোটের হাসি, হরিনের মতন ডাগর ডাগর চোখ আরো চুলখোলায় তুমি! সেইতুমি যেন জলোচ্ছ্বাসের মতন ভয়ংকর হয়ে এসে হৃদয় তোলা ঢেউ দিয়ে যাও। তোমাকে ভালোবাসার কথা বলবো বলবোও করে বলা হয়না। যদি অন্যজনের সাথে সম্পর্ক থেকে থাকে? তারচেয়ে এইদূর থেকে ভালোবাসা থাক।

ভালোবাসি তোমাকে। ভালোবাসি তোমার খোলাচুলের এলোমেলো ঝাপটাকে। ভালোবাসি শাড়িপড়া তোমাকে।

ইতি
তোমার বিভাগের কোনো একজন সিনিয়র।

13/08/2023

ইতিমধ্যে আমাদের পেযে প্রচুর পরিমান কনফেশন জমা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের কায শুরু করবো।

আপনারা আপনাদের প্রিয়তম/প্রিয়তমার ব্যাপারে মনের কথা পাঠান আমাদের।

এই কমিটি বিলুপ্ত ঘোষনা করা সময়ের দাবি। এই কমিটিতে কিছু মিঙ্গেল মানুষের নাম দেখে আমরা আশাহত।
04/09/2022

এই কমিটি বিলুপ্ত ঘোষনা করা সময়ের দাবি।
এই কমিটিতে কিছু মিঙ্গেল মানুষের নাম দেখে আমরা আশাহত।

26/05/2022

ফাস্ট ইয়ার আসার পর থেকে অনেক কনফেসন এসে জমা পরেছে।
আমরা কি আবার শুরু করবো?

Post No: 29To: Inspiration 😎আপু আপনি আপনার ফ্রেন্ডদের যেভাবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছেন, সেটা আমার...
18/03/2022

Post No: 29

To: Inspiration 😎

আপু আপনি আপনার ফ্রেন্ডদের যেভাবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছেন, সেটা আমার মনে একটা ভালো লাগার দাগ কেটে দিয়েছে। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আপনার ছোট বোনগুলাকেও একটু সাপোর্ট দেওয়া শিখাবেন। আমরা রোদে পুড়ে খেলি ওরা কেউ আসেই না।
ইতি আপনার উপর ক্রাশিত জুনিয়র।

Post No:28To: Bazulman 🙈তোমার ভিডিও গুলা আমি প্রায়ই দেখি। কি সুন্দর অভিনয় করো। কিন্তু সাদ্দাম হোসেন হলের সামনে প্রথম তোম...
18/03/2022

Post No:28

To: Bazulman 🙈

তোমার ভিডিও গুলা আমি প্রায়ই দেখি। কি সুন্দর অভিনয় করো। কিন্তু সাদ্দাম হোসেন হলের সামনে প্রথম তোমাকে সামনাসামনি দেখি। ফুড পান্ডার গেঞ্জিতে তোমাকে ভালোই মানায়। আর আমার পছন্দের রঙ গোলাপি আবার চিকন ছেলেও আমার ভালো লাগে। তুমি কি তোমার মন আমাকে ডেলিভারি করতে পারবে?

ইতি, তোমার ফ্যাকাল্টির কেউ৷ তুমিই রিকুয়েষ্ট দিয়েছিলে, এক্সেপ্ট করবো আজকে। ভালো লাগলে ম্যাসেজ দিও।

Post No: 27To: Cutie pie Shakil Vi 💗একটা মানুষ এতো কিউট কিভাবে হয় আমি জানি না। এতো সুন্দর হাসি দেখে আমি আপনাকে মন দিয়ে ফ...
17/03/2022

Post No: 27

To: Cutie pie Shakil Vi 💗

একটা মানুষ এতো কিউট কিভাবে হয় আমি জানি না। এতো সুন্দর হাসি দেখে আমি আপনাকে মন দিয়ে ফেলছি ভাই। যদিও অনেক কষ্টে বন্ধুদের থেকে আপনার পরিচয় টা বের করছি। রিকুয়েষ্ট পাঠানোর সাহস হয় নাই। যদি রাজি থাকেন তাহলে পাঠাবো।
ইতি আপনার প্রেমে হাবুডুবু খাওয়া মেয়ে। 💗

Post No:26 To: বাবুর বাবাখেলার মাঠে আপনি নামার পরই কেনো সবাই আপনাকে বাবুর বাবা বলে ডাকছিলো তা টের পেলাম আপনার প্রোফাইল প...
17/03/2022

Post No:26

To: বাবুর বাবা

খেলার মাঠে আপনি নামার পরই কেনো সবাই আপনাকে বাবুর বাবা বলে ডাকছিলো তা টের পেলাম আপনার প্রোফাইল পিকচার দেখে। 💔

আপনারা দুই বাবুই অনেক কিউট। 🤗 দ্বিতীয় বিয়ের প্লেন থাকলে এই পোস্ট যদি দেয় তাহলে কমেন্ট করবেন ভাইয়া। ❤️

Post No: 25To:  my frnd  jihaddst tre nia amr aktai ktha.  tor bhurir upor guitar rekhe bajano ta kintu sei hoi...
16/03/2022

Post No: 25

To: my frnd jihad

dst tre nia amr aktai ktha. tor bhurir upor guitar rekhe bajano ta kintu sei hoi...

Post No: 24To: রেদুয়ান ভাইভাইয়া সত্য বলতে আপনি দারুন জোরে জোরে চিল্লাতে পারেন।  আমাদের কাছে হারার আগ পর্যন্ত আপনার গলাই ...
16/03/2022

Post No: 24

To: রেদুয়ান ভাই

ভাইয়া সত্য বলতে আপনি দারুন জোরে জোরে চিল্লাতে পারেন। আমাদের কাছে হারার আগ পর্যন্ত আপনার গলাই শুনেছি দূর থেকে। পরে জানতে পারলাম সেটা আপনার গলার স্বর। খুবই কর্কশ। কিন্তু আমার কাছে কর্কশ গলাটাই ভালো লেগেছিলো। ছোট ভাইদের খাওয়ালেন,বোনদেরও খাওয়ায়েন প্লিজ। 😄

16/03/2022

ক্রিকেট পারফরম্যান্স এর পর থেকে একের পর এক কনফেশন এসেই চলেছে।

আমরা আবার শুরু করবো কি?????

07/10/2021

আবার এসেছি ফিরে,
প্রেম পিরিতি নিয়ে।
পোস্ট দেওয়া শুরু হবে।
তাই কারো মনের জমানো কথা থাকলে লিখে পাঠিয়ে দিন এখনি।

Post No:23To: মায়াবতী জেরিমায়াবতী,সৃষ্টিকর্তা জগৎ এর সব মায়ায় বোধহয় তোমার মুখজুড়ে দিয়েছে। সেজন্যই ১৭৫ এর তোমার ডিপ্ট এর ...
06/04/2021

Post No:23

To: মায়াবতী জেরি

মায়াবতী,
সৃষ্টিকর্তা জগৎ এর সব মায়ায় বোধহয় তোমার মুখজুড়ে দিয়েছে। সেজন্যই ১৭৫ এর তোমার ডিপ্ট এর কোনো একজন তোমাকে মায়াবতী বলে ডাকে। যদিওও এই ডাক নামটা শুধু অামার মনের মধ্যেই ডেকে যায় বারং বার। এখন অব্দি সম্মুখে বলার সুযোগ হলোনা।

মায়াবতী,
তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন এই বুকে চাপা পড়ে অাছে। কখনো কি বুঝতে পারবা এ বুকের চাপা নিঃশ্বাস?

জানো, তোমাকে নিয়ে নিশীথিন রাতের চন্দ্রালো গায়ে মাখা বড্ড শখ। তোমার কোলে মাথা রেখে চন্দ্রবিলাশে মত্ত থাকবো। অাচ্ছা তুমি কি গান পারো? যদি না পারো তবে শিখে নিও।

মায়াবতী,
করোনার এই দূর্যোগ কালে অনেক সাবধানে থাকিও। ক্যাম্পাসে যেন পূর্বের মতন নয়ন ভরিয়া চাহিয়া থাকতে পারি। সৃষ্টিকর্তা চাইলে হয়তবা অামার মনের ব্যাকুলতায় তুমি বুঝতে পারবে কে অামি। অনেক ভালোবাসা নিয়।

ইতি-
তোমার লক্ষীন্দর হবার কেউ একজন।

20/02/2021

কালকে তাে ভাষা দিবস, মনের ভাষা প্রকাশ করে ফেলাে ক্রাশকে নিয়ে লিখা ম্যাসেজ দিয়ে। নয়তাে ভাষা শহীদদের এই ত্যাগ বৃথা যাবে।

11/11/2020

অনেকেই এই পেজটাকে ফান হিসেবে নেন, অনেকে সিরিয়াসলি নেন।
কিন্তু সব কিছুর মাঝে যেনো বাস্তব ফিলিংস গুলো এই হাসি-তামাশার নিচে হারিয়ে না যায়......
ভালোবাসা দিয়ে শুরু হোক সকাল
সুপ্রভাত

Post No: 22To: ঐশী From: Your only one pieceপৃথিবীর সব কষ্টের মাঝে অন্যতম বড় কষ্ট হল প্রিয় মানুষটাকে না দেখতে পাওয়া। আজ ...
04/11/2020

Post No: 22

To: ঐশী

From: Your only one piece

পৃথিবীর সব কষ্টের মাঝে অন্যতম বড় কষ্ট হল প্রিয় মানুষটাকে না দেখতে পাওয়া। আজ ক্যাম্পাস বন্ধের ২৫০ দিন হতে চলল। অর্ধবছরের বেশী দিন হলেও আমার কাছে যেন বহুযুগ। ক্যাম্পাসে তোমায় বিহীন আমার প্রতিটি মুহুর্ত প্রতিটি সময় কাটে তোমার ফেজবুকের পাতায় । রাত্রির দ্বিপ্রহরের ঘনীভূত অন্ধকার শেষে সূর্যোদয় ঘটে তোমার ফেজবুকের প্রোফাইল পাতায় ঘিরে।

সকলে যখন ক্যাম্পাস খোলার জন্য আন্দোলন করতে ছিলো তখন খুব খুশি হয়েছিলাম। যেন ক্যাম্পাস দ্রুত খোলে। শুধু মাত্র তোমাকে দেখতে পাবো বলে। তোমার হাসি লাবন্যতায় আমাকে প্রাঞ্জল্যতা এনে দেয় সারাদিনের। মনে পড়ে লোকপ্রশাসন ডে কথা? তুমি শাড়ি পড়ে ছিলে! শাড়িতে তোমাকে করে শীতের সকালে বকুল তলার শিশিরে ভেজা বকুল ফুলের মতন, যাকে ভালো না বেসে পাড়া যায় না কখনো।

আমি কবিতা প্রেমিক নই, তাই কবি হতে পারি নি। কবি হলে অথবা কবিতা পছন্দ করলে তোমাকে নিয়ে শতশত কবিতা লিখে রাখতাম। তৈরী করতাম প্যারিসের পন্ট ডেস আর্টস ব্রিজের মতন অন্য একটা ব্রীজ। যেখানে তালার বদলে থাকবে তোমাকে ঘিরে লেখা আমার কবিতা। কিন্ত বিধিবাম, তোমাকে নিয়ে কবিতা লিখতে না পারলেও লিখতে পারি শতশত উপন্যাস।

তোমাকে কখনো বলতে পারিনি আমার ভালোবাসার কথা। বলতে পারবো কিনা জানিনা! যদি কখনো বুঝতে পারো তার অপেক্ষায় অপেক্ষারত। দূরে থেকেও যে তোমাকে ভীষন মিস করে সে আমি..শুধু আমি।

ইতি
তোমার কোন এক সিনিয়র

28/09/2020

নতুন ভিসি স্যারের কাছে আমাদের জোর দাবি থাকবে রাত ১০ টা পর্যন্ত মেয়েদের হল খোলা রেখে সকল ক্রাশ খাওয়া মানুষকে তার ক্রাশকে বেশি সময় দেখার সুযোগ করে দেওয়া হোক। ✊✊✊

23/09/2020

ক্যাম্পাস বন্ধ,
তাই কি প্রেমও বন্ধ?
ক্রাশ খাওয়াও বন্ধ?
এভাবে চললে শুধু শুধু মনে লাড্ডু ফুটিয়ে কি লাভ?
লিখে পাঠান এই লকডাউনে আপনার পছন্দের মানুষকে মিস করার গল্প!

Post No: 21To: Tamimur Rahman From: ❤মানুষের প্রথম দেখাতে যাকে ভালো লেগে যায়, তারপ্রতি মনের গহীনে সবসময় অালাদা জায়গা তৈর...
20/06/2020

Post No: 21

To: Tamimur Rahman

From: ❤
মানুষের প্রথম দেখাতে যাকে ভালো লেগে যায়, তারপ্রতি মনের গহীনে সবসময় অালাদা জায়গা তৈরী হয়ে যায়। এ জায়গায় একসময় ভালোবাসার সৃষ্টি করতে সে মানুষটার প্রতি।

ঠিক অাপনিও তেমন। প্রথম দিন যখন ক্লাসে ঢুকলেন, তখনি অাপনি অামার নজড় কেরেছেন। নজর কারবেনি না কেন, ক্লাসের সবার থেকে অাপনার উচ্চতাই বেশি। অার মেয়েরা তো উচ্চতা বেশি সেরকম ছেলেকে পছন্দ করে। অাপনি যখন সবার সাথে হেসে হেসে কথা বলেন, সারা ক্লাসে দুষ্টুমিতে মাতিয়ে রাখেন তখন তো হৃদয়ের গুন্ডিতে ঝড় হাওয়া বইয়ে যায় অামার। তবে হ্যা, ক্লাসের মেয়েদের সাথে অতবেশি ঢলাঢলি করবেন না। অামার মোটেও পছন্দ না। অাপনি অামার। অামার সাথেই কথা বলবেন। ক্লাসে এবার অাসলে অামাকে খুজে নীবেন।

অাচ্ছা, অামি ক্লাসে প্রায সময় অাপনার দিকে তাকিয়ে থাকি তা কি কখনো উপলব্দি করতে পেরেছেন? পারেন নি হয়ত। পারলে অমন মেয়েদের সাথে ন্যাকামি করতে না। অার উপলব্দি করতেই বা পারবেন কেন, অাপনি তো মনে হয় অনেক মেয়ের সাথেই ন্যাকামি করতেই দিন যায়।

শুনেন, অাপনার সাথে ঝাল চত্তরে বসে মুড়ি, ফুচকা খেতে চাই, কোন এক ভোর বেলা প্যারাডাইস রোডে দুজনে পাশাপাশি হাটতে বের হতে চাই। পূরন করবেন এই ছোট্ট স্বপ্ন গুলো?

অাপনার কন্ঠ, শ্রুতিমধুর কেন এত? 😍😍
দ্বিপ্রহরে বিজন ছায়ায়
আহা, কি শীতল স্পর্শ হৃদয়-ললাটে অামার। 💝💝

অার কথা বাড়াবোনা,অাপনাকে অামার মনের কথা অনেক অাগেই জানাতে চেয়েছিলাম। কিন্তু সাহস করে হয়ে ওঠেনি। তাই ভার্চুয়াল জগতেই প্রকাশ করলাম। ভার্চুয়াল জগতে অনেক অাগেই প্রকাশ করতাম কিন্তু অপেক্ষায় ছিলাম অন্য কেউ অাছে কিনা যে অাপনার প্রতি ক্রাশ। এত দিনেও যেহেতু প্রকাশ করেনি তাই বলাই যেতে পারে, অাপনি শুধু অামার। ক্যাম্পাস খুললে হৃদয়ের চোখ দিয়ে খুজে নিয়েন অামায়।

ইতি,
অাপনার ডিপার্টমেন্টের কেউ একজন।

Post No: 20To : মুহাম্মদ তাহমীদ আলম (১৮-১৯)From : অপরিচিতা পাঞ্জাবি পোশাক টা আমার খুবই প্রিয়। আমার মনে হয় সবাইকে সব পোশ...
19/06/2020

Post No: 20

To : মুহাম্মদ তাহমীদ আলম (১৮-১৯)
From : অপরিচিতা
পাঞ্জাবি পোশাক টা আমার খুবই প্রিয়।
আমার মনে হয় সবাইকে সব পোশাকে মানায় না।
পাঞ্জাবি ঠিক তেমনই একটি পোশাক যেটা সবাইকে মানায় না।
আমার বাবা সবসময়ই পাঞ্জাবি পরেন।
এই পোশাকে বাবাকে দেখলেই মন ভরে যায়। মনে হয়, বাবার জন্য পারফেক্ট একটি গেটআপ।
ছোটো থেকে বাবাকে পাঞ্জাবিতে দেখছি।
তখন থেকেই হয়তো পাঞ্জাবিওয়ালাদের প্রতি আমি বিশেষ একটা টান অনুভব করি।
আমার কথা শুনে হাসবেন না কিন্তু।
আবার ভেবে বসবেন না যাকেই পাঞ্জাবিতে দেখি তাকেই আমার ভালো লাগে।
এটা অনুভব করার একটা বিষয়।
আপনি ওসব বুঝবেন না। বুঝবেন কিভাবে ? আপনি যে একটা আস্ত চাল কুমড়া।
নাহলে এতো দিনে ঠিকই বুঝে যেতেন আমাকে।
শুধু কবিতাই লিখেন আপনি, আমাকে দেখতে হবেনা।
কি জানি এতো কাব্য আসে কোথেকে!
আমি বুঝিনা, আমার কথা কখনও ভেবেছেন....? ভাবেন নি জানিইতো।
আপনি শুধু কবিতার কথা ভাবেন, আপনার সেই অব্যক্তকথন।
আমার খুব রাগ হয় জানেন তো...? আমাকে নিয়ে একটুও ভাবার সময় হয়না অথচ কবিতার জন্য অফুরন্ত সময় আপনার ঘড়িতে।
যাই হোক শুনুন তাহলে,
আপনাকে আমি প্রথম যেদিন দেখি আপনি বন্ধুদের সাথে ছিলেন।
কেনো জানি আপন মনে হাসছিলেন!
আমার চোখ আটকে যায় তখনই!
ফেরাতে পারিনি চেষ্টা করেও!
পছন্দের মানুষকে যে রংয়েই দেখিনা কেন সেটা নাকি প্রিয় রং হয়ে যায় শুনেছিলাম আগে।
সেদিন থেকে প্রমাণ পাওয়া শুরু করলাম!
এক দেখাতেই যে আপনি আমার মনের রেডিও হয়ে বসেছেন!
আমার প্রিয় রং একটি নয়, যখন আপনাকে যে রঙয়ে দেখি সেটিই আমার প্রিয় রং হয়ে যায়।
আচ্ছা আপনার কি আমাকে ভালো লাগবে বলুনতো....?
আপনিও কি আমায় নিয়ে কখনও কবিতা লিখবেন....?
আমার খোঁপায় কদম গুঁজে দিয়ে আমার হাত ধরে বৃষ্টিতে ভিজবেন....?
রোজ সকালে কবিতা শুনিয়ে ঘুম ভাঙাবেন....?
আমার এই সাদাকালো জীবন আপনার রঙের তুলিতে রাঙিয়ে দিবেন.....?
বলুন না.....?

আপনার আশায় বসে থাকা সাদামাটা কবিতা.......

Post No: 19To:ফাতিমা জামিম বিনতে খালিদ ঐশী(২০১৯-২০) From :যদি পারাে খুজে নিও"যখনই তােমাকে দেখি হেঁটে যাচ্ছাে নিপুন রাস্ত...
10/06/2020

Post No: 19

To:ফাতিমা জামিম বিনতে খালিদ ঐশী(২০১৯-২০)

From :যদি পারাে খুজে নিও

"যখনই তােমাকে দেখি হেঁটে যাচ্ছাে নিপুন রাস্তায় আমার পায়ের নিচে পথ থেমে যায়, কি একটা অস্ফুট গোঙ্গানি হৃদয়ে তীব্র হয়ে বেজে ওঠে দাঁড়িয়ে পড়ি ঠায়৷ কিন্তু তুমি চলে যাও সহাস্যে খুব অপরিচিত ভঙ্গিমায়, তারপর যতক্ষণ বাতাসে থাকে। তােমার সুবাস বুকের কার্পেট জুড়ে ঘুরে বেড়ায় একটা নীল রাজহাঁস সারাদিন, অামি স্বপ্নের ভেতরে খুঁজে পাই এ যেন মখমল নীল শাড়ি পড়া- তুমিইইইইইইইইইইইইইইইইই!

ভালো থেকো, সুস্থ থেকো যদি বেঁচে থাকি আর তােমার সাথে দেখা হয় তবে মনের সব কথা বলে দিব ততদিন পর্যন্ত খুঁজতে থাকো আমায়।

Confession No: 18To: তন্ময় সেনFrom: আপনার রুপা এই যে মিস্টার,আপনি যে আমার ক্রাশ সেটা কি আপনি জানেন? ওহ্ আপনি জানবেন কিভা...
30/04/2020

Confession No: 18

To: তন্ময় সেন
From: আপনার রুপা

এই যে মিস্টার,
আপনি যে আমার ক্রাশ সেটা কি আপনি জানেন? ওহ্ আপনি জানবেন কিভাবে, কারণ আপনাকে তো কখনো বলাই হয়নি! আপনাকে নিয়ে না বলা কথাগুলো সরাসরি বলার সাহস হয়তো কখনো হবেনা তাই কনফেশনে বলছি! আর দেরি করবো না কারন মেয়েদের মুখে শুধু আপনার নামই শুনি।
আপনার চুল, আপনার হাসি, আপনার ব্যবহার, কথা বলার সময় এক্সপ্রেশন সবকিছু আমাকে পাগল করে দেয়।
আপনার সাথে কথা বললে, বেশি ইমোশনাল হয়ে যেতে পারি। গুছিয়ে বলতে পারিনা, এখন দেখি লিখতেও পারছিনা।

আচ্ছা হুমায়ুন আহমেদের হিমু ও রুপার কথা মনে আছে?
আপনি আমার সেই হিমু হবেন?
আমিও না হয় আপনার জন্য রুপা হয়ে কোনো এক পড়ন্ত বিকেল বেলায় হেঁটে বেড়াবো। হবেন তো আমার হিমু?🙊
আমি আছি সব সময় আপনার পাশেই।
আমার পরিচয় টা না হয় লুকানো থাক।

শুভকামনা আপনার জন্য 😇

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Administration Crush & Hate Confession, IU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share