26/11/2020
ফুটবল ঈশ্বর বলা কতটুকু যথোপযুক্ত?
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিদ্যার দেবতা সরস্বতী। ইসলাম ধর্মে এরকম সেক্টর ভাগ করা নেই যে, এই সেক্টরের দেবতা ইনি, বা এই সেক্টরের ঈশ্বর ইনি। আপনি যতি তা করেন তাহলে নিশ্চয়ই আপনি এক ও অদ্বিতীয় স্রষ্টা, ইসলামের মূলনীতিকে কতটুকু ধারণ করেন তা নিয়ে সন্দেহ রয়েছে। আজকাল অনেকেই বলেন, ক্রিকেট বিধাতা টেন্ডুলকার, ফুটবল বিধাতা ম্যারাডোনা। আপনি যদি এসব বলেন অথবা এসব বলাকে সমর্থন করেন নিশ্চয়ই আপনি শিরক করছেন, যা সবচেয়ে বড় অপরাধ। নিস্বন্দেহে আল্লাহই একমাত্র ঈশ্বর এবং আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আশা করি আল্লাহ, আমাদের বুঝার তৌফিক দান করবেন। আমিন।