R Ham

R Ham Love your nation. ���

😭😭😭
24/06/2023

😭😭😭

22/06/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাঁকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
©️Collected

05/05/2023

Playing football.❤️❤️❤️❤️

রূপচাঁদা মাছ★কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি মাত্র ৯০০ টাকা।★কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।★কেজিতে ৯-১০ টি, প্রতি ক...
16/10/2020

রূপচাঁদা মাছ
★কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি মাত্র ৯০০ টাকা।
★কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি মাত্র ৮০০ টাকা।
★কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি মাত্র ৬৫০ টাকা।
(সীমিত সময়ের জন্য)

অক্টোপাস কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি ৩৫০ টাকা।
16/10/2020

অক্টোপাস কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি ৩৫০ টাকা।

আমরা নিয়ে এলাম সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ।আমাদের বৈশিষ্ট্য:১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ ...
07/10/2020

আমরা নিয়ে এলাম সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ৯৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯০০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ৬-৮ টি, প্রতি কেজি ৭৫০ টাকা।
৬. রূপচাঁদা কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি ৬৫০ টাকা।
৭. অক্টোপাস কেজিতে ২-৩ টি, প্রতি কেজি ৩৫০ টাকা।
৮. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৭ টি, প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা।
৯. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৪৫০ টাকা।
১০. সাদা দাঁতিনা কোরাল প্রতিটি ১ কেজি+ প্রতি কেজি ৬৫০ টাকা।
১১. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১২. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১৩. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৪. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৫. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৬. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৭. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৮. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৯. লাল কোরাল প্রতিটি ৩-৬ কেজি, প্রতি কেজি ৭৫০ টাকা।
২০. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা প্রতি কেজি।
২১. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২২. বাঁশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
২৩. সামুদ্রিক মাথা ছাড়া চিংড়ি প্রতি কেজি ৮৯০ টাকা।
২৪. সামুদ্রিক চিংড়ি মাথাসহ প্রতি কেজি ৭৯০ টাকা।
২৫. ইন্ডিয়ান স্যালমন / তাইল্যা মাছ প্রতি কেজি ৬৫০-৭৫০ টাকা, সাইজ অনুযায়ী।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

নীল কাঁকড়া কেজিতে ৩-৪ পিচ, প্রতি কেজি মাত্র ৪৫০ টাকা।
23/09/2020

নীল কাঁকড়া কেজিতে ৩-৪ পিচ, প্রতি কেজি মাত্র ৪৫০ টাকা।

অফার! অফার! অফার! রূপচাঁদা মাছ মাত্র ৬৫০-৯৫০ টাকা, সাইজ অনুযায়ী।আমাদের বৈশিষ্ট্য:১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামু...
20/09/2020

অফার! অফার! অফার!
রূপচাঁদা মাছ মাত্র ৬৫০-৯৫০ টাকা, সাইজ অনুযায়ী।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ৯৯৯ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯০০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ৬-৮ টি, প্রতি কেজি ৭৫০ টাকা।
৬. রূপচাঁদা কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি ৬৫০ টাকা।
৭. লইট্যা মাছ কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি মাত্র ২৫০ টাকা।
৮. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৭ টি, প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা।
৯. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৪৫০ টাকা।
১০. লবস্টার কেজিতে ৪-৫ টি, প্রতি কেজি ১১০০ টাকা।
১১. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১২. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১৩. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৪. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৫. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৬. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৭. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৮. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৯. লাল কোরাল প্রতিটি ৩-৬ কেজি, প্রতি কেজি ৭৫০ টাকা।
২০. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা প্রতি কেজি।
২১. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২২. বাঁশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
২৩. সামুদ্রিক মাথা ছাড়া চিংড়ি প্রতি কেজি ৮৯০ টাকা।
২৪. সামুদ্রিক চিংড়ি মাথাসহ প্রতি কেজি ৭৯০ টাকা।
২৫. ইন্ডিয়ান স্যালমন / তাইল্যা মাছ প্রতি কেজি ৬৫০-৭৫০ টাকা, সাইজ অনুযায়ী।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।আমাদের বৈশ...
13/09/2020

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ৯০০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ৬-৮ টি, প্রতি কেজি ৮০০ টাকা।
৬. লইট্যা মাছ কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি মাত্র ২৫০ টাকা।
৭. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪০০ টাকা।
৮. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫০০ টাকা।
৯. লবস্টার কেজিতে ৪-৫ টি, প্রতি কেজি ১১০০ টাকা।
১০. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১১. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১২. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৩. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৪. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৫. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৬. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৭. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৮. লাল কোরাল প্রতিটি ৩-৬ কেজি, প্রতি কেজি ৭৫০ টাকা।
১৯. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা প্রতি কেজি।
২০. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২১. বাঁশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
২২. সামুদ্রিক চিংড়ি প্রতি কেজি ৮৮০ টাকা।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।আমাদের বৈশ...
11/09/2020

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ৯৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৮৮০ টাকা।
৬. লইট্যা মাছ কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি মাত্র ২৫০ টাকা।
৭. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪০০ টাকা।
৮. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫০০ টাকা।
৯. লবস্টার কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি ১৩৫০ টাকা।
১০. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১১. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১২. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৩. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৪. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৫. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৬. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৭. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৮. রকেট সুরমা প্রতিটি ২-৫ কেজি প্রতি কেজি ৬০০ টাকা।
১৯. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা প্রতি কেজি।
২০. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২১. বাঁশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
২২. সামুদ্রিক চিংড়ি প্রতি কেজি ৮৮০ টাকা।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।আমাদের বৈশ...
09/09/2020

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ৯৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৫. লইট্যা মাছ কেজিতে ৯-১০ টি, প্রতি কেজি মাত্র ২৫০ টাকা।
৬. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪০০ টাকা।
৭. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫০০ টাকা।
৮. লবস্টার কেজিতে ৩-৪ টি, প্রতি কেজি ১৩৫০ টাকা।
৯. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১০. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১১. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১২. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৩. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৪. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৫. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৬. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৭. রকেট সুরমা প্রতিটি ২-৫ কেজি প্রতি কেজি ৬০০ টাকা।
১৮. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা কেজি।
১৯. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২০. বাশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

লবস্টার, প্রতিটি ৩০০-৪৫০ গ্রাম, প্রতি কেজি মাত্র ১৩৫০ টাকা। এখনই অর্ডার করুন। (স্টক সীমিত)অর্ডার করতে কল করুন বা মেসেজ দ...
07/09/2020

লবস্টার, প্রতিটি ৩০০-৪৫০ গ্রাম, প্রতি কেজি মাত্র ১৩৫০ টাকা। এখনই অর্ডার করুন। (স্টক সীমিত)
অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন।
01772 30 36 62
01516 77 30 03

একদম ফ্রেশ লইট্যা মাছ, মাত্র ২৫০ টাকা কেজি। এখনই অর্ডার করুন। (স্টক সীমিত)অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন।01772 30 36 6...
06/09/2020

একদম ফ্রেশ লইট্যা মাছ, মাত্র ২৫০ টাকা কেজি। এখনই অর্ডার করুন। (স্টক সীমিত)
অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন।
01772 30 36 62
01516 77 30 03

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।আমাদের বৈশ...
05/09/2020

"Dream Home Delivery Rajshahi" নিয়ে এলো সকল প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এখনই আপনার পছন্দের মাছটি অর্ডার করুন।

আমাদের বৈশিষ্ট্য:
১. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
২. মাছ সরবরাহের পর মাছের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৩. মাছ অর্ডারের এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়।
৪. কোনো মাছ পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
৫. আমাদের কাছে এসেও মাছ দেখে ক্রয় করতে পারবেন।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ১০৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০৫০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ১০ টি প্রতি কেজি ৭০০ টাকা।
৬. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪০০ টাকা।
৭. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫০০ টাকা।
৮. অক্টোপাস প্রতি কেজি ৩০০ টাকা।
৯. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১০. কালোচাঁদা প্রতিটি ৬০০-১২০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১১. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১২. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৩. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৪. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৫. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৬. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
১৭. রকেট সুরমা প্রতিটি ২-৫ কেজি প্রতি কেজি ৬০০ টাকা।
১৮. বেলে মাছ বড় সাইজের ৫৫০ টাকা কেজি।
১৯. কাটা পাতাশি মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
২০. বাশপাতা মাছ প্রতি কেজি ৬০০ টাকা।
★★★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

আস্তো কাঁকড়া প্রতি কেজি মাত্র ৪০০ টাকা। কাঁকড়া প্রোসেস প্রতি কেজি মাত্র ৫৫০ টাকা। অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন:0177...
04/09/2020

আস্তো কাঁকড়া প্রতি কেজি মাত্র ৪০০ টাকা। কাঁকড়া প্রোসেস প্রতি কেজি মাত্র ৫৫০ টাকা। অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন:
01772303662
01516773003

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".আমাদের সেবাসমূহ :১. নিত্য...
30/08/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".
আমাদের সেবাসমূহ :
১. নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য।
২. ঔষুধ।
৩. ফলমূল।
৪. কুরিয়ার পণ্য।
৫. পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ।
৬. শাকসবজি, মাংস, ডিম, দুধ, চাল, ডাল ইত্যাদি।

আমাদের বৈশিষ্ট্য :
১. সকল পণ্য বাজার মূল্যে দেওয়া হয়।
২. ওজন সঠিকভাবে দেওয়া হয়।
৩. সতেজ ও টাটকা পণ্য সরবরাহ করা হয়।
৪. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
৫. পণ্য সরবরাহের পর পণ্যের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৬. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া হয়।
৭. কোনো পণ্য পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।

আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ১০৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ৯৫০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ১০ টি প্রতি কেজি ৬০০ টাকা।
৬. টুনা মাছ প্রতিটি ১-২ কেজি, প্রতি কেজি ২৮০ টাকা।
৭. স্যালমন প্রতিটি ৮০০-৯৫০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
৮. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪০০ টাকা।
৯. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫৫০ টাকা।
১০. অক্টোপাস প্রতি কেজি ৩০০ টাকা।
১১. স্কুইড আস্তো প্রতি কেজি ৪০০ টাকা।
১২. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭০০ টাকা।
১৩. কালোচাঁদা প্রতিটি ৬০০-৭০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১৪. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৫. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৬. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৭. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৮. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৯. লাল কোরাল মাছ প্রতিটি ৩-৬ কেজি, প্রতি কেজি ৭০০ টাকা।
২০. সামুদ্রিক টাইগার চিংড়ি কেজিতে ৬-৮ টি প্রতি কেজি ১৬০০ টাকা।
২১. লালপোয়া মাছ প্রতিটি ৪০০-৭০০ গ্রাম প্রতি কেজি ৫৫০ টাকা।
২২. গুচি মাছ ৪৫০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
২৩. রকেট সুরমা প্রতিটি ২-৫ কেজি প্রতি কেজি ৬০০ টাকা।
২৪. চাইনিজ চান্দা প্রতিটি ৪০০-৬০০ গ্রাম, প্রতি কেজি ৯০০ টাকা।
★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

11/08/2020

Fish Curry curry #মাছ রান্না to fish curry Ingredient : ----------------- Tuna Fish (Turmeric powder 1/2 tsp + salt 1/2) oil Onion chopped 1...

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".আমাদের সেবাসমূহ :১. নিত্য...
10/08/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".
আমাদের সেবাসমূহ :
১. নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য।
২. ঔষুধ।
৩. ফলমূল।
৪. কুরিয়ার পণ্য।
৫. পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ।
৬. শাকসবজি, মাংস, ডিম, দুধ, চাল, ডাল ইত্যাদি।

আমাদের বৈশিষ্ট্য :
১. সকল পণ্য বাজার মূল্যে দেওয়া হয়।
২. ওজন সঠিকভাবে দেওয়া হয়।
৩. সতেজ ও টাটকা পণ্য সরবরাহ করা হয়।
৪. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
৫. পণ্য সরবরাহের পর পণ্যের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৬. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া হয়।
৭. কোনো পণ্য পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।

ডেলিভারি চার্জ:
★১-৬ কেজি ৫০ টাকা।
★৭-১৫ কেজি ১০০ টাকা।
★১৫ কেজির বেশি হলে প্রতি কেজি ৫ টাকা।
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

মাছের মূল্য তালিকা:
১. ইলিশ মাছ প্রতিটি ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৭৫০ টাকা।
২. ইলিশ মাছ প্রতিটি ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ১০৫০ টাকা।
৩. রূপচাঁদা কেজিতে ৩ টি প্রতি কেজি ১০৫০ টাকা।
৪. রূপচাঁদা কেজিতে ৪ টি প্রতি কেজি ১০০০ টাকা।
৫. রূপচাঁদা কেজিতে ১০ টি প্রতি কেজি ৭৫০ টাকা।
৬. টুনা মাছ প্রতিটি ১-২ কেজি, প্রতি কেজি ৩৫০ টাকা।
৭. স্যালমন প্রতিটি ৮০০-৯৫০ গ্রাম, প্রতি কেজি ৭০০ টাকা।
৮. কাঁকড়া আস্তো কেজিতে ৫-৬ টি, প্রতি কেজি ৪৯০ টাকা।
৯. কাঁকড়া প্রোসেস প্রতি কেজি ৫৯০ টাকা।
১০. অক্টোপাস প্রতি কেজি ৩৫০ টাকা।
১১. স্কুইড আস্তো প্রতি কেজি ৫০০ টাকা।
১২. স্কুইড প্রোসেস প্রতি কেজি ৭৫০ টাকা।
১৩. কালোচাঁদা প্রতিটি ৬০০-৭০০ গ্রাম, প্রতি কেজি ৬৫০ টাকা।
১৪. ক্যাটল ফিস মিট প্রতি কেজি ১৩০০ টাকা।
১৫. চাষের গলদা চিংড়ি প্রতি কেজি ৬৫০ টাকা।
১৬. পদ্মা নদীর বড় চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা।
১৭. পদ্মার ছোট চিংড়ি প্রতি কেজি ৭৫০ টাকা।
১৮. ছোট কোরাল মাছ প্রতি কেজি ৫৫০ টাকা।
১৯. লাল কোরাল মাছ প্রতিটি ৩-৬ কেজি, প্রতি কেজি ৮০০ টাকা।
২০. সামুদ্রিক টাইগার চিংড়ি কেজিতে ৬-৮ টি প্রতি কেজি ১৬০০ টাকা।
২১. লালপোয়া মাছ প্রতিটি ৪০০-৭০০ গ্রাম প্রতি কেজি ৫৫০ টাকা।
২২. গুচি মাছ ৫০০-৬০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
★এছাড়াও চাহিদা অনুযায়ী সকল প্রকার মাছ সরবরাহ করা হয়।

08/08/2020

মূল্য তালিকা: (কেজিতে)
1. গরুর মাংস – ৫৫০(চর্বি, হাড় কম)
2. খাসির মাংস -৭৫০(চর্বি, হাড় কম)
3. দেশি মুরগি-৪৩০
4. ব্রয়লার মুরগি-১৩০
5. লেয়ার মুরগি-২৫০
6. পাতি হাঁস-২৭০
7. রাজ হাঁস-৩৮০
8. রুই মাছ (বড়)-২৫০-৩৫০
9. রুই মাছ (মাঝারি) -২০০
10. বাটা মাছ-১৭০
11. তেলাপিয়া মাছ (বড়)-১৬০
12. তেলাপিয়া মাছ (মাঝারি )-১৩৫
13. পাবদা-৪২০
14. শিং মাছ-৫৫০
15. টেংরা -৫০০-৬০০
16. সিলভার কার্প-১৩০
17. শৈল মাছ-৭০০
18. কাতলা -১৮০-৩১০
19. কই-২০০-৬০০
20. মৃগেল-১৫০-২০০
21. পাঙ্গাশ -১৪০-১৬০
22. ইলিশ (বড়)-১০৫০
23. ইলিশ (মাঝারি )-৭৫০
24. গুছি মাছ-৬০০
25. আলু -৩৫
26. আলু দেশি (বড়)-৪০
27. আলু দেশি(ছোট)-৪০
28. করলা-৩৫
29. মিষ্টি কুমড়া-২০
30. ঢেঁড়স -৩০
31. পটল-৩৫
32. বরবটি-৩৫
33. বেগুন-৪৫
34. লাউ-২৫-৩৫
35. রসুন-১১০(দেশি)
36. রসুন-৯০(চায়না)
37. পেঁয়াজ -৪৫
38. লেবু-১০(হালি)
39. শসা-৩০-৫০
40. সজিনা ডাটা-১০০
41. আদা-১৬০
42. এলাচ ছোট-৪৪০(একশ গ্রাম)
43. এলাচ বড়-২০০(একশ গ্রাম)
44. কিশমিশ -৪০(একশ গ্রাম)
45. দারচিনি -৪০(একশ গ্রাম)
46. জিরা-৪০০
47. মরিচ (কাঁচা)- ২০০
48. শুকনো মরিচ-৩৫০
49. গুঁড়ো মরিচ-৪০০
50. হলুদ গুঁড়ো-২০০
51. আটাশ চাল-৪৪-৫০
52. জিরা চাল-৫৫-৬০
53. বাসমতী -৬০-৬৬
54. কাটারি-৬০-৬৫
55. চিনি গুঁড়া-৮৫-১০০
56. মোটা চাল-৩৮
57. চিনি-৬৫
58. ময়দা-৩৫
59. দেশি মুরগির ডিম-৬০(হালি)
60. লাল ডিম-৩৫
61. সাদা ডিম-৩৩
62. হাঁসের ডিম-৪৫
63. আপেল-১৬০-১৮০
64. মালটা-২২০
65. কমলা-৩০০
66. কাঁকরোল -৪০
67. কলা-(১৫-৩০)(হালি)
68. খেজুর -(২০০-১২০০)
69. কচুর লতি-৩৫
70. সোনালি মুরগি-২৪০
71. বেলে মাছ ৬৫০
72. চাষের গলদা চিংড়ি -৬৫০-৮০০ টাকা(সাইজ অনুযায়ী)
73. পদ্মা নদীর ছোট চিংড়ি - ৭০০ টাকা
74. পদ্মা নদীর বড় চিংড়ি - ৯০০ টাকা
75. রূপচাঁদা মাছ কেজিতে প্রতি কেজি (৭৫০-১১০০ টাকা), সাইজ অনুযায়ী।
76.লাল পোয়া মাছ কেজিতে ২-৩টি প্রতি কেজি ৫৫০ টাকা।
77.পুট পোয়া মাছ কেজিতে ২-৩ টি প্রতি কেজি ৬৫০ টাকা।
78ছোট কোরাল মাছ কেজিতে ৪-৬টি প্রতি কেজি ৫৫০ টাকা।
79.কাঁকড়া আস্তো কেজিতে ৮-১০ টি প্রতি কেজি ৪৯০ টাকা।
80.কাঁকড়া প্রোসেস - ৫৯০ টাকা
81.টুনা মাছ - ৩৫০ টাকা
82. অক্টোপাস - ৩৫০ টাকা
83. স্কুইড প্রোসেস - ৭৫০টাকা
84. ক্যাটল ফিস প্রোসেস -১৩০০ টাকা
85.লাল কোরাল - ৮০০ টাকা।

এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য...
অর্ডারের জন্য কল করুন:
01772-30 36 62,
01516-77 30 03.
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে, হেতেমখাঁ, রাজশাহী।

আমাদের page:"Dream Home Delivery Rajshahi" তে Like দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আমরা বাজার মূল্য রাখি। মূল্য পরিবর্তনশীল। (মূল্য কিছু কম বেশি হতে পারে)
ডেলিভেরি চার্জ:(১-৬ কেজি ৫০ টাকা) (৭-১৫ কেজি ১০০ টাকা) (১৫ কেজির বেশি হলে প্রতি কেজিতে ৫ টাকা)

06/08/2020

কাঁকড়া ভাঁজা ! হোটেলের বাবুর্চির কাঁকড়া ভাঁজির রেসিপি । Bangladeshi Crab Fry Recipe in Bengali পূর্বাচল ৩০০ ফিট এর রেস্টুরেন্টের বাবুর...

সবাইকে ইদের শুভেচ্ছা।
31/07/2020

সবাইকে ইদের শুভেচ্ছা।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".আমাদের সেবাসমূহ :১. নিত্য...
24/07/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".
আমাদের সেবাসমূহ :
১. নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য।
২. ঔষুধ।
৩. ফলমূল।
৪. কুরিয়ার পণ্য।
৫. পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ।
৬. শাকসবজি, মাংস, ডিম, দুধ, চাল, ডাল ইত্যাদি।
৭. Master Chef সহ আপনার প্রিয় সকল রেস্টুরেন্টের খাবার। (সর্বনিম্ন 300 টাকা মূল্যের খাবার অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি)

আমাদের বৈশিষ্ট্য :
১. সকল পণ্য বাজার মূল্যে দেওয়া হয়।
২. ওজন সঠিকভাবে দেওয়া হয়।
৩. সতেজ ও টাটকা পণ্য সরবরাহ করা হয়।
৪. ফর্মালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
৫. পণ্য সরবরাহের পর পণ্যের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৬. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া হয়।
৭. কোনো পণ্য পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
★★★ ছবিতে ক্লিক করলে মাছের বর্তমান মূল্য জানতে পারবেন।

ডেলিভারি চার্জ:
★১-৬ কেজি ৫০ টাকা।
★৭-১৫ কেজি ১০০ টাকা।
★১৫ কেজির বেশি হলে প্রতি কেজি ৫ টাকা।
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

23/07/2020

মূল্য তালিকা: (কেজিতে)
1. গরুর মাংস – ৫৫০(চর্বি, হাড় কম)
2. খাসির মাংস -৭৫০(চর্বি, হাড় কম)
3. দেশি মুরগি-৪৩০
4. ব্রয়লার মুরগি-১৩০
5. লেয়ার মুরগি-২৫০
6. পাতি হাঁস-২৭০
7. রাজ হাঁস-৩৮০
8. রুই মাছ (বড়)-২৫০-৩৫০
9. রুই মাছ (মাঝারি) -২০০
10. বাটা মাছ-১৭০
11. তেলাপিয়া মাছ (বড়)-১৬০
12. তেলাপিয়া মাছ (মাঝারি )-১৩৫
13. পাবদা-৪২০
14. শিং মাছ-৫৫০
15. টেংরা -৫০০-৬০০
16. সিলভার কার্প-১৩০
17. শৈল মাছ-৭০০
18. কাতলা -১৮০-৩১০
19. কই-২০০-৬০০
20. মৃগেল-১৫০-২০০
21. পাঙ্গাশ -১৪০-১৬০
22. ইলিশ (বড়)-১১০০
23. ইলিশ (মাঝারি )-৮০০
24. গুছি মাছ-৬৫০
25. আলু -৩০
26. আলু দেশি (বড়)-৩৫
27. আলু দেশি(ছোট)-৩৫
28. করলা-৩৫
29. মিষ্টি কুমড়া-২০
30. ঢেঁড়স -২৫
31. পটল-৩৫
32. বরবটি-৩৫
33. বেগুন-৪৫
34. লাউ-২৫-৩৫
35. রসুন-১২০(দেশি)
36. রসুন-১০০(চায়না)
37. পেঁয়াজ -৪৫
38. লেবু-১০(হালি)
39. শসা-৩০-৫০
40. সজিনা ডাটা-১০০
41. আদা-১৭০
42. এলাচ ছোট-৪৪০(একশ গ্রাম)
43. এলাচ বড়-২০০(একশ গ্রাম)
44. কিশমিশ -৪০(একশ গ্রাম)
45. দারচিনি -৪০(একশ গ্রাম)
46. জিরা-৪০০
47. মরিচ (কাঁচা)-
48. শুকনো মরিচ-৩৫০
49. গুঁড়ো মরিচ-৪০০
50. হলুদ গুঁড়ো-২০০
51. আটাশ চাল-৪৪-৫০
52. জিরা চাল-৫৫-৬০
53. বাসমতী -৬০-৬৬
54. কাটারি-৬০-৬৫
55. চিনি গুঁড়া-৮৫-১০০
56. মোটা চাল-৩৮
57. চিনি-৬৫
58. ময়দা-৩৫
59. দেশি মুরগির ডিম-৬০(হালি)
60. লাল ডিম-৩৫
61. সাদা ডিম-৩৩
62. হাঁসের ডিম-৪৫
63. আপেল-১৬০-১৮০
64. মালটা-২২০
65. কমলা-৩০০
66. কাঁকরোল -৩৫
67. কলা-(১৫-৩০)(হালি)
68. খেজুর -(২০০-১২০০)
69. কচুর লতি-৩৫
70. সোনালি মুরগি-২৩০
71.গরুর খাঁটি দুধ-৭০(লিটার)
72. বাগদা চিংড়ি -৬০০-৮০০ টাকা(সাইজ অনুযায়ী)
73. পদ্মা নদীর ছোট চিংড়ি - ৭০০ টাকা
74. পদ্মা নদীর বড় চিংড়ি - ৯০০ টাকা
75. রূপচাঁদা মাছ কেজিতে প্রতি কেজি (৭৫০-১১০০ টাকা), সাইজ অনুযায়ী।
76.লাল পোয়া মাছ কেজিতে ২-৩টি প্রতি কেজি ৫৫০ টাকা।
77.পুট পোয়া মাছ কেজিতে ২-৩ টি প্রতি কেজি ৬৫০ টাকা।
78ছোট কোরাল মাছ কেজিতে ৪-৬টি প্রতি কেজি ৫৫০ টাকা।
79.কাঁকড়া আস্তো কেজিতে ৮-১০ টি প্রতি কেজি ৪৫০ টাকা।
80.কাঁকড়া প্রোসেস - ৫৫০ টাকা
81.টুনা মাছ - ৪০০ টাকা
82. অক্টোপাস - ৩৪০ টাকা
83. স্কুইড প্রোসেস - ৭৫০টাকা
84. ক্যাটল ফিস প্রোসেস -১৩০০ টাকা
85.লাল কোরাল - ৭৫০ টাকা।

এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য...
অর্ডারের জন্য কল করুন:
01772-30 36 62,
01516-77 30 03.
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে, হেতেমখাঁ, রাজশাহী।

এবং আমাদের page:"Dream Home Delivery Rajshahi" তে Like দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আমরা বাজার মূল্য রাখি। মূল্য পরিবর্তনশীল। (মূল্য কিছু কম বেশি হতে পারে)
ডেলিভেরি চার্জ:(১-৬ কেজি ৫০ টাকা) (৭-১৫ কেজি ১০০ টাকা) (১৫ কেজির বেশি হলে প্রতি কেজিতে ৫ টাকা)

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".আমাদের সেবাসমূহ :১. নিত্য...
16/07/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".
আমাদের সেবাসমূহ :
১. নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য।
২. ঔষুধ।
৩. ফলমূল।
৪. কুরিয়ার পণ্য।
৫. পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ।
৬. শাকসবজি, মাংস, ডিম, দুধ, চাল, ডাল ইত্যাদি।
৭. Master Chef সহ আপনার প্রিয় সকল রেস্টুরেন্টের খাবার। (সর্বনিম্ন 300 টাকা মূল্যের খাবার অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি)

আমাদের বৈশিষ্ট্য :
১. সকল পণ্য বাজার মূল্যে দেওয়া হয়।
২. ওজন সঠিকভাবে দেওয়া হয়।
৩. সতেজ ও টাটকা পণ্য সরবরাহ করা হয়।
৪. ফরমালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
৫. পণ্য সরবরাহের পর পণ্যের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৬. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া হয়।
৭. কোনো পণ্য পছন্দ না হলে শতভাগ ফেরতের নিশ্চয়তা।
ডেলিভারি চার্জ:
★১-৬ কেজি ৫০ টাকা।
★৭-১৫ কেজি ১০০ টাকা।
★১৫ কেজির বেশি হলে প্রতি কেজি ৫ টাকা।
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".আমাদের সেবাসমূহ :১. নিত্য...
13/07/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
হোম ডেলিভারির জগতে এক বিশ্বস্ত নাম "Dream Home Delivery Rajshahi".
আমাদের সেবাসমূহ :
১. নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য।
২. ঔষুধ।
৩. ফলমূল।
৪. কুরিয়ার পণ্য।
৫. পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ।
৬. শাকসবজি, মাংস, ডিম, দুধ, চাল, ডাল ইত্যাদি।
৭. Master Chef সহ আপনার প্রিয় সকল রেস্টুরেন্টের খাবার। (সর্বনিম্ন 300 টাকা মূল্যের খাবার অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি)

আমাদের বৈশিষ্ট্য :
১. সকল পণ্য বাজার মূল্যে দেওয়া হয়।
২. ওজন সঠিকভাবে দেওয়া হয়।
৩. সতেজ ও টাটকা পণ্য সরবরাহ করা হয়।
৪. ফরমালিনমুক্ত সকল প্রকার পুকুর, সামুদ্রিক ও নদীর মাছ সরবরাহ করা হয়।
৫. পণ্য সরবরাহের পর পণ্যের দাম ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
৬. পণ্য যথা সময়ে পৌঁছে দেওয়া হয়।
ডেলিভারি চার্জ:
★১-৬ কেজি ৫০ টাকা।
★৭-১৫ কেজি ১০০ টাকা।
★১৫ কেজির বেশি হলে প্রতি কেজি ৫ টাকা।
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

অর্ডার করতে কল করুন অথবা মেসেজ দিন:
01772 30 36 62
01516 77 30 03

একদম ফ্রেশ রূপচাঁদা মাছ। আজই এসেছে। প্রতি কেজিতে তিন থেকে চারটি। যাদের লাগবে এখনি অর্ডার করুন। প্রতি কেজি মাত্র 1000 টাক...
10/07/2020

একদম ফ্রেশ রূপচাঁদা মাছ। আজই এসেছে। প্রতি কেজিতে তিন থেকে চারটি। যাদের লাগবে এখনি অর্ডার করুন। প্রতি কেজি মাত্র 1000 টাকা।
অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন।
01772 30 36 62
01516 77 30 03

ঘরে বসেই সব ধরনের মশলা অর্ডার করুন।মূল্য তালিকা :১. দারুচিনি প্রতি কেজি মাত্র 320 টাকা।২. ছোট এলাচ প্রতি কেজি মাত্র 3200...
10/07/2020

ঘরে বসেই সব ধরনের মশলা অর্ডার করুন।
মূল্য তালিকা :
১. দারুচিনি প্রতি কেজি মাত্র 320 টাকা।
২. ছোট এলাচ প্রতি কেজি মাত্র 3200-3800 টাকা কোয়ালিটি অনুযায়ী।
৩. জিরা প্রতি কেজি মাত্র 350 টাকা।
৪. তেজপাতা প্রতি কেজি মাত্র 90 টাকা।
৫. কালোজিরা প্রতি কেজি মাত্র 300 টাকা।
৬. মেথি প্রতি কেজি মাত্র 90 টাকা।
৭. বড়এলাচ প্রতি কেজি মাত্র 1250 টাকা।
৮. গোলমরিচ প্রতি মাত্র কেজি 450 টাকা।
৯. সুপারি প্রতি কেজি 370 টাকা।
১০. লবঙ্গ প্রতি কেজি 800 টাকা।
১১. ধনিয়া প্রতি কেজি মাত্র 100 টাকা।
১২. মহরি প্রতি কেজি মাত্র 150 টাকা।
১৩. আমলা প্রতি কেজি মাত্র 250 টাকা।
অর্ডার করতে কল করুন বা পেজ এ মেসেজ দিন।
01772 30 36 62
01516 77 30 03

07/07/2020

মূল্য তালিকা: (কেজিতে)
1. গরুর মাংস – ৫৫০(চর্বি, হাড় কম)
2. খাসির মাংস -৭৫০(চর্বি, হাড় কম)
3. দেশি মুরগি-৪৩০
4. ব্রয়লার মুরগি-১৬০
5. লেয়ার মুরগি-২১০-২৪০
6. পাতি হাঁস-২৮০
7. রাজ হাঁস-৩৮০
8. রুই মাছ (বড়)-২৫০
9. রুই মাছ (মাঝারি) -২০০
10. বাটা মাছ-১৬০
11. তেলাপিয়া মাছ (বড়)-১৫০
12. তেলাপিয়া মাছ (মাঝারি )-১৩৫
13. পাবদা-৪২০
14. শিং মাছ-৫০০
15. টেংরা -৫০০-৬০০
16. সিলভার কার্প-১২৫
17. শৈল মাছ-৭০০
18. কাতলা -১৮০-৩১০
19. কই-২০০-৬০০
20. মৃগেল-১৫০-২০০
21. পাঙ্গাশ -১৪০-১৬০
22. ইলিশ (বড়)-১০৫০
23. ইলিশ (মাঝারি )-৫৫০
24. গুছি মাছ-৬৫০
25. আলু -৩০
26. আলু দেশি (বড়)-৩৫
27. আলু দেশি(ছোট)-৩৫
28. করলা-৬০
29. মিষ্টি কুমড়া-২০
30. ঢেঁড়স -২৫
31. পটল-৩০
32. বরবটি-৩৫
33. বেগুন-৪৫
34. লাউ-২৫
35. রসুন-১২০(দেশি)
36. রসুন-১০০(চায়না)
37. পেঁয়াজ -৪৫
38. লেবু-১০(হালি)
39. শসা-৩০-৫০
40. সজিনা ডাটা-১০০
41. আদা-১৬০
42. এলাচ ছোট-৪৪০(একশ গ্রাম)
43. এলাচ বড়-২০০(একশ গ্রাম)
44. কিশমিশ -৪০(একশ গ্রাম)
45. দারচিনি -৪০(একশ গ্রাম)
46. জিরা-৪০০
47. মরিচ (কাঁচা)-
48. শুকনো মরিচ-৩৫০
49. গুঁড়ো মরিচ-৪০০
50. হলুদ গুঁড়ো-২০০
51. আটাশ চাল-৪৪-৫০
52. জিরা চাল-৫৫-৬০
53. বাসমতী -৬০-৬৬
54. কাটারি-৬০-৬৫
55. চিনি গুঁড়া-৮৫-১০০
56. মোটা চাল-৩৮
57. চিনি-৬৫
58. ময়দা-৩৫
59. দেশি মুরগির ডিম-৫০(হালি)
60. লাল ডিম-৩৪
61. সাদা ডিম-৩২
62. হাঁসের ডিম-৪৫
63. আপেল-১৬০-১৮০
64. মালটা-২৫০
65. কমলা-৩০০
66. তরমুজ –৭৫
67. কলা-(১৫-৩০)(হালি)
68. খেজুর -(২০০-১২০০)
69. কচুর লতি-৪০
70. সোনালি মুরগি-২৪৫
71.গরুর খাঁটি দুধ-৭০(লিটার)
72. বাগদা চিংড়ি -৬০০-৮০০ টাকা(সাইজ অনুযায়ী)
73. পদ্মা নদীর ছোট চিংড়ি - ৭০০ টাকা
74. পদ্মা নদীর বড় চিংড়ি - ১০০০ টাকা
75. রূপচাঁদা মাছ কেজিতে প্রতি কেজি (৭৫০-১২০০), সাইজ অনুযায়ী।
76.লাল পোয়া মাছ কেজিতে ২-৩টি প্রতি কেজি ৫০০
77.পুট পোয়া মাছ কেজিতে ২-৩ টি প্রতি কেজি ৬০০
78ছোট কোরাল মাছ কেজিতে ৪-৬টি প্রতি কেজি৫০০
79.কাঁকড়া আস্তো কেজিতে ৮-১০ টি প্রতি কেজি ৪০০
80.কাঁকড়া প্রোসেস - ৫৫০ টাকা
81.টুনা মাছ - ৪৫০ টাকা
82. অক্টোপাস - ৩৪০ টাকা
83. স্কুইড প্রোসেস - ৭৫০টাকা
84. ক্যাটল ফিস প্রোসেস -১৪০০ টাকা
85.লাল কোরাল - ৭৫০ টাকা।

এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য...
অর্ডারের জন্য কল করুন:
01772-30 36 62,
01516-77 30 03.
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে, হেতেমখাঁ, রাজশাহী।

এবং আমাদের page:"Dream Home Delivery Rajshahi" তে Like দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। (মূল্য কিছু কম বেশি হতে পারে)
ডেলিভেরি চার্জ:(১-৬ কেজি ৫০ টাকা) (৭-১৫ কেজি ১০০ টাকা) (১৫ কেজির বেশি হলে প্রতি কেজিতে ৫ টাকা)

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"ঘরে বসেই অর্ডার করুন আপনার যেকোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য, কুরিয়ার, স্টেশনারি প্রোডাক্টস, ওষ...
07/07/2020

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
ঘরে বসেই অর্ডার করুন আপনার যেকোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য, কুরিয়ার, স্টেশনারি প্রোডাক্টস, ওষুধ,ফলমূল ইত্যাদি। সাথে থাকছে সামুদ্রিক ও নদীর মাছ।
রাজশাহীসহ দেশের উত্তর বঙ্গের সকল জেলায় আমরা মাছ সরবরাহ করছি।
তাই আর দেরি না করে আপনার পছন্দের মাছটি এখনই অর্ডার করুন।
★ আমাদের মাছগুলো একদম ফ্রেশ।
★ আমাদের মাছগুলো সকল প্রকার ফরমালিন মুক্ত। তাই স্বাদ ও গন্ধে অতুলনীয়।
★ আমাদের মাছ পছন্দ না হলে ১০০% ফেরত নেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।
★ রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়।
★ মাছ কেটে দেওয়া হয়। (শর্ত প্রযোজ্য)
★ ডেলিভারির পর মাছের মূল্য ও ডেলিভারি চার্জ নেওয়া হয়।
★ ওজন সঠিকভাবে দেওয়া হয়।

মাছের মূল্য তালিকা:
**ইলিশ মাছ :
# ৪০০-৬০০ গ্রাম, প্রতি কেজি ৫০০ টাকা।
# ৭০০-৯০০ গ্রাম, প্রতি কেজি ৯৫০ টাকা।
# ১০০০-১৩০০ গ্রাম, প্রতি কেজি ১১০০ টাকা।
**রূপচাঁদা :
# ১২০০ টাকা (প্রতি কেজি) কেজিতে ২ পিচ।
# ১০০০টাকা (প্রতি কেজি ) কেজিতে ৩ পিচ।
# ৯৫০ টাকা (প্রতি কেজি) কেজিতে ৪ পিচ।
# ৮৫০ টাকা (প্রতি কেজি) কেজিতে ৬-৮ পিচ।
# ৭৫০ টাকা (প্রতি কেজি) কেজিতে ৯-১০ পিচ।

# রিঠা ৬৬০ (প্রতি কেজি ) প্রতিটি ৩-৯ কেজি।
# টুনা ৪৫০ টাকা কেজি, প্রতিটি ১-১.৫ কেজি।
# লইট্যা ৩২০ টাকা কেজি।

# স্যালমন/স্যামন ৭৫০ টাকা (প্রতি কেজি) প্রতিটি ২ থেকে ৬ কেজি।
# লাল কোরাল ৭৯০ টাকা (প্রতি কেজি) প্রতিটি ৩ থেকে ৭ কেজি।
# কৈ কোরাল প্রতি কেজি ৬০০ টাকা।
# সাদা কোরাল ৭৫০ টাকা (প্রতি কেজি), প্রতিটি ২ থেকে ৫ কেজি।

**লবস্টার
# ১৪৫০ টাকা (প্রতি কেজি) কেজিতে ৪ পিচ।
# ১৬০০টাকা (প্রতি কেজি) কেজিতে ৩ পিচ।
# ১৭০০টাকা (প্রতি কেজি) কেজিতে ২ পিচ।

# সুরমা ৬৫০টাকা (প্রতি কেজি ) সাইজ ৩/৫ কেজি।
# লাল পোয়া ৫৫০ টাকা (প্রতি কেজি), কেজিতে ৩ থেকে ৪ পিচ।

# কাঁকড়া ৫৫০/৪০০টাকা (প্রতি কেজি)
# অক্টোপাস ৩৫০ টাকা (প্রতিকেজি)
# শাপলা পাতা ৭০০ টাকা (প্রতি কেজি)
# স্কুইড ৭৫০ /৫৫০ টাকা (প্রতি কেজি)
# ক্যাটল ফিস ১৩০০ টাকা (প্রতি কেজি)

**দেশি মাছ:
# পাবদা ৪২০ টাকা কেজি।
# আইকড় মাছ ৫৫০ টাকা কেজি।
# কাটা পাতাশি মাছ ৮০০ টাকা কেজি।
# নদীর পাঁচ মিশালী মাছ ৭০০ টাকা কেজি।
# পিওলি মাছ ৪৫০ টাকা কেজি।
# রুই মাছ ২০০-৪০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
# বোয়াল ১০০০ টাকা প্রতি কেজি, প্রতিটি ৩ থেকে ৭ কেজি৷
# কাতলা মাছ ১৮০-৪০০ টাকা কেজি সাইজ অনুযায়ী।
# শিং মাছ ৫৫০ টাকা প্রতি কেজি।

# গলদা চিংড়ি ৬৫০-৯০০ টাকা কেজি। সাইজ অনুযায়ী।
# নদীর বড় চিংড়ি ১০০০ টাকা কেজি।

# আইড় ৯০০ টাকা প্রতি কেজি৷
# মলা ৬৫০ টাকা প্রতি কেজি৷
# দেশি কৈ ৭০০ টাকা প্রতি কেজি৷
# নদীর গুড়া চিংড়ি ৭০০ টাকা প্রতি কেজি৷
# নদীর পাংগাস ৬০০ টাকা প্রতি কেজি৷
# নদীর ট্যাংরা ৭৫০ টাকা প্রতি কেজি৷
# নদীর বাইলা ৮০০০ টাকা প্রতি কেজি৷

★★★আম:
# হাড়িভাঙ্গা ৯০ টাকা কেজি।
# আম্রপালি ৭০ টাকা কেজি।

অর্ডার করতে কল করুন বা মেসেজ দিন:
01772 303 662, 01516 773 003
আমাদের ঠিকানা:
বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে সবজি পাড়া, হেতেমখাঁ, রাজশাহী।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when R Ham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R Ham:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share