Astha Life Insurance - আস্থা লাইফ ইন্সুরেন্স

  • Home
  • Astha Life Insurance - আস্থা লাইফ ইন্সুরেন্স

Astha Life Insurance - আস্থা লাইফ ইন্সুরেন্স Like comment and follower

13/07/2023

বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফ ইনসুরেন্স কোম্পানি নিয়ে এলো আপনার সন্তানের জন্য আস্থা চাইল্ড কেয়ার। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা আপনার হাতে। আপনার সন্তানের জন্য চাইল্ড সেভিংস প্লান করুন বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফ ইনসুরেন্স প্রতিষ্ঠান থেকে।
#আস্থায় বিশ্বাস, আস্থায় ভবিষ্যৎ। আপনার সচেতনতাই হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ আনন্দের এবং সফলতার। আপনার সন্তানের প্রথম সেভিংসটি যেন সেনাবাহিনীর প্রতিষ্ঠানেই হয়।
চাইল্ড সেভিংস প্লান এই প্রতিষ্ঠান থেকে কেন করবেনঃ-
১. এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান।
২. সেনাবাহিনীর প্রতিষ্ঠান তাই আপনি কখনো হয়রানির শিকার হবেন না।
৩. আপনি ঘরে বসেই আপনার কাংখিত সেবা পাবেন। প্রতিনিধিগন আপনার বাসায় যেয়ে সেবা দিতে প্রস্তুত।
৫. সেনাবাহিনীর তাদের কমিটমেন্ট কখনো ভংগ করে না।
৬. সেভিংস এর টাকা ঘরে বসে বিকাশের মাধ্যমে প্রদান করা যায় ফলে ব্যাংকের মত লাইনে দাঁড়ানোর প্র‍য়োজন নেই।
৭. এটি ১০০% বিশ্বস্ত প্রতিষ্ঠান।
সচেতন পরিবার মানেই সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ।
যেহেতু এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান সেহেতু এই প্রতিষ্ঠানে আপনার বিশ্বাস অক্ষুন্ন থাকবে। এই প্রতিষ্ঠানে আপনি আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে একটি সেভিংস করতে পারেন।
এই প্রতিষ্ঠানে যারা সেভিংস করতে পারবেনঃ-
১. সাধারন মানুষ
২. ডাক্তার, ইঞ্জিনিয়ার
৩. সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ সকল সামরিক/বেসামরিক সদস্যগন।
৪. পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিজিবি, র‍্যাব ইত্যাদি সহ সকল আধাসামরিক বাহিনীর সদস্যগণ।
৫. সরকারী চাকুরীজীবী
৬. বেসরকারি চাকুরীজীবী
এছাড়া যেকোনো প্রতিষ্ঠানকে বীমা কাভারেজ প্রদান করে থাকে।
এই প্রতিষ্ঠানে কী কী সেভিংস করতে পারবেনঃ
১। আস্থা চাইল্ড কেয়ার
২। আস্থা সময় সুরক্ষা
৩। আস্থা সুরক্ষা
৪। আস্থা পেনশন সুরক্ষা
প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড দেখে সেভিংস করুন, আপনার/ আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।
আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় অন্তত একটি চাইল্ড কেয়ার প্লান গ্রহন করুন। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ও উজ্জীবিত হোক।
তথ্য জানতে যোগাযোগ করুন- 01949519380
আস্থা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড (আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট)।

Astha life Insurance Company Ltd Board of Directors.
13/07/2023

Astha life Insurance Company Ltd Board of Directors.

Asthma Life Insurance.
12/07/2023

Asthma Life Insurance.

আপনি একজন সম্মানিত কর দাতা কি ? দেশের উন্নতির অগ্রযাত্রায় আপনার অবদান অব্যাহত রয়েছে। আপনার অংশগ্রহণকে আরো সহজ ও সাচ্ছন...
12/07/2023

আপনি একজন সম্মানিত কর দাতা কি ? দেশের উন্নতির অগ্রযাত্রায় আপনার অবদান অব্যাহত রয়েছে। আপনার অংশগ্রহণকে আরো সহজ ও সাচ্ছন্দ্যময় করতে আস্থা লাইফ আপনাকে দিচ্ছে আয়করের উপর ট্যাক্স রিবেট সুবিধা। আপনি যদি এই সুবিধার ব্যপারে বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে কল করুন - 01949519380

আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে ট্রাস্ট ব্যাংকের নিকট গ্রুপ বীমার মৃত্যু দাবির চেক হস্তান্তর।
12/07/2023

আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে ট্রাস্ট ব্যাংকের নিকট গ্রুপ বীমার মৃত্যু দাবির চেক হস্তান্তর।

12/07/2023
আস্থা পেনশন প্ল্যানআজকের সঞ্চয়, আজীবনের পেনশন।একটা নিশ্চিত অবসর জীবন কে না চায় ? আপনার অবসর জীবনকে আরও সুনিশ্চিত ও স্বাচ...
12/07/2023

আস্থা পেনশন প্ল্যান
আজকের সঞ্চয়, আজীবনের পেনশন।
একটা নিশ্চিত অবসর জীবন কে না চায় ? আপনার অবসর জীবনকে আরও সুনিশ্চিত ও স্বাচ্ছন্দময় করতে ” আস্থা লাইফ” নিয়ে এসেছে একটি অবসর সুরক্ষা প্ল্যান।এটি আপনাকে দেবে আপনার পছন্দসই নিশ্চিত আয়। ফলে, আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত।
আপনার জন্য অনন্য উপকারিতা
নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম দিন যখন আপনি কর্মরত/কর্মক্ষম আছেন।
দীর্ঘ সময় পেনশন নিন যখন আপনি অবসর নিয়েছেন।
পেনশন পরিকল্প যেভাবে আপনার জন্য কাজ করবে
নিচের তিনটি বিষয়ে সিদ্বান্ত নিন এবং দেখুন কিভাবে পেনশন সুরক্ষা আপনার জন্য কাজ করে:
কোন বয়স থেকে পেনশন নিতে চান ?
কি পরিমান পেনশন পেতে চান ?
বার্ষিক পেনশন চান নাকি মাসিক ?
মেয়াদপূর্তিতে সুবিধা
বীমা গ্রাহক পেনশন গ্রহনের শুরু থেকে আজীবন পেনশন পাবেন। সেক্ষেত্রে দুইটি বিকল্প আছে:
ক) মেয়াদ পূর্তিতে বীমাগ্রাহক প্রতি মাসে পেনশন সুবিধা ভোগ করবেন।
খ) মেয়াদ পূর্তিতে ইচ্ছে করলে বীমাগ্রাহক বার্ষিক পেনশনের দশগুনের ৫০% সমর্পন করে নগদ সুবিধা এবং বাকী ৫০% পেনশন হিসাবে ভোগ করবেন।
মৃত্যুজনিত সুবিধা
পলিসি চলাকালীন সময়ে বীমাগ্রাহকের মৃত্যুতে বার্ষিক পেনশনের দশগুণ তার মনোনীতককে এবং পেনশন শুরু হওয়ার দশ বছরের মধ্যে(গ্যারেন্টেড সময়ে)বীমাগ্রাহক মৃত্যুবরণ করলে অবশিষ্ট গ্যারেন্টেড সময়ের পেনশন তার মনোনীতককে প্রদান করা হবে।
বার্ষিক পেনশনের সীমা
সর্বনিম্ন বার্ষিক পেনশন ১২,০০০/- টাকা
সর্বোচ্চ বার্ষিক পেনশন ১২,০০,০০০/- টাকা
প্রিমিয়াম প্রদানের মেয়াদ
সর্বনিম্ন ৫ বছর।
সর্বোচ্চ ৪০ বছর।
পেনশন শুরুর বয়স
সর্বনিম্ন বয়স ৪০ বছর।
সর্বোচ্চ বয়স ৬০ বছর।
সমর্পণ
অন্ততঃ দু’বছর প্রিমিয়াম পরিশোধ করার পর পলিসি হ্রাসকৃত বীমায় রুপান্তরিত করার সুবিধা (Paid Up) ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। এবং কোম্পানীর কাছে বীমা গ্রাহকের কোন দায় থাকলে সেই দায় সমন্বয় করে সমর্পন মূল্য গ্রহন করতে পারবেন।
পূনর্বহাল
যদি বীমাটি সমর্পন মূল্য অর্জন না করে থাকে এবং অনুগ্রহকালের মধ্যে বীমাগ্রাহক প্রিমিয়াম জমা না দেন তাহলে পলিসিটি তামাদি হয়ে যায়। এ সকল তামাদি পলিসি পরবর্তী যেকোন সময়ে (প্রিমিয়াম দেয়া বন্ধ হওয়ার তারিখ থেকে পাঁচ (৫) বছরের মধ্যে) বিলম্ব মাশূল সহ বকেয়া প্রিমিয়াম ও অন্যান্য পাওনা থাকলে তা পরিশোধ করে এবং পুনর্বহাল সংক্রান্ত অবলিখন চাহিদা পূরন সাপেক্ষে পলিসিটি পূনর্বহাল করা যাবে।
বর্জন
আত্নহত্যা(বীমাটি গ্রহন করার কিংবা পুনঃবহাল করার দুই বছরের মধ্যে ), যুদ্ব, এইডস, পূর্বে বিদ্যমান অবস্থা বা পরিকল্পে উল্লেখিত ব্যতিক্রম এর কারনে মৃত্যু হলে সেক্ষেত্রে এই পরিকল্পে কোন বীমা দাবী প্রদান করা হবে না।
পলিসি লোন
সমর্পণ মূল্যের উপর পলিসি লোন নেয়া যেতে পারে ।
আয়কর রেয়াত
প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় এবং মৃত্যু দাবির টাকাও আয়কর মুক্ত।
প্রিমিয়াম প্রদান পদ্ধতি
প্রিমিয়াম বার্ষিক ভিত্তিতে নেয়া হয়, তবে ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে
প্রিমিয়াম প্রদান করা যায়। সে ক্ষেত্রে হিসাব নিম্নরুপ
ষান্মাসিক প্রিমিয়াম কিস্তি = বার্ষিক প্রিমিয়াম X ০.৫১
ত্রৈমাসিক প্রিমিয়াম কিস্তি = বার্ষিক প্রিমিয়াম X ০.২৬
মাসিক প্রিমিয়াম কিস্তি = বার্ষিক প্রিমিয়াম X ০.০৯
নিরাপদ প্রিমিয়াম প্রদান পদ্ধতি:- ব্যাংক ইএফটি / চেক / মোবাইল ব্যাংকিং (নগদ টাকা গ্রহনযোগ্য নয়)।
উদাহরন:-
বয়স ২০ বছর, বীমার মেয়াদ ২৫ বছর ,পেনশন শুরুর বয়স ৪৫ বছর, এবং বার্ষিক পেনশন ২,৪০,০০০ টাকা । আনুমানিক মূল প্রিমিয়াম ৬৩,১৯২ টাকা (বার্ষিক) , মাসিক পেনশন ৫,৬৮৮ টাকা ।
আস্থা পেনশন পরিকল্প প্রদেয় সুবিধা;
আস্থা পেনশন পরিকল্প
প্রদেয় সুবিধা
পলিসি চলাকালীন সময়ে বীমাগ্রাহকের মৃত্যুতে
(২,৪০,০০০*১০)= ২৪,০০,০০০ টাকা
গ্যারান্টিযুক্ত সময়কালে পেনশন সুবিধা
কমপক্ষে ১০ বছরের জন্য ২৪,০০,০০০ টাকা বার্ষিক পেনশন পাবেন। তারপরে ও বেঁচে থাকলে আজীবন পেনশন পাবেন।

12/07/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Life Insurance - আস্থা লাইফ ইন্সুরেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share