SADIA ISLAM

SADIA ISLAM Assalamuaalaikum ❤
( Practicing Muslim )
Hit the follow button ?

11/06/2024

চুপ থাকা এমন একটি পরিশ্রমহীন ইবাদত; ফেরেশতারা কিছু লিখতে পারেন না, শয়তান কিছু বুঝে উঠতে পারে না! হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়; আল্লাহ ছাড়া কেউই জানতে পারে না! ❤️

__( কথা : সংগৃহীত )

10/06/2024

কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে আল্লাহই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো আচরণ করা উচিত নয়। 😊

07/06/2024

শুক্রবার দরূদ পাঠের দিন!

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
অর্থ : হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন!

রাসুল (সাঃ) বলেন: যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তা'আলা তার উপর দশটি রহমত বষর্ন করেন।
(মুসলিম-৮৯৮)

07/06/2024

Tahajjud is really powerful. Your heart heals in tahajjud. Your duas get answered in tahajjud. You get closer to Allah in tahajjud. You get the ability to bear the calamities very easily if you pray tahajjud consistently. You get peace in tahajjud. Tahajjud leads to "kun" destinations. Tahajjud leads to miracles.❤️

06/06/2024

কখনো ব্যর্থ হলে🙂

সিজদায় পড়ে যেও, সফলতার পথ
আল্লাহ দেখাবেন🥰🥰

ইনশাআল্লাহ 💝

Eventually you will realise why people choose to be alone over outings, why they stop facing people they used to love.Ne...
01/02/2024

Eventually you will realise why people choose to be alone over outings, why they stop facing people they used to love.
Never tell them that they have changed. Instead, ask yourself if you are a reason of their sudden change.

Thanks.🫰

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।- আরিফ আজাদ।
31/01/2024

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।
- আরিফ আজাদ।

We never lose friends, we simply learn who the real ones are.🫰
08/01/2024

We never lose friends, we simply learn who the real ones are.🫰

03/01/2024

অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ, অল্প আহার স্বাস্থের সহায়ক, অল্প ঘুম উপসনা স্বরূপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদ রাখে।
--হযরত ওমর (রাঃ)।

23/12/2023

“প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে। হয় নেয়ামতের পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ-দুর্দশার পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল।”

19/12/2023

অন্যের গীবত করে না এমন মানুষ কমই আছে। অথচ সব মানুষই নিজের গীবত অপছন্দ করে। অদ্ভুত বৈপরীত্ব।
—শায়েখ আতিক উল্লাহ হাফিঃ

01/12/2023

প্রায়ই কঠিন সময়ে কাউকে পাশে পাওয়া যায় না কেন জানেন? কারণ আল্লাহ বুঝাতে চান যে ‘তোমার জন্য কেবল এবং কেবলমাত্র আমিই আছি। আর কেউ না।’💞
🦋

29/11/2023

কবর যত পুরাতন হবে জিয়ারত ততো কমিয়ে দিবে প্রিয়জনরা!
আর তুমি রবকে আপন না করে,
মানুষ আর দুনিয়াকে আপন করলে?

বোকা নফস!

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন।তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন।নিজেকে...
27/11/2023

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন।তারপর চারদিকে তাকান,
ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন।
নিজেকে বলুন, এটা আপনার নিয়তি,
এখানেই আপনাকে থাকতে হবে, এখানেই আপনাকে বাঁচতে হবে।

সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না, আর যদি ভালো
থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে আল্লাহর জন্য বাঁচুন, বেঁচে থাকুন!

কথা:সংগৃহীত।

27/11/2023

❝আমরা খুব কমই আল্লাহ্ কে স্মরণ করি এবং খুব কমই কুরআন খুলে দেখি। এবং তারপর আমরা আশ্চর্য হই কেন আমরা সুখী নই❞

~ ড. বিলাল ফিলিপস

26/11/2023

Power of Quran.

সূরা ইয়াসিনঃ সকল ইচ্ছা পূর্ণ করে!
সূরা আর রাহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে"
সূরা মুলকঃ কবরের আযাব থেকে রক্ষা করে'
সূরা ওয়াক্বিয়াহ্ঃ ক্ষুধা নিবারন করে'

সুবহানআল্লাহ 💗

তুমি কারো উপকার করেছো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না, এমনটা খুব কম ঘটে’।আজ একজন ভাইয়ের মুখে শোনা চমৎকার একটা কথা! ক...
20/11/2023

তুমি কারো উপকার করেছো, কিন্তু সে তোমার কোনো ক্ষতি করবে না, এমনটা খুব কম ঘটে’।

আজ একজন ভাইয়ের মুখে শোনা চমৎকার একটা কথা! কথাটা এতো জীবনঘনিষ্ঠ যে—দেয়ালে বাঁধাই করে রাখার মতো।

একজনের গল্প জানি যিনি নিজের একটা ব্যবসা শুরুর সময়ে কেবল ‘পরিচিত’, ‘দ্বীনি ভাই’, ‘ভালো মানুষ’ এসব ভেবে কয়েকজনকে সাথে রেখেছিলেন৷ কোনো যোগ্যতা বিবেচনায় যাননি। যাদেরকে ব্যবসায় নিচ্ছেন তাদের প্রায় সবাই তখন খুব স্ট্রাগল করে জীবন নির্বাহ করছে।

তারপর সেই ব্যবসা সাঁই সাঁই করে বড় হলো৷ প্রত্যেকের জীবনে আড়ম্বরতা আসলো। জীবনমান উন্নত হলো অনেকগুণ।

যিনি একদিন অন্য সকলকে একসাথে নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, তাদের কেউ কেউ এখন সেই লোকটার সাথে চোখ রাঙিয়ে, আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়িয়ে কথা বলে।

ওই যে, ‘কারো উপকার করেছেন, কিন্তু সে যে আপনার ক্ষতি করবে না, এমনটা কম ঘটে’।

'মানুষ বড়ই অকৃতজ্ঞ’।
আল কুরআন, সূরা আল-হাজ্জ, আয়াত-৬৬

- আরিফ আজাদ।

19/11/2023

তুমি কি জান না যে, নিশ্চয় আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহর? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই।🖤✨

[সূরা: আল-বাকারা ;১০৭]

17/11/2023

“রিজিক ও জীবন—দুটো যেন এক পয়সারই এপিঠ-ওপিঠ। কারণ, দুটোই নিশ্চিত। যতক্ষণ তুমি জীবিত আছো, রিজিক আসবেই। একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনে রেখো সেটা তাঁর প্রজ্ঞা। কারণ, আরেকটি দরজা ঠিকই খুলে যাবে তাঁর রহমতস্বরূপ। পুরষ্কার হিসেবে যেটা কিনা আরও বড় হতে পারে...”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[আল-ফাওয়ায়িদ, ৭৯]

জীবনের অন্যতম সেরা জিনিস হলো একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া, যার কাছে কোনো সংকোচ ছাড়াই মনের কথা শেয়ার করা যায়!' 🤎💛
16/11/2023

জীবনের অন্যতম সেরা জিনিস হলো একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া, যার কাছে কোনো সংকোচ ছাড়াই মনের কথা শেয়ার করা যায়!' 🤎💛

15/11/2023

একজন সাহাবী জাহাজে সফর করছেন। সফরকালে তিনি সুঁই দিয়ে সেলাই করছেন। হঠাৎ তাঁর সুঁইটি পানিতে পড়ে যায়।

তিনি আল্লাহর কাছে দু’আ করেন, “হে আল্লাহ! আমার সুঁই পানিতে পড়ে গেছে। আপনি তো জানেন এই সুঁইটি আমার কতো প্রয়োজন। আমার জন্য সুঁই ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু, আপনার পক্ষে সবই সম্ভব। হে আল্লাহ! আমাকে সুঁইটি ফিরিয়ে দিন!”

দু’আ শেষ হতেই পানির ওপর সুঁই ভেসে আসে আর তিনি উঠিয়ে নেন।

সেই সাহাবীর নাম আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু।

©আরিফুল ইসলাম।

তথ্যসূত্র:
ইবনুল জাওযি, সিফাতুস সাফওয়া: ৩/২৬৬।
(ইলহাম প্রকাশন থেকে প্রকাশিতব্য ‘সাহাবিদের কারামত’ বই থেকে নেয়া।)

14/11/2023

একটি সুন্দর হাদিস। ধরুন কেউ আপনার সামনে গীবত করলো। আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

রাসুল ﷺ বলেন,

مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ
يُعْتِقَهُ مِنَ النَّارِ

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে, ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)

12/11/2023

আমি কোরআনের ৯০ জায়গায় পেয়েছি,আল্লাহ বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং রিজিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছে, ❝শয়তান তোমাদের কে অভাব অনটনের ভয় দেখায়❞ [সূরা বাক্বারাহঃ২৬৮]

সত্যবাদিতায় আল্লাহ অতুলনীয়, তাও আমার তার নব্বই (৯০)টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান তার কথার উপর গভীর বিশ্বাস রাখি! 🙂

~ হাসান বাসরি (রহ.)

09/11/2023

ইস্তিগফার বান্দাকে অপছন্দনীয় কর্ম থেকে পছন্দনীয় কর্মের দিকে নিয়ে যায়, ত্রুটিপূর্ণ কর্ম থেকে পরিপূর্ণ কর্মের দিকে ধাবিত করে, মর্যাদার নিম্নস্তর থেকে উচ্চ ও পূর্ণাংগ স্তরের দিকে নিয়ে যায়।

~ শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ [রাহ.]
[ মাজমুঊল ফাতাওয়া: ১১/৬৯৬]

06/11/2023

When sadness fill your heart and tears flow in your eyes, always remember three things:

♡ Allah is with you
♡ Still with you
♡ Always with you

05/11/2023

যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো!❤️
||সূরা: ইব্রাহীম:০৭||

🙂
30/10/2023

🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SADIA ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share