Nature Heals

Nature Heals Love to share my captured natural views �

রবি ঠাকুর বলেছিলেন-পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না।সত্যিই তো!আজ অবধি দেখি নাই;কেউ জীবন থেকে হারিয়ে গেল...
01/01/2025

রবি ঠাকুর বলেছিলেন-পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না।

সত্যিই তো!আজ অবধি দেখি নাই;কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে!শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়।

কত ভালোবাসা,মনের টান,কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে।

জীবনানন্দ দাশের একটা কথা আছে-প্রেম ধীরে মুছে যায়,নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই!মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে,শুধু প্রেম আদান-প্রদানের মানুষটার রদবদল হয়.

13/12/2024
06/12/2024

😍

"ভালবাসা চাইবেন, প্রিয় সঙ্গী চাইবেন অথচ ভালবাসবেন না,তাকে ভালো বলবেন না, তার জন্য সময় রাখবেন না! মূল্যায়ন করবেন না, মর্য...
16/11/2024

"ভালবাসা চাইবেন, প্রিয় সঙ্গী চাইবেন অথচ ভালবাসবেন না,তাকে ভালো বলবেন না, তার জন্য সময় রাখবেন না!
মূল্যায়ন করবেন না, মর্যাদা দেবেন না!
💑ভালবাসা হবে?"

বলুন তো!

বড় হয়ে উঠাই যেন সমস্ত কষ্টের কারণ। অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমা হতে থাকে ভারি ভারি সব চাপা আর্তনাদ। বড় হওয়ার সাথে সা...
18/10/2024

বড় হয়ে উঠাই যেন সমস্ত কষ্টের কারণ।
অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমা হতে থাকে ভারি ভারি সব চাপা আর্তনাদ।

বড় হওয়ার সাথে সাথে এমন আরো অনেক অপারগতায় আটকে যাওয়াই যেন জীবন।

আহারে!🥀

ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখি...
17/09/2024

ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো।

পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো।

রাত বাড়ছে!!
হাজার বছরের পুরনো সেই রাত!!!
-জহির রায়হান

প্রেম বইল্যা কিছুই নাই 🤣💔
08/09/2024

প্রেম বইল্যা কিছুই নাই 🤣💔

শব্দের প্রতি মুগ্ধতা থাকলেও চিঠি পাওয়া হয় না... চিঠি দিবসের শুভেচ্ছা! 🥀©️
01/09/2024

শব্দের প্রতি মুগ্ধতা থাকলেও চিঠি পাওয়া হয় না... চিঠি দিবসের শুভেচ্ছা! 🥀

©️

“I just belong to everything quiet, simple, and peaceful.” 🌿
26/08/2024

“I just belong to everything quiet, simple, and peaceful.” 🌿

“It's important to understand that life is not a race, whatever Allah has written for you will reach you at the perfect ...
19/08/2024

“It's important to understand that life is not a race, whatever Allah has written for you will reach you at the perfect time, not early nor late.” 💕

Sunset's glow ❤️🧡💛
23/06/2024

Sunset's glow ❤️🧡💛

যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক!'🖤
17/05/2024

যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক!'🖤

এমন কয়েকজন মানুষকে ম্যানশন দিন! ❤️যাদের সাথে দেখা করে এক কাপ চা খাওয়ার  প্রবল ইচ্ছে থাকা সত্বেও  পরিস্থিতির কারণে সেটা স...
30/11/2023

এমন কয়েকজন মানুষকে ম্যানশন দিন! ❤️
যাদের সাথে দেখা করে এক কাপ চা খাওয়ার প্রবল ইচ্ছে থাকা সত্বেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না!

কিছু কিছু সময় তাদেরও জানা উচিৎ, আপনি তাদের ভীষনভাবে মিস করেন... 🥀

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি। এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এই আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতন হয়নি, ...
24/11/2023

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি। এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এই আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতন হয়নি, হবে না..... 🥀

খুব কাছের মানুষ সত্যের মতন করে মিথ্যে বললে আমি বুঝতে পারি; আমার জীবনের সবচেয়ে বড় অসুখ এটাই 🥀
04/10/2023

খুব কাছের মানুষ সত্যের মতন করে মিথ্যে বললে আমি বুঝতে পারি; আমার জীবনের সবচেয়ে বড় অসুখ এটাই 🥀

Sometimes photo can heal your soul 🌿
03/10/2023

Sometimes photo can heal your soul 🌿

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature Heals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share