Cooking With Reshma

  • Home
  • Cooking With Reshma

Cooking With Reshma Delicious homemade dishes to share with your family and friends.

ডিম গুলো দিয়ে দে খোকা😡😡😡খোকা: ডিমের যা দাম তাড়াতাড়ি পালাই😃😃😃
14/12/2023

ডিম গুলো দিয়ে দে খোকা😡😡😡
খোকা: ডিমের যা দাম তাড়াতাড়ি পালাই😃😃😃

প্রিয় মানুষটির জন্য তৈরী করা নাশ্তা যদি হয় এমন😍
09/12/2023

প্রিয় মানুষটির জন্য তৈরী করা নাশ্তা যদি হয় এমন😍

এ যেনো সেই রুপকথার গল্পের নায়িকা❤❤ড্রেসগুলোর কথা আর নাইবা বললাম💟
08/12/2023

এ যেনো সেই রুপকথার গল্পের নায়িকা❤❤
ড্রেসগুলোর কথা আর নাইবা বললাম💟

🤣🤣🤣🤣🤣🤣
26/09/2023

🤣🤣🤣🤣🤣🤣

এতো সুন্দর তরমুজ তো খেতে মন চাইবে না❤❤
28/07/2023

এতো সুন্দর তরমুজ তো খেতে মন চাইবে না❤❤

We badly need this Fire Hydrant in Bangladesh💯A fire hydrant is a point where firefighters can get access to and connect...
04/04/2023

We badly need this Fire Hydrant in Bangladesh💯
A fire hydrant is a point where firefighters can get access to and connect into a water supply. It maybe underground or a pillar type above ground. A hydrant is an important component of active fire fighting.

03/10/2022

গ্রোসারি শপ থেকে একদম ফ্রেশ ফ্রেশ ডালিমের জুস😋😋😋

জানতাম না তো!!!বেশি বেশি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন...
25/09/2022

জানতাম না তো!!!
বেশি বেশি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন...

Beautiful Holland❤❤
12/09/2022

Beautiful Holland❤❤

02/09/2022

কোনো এক ছোট্ট শহরে❤

মাছ ধরা শেষ 😄কিভাবে রান্না করলে আপনারা খুশি হবেন?
28/08/2022

মাছ ধরা শেষ 😄
কিভাবে রান্না করলে আপনারা খুশি হবেন?

আমি কি দেখলাম🙈🙈🙈🙊🙊
11/08/2022

আমি কি দেখলাম🙈🙈🙈🙊🙊

Chilli ❤❤
04/08/2022

Chilli ❤❤

তেলাকুচা🌿 এটি আগাছা হিসেবে ঝোপঝাড়ে জন্মায়, শাকসবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, ভেষজ গাছ হিসেবে ব্যবহার হয়, অনেক দেশে বাজ...
12/07/2022

তেলাকুচা🌿

এটি আগাছা হিসেবে ঝোপঝাড়ে জন্মায়, শাকসবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, ভেষজ গাছ হিসেবে ব্যবহার হয়, অনেক দেশে বাজিনিজ্যিকভাবে চাষাবাদ ও করা হয়।
এই শাক খেলে খাবারের রুচি বাড়ে এবং পেটের গোলমাল কমে। পেটে সমস্যা এবং বদহজমের জন্য এই শাক খাওয়ার রেওয়াজ আছে।
তেলাকুচা প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে ডায়বেটিক নিয়ন্ত্রণে রাখতে পারে।
এটি প্রোটিন এবং চর্বি ভাঙতেও সহযোগিতা করে, স্থুলতা কমায়।

08/07/2022

Heaven on Earth❤❤
Location: Portugal

কুরবানি ঈদ স্পেশাল রেসিপি❤❤আমরা অনেকেই বিফ স্টেক খেতে পছন্দ করি না কারণ ইটা বাংলাদেশী রেসিপির মতো না,তাই আমি চেষ্টা করেছ...
07/07/2022

কুরবানি ঈদ স্পেশাল রেসিপি❤❤
আমরা অনেকেই বিফ স্টেক খেতে পছন্দ করি না কারণ ইটা বাংলাদেশী রেসিপির মতো না,তাই আমি চেষ্টা করেছি আমাদের স্বাদ অনুযায়ী বানাতে আশা করি রেসিপি টি আপনাদের ভালো লাগবে😋😋😋😋

Welcome to Cooking with Reshma, dedicated to passionate food lovers. @@ below@@: # 500 gm beef steak # ...

02/07/2022

Little chef in the world❤️

30/06/2022

❤❤❤

সিলেট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা পরিস্থিতি পূর্ববর্তী বন্যার চেয়েও অনেক ভয়াবহ। কিছুদিন...
18/06/2022

সিলেট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা পরিস্থিতি পূর্ববর্তী বন্যার চেয়েও অনেক ভয়াবহ। কিছুদিন আগে যে বন্যা হয়েছিলো, তার রেস কাটতে না কাটতে আবারও এরকম ভয়াবহ বন্যা থেকে একমাত্র আল্লাহ্‌-ই আমাদের উদ্ধার করতে পারেন।
পরম করুনাময় মহান আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের এই দূর্যোগ পরিস্থিতি থেকে রক্ষা করেন। আমিন ।

05/06/2022

Afternoon Coffee❤

30/05/2022

গীবতকারীদের জন্য এটা🤣🤣🤣

লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে, যা শরীরে শর্করা তৈরি রোধ করে। এরা আমাদের যকৃতে গ্লুকোজ উৎপাদন ও চর্বি ভাঙ...
26/05/2022

লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে, যা শরীরে শর্করা তৈরি রোধ করে। এরা আমাদের যকৃতে গ্লুকোজ উৎপাদন ও চর্বি ভাঙতে বাধা দেয়। খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

এই রাসায়নিকগুলোর প্রভাবে শিশুর শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা দেয়। টক্সিনগুলো মস্তিষ্কে চলে যায়। মেটাবলিক এসিডোসিস দেখা দেয়।

এক্ষেত্রে সুস্থ-সবল শিশুর হঠাৎ খিঁচুনি আর বমি শুরু হয়, তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তারা। আর এভাবে আক্রান্ত অর্ধেকেরও বেশি শিশু মারা যায়।

বিশেষ করে যেসব শিশু খুব হালকা–পাতলা ও অপুষ্টির শিকার এবং ২ থেকে ১০ বছর বয়সী—তাদেরই ঝুঁকি বেশি।

আধা পাকা ও কাঁচা লিচুতে এই সমসা হওয়ার আশঙ্কা বেশি।

তাই বাচ্চাকে লিচু খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, লিচু যেন পাকা হয় এবং শিশু যেন খালিপেটে লিচু না খায়।

★তথ্যঃ
পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন
সিনিয়র পুষ্টিবিদ
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
খুলশি, চট্টগ্রাম

প্রিয়জনদের কবরের কাছে যাবেন, প্রতিদিন বা সপ্তাহে একবার, আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত।▪️যখন কোনো মুসলিম...
21/05/2022

প্রিয়জনদের কবরের কাছে যাবেন, প্রতিদিন বা সপ্তাহে একবার, আর না পারলে অন্তত মাসে একবার হলেও যাওয়া উচিত।

▪️যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রূহকে ফেরত দেন। (আল-ইসতিযকার, ১/১৮৫; আর-রূহ ইবনুল কাইয়্যিম রহ. পৃষ্ঠা ৫)
হাঁটতে চলতে কখনো তাদের কথা মনে পরলে দুয়া করবেন, নামাজের পর মোনাজাতে তাদের নামটা আল্লাহর কাছে বলতে ভুলবেন না। প্রতিদিন না পারলেও যখনই সম্ভব হবে এক্সট্রা দশটা টাকা হলেও কোন অসহায়কে দিবেন, নিয়ত করে নিবেন যেনো আল্লাহ তা'য়ালা সকল মুসলমানদের কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের সাথে কবরকে সম্পৃক্ত করে দেন।

▪️মাইয়্যেতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো গোলাম আযাদ, সাদকা, তার জন্য ইস্তিগফার, দো‘আ ও তার পক্ষ থেকে হজ আদায়। (রূহ, পৃষ্ঠা ৩৪৫)
মনে রাখবেন, তারা আপনার দিকে অধির আগ্রহে তাকিয়ে আছেন; যদি কিছু দেন! যদি কিছু দেন!! আপনিও একদিন চলে যাবেন। যদি আপনি আপনার প্রিয়জনদের ভুলে থাকেন, তাহলে আপনার পর আপনার প্রিয়জনরাও আপনাকে ভুলে থাকবে।

▪️জান্নাতে কোনো কোন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, 'কীভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেলো?' তখন তাকে বলা হবে, 'তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, তাই।' (ইবনু মাজাহ: ২/১২০৭, মাজমাউয যাওয়াইদ: ১০/২১০, সিলসিলা সহিহাহ: ৪/১৭২)
অন্ধকার কবরে আপনি অপেক্ষায় থাকবেন শতবছর, কিন্তু আপনার ডাকবাক্সে কখনো কোন চিঠি আসবেনা! কখনো ফিরিশতা মারফত এই ফরমান পৌঁছবেনা যে,
"তোমার প্রিয়জনদের দুয়ার উসিলায় আল্লাহ্ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।"

This RV is EPIC! 😱
20/05/2022

This RV is EPIC! 😱

14/05/2022

আমার বারান্দায় কি দেখলাম!

আমাদের সুন্নাতসমূহ ❤️❤️
12/05/2022

আমাদের সুন্নাতসমূহ ❤️❤️

09/05/2022

কে কে ঘর সাজানোর জিনিস পছন্দ করেন?

02/05/2022

Eid Mubarak ❤

27/04/2022

Sometimes you just need to be alone and let your tears out❤🌹

রমাদানের এই পবিত্র দিনগুলোয় আপনার সন্তানদের জন্য দুআ করুন এবং এটি অন্য বাবা-মাদের কাছে পৌঁছে দিন যেন তারাও তাদের সন্তানদ...
26/04/2022

রমাদানের এই পবিত্র দিনগুলোয় আপনার সন্তানদের জন্য দুআ করুন এবং এটি অন্য বাবা-মাদের কাছে পৌঁছে দিন যেন তারাও তাদের সন্তানদের জন্য দুআ করতে পারেন❤❤

🤲 ইয়া আল্লাহ! তাদের জীবনে, তাদের স্বাস্থ্য এবং ধন-সম্পদে এবং তারা নিজ সম্মতিতে আপনার প্রতি যে আনুগত্য প্রকাশ করে তাতে বারাকাহ এবং আ’ফিয়াহ দান করুন।

🤲 ইয়া আল্লাহ! তাদের দুর্বলতা এবং অসুস্থতাকে শক্তিতে রূপান্তর করুন এবং ওয়াসওয়াসা থেকে তাদের রক্ষা করুন ... তাদের দেহ, কান ও চোখ, প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ এবং পেশীগুলিকে আ’ফিয়াহ, সম্পূর্ণ সুরক্ষা এবং বারাকাহ দান করুন।

🤲 এবং আপনার রহমতের সাথে, তাদেরকে সমস্ত বিপর্যয়, পাপ, বিভ্রান্তি ও ত্রুটি থেকে রক্ষা করুন। হে আল্লাহ! তাদেরকে আপনার আনুগত্যকারী করুন, তাদেরকে আপনার বাধ্যগত করুন, তাদেরকে আপনার বাধ্যগত করুন।

🤲 ইয়া আল্লাহ! তাদেরকে ধর্মপরায়ণ, শ্রদ্ধাশীল এবং ভাল আচরণের সাথে গড়ে তুলতে আমাকে সহায়তা করুন।

🤲 ইয়া আল্লাহ! তারা যেন দুনিয়া এবং আখিরাতে আমার জন্য খাইর এবং মঙ্গলের উৎস হতে পারে সেই তৌফিক দান করুন।

🤲 ইয়া আল্লাহ! আমার সন্তানদের হৃদয়ে আপনার প্রতি ভালবাসা দিন এবং আমার বাচ্চাদের আপনার এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্যগত করুন।

🤲 ইয়া আল্লাহ! আমার সন্তানদের দুনিয়া এবং আখিরাতে সাফল্য এবং একটি উচ্চ মাকাম দান করুন।

🤲 ইয়া আল্লাহ! তাদেরকে মুত্তাকী, সর্বাধিক আল্লাহ্‌ সচেতন, সর্বাধিক উদার, সর্বাধিক দানশীল, সর্বাধিক সম্মানিত, সবচেয়ে জ্ঞানী ও সর্বাধিক আন্তরিক পরামর্শদাতা হতে সক্ষম করুন।

আমীন, ইয়া রাব্বুল আ’লামীন!!

[Collected from tarbiyah group]

21/04/2022

_তওবা🌸

"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-❤️

-পড়া হলে আলহামদুলিল্লাহ ✔️

20/04/2022

তুমি নামাজ পড়া শুরু করো আর নামাজ তোমাকে বদলাতে শুরু করবে!😌

ইনশা আল্লাহ!😊🥀🖤

❤
18/04/2022

15/04/2022

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন,
যে তুমি খুশি হয়ে যাবে ❤

(সূরা আদ দূহা:৫)

12/04/2022

The Power Of "সূরা মূলক"❣️

মনে করুন,আপনি মারা গেছেন,আপনার জানাজার নামাজ শেষ,আপনাকে কবরে রাখা হলো।
আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য!
কিন্তু,তাঁরা আসছে না!অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো!
আপনি ভাবলেন,এ কেমন কথা!প্রশ্ন-উত্তর কই!?
তখন আপনার মনে পড়লো প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই!
কবর আজাবেরও কোনো চান্স নাই।
অতঃপর,রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'!❤️
(তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে)।

৩০ টা আয়াতের ছোট্ট একটা সূরা,বাট কতো পাওয়ারফুল এই সূরাটা।
আপনি মন থেকে চাইলেই প্রতি এশার নামাজের পরে অথবা ঘুমাতে যাওয়ার আগে এই সূরাটা পাঠ করতে পারেন।
আপনার মূল্যবান জীবনের খুবই মূল্যবান সময় থেকে বড়জোর ৮-৯ মিনিট সময় খরচ হবে।
আর এর বিনিময়ে আপনি পাবেন চিরস্থায়ী জান্নাত।
আল্লাহ আমাদের সবাইকে সূরা মূলক তিলাওয়াত করার তৌফিক দান করুক।আমীন!!

 #রোজায় ইফতার নিয়ে খুবই জরুরী কথা #রোজা রেখে ইফতার করার সময় কোনদিনই প্রথমে যেকোন ধরণের শরবত পান করবেন না। প্রথমেই দু একট...
31/03/2022

#রোজায় ইফতার নিয়ে খুবই জরুরী কথা #

রোজা রেখে ইফতার করার সময় কোনদিনই প্রথমে যেকোন ধরণের শরবত পান করবেন না। প্রথমেই দু একটি খেজুর খেয়ে হাফ লিটার বিশুদ্ধ পানি পান করবেন। শরবত পান করতে চাইলে অবশ্যই ১৫/৩০ মিনিট পরে পান করবেন।
সারাদিন রোজা রাখার কারণে আপনার শরীরে খাদ্যের চাইতে সবচেয়ে বেশী পানির চাহিদা সৃষ্টি হয়। যদি আপনি খুব দ্রুত আপনার শরীরের পানির চাহিদা পূরণ করতে চা্ন তবে প্রথমেই হাফ লিটার পানি পান করে ফেলুন। এই পানি খুব দ্রুত শরীরের বিভিন্ন জায়গায় পৌছে যাবে। এবং শরীরকে স্বাভাবিক রাখতে থাকবে।

কিন্তু আপনি যদি প্রথমেই শরবত বা ফলের রস বা এজাতীয় তরল পদার্থ পান করেন তাহলে এরগুলোর সাথে থাকা পানি শরীরের বিভিন্ন জায়গায় প্রয়োজন মত পৌছাতে সময় লাগবে। কারণ তখন এই শরবত বা ফলের রস বা অন্য তরল পদার্থগুলো পাকস্থলীতে পৌঁছানোর পরে বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরেই পানি আপনার শরীরের বিভিন্ন অবস্থানে পৌঁছায়। এটি সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রক্রিয়াগুলোতে প্রথমেই শরীরের কোষে কোষে পানির আগে গ্লোকোজ পৌছে যায়। ফলে শরীরের কোষে কোষে বার্নিং কর্মকান্ড আরো বেড়ে যায়। এতে শরীরে আরো পানির চাহিদা বেড়ে যায়। আপনার তেষ্টা পেতে থাকবে আরো অথচ আপনি প্রচুর শরবত পান করেছেন এবং তরল পদা্র্থে আপনার পেট ভর্তি হয়ে আছে। এই সময়ে আপনার শরীরে অসোয়াস্তি হতে থাকে। খুব বেশী দুর্বল বা পরিশ্রান্ত লাগতে থাকে। আপনার মনে হতে থাকে যে, রোজা খুব কষ্টকর। বেশীর ভাগ লোক এই কারণেই তারাবী নামাজ পড়তে অলস্য বোধ করেন। স্বাভাবিক হতে কয়েক ঘন্টা লেগে যায়।
কিন্তু আপনি যদি ইফতারের প্রথম থেকেই কমপক্ষে আধ লিটার পানি পান করে নিন তাহলে আপনি প্রথম থেকে স্বাভাবিক থাকবেন। কোন ধরণের অস্বোস্তি , পরিশ্রান্ত বা দুর্বলতা বোধ হবে না। তারাবী নামাজ পড়তে আনন্দ বোধ করবেন। সেসাথে রোজা রাখতে আপনি খুবই উতফুল্ল বোধ করবেন। মনে যেমন শান্তি থাকবে তেমনি থাকবে মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা।

মনে রাখবেন রসুল (সঃ) ইফতারের সময় প্রথমেই দুতিনটি খেজুর খেয়ে পানি পান করে নামাজ পরতে চলে যেতেন।

Fresh Guava❤
09/03/2022

Fresh Guava❤

21/11/2021

Winter Vibes❤

মাছ,মাংসের পাশাপাশি এই খাবারগুলো দিচ্ছেন তো আপনার ছোট্ট বাড়ন্ত শিশুটিকে?শিশুর মানসিক ও শারীরিক বিকাশে এই খাবারগুলোর ভূমি...
16/11/2021

মাছ,মাংসের পাশাপাশি এই খাবারগুলো দিচ্ছেন তো আপনার ছোট্ট বাড়ন্ত শিশুটিকে?শিশুর মানসিক ও শারীরিক বিকাশে এই খাবারগুলোর ভূমিকা অপরিসীম।

এই ভুলগুলো আমরা করছি নাতো!!!!
03/11/2021

এই ভুলগুলো আমরা করছি নাতো!!!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cooking With Reshma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share