Hakaluki BD

Hakaluki BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hakaluki BD, Newspaper, .

সখি তুমি কার?
22/04/2024

সখি তুমি কার?

21/04/2022
12/12/2021

19 Students banned for fake certificate from Bangladesh.

02/10/2021

Anyone interested to do job near University area?

Important September 2021 UK arrival update:For students arriving from a red list country (Bangladesh, India, Nepal, Bhut...
19/06/2021

Important September 2021 UK arrival update:

For students arriving from a red list country (Bangladesh, India, Nepal, Bhutan, Turkey and Other red list countries), if a 10-day hotel quarantine period is required, the University will reimburse you the cost of the hotel stay which is currently £1,750. This will be a great relief for our students from this additional burden of £1,750 hotel quarantine cost upon arrival at UK international airports.

যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন,তাদের হোটেল কোয়ারান্টাইনের ১৭৫০ পাউন্ড বহন করবে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস।

Our pride Minister Md Shahab Uddin MP.
15/06/2021

Our pride Minister Md Shahab Uddin MP.

মৌলভীবাজারের জুড়ীতে গত রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়...

21/05/2021

সিলেটের সমাবেশে ফিলিস্তিনি যুবকের ভাষণ!!!

18/05/2021

আমেরিকার নিউইয়র্কে ফিলিস্তিন ও ইজরায়েল সমর্থকরা মুখোমুখি।।সংঘর্ষ।।পুলিশের হস্তক্ষেপ।।
আল্লাহ আকবার।।

15/05/2021

Protest rally in Cardiff.
Free Palestine, Free humanity.
Stop Genocide,Stop Terrorism.
Boycott Israel.
(Place:Queen Street,Cardiff,United Kingdom)

15/05/2021

ঢাকা বায়তুল মোকাররম মসজিদের সামনে ফিলিস্তিনের পক্ষে সমাবেশে ফিলিস্তিনি যুবকের ঈমান দীপ্ত বক্তব্যে বাংলাদেশের জাতীয় স্লোগান "জয় বাংলা "!!!

Eid Mubarak💜
13/05/2021

Eid Mubarak💜

11/05/2021

New moon of NOT sighted.

Official announcement of the Supreme Court of Saudi Arabia re:

Alhamdulillāh, the moon has NOT been sighted here in Saudi Arabia. Therefore Thursday will be 1st Shawwāl 1442, corresponding to May 13th 2021

May Allāh accept our efforts and allow us to witness another blessed month of Ramadān.

Have a blessed ‘Eed al-Fitr on Thursday.

09/05/2021

যারা ইউকেতে এসেছি,অনেক কিছু ভেবেই এসেছি,এখন সেটেল হতে অনেক ঝামেলা হবে হয়তো, কিন্তু দশ বছরে অনেক সুযোগ আসবে।

আপনার পড়াশুনা ৫বছর,psw পেলে ভালো,নইলে আপনি স্পাউসকে ইউকেতে মাস্টার্স করাবেন,দুইটা এম এ তেই ৪ বছরের বেশি পাবেন স্পাউস হিসেবে।নয় বছরের বেশি চলে যাবে।এতে করে দুজনেরই ডিগ্রি হলো আবার সময় পার হয়ে গেলো।

আপনি এমবিএ লেভেলের হলে,দুইটা এমবিএ করে নিবেন ৫বছর সময় পাবেন,স্পাউস কে দিয়ে করাবেন দুইটা।৮বছর চলে যাবে।ফুলটাইম জবের অফার আছেই। psw দুজনেই পেতে পারেন।

psw সব টাকা জমাবেন যেনো আর ভিসা না বাড়ালেও আপনার কাছে বিশ হাজার পাউন্ড থাকে।

সারাদিনে ২৪ঘন্টা,৮ ঘন্টা জব,১০ ঘন্টা খাওয়া,ঘুম,রান্না।২ ঘন্টা বাসে।আরো ৪ ঘন্টা পড়তে পারবেন।হলিডেতে সারাদিন কাজ করবেন।টাকা জমাবেন,টিউশন ফি দিবেন।রুম শেয়ার করলেই খরচ ৪০০ পাউন্ড এর নিচে চলে আসে।

যদি কিছুই না হয়,বুঝতে পারেন চলে যেতে হবে তখন দিনরাত কাজ করুন,৬ মাসে ৮০০০ পাউন্ড ইউকেতে জমানো যাবেই,আপনিতো চলেই যাবেন,বিশ ঘন্টা নিয়ে আর ভেবেই কি হবে।

যতই কঠিন হোক,বের করে না দিলে ইউকে থেকে কেউ যায়না,টিকে থাকাও যোগ্যতা।সবাই শুধু নিজের খারাপটাই বলে,অন্যদের ভয় দেখায়,ইউকেতে চোখের পলকে সময় যায়।২০০৯_২০ ১৩ এই সময়ে কলেজ ছিলো যা অনেক কাহিনী করছে,স্ক্যাম যাকে বলে,তাহলে ঝামেলা হবেই।এখন সবাই ইউনিভার্সিটিতে আসে,এটা একটা শক্ত ব্যাকগ্রাউন্ড।ইমিগ্রেশন আইন শক্ত মানে মানুষ এই দেশে থাকতে চায়,সুযোগ কাজে লাগান।দশ বছর এ আপনার বয়স ৩০ এর নিচেই থাকবে ব্যাচেলরে আসলে,শক্ত হোন,জীবন দেখুন।প্রতি বছর মানুষ সেটেল হচ্ছে,ক্রিমিনাল রেকর্ড না থাকলে,রিজেক্ট হওয়ার কারন নেই,আর কে ইলিগাল,কার ক্রিমিনাল রেকর্ড আছে আমরা জানিনা তাদের পরামর্শ নিয়ে মন খারাপ না করে যারা বউ বাচ্চা নিয়ে আছে তাদের দেখে শিখি।

(সংগৃহিত)

09/05/2021

ইংল্যান্ডের আকাশে নতুন ইতিহাস💜
টাওয়ার ব্রিজ লন্ডনের উপর মাইকে আজান💜

04/05/2021

আশ্চর্যজনক ইসলাম প্রচার💜
লন্ডনের স্পিকার্স কর্ণারে একজন মুসলিম কিভাবে অমুসলিমদের মাঝে ইসলামের মাহাত্ম্য তুলে ধরে দাওয়াত পৌঁছাচ্ছেন!!

Visa Application Center Bangladesh (vfs) will be opened on 10th of may.
29/04/2021

Visa Application Center Bangladesh (vfs) will be opened on 10th of may.

Vfs closed until lockdown withdrawal(further notice).
28/04/2021

Vfs closed until lockdown withdrawal(further notice).

27/04/2021

#দৃষ্টি_আকর্ষণ
লকডাউনের কারণে যাদের পাসপোর্ট ভিএফএস-এ আটকে আছে কিংবা ফাইল রেডি করেও জমা দিতে পারছেন না তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ভিএফএস খোলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়,ডিসি এবং ভিএফএস কে একটা স্মারকলিপি দিতে পারেন।
যা অনুলিপি হিসেবে প্রেসক্লাবেও এককপি দিতে পারেন নিউজের জন্য।

পাশাপাশি সিলেটের Foreign Education Consultant Association of Sylhet - FECAS এর সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।

গতকাল রাতে হঠাৎ করেই পাহাড়ের গায়ে আগুন জ্বলে ওঠে। নিজ চোখে জীবনের প্রথম দেখা।কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এভাবেই গোলাকৃতির ...
26/04/2021

গতকাল রাতে হঠাৎ করেই পাহাড়ের গায়ে আগুন জ্বলে ওঠে।
নিজ চোখে জীবনের প্রথম দেখা।
কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এভাবেই গোলাকৃতির আগুন চতুর্দিকে ছড়াতে থাকে।

Place: Mountain Ash,South Wales,UK.
Date: 26/04/2021(Sunday, 11.00 pm)

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ'র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি - "মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব...
24/04/2021

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ'র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।

-সংগৃহীত

22/04/2021

টেখা ধইয়া থইলে করোনা ধরতো নায়।😀
লন্ডনের রেস্টুরেন্টে সিলেটী ভাই।😱

20/04/2021

Midnight😱
Pontypridd, University of South Wales area.

সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে নিয়মিত থাকছি আপনাদের সাথে...
20/04/2021

সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে নিয়মিত থাকছি আপনাদের সাথে...




Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hakaluki BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share