21/07/2022
আপনি যদি বাংলাদেশী হোন তাহলে দেশ প্রেমিক হিসেবে
ক্রিকেট ফুটবলের অর্জনে যেমন তাদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাশীল হোন।
তাহলে গত কালের ঘটনায় এক জন ই স্পোর্টসপ্রেমিক হিসেবে এই মানুষগুলোর প্রতিও আপনাদের ভালোবাসা আর শ্রদ্ধাশীল হতে হবে কারন এই ক্রিকেট ফুটবলের আজকের এই সফলতাও হাজারো কষ্ট প্রতিবন্ধকতার পরেই সাফলতা পেয়েছে।
এই টিমগুলো ম্যানেজমেন্ট প্লেয়ারগুলোর প্রতি রইলো FBI Gaming পরিবারের পক্ষ থেকে অজস্র ভালোবাসা আর শ্রদ্ধা ।
তোমাদের ফিরে আসার ওপেক্ষায় রইলাম।