27/12/2024
Facebook এ যারা নিজেদের কে কালা কালা বলে বলে সারাদিন চিল্লায়,
তাদের কে যখন আপনি কালা বলবেন দেখেবেন তাদের মুখ বান্দরের মতো হয়ে গেছে.. Even তারা পারলে আধা ঘন্টা নেকা কান্না কাদবে।
কিন্তু নিজেরাই আবার FB তে এসে নিজেরে কালা প্রমান করার জন্য ওঠে পরে লাগবে, পারলে তো এরা কালার Certificate ও দেখাবে।
"তারা নিজেই মাসি নিজেই পিসি" as like গিরগিটি।
Dear কাকা কালুয়া, আপনারা আগে নিজেদের সুন্দর ভাবতে এবং বলতে শিখুন তারপর অন্যের কাছে আসা করবেন।
আমাদের কাছে আপনি গায়ের রঙের জন্য সুন্দর শুনার আসা করবেন না,
আমরা সুন্দর বলি যখন আপনাকে সুন্দর (গোছানো) লাগে, আপনার ব্যবহার, ভাষা,আপনার মন আমাদের কাছে সুন্দর লাগবে।
আর একটা কথা কালা কালা বলে চিল্লানো একটা ফালতু মানসিকতা।
আপনার কাছে এটা মজার লাগতে পারে, কিন্তু যাদের গায়ের রঙ কালো তাদের কাছে লাগে না।
লজ্জা তো এম্নিতেও নেই আপনাদের, সাথে বিবেক আর Brain ও নেই....