23/01/2025
জীবন রঙে রঙিন শব্দে হিসাব মিলে না চেপে রাখা চোখের নোনা জল আর মিচকি হাসি বিভোর স্বপ্নের ডুইবা মইরা যাই সাদ। স্বপ্নপূরণের এ বাধা বাধিতে বাঁধিতে দেহ থেকে প্রাণটাই উইরা যায়। সবশেষে একটা জিনিসই থাইকা যায় শূন্যতা শূন্যতা শূন্যতা.!!!
শুনছি পূর্ণতা শুধু স্বর্গেই মিলে।
✏️মোঃ জুবায়ের বিজয়