10/09/2021
🔖 আপনার পাপ গোপন রাখুন
🎙️শাইখ সালেহ আল-মাগামিছী
অনলাইনের অনেক বন্ধুকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে, ভাই! আমার টাইমলাইনে যে এতো ইসলামিক পোস্ট, ভিডিও দেখো এগুলো মোটেই আমার দ্বীনদারিত্ব প্রমাণ করে না আমি আসলেই বড় একজন গোনাহগার আর আমি আমার গোনাহ'র ব্যাপারে কাউকে অবগত করি না, যার জন্য আপনি আমাকে দ্বীনদার মনে করে থাকেন।
কিছু ভাই আছেন সবসময় দেখি টাইমলাইনে/স্টোরিতে হারাম গান, হারাম ভিডিও শেয়ার করে আর এটার কারণে আপনার গোনাহটা জারি হতে থাকে যতজন মানুষ এটা দেখবে তার সমপরিমাণ গোনাহ আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। শেষ বিচারের দিন কতটা ভয়ংকর পরিণতি হবে এটার ভাবতে পারছেন?
আপনি আপনার গোনাহ মানুষের কাছে প্রচার করার মানে এই দাঁড়ায় যে আপনি আপনার গোনাহ করে অনুতপ্ত না বরং আপনি এটার ব্যাপারে উদাসীন এবং এটা করে আপনি স্বাদ পাচ্ছেন। আল্লাহ আমাদের রক্ষা করুক। (আমীন)
❖ হুযাইফাহ ইব্নু ইয়ামান (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, বর্তমান কালের মুনাফিকরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কালের মুনাফিকদের চেয়েও জঘন্য। কেননা, সে কালে তারা (মুনাফিকী) করত গোপনে আর আজ করে প্রকাশ্যে।
(আধুনিক প্রকাশনী- ৬৬১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৮) [সহিহ বুখারী, হাদিস নং ৭১১৩]
আমার ফ্রেন্ডলিস্টের অনেককে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভাই দেখুন! গোনাহ আমরা সবাই করি কিন্তু কেউ নিজের গোনাহেকে প্রকাশ করে দেয়, আবার কেউ প্রকাশ করি না। ব্যাক্তিগতভাবে আমি নিজে প্রকাশ করি না বরং কিছু হলাল কন্টেন্ট প্রচার করি যার কারণে আমাকে আপনাদের দ্বীনদার মনেহয় কিন্তু তা আসলেই আমি নয়।
আমি আমার ফ্রেন্ডলিষ্টে যারা আছেন বা এই লেখা যারা পড়ছেন তাদের অনুরোধ করবো যে, আমরা গোনাহ থেকে হয়তো নিজেকে বিরত রাখতে পারছি না কিন্তু নিজের গোনাহ্টা অন্তত কারো কাছে শেয়ার না করি, এমনকি আপনার কাছের বন্ধুর সাথেও না।
আর কেউ যদি টাইমলাইনে এইসব করে বেড়ান
তাহলে আমি অবশ্যই আপনাকে আনফ্রেন্ড করবো যদিও আপনি আমার কাছের কেউ হয়ে থাকেন।
❖ আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি যে, নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হবে। নিজের দোষ-ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে, মানুষ রাতে কোন্ ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এতদ্সত্ত্বেও সে বলে, হে অমুক! গতরাত্রে আমি এ কাজ করেছি। অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল। কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়।
(রাবী যুহায়র (রহঃ) ………. –এর পরিবর্তে …… শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৭২১৫, ই.সে. ৭২৬৭)
সহিহ মুসলিম, হাদিস নং ৭৩৭৫
পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুর কাছে কোন অনুমতি লাগবে না।