Daily Sylhet News

  • Home
  • Daily Sylhet News

Daily Sylhet News This is online news portal in sylhet,
visit: http://www.dailysylhetnews.com
Daily Sylhet News, sototay sorbagre..
(2)

21/12/2023
Israel's Bank of Targets in Gaza! Two Palestinian infants have been murdered in an Israeli airstrike on the Gaza Strip.
08/10/2023

Israel's Bank of Targets in Gaza!

Two Palestinian infants have been murdered in an Israeli airstrike on the Gaza Strip.

07/07/2023

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

25/09/2022

The Holy Prophet Muhammad (saw) said:

4 things make our body sick:

20/06/2022

প্রকাশ্যে যতটুকু সেবা করছেন, গোপনে এর চাইতে বেশি করার চেষ্টা করুন।
অন্যদের সাথে তুলনায় না মেতে নিজের সবটুকু দিয়ে সহায়তা করুন।

19/06/2022

আমরা আছি এখন সিলেটের টুকের বাজারে, এখানে মানুষের দূর্ভোগের অন্ত নেই! আমরা আপনাদের দেখাবো সিলেটের প্রধান কিছু সড়কে পানির অবস্থা।

19/06/2022

বন্যায় অবলা প্রাণী গুলার আর্তনাদ! দেখার কেউ নেই।

ভিডিওঃ তাজুল ইসলাম

18/06/2022

সাবধান ডাকাত পরেছে!
সুনামগঞ্জের হাসন নগরসহ।

সিলেট নগরির প্রায় সব জায়গায় ডাকাতের হামলা! শামীমাবাদ, আখালিয়া,বাঘবাড়ি, কানিশাইল উপশহর ও ডাকাতদের আক্রমণ!

সবাই সতর্কতা অবস্থান করুন।

 #যিলহজ্ব_মাস______________________________♦১) কবে শুরু ? ১১ জুলাই রবিবার যিলক্বদ মাসের ২৯ দিন শেষ হবে। ঐ দিন সন্ধ্যাই চ...
10/07/2021

#যিলহজ্ব_মাস___
___________________________
♦১) কবে শুরু ?

১১ জুলাই রবিবার যিলক্বদ মাসের ২৯ দিন শেষ হবে। ঐ দিন সন্ধ্যাই চাঁদ দেখতে হবে।
♦২) রোযা রাখবো কবে?

যদি চাঁদ ১১ জুলাই সন্ধ্যাই দেখা যায় তাহলে ঐ দিন রাতেই সাহরি খেয়ে ১২ জুলাই সোমবার থেকে রোযা রাখা শুরু করতে হবে।
(সেই ভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন।)
আর যদি ১১ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে ১২ তারিখ সোমবার রাতে সাহরি খেয়ে ১৩ তারিখ মঙ্গলবার থেকে রোযা রাখতে হবে ।।
♦৩) কতগুলো রাখবো?

রোযা মোট ৯ টা ( ১~৯ যিলহজ্জ)। সবগুলো রাখাই উত্তম । সব না পারলে সাধ্যমত রাখবেন। অন্তত কিছু না হলেও শেষের দুটো রোযা ( ৮,৯ যিলহজ্জ ) বা শেষ ( ৯ যিলহজ্জ ) একটা রোযা রাখা উচিত।

এগুলো নফল রোযা । কেউ না রাখলে গুনাহ হবে না। কেউ আবার ভাববেন না যে রাখতেই হবে। আপনার ইচ্ছা । আপনি আপনার আখেরাত কেমন ভাবে গড়বেন।

যাদের রমজানের কাযা আছে তারা প্রথম ৭ টা কাযা রোযার নিয়তে আর শেষ দুটো নফলের নিয়তে রাখতে পারেন।।
♦৪) শুনেছি ঈদের আগের দিন রোযা রাখা হারাম?

ভুল শুনেছেন । বছরের ৫ দিন রোযা রাখা হারাম ।
শাওয়ালের ১ তারিখ ( রোযার ঈদের দিন ), যিলহজ্বের ১০,১১,১২,১৩ তারিখ ( কুরবানি ঈদের দিন ও পরের ৩ দিন )। মোট 5 দিন।

এছাড়া শুধু শুক্রবার একদিন ও শুধু শনিবার একদিন সাধারণ নফল রোযা রাখা নিষেধ । তবে এর সাথে আরো একটি করে রোযা রাখলে রাখা যায়।
♦৫) আমি তো কুরবানী দিবো না তাহলে?

এই রোযা গুলো নফল । কুরবানীর সাথে সম্পর্ক না। আপনি রাখলে সওয়াব পাবেন। না রাখলে সমস্যা নাই।
♦৬ ) শুনেছি যারা কুরবানী করবে তারা নখ চুল ইত্যাদি কাটবে না?

জি । যারা কুরবানী করবে তাদের জন্য সুন্নাত হলো যিলহজ্ব শুরুর পর থেকে কুরবানী না করা পর্যন্ত চুল নখ গুপ্তাঙ্গ পরিষ্কার না করা।
এজন্য যিলহজ্জ মাস শুরুর আগেই এই কাজ গুলো করে নিতে হবে ।
যারা কুরবানী করবে না তারাও এই আমল গুলো করলে সোওয়াব পাবে ইনশাআল্লাহ। নারী পুরুষ ছেলে মেয়ে সবাই করতে পারবে এই আমল।
এই আমল করতে চাইলে ১১ জুলাই সন্ধ্যার আগেই সব কিছু পরিষ্কার করে নিতে হবে । আপনি সেই ভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন।
♦৭) রোযা রাখতে গিয়ে যদি সাহরি খেতে না পারি ?

সাহরি খাওয়া সুন্নাত । ইচ্ছা করে ত্যাগ করা যাবে না। যদি ঘুমের কারনে টের না পাওয়া যায় তাহলে কিছু না খেয়ে শুধু নিয়ত করে রাখলেই রোযা হবে।।নফল রোযা রাখছি বললেই হবে।। অন্যদিকে রোযা রাখার জন্য সাহরি করলেই নিয়ত হয়ে যাবে( ইং শা আল্লাহ) মুখে না বল্লেও চলবে।।
♦৮ ) আরাফার দুআ ও তাকবীরে তাশরীক কি?

আরাফার দুআ আরাফার দিনে পড়তে হয়। তবে সেটা অন্যান্য যে কোন সময়ও পড়া যাবে। দুআ টি হলোঃ

لاَ إِلٰهَ إِلاَّ اللهُ
وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
#উচ্চারণঃলা ইলাহা ইল্লাল্লহু
ওয়াহদাহু লা শারিকালাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়াহুওয়া আলা কুল্লি শাই ইং কদির।
( আরবি উচ্চারণ কোন ভাষাতেই লেখা যায় না । এটা পড়ে শিখে নিবেন )
🚩এছাড়া নীচের তাসবীহটি বেশী বেশী পড়বেন।

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ وَسُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
#উচ্চারণঃ সুবহানাল্লহি ওয়াবিহামদিহি ওয়া সুবহানাল্লহিল আযীম ।
🚫( আরবি উচ্চারণ বাংলা বা ইংরেজী তে সঠিক ভাবে লেখা যায় না । কারো থেকে শিখে নিবেন )

♦আর তাকবীরে তাশরীক প্রত্যেক বালেগ পুরুষ ও নারীর উপর ফরয নামায শেষ করে একবার উচ্চস্বরে পড়া ওয়াজিব। নারীরা নিজে শুনতে পারবে এমন ভাবে পড়বে বেশি উচু স্বরে পড়বে না।
তাকবীর হলঃ

اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ
ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
আল্লহু আকবার আল্লহু আকবার
লা-ইলাহা ইল্লাল্লহু
ওয়াল্লহু আকবার আল্লহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ
🚫( আরবি উচ্চারণ বাংলা বা ইংরেজী তে সঠিক ভাবে লেখা যায় না । কারো থেকে শিখে নিবেন )

♦কবে_কখন_পড়বেনঃ_______
( ইংরেজি তারিখ ও বার পরে জানানো হবে ইংশা আল্লাহ )
0৯ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১০ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১১ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১২ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১৩ যিলহজ্জ = ফজর যোহর আছর..

সকল ওয়াক্তে ফরয নামাযের সালামের পরপর একবার পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর নারীরা নিজে শোনার মত পড়বেন ।
🚫 সুন্নাত নফল ওয়াজিব নামাযে পড়া লাগবে না ❌❌❌
♦১০) মহিলাদের কি কুরবানী করতে হয়?

জি । কুরবানীর শর্ত পূরণ হলেই করতে হবে। যদি সোনা রূপা ও নগদ অর্থ আলাদা ভাবে বা এক সাথে ৪৩০০০ টাকা বা এর বেশি হয় তাহলে কুরবানী করতে হবে। এটা আনুমানিক হিসাব বললাম । বাজার থেকে ৫২.৫ ভরি রূপার বিক্রয় দাম জেনে নিবেন।
♦৯) ঈদ কবে হবে?

যিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদ হয়। চাঁদ দেখার পর হিসাব করলেই পাবেন। ২১ জুলাই বা ২২ জুলাই যে কোন একদিন হবে।
♦১০) এখন কি যাকাত দেওয়া যাবে?

যি যাবে । যাকাত যে কোন সময় দেওয়া যায়। যার যাকাত যখন ফরয হয় তখন দিয়ে দেওয়াই উত্তম ।
♦১১) আরাফার রোযা কবে?

আরাফার রোযা ঈদের আগের দিন। বাংলাদেশে ঈদ সৌদির একদিন পরে হয়। তাই আলেমগণ বলেন ঈদের আগের দুই দিন রোযা রাখতে ।
১৯,২০,২১ জুলাই এর যে কোন দুই দিন হবে আরাফার রোযা।।
♦১২) যারা অন্য দেশে থাকে তারা কবে রোযা রাখবে?

যার যার দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে রাখবে । এজন্য চাঁদ কবে উঠছে খেয়াল রাখতে হবে । সাহরি ও ইফতারের সময়সূচী অনলাইন বা গুগল থেকে জেনে নিবেন।।

©

08/04/2021

📢 আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চান?

অন্য জাগায় ভর্তি হওয়ার আগে আমাদের এখানে ১টি ফ্রি ক্লাস করে সিদ্ধান্ত নিন। ৩ মাসের ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমে আপনাকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা হবে।

💸 রমজান মাস উপলক্ষে কোর্সের উপর বিশেষ ডিস্কাউন্ট দেওয়া হবে...

✅ বিস্তারিত জানতে সরাসরি আম্বরখানা অফিসে যোগাযোগ করুন।
---------------------------------
🏢 কম্পিউটার ফ্যাক্টর ট্রেনিং ইন্সটিটিউট
ওয়েভস-বিঃ৮৮/৪,
(বর্তমান সোনালী ব্যাংকের পাশের গলি দিয়ে ভিতরে)
আম্বরখানা, (সুনামগঞ্জ রোড) সিলেট ।
📞 মোবাইলঃ 01715793555

🔔বিঃদ্রঃ স্বাস্থ্যব্যাধি সুরক্ষা মেনে ক্লাস নেওয়া হয়।
#অবশ্যই মাস্ক পরে আসার জন্য অনুরোধ করা হইলো--

মামুনুল হক সাহেবের ভক্তরা! লাইভ করে হামলা চালিয়েছেন। লাঠি, রামদা সরাসরি দেখুন!
20/03/2021

মামুনুল হক সাহেবের ভক্তরা! লাইভ করে হামলা চালিয়েছেন। লাঠি, রামদা সরাসরি দেখুন!

শাল্লার হিন্দুগ্রামে হামলা করার আগে ফেসবুকে লাইভ!

08/03/2021

Are you planning to study in the UK, Canada, Australia or USA? Looking for proper guidance about admission process, entry requirements, fees or scholarships opportunity?

03/02/2021

মানুষ হিসেবে অন্যকে আকর্ষণ করতে চাইলে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তুলুন।

03/02/2021

সেনাবাহিনীর হাতে বন্দি মিয়ানমারের নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জোরাল হচ্ছে। কিন্তু কোথায় আছেন সু চি?  অভ্যুত...

03/02/2021

সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আ.....

03/02/2021

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে প্রফেসর পদে এবং ফেকাল্টি অব বিজনেস এডিমিনিস্ট্রেশন এর ডিন হিসেবে যো...

03/02/2021

মোটরসাইকেল নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সড়ক ....

03/02/2021

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ছ.....

03/02/2021

অবশেষে বৃহৎ আকারের কমিটি পেলো সিলেট জেলা ছাত্রদল। আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর অনুমোদন হলো ৩২১ সদস্যের পূর্ণাঙ্...

01/02/2021

দেশের আটটি বিভাগীয় শহরে আগামী ৬ অগাস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কম....

01/02/2021

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪৪৩ জন। সোমবার বিকা...

01/02/2021

সিলেটে করোনাভাইরাসের ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা এসেছে। গতকাল রোববার বেলা পৌনে ১টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যা.....

01/02/2021

সিলেটের কানাইঘাট উপজেলার একটি বন্ধ দোকান ঘর থেকে মেছোবাঘের দুটি ছানা উদ্ধার করে সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ.....

01/02/2021

বছর ঘুরে আবার এলো সেই ফেব্রুয়ারি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে বুকের তাজা রক্তের .....

Address


Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 11:00
Wednesday 11:00 - 11:00
Thursday 11:00 - 23:00
Friday 02:00 - 23:00
Saturday 11:00 - 23:00
Sunday 11:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sylhet News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Sylhet News:

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share