Araf's world

Araf's world Asslamu alaikum everyone
(2)

তুরস্কের যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, ”সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, “যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনে...
03/02/2024

তুরস্কের যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, ”সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন,
“যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চারিটি শাক-ভাত খাইতে পায়, সেই সুখী। 👍
একদিন তুর্কীর বিখ্যাত কবি ওনার বন্ধু বিখ্যাত চিত্রকর আবেদিন দিনোকে অনুরোধ করেছিলেন একটা সুখের ছবি আঁকার জন্য। আবেদিন দিনো তার বন্ধুর অনুরোধে এই ছবিটি এঁকে দেন। ভালো করে ছবিটি দেখুন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন.. এক লহমায় মুছে যাবে সকল ভয়, ভীতি, হতাশা।😌😌💗💗

বাচ্চাদের নিয়ে মায়েদের তো চিন্তার শেষ নেই। তারমধ্যে একটা প্রধান চিন্তা হচ্ছে, বাচ্চার জন্য ভালো মানের ডায়াপার নিয়ে।  তাই...
02/02/2024

বাচ্চাদের নিয়ে মায়েদের তো চিন্তার শেষ নেই। তারমধ্যে একটা প্রধান চিন্তা হচ্ছে, বাচ্চার জন্য ভালো মানের ডায়াপার নিয়ে। তাই আপনার সোনামনির জন্য আমরা নিয়ে এসেছি POSH ব্র্যান্ডের উন্নতমানের ওয়াশেবল ডায়াপার। প্রোডাক্ট কোয়ালিটি ও সার্ভিসে POSH একটি বিশ্বস্ত ব্র্যান্ড।

👉 আসুন ওয়াশেবল বা রিইউজেবল ডায়াপারের সুবিধাগুলো জেনে নিই :
★ প্রতিটি ডায়াপারের সাথে অধিক পানি শোষণ ক্ষমতা সম্পন্ন ৩ লেয়ারের ২টি প্যাড থাকবে।

★ ডায়াপার ও প্যাড দুটিই খুব নরম ও আরামদায়ক কাপড় হওয়ায় বাচ্চারা পড়ে আরাম পায়।

★ ক্যামিকেল মুক্ত আর কাপড়ের তৈরী হওয়ায় বাচ্চার ত্বকে র‍্যাশ উঠবে না বা ত্বকের কোন ক্ষতি করে না।

★ একবার কয়েকটা ডায়াপার এবং প্যাড কিনে নিলে ভালভাবে ধুয়ে শুকিয়ে বারবার ব্যবহার করা যায়।

★ প্রতি মাসে One Time Diaper এর জন্য ব্যয় করা অনেক বাবা-মায়ের জন্য খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই একই ডায়াপার দীর্ঘদিন ব্যবহার করা যায় বিধায় বারবার কেনার ঝামেলা নেই এবং খরচ সাশ্রয় করে।

★ বাটনের সাহায্যে ছোট বড় করে ১ মাস থেকে ৩ বছর বয়সী বাচ্চাকে পরানো যায়।

👉নিজস্ব কারখানায় উৎপাদন করা হয়, তাই কোয়ালিটি ও সার্ভিসে ১০০% নিশ্চয়তা। আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইমপোর্টেড ডায়াপার কোয়ালিটির অভিজ্ঞতা দিবে ইনশাআল্লাহ।

👉মূল্য :
১ পিস ডায়াপার ৩৫০ টাকা
• প্রতি ডায়াপারে ৩ লেয়ারের ২টা প্যাড থাকবে।
• এক্সট্রা প্যাড নিতে চাইলে প্রতি পিস ৫০ টাকা।

👉 কোনো এডভান্স ছাড়া সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।

অর্ডার করতে পেইজে মেসেজ করুন।

06/12/2023

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।

বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।

এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।
✒️ Need
Learn more in less time

©

04/12/2023

উ_স-মা_নি খি-লা_ফ-ত_কা-লে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!

গ্রামের ছেলে হিসেবে এমন স্বপ্ন দেখিএক বিঘা আবাদী জমি থাকবে-ভাতের চাহিদা মিটবে।এক দুইটা গাভী ও কিছু মোরগ -মুরগী থাকবে,আদর...
06/11/2023

গ্রামের ছেলে হিসেবে এমন স্বপ্ন দেখি

এক বিঘা আবাদী জমি থাকবে-ভাতের চাহিদা মিটবে।
এক দুইটা গাভী ও কিছু মোরগ -মুরগী থাকবে,আদর্শ খাদ্য দুধ ডিমের যোগানও হলো।
একটা পুকুর থাকবে-মাছ নিয়ে ঝামেলা নেই।

বাড়ির সীমানা এভাবেই বেড়া দিয়ে ঘিরে রাখবো। এভাবেই বাড়িতে উঠান রাখবো।
বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করবো।
বাড়িতে টিউবয়েল স্থাপন স্থাপন করবো।
সৌর বিদ্যুৎ থাকবে।

সেলাই ম্যাশিন দিয়ে নিজের জামা নিজেই বানিয়ে নিবো।

ঔষধি গাছ রোপন করবো এবং কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দি, ব্যাথা,কাটাছেড়া,চর্মরোগ ইত্যাদির চিকিৎসা প্রাকৃতিক ভাবেই করবো।

পারিবারিক লাইব্রেরী থাকবে যেখানে বিভিন্ন ঔষধি উদ্ভিদের বই থাকবে।
পারিবারিক আলাদা জায়গা থাকবে যেখানে পারিবারিক ভাবে দীক্ষা অর্জনের ব্যাবস্থা থাকবে।
সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে মাদ্রাসা নির্মাণ করবো।

এই বাড়িটার পিছনের ফাঁকা জায়গাগুলো যদি আরও এমন কয়েকটি বাড়ি দিয়ে পূর্ণ হয়, তাহলে কেমন লাগবে ভাবুন তো!

03/11/2023

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন,ঘুম,শান্তি,আরাম সবই একদিন ফিরে আসবে।

শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না!
সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না।তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠো করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না, ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না।ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না।নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না 🙂
এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,, কারণ সন্তান বড় হয়ে যাবে।
অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম,সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে।
কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে,
এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।
মিস করবো, ভীষণ মিস করবো____

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।
সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না,,
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে
ইনসাআল্লাহ 🙂
©©

02/11/2023

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

*খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগ।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

*বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

*চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

Back to Nature Movement

21/10/2023

এক মামাতো বোন বলতেছে, আপু এত পড়ে ভালো রেজাল্ট করে কি হবে?
সেই তো দিনশেষে থালাবাসন-ই পরিষ্কার করতে হবে।

পাশ থেকে অন্য আরেক বোন উওর দিলো...ভালো রেজাল্ট করলে ভিমবার দিয়ে পরিষ্কার করতে পারবি আর খারাপ রেজাল্ট করলে ছাঁই দিয়ে পরিষ্কার করা লাগবে 🙂



Araf 🍂🍁Mashallha
27/08/2023

Araf 🍂🍁
Mashallha

©️আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি ...
23/08/2023

©️
আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে?" একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল।

শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন, তিনি প্রথম দিন কোন উত্তর দিলেন না।

কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয়, শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললো - "যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্যে এক পাত্র পানি নিয়ে আসো", পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল।

ছাত্রটি কিছুটা বিভ্রান্তিবোধ করলো, এটা অযৌক্তিক উপদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না, তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্যে।

পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিছে পড়ে গেল।

সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যার্থ হলো এবং হতাশাবোধ করলো।

এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারলো না, সে খুব ক্লান্ত হয়ে পড়ল।

তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো - "আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন।"

ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দ্যেশ্য করে তিনি বললেন - "না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখ, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মত দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে।

যখন তুমি কোন বই পড় তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে, তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মত, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মত।

তাই যখন তুমি কোন বই পড় এর সব কিছু মনে রাখতে পারো না। কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ন কোন বিষয় না।

কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্দি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, যতবার তুমি একটি বই পড়ে শেষ কর ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, প্রতিবার তোমার পুনর্জন্ম হয়, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।"

হ্যাপি রিডিং...।

এমন জীবন তুমি করিবে গঠন,মরিলে হাসিবে তুমি,কাঁদিবে ভুবন।পিরোজপুরে নিজ প্রতিষ্ঠিত বায়তুল হামদ জামে মসজিদ ময়দানে পৌঁছে গেছে...
15/08/2023

এমন জীবন তুমি করিবে গঠন,
মরিলে হাসিবে তুমি,কাঁদিবে ভুবন।

পিরোজপুরে নিজ প্রতিষ্ঠিত বায়তুল হামদ জামে মসজিদ ময়দানে পৌঁছে গেছে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বহনকারী গাড়ী।

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আল্লামা 💕

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আল...
15/08/2023

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহামদুলিল্লাহ!

আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিলো!

আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন!

আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন!

কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন!

সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন!

একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিলো, সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন!

আজ সেই কোরআনের পাখি আর এই পৃথিবীতে নেই😭
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।😭😭
আপনি রয়ে যাবেন বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে!
আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,
আমিন ইয়া রব 😭😭🤲

13/08/2023

আমাদের সন্তানদের কোন কিছু শেখাতে, কথা শোনাতে, কোনো কাজ করাতে, কোনো অপ্রত্যাশিত আচরণ সংশোধন করতেও কিন্তু আমরা সাধারণত নেতিবাচক উপায়টি বেছে নেই৷

কীভাবে? শিশু চিৎকার করছে, আমরা তার চিৎকার থামাতে বলি চিৎকার দিয়েই। শিশু কোন ভুল করেছে আমরাও ভুল সংশোধন করতে ভুল পদ্ধতি বাছাই করি, শিশু কথা শুনছে না--আমরা হয় জোর করি, ভয় দেখাই, নয়তো মারধর করি। ভুল দিয়ে কী করে ভুল শুদ্ধ করা যেতে পারে এটা আমরা গভীরভাবে ভেবে দেখিনা!

নেতিবাচক ইনপুট দিয়ে আমরা ইতিবাচক বা সঠিক আউটপুট আশা করতে পারি না।

শিশুর উপর আমরা তখনই চিৎকার করি, শারিরীক শক্তি প্রদর্শন করি যখন এর সহজ, সুন্দর এবং ইতিবাচক সমাধানটি আমাদের জানা থাকেনা। এখন কথা হলো যা কিছু আমরা বড়রা জানিনা বা শিখিনি তা শিশু কীভাবে জানবে! আর তার জন্য শিশুকে আমরা কীভাবে দোষী সাব্যস্ত করতে পারি।

Arisha
31/07/2023

Arisha

26/05/2023

New collection coming

15/05/2023

How beautiful!

11/05/2023

এক নারীর প্রশ্ন।

এক নারী মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলেন:
‘পর্দা করা কি ফরয?’
মাওলানা সাহেব বললেন:
‘শুধু তিন প্রকার নারীর জন্য পর্দা করা ফরয।
১. নবী পত্নীদের জন্য।
২. নবী কন্যাদের জন্য।
৩. সমস্ত মুমিন নারীদের জন্য।
#এদের মধ্যে আপনি আছেন কিনা নিজেই ফয়সালা করুন।

আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন,
“হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বল, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।”

[ সুরা আহযাব, আয়াত: ৫৯ ]
©

29/01/2023
আইছে আমার সম্পদে ভাগ বসাইতে!🙄
29/01/2023

আইছে আমার সম্পদে ভাগ বসাইতে!🙄

22/01/2023

নড়াইলেই জন্ম,নড়াইলেই বেড়ে ওঠা....!!

কিন্তু জীবনের প্রয়োজনে এখন থাকা হয় কোথায় ?

বিশ্বকাপ জিতে পিএসজিতে যোগ দেওয়ার প্রথম দিনে মেসিকে গার্ড অফ অনার ও বিশেষ স্মারক উপহার দিয়ে বরণ করে নিয়েছে তারা। নেইমার ...
04/01/2023

বিশ্বকাপ জিতে পিএসজিতে যোগ দেওয়ার প্রথম দিনে মেসিকে গার্ড অফ অনার ও বিশেষ স্মারক উপহার দিয়ে বরণ করে নিয়েছে তারা। নেইমার মেসিকে দেখা মাত্র জড়িয়ে ধরলেও সংবর্ধনায় ছিলেন না এমবাপ্পে সে ছুটি কাটাতে গেছে নিউইয়র্কে।

04/01/2023

পৃথিবীর সবচেয়ে সুন্দর মূহুর্ত সদ্য জন্ম নেয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি!

10/08/2021
12/04/2021

নতুন কালেকশন
আসছে.....

গরমে আরামের গ্যারান্টিদেখতে যেমন সুন্দর পরতে তেমন আরাম১০০% পিওর কটন মূল্য  ৮৫০ টাকা
07/04/2021

গরমে আরামের গ্যারান্টি
দেখতে যেমন সুন্দর
পরতে তেমন আরাম
১০০% পিওর কটন
মূল্য ৮৫০ টাকা

কালার ফুললোন কালেকশন দাম মাএ ৭৫০ টাকাকারো লাগলে ইনবক্র করুন।
07/04/2021

কালার ফুল
লোন কালেকশন
দাম মাএ ৭৫০ টাকা
কারো লাগলে ইনবক্র করুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Araf's world:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share