Habiganj Careline : হবিগঞ্জ কেয়ারলাইন

  • Home
  • Habiganj Careline : হবিগঞ্জ কেয়ারলাইন

Habiganj Careline : হবিগঞ্জ কেয়ারলাইন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habiganj Careline : হবিগঞ্জ কেয়ারলাইন, TV Channel, .

20/12/2023
18/12/2023
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। বিশ্বের অনেক নামী এবং প্রভাবশালী ক্রীড়াব্যক্তিত্ব যাদের ...
14/12/2023

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। বিশ্বের অনেক নামী এবং প্রভাবশালী ক্রীড়াব্যক্তিত্ব যাদের সঙ্গে চুক্তিবদ্ধ। যে তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানও। এবার সেই পুমাই মুখ ফিরিয়ে নিলো ইসরায়েলের কাছ থেকে। আসছে ২০২৪ সাল থেকে ইসরায়েল ফুটবল দলের সঙ্গে আর থাকছে না পুমা।

যদিও এই চুক্তি বাতিলের সঙ্গে গাজায় চলমান ফিলিস্তিনের সঙ্গে সংঘাত কিংবা অনলাইন অ্যাক্টিভিস্টদের চলমান বয়কট আন্দোলনের কোন সম্পর্ক আছে কিনা তা নিয়ে জানা যায়নি। জার্মান এই কোম্পানির মুখপাত্র এই সম্পর্কে সংবাদমাধ্যমে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে মঙ্গলবারের ঘোষণায় জানানো হয়েছে, ২০২৪ সাল থেকে ইসরায়েল এবং সার্বিয়ার স্পন্সর থাকবে না পুমা।

বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক মেইলে বলা হয়েছে, ২০২৪ সালে বেশকিছু দেশের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। আর সেসব চুক্তি নবায়নও করা হবেনা। যার মধ্যে ইসরায়েল এবং সার্বিয়া অন্যতম। এতে আরও বলা হয়, শীঘ্রই আরও কিছু দেশের সঙ্গে তাদের চুক্তির কথা জানানো হবে। তাদের নতুন বছরের কম সংখ্যাক বড় আকারের এবং উন্নত পরিকল্পনার অংশ হিসেবেই নাকি এবার ইসরায়েলের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার কারণে চলমান বয়কট আন্দোলনের শিকার হয়েছিল পুমা। যার ফলে কোম্পানির শেয়ার এবং আয়ের ক্ষেত্রেও বড় রকমের ধাক্কা দেখা দেয়। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস পুমার অভ্যন্তরীণ একটি মেমো প্রকাশ করে, যেখানে পুমার এমন অর্থনৈতিক ধ্বস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এতে উল্লেখ করা হয়েছিল, ‘পুমা বিভিন্ন দেশের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্ক নিশ্চিতের লক্ষ্যে খুব শীঘ্রই তাদের হাতে থাকা বাদবাকি চুক্তি এবং আগামী দিনের সম্ভাব্য সব চুক্তিও পর্যবেক্ষণ করবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে ইসরায়েলের ফুটবুলের সঙ্গে যুক্ত হয় জার্মানির বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। এরপর থেকেই তাদের উপর বয়কটের ডাক আসে। এরপর থেকে বিভিন্ন সময় পুমার সঙ্গে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করা হলেও কোম্পানিটি এর ব্যাপারে সদুত্তর প্রদান করেনি।

26/05/2022
31/07/2021

যেকোনো কলেজে ভর্তি আবেদন করতে যোগাযোগ করুন Rose Asia School and College
সার্বিক সহযোগিতায়: জ্যামিল স্যার
Jamil Akkas Muhammad

21/07/2021

Eid Mubarak!!!
Eid Mubarak to you and your family from me and Rose Asia School and College. May the Almighty Allah accept your prayers and bless you with the rewards of Eid Ul-Adha. Have a safe Eid! Today Eid is finally here to grace us with happiness and prosperity. May this day be ever so joyful for all family members of us! Eid Mubarak! Wishing you and your family a very happy, prosperous, and blissful Eid Day! May you find a million reasons to make your life more beautiful on this day. May the joy of Eid be multiplied a thousand times and stay with you forever. Eid Mubarak!
Regards
Jamil Akkas Muhammad
Principal
Rose Asia School and College

20/07/2021
28/12/2020

rose asia

27/11/2020

রোজ এশিয়া স্কুল এন্ড কলেজের ফেইসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ : www.fb.com/roseasiasac

15/11/2020

দেশের প্রায় ২২ হাজার মাদরাসায় ২৫ লাখের ও বেশি শিক্ষার্থী রয়েছে। যাদের প্রায় সবাই আবাসিক।কিন্তু গত তিনমাস ধরে তাদের ক্লাস চললে ও কারো করোনায় আক্তান্ত হওয়ার খবর শুনা যায়নি। ইংলিশ মিডিয়ামের পরীক্ষা ও চলছে। কেবল বাংলা মিডিয়ামের বিপুল শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত।

https://www.facebook.com/roseasiasac/photos/rpp.114307220275302/166385101734180/?type=3&theater
19/09/2020

https://www.facebook.com/roseasiasac/photos/rpp.114307220275302/166385101734180/?type=3&theater

বিশ্বে ভয়ংকর দুর্ভিক্ষ আসছে, ৩ কোটি মানুষের মৃত্যু হবে!

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ।
আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ। ছবি: এপি
ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে পৃথিবীতে। চরম খাদ্য সংকট দেখা দেবে বিশ্বে। ক্ষুধায় মরবে কোটি মানুষ। মারাত্মক বিপর্যয়ের মুখে গোটা মানবজাতি। করোনা মহামারীর শুরু থেকেই বারবার এই হুশিয়ারিই দিয়ে আসছিল জাতিসংঘ। এবার আরও স্পষ্ট করে সতর্ক করল পুরো মানবসমাজকে।

শুক্রবার জতিসংঘের খাদ্য অধিদফতর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফও’ র প্রধানের আবগঘন বক্তব্যে সেই আহবানই জানান।

সংস্থাটির আশঙ্কা, অবিলম্বে সাহায্যের হাত না-বাড়ালে অন্তত ৩ কোটি মানুষের মৃত্যু হবে স্রেফ না খেতে পেয়ে। বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ। এএফপি।

ভয়ানক এ পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই বিশ্বের বড় বড় ধনকুবেরদের কাছে হাত পাতছে জাতিসংঘ।

‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ (ডব্লিউএফও)-র পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের ২৭ কোটি মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়তে চলছেন। এভাবে চললে এই বছরের শেষেই ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ খাদ্যাভাবের কবলে পড়বেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি আজ ধনকুবেরদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘দু’বেলা দু’মুঠো খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ওই ৩ কোটি মানুষকে বাঁচাতে বছরে অন্তত ৪৯০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।’

জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান আরও জানান, বিশ্বে অন্তত দু’হাজার বিলিওনিয়র (অন্তত একশো কোটি ডলারের মালিক) রয়েছেন। তাঁদের মোট ধনসম্পদ, বার্ষিক আয় যোগ করলে ৮ লক্ষ কোটি ডলারেরও বেশি।

বিসলি আরও বলেন, ‘এই মহামারী পরিস্থিতিতেও অনেকে কোটি কোটি ডলার কামিয়েছেন। কেউ বিপুল অর্থ উপার্জন করতেই পারেন। তাতে আমার কিছু বলার নেই। কিন্তু মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। এমন পরিস্থিতি আমরা অনেকেই জীবদ্দশায় দেখিনি।’

ডব্লিউএফপির প্রধানের দাবি খুব ভুল নয়। গত জুন মাসে ‘ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ়’-এর রিপোর্টে লেখা হয়েছে, মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পরে মার্কিন কোটিপতিদের মোট ধনসম্পদ অন্তত ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৫০ হাজার কোটি ডলার)।

আমাজ়ন-মালিক জেফ বেজোসের কথাই ধরা যাক। রিপোর্ট বলছে, ১৮ মার্চ আমেরিকায় লকডাউন শুরু হওয়ার ১১ সপ্তাহের মধ্যে বেজোসের ৩৬২০ কোটি ডলার ধনসম্পদ বৃদ্ধি পায়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও সম্পত্তি বেড়েছে ৩০১০ কোটি ডলার। টেসলার সিইও এলন মাস্কের ১৪১০ কোটি ডলারের সম্পদ-বৃদ্ধি হয়েছে।

বিসলি বলেন, ‘যাঁদের কাছে অগাধ আছে, এটাই সময়, তাঁদের এগিয়ে আসার। এই মুহূর্তে আপনাদের প্রয়োজন। সঠিক কাজ করে দেখানোর এটাই সময়।’

ডব্লিউএফপির প্রতিবেদন বলাছে, কঙ্গোতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ। নাইজেরিয়ায় ৪০-৬০ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায়। ইয়েমেনে ৩০ লাখ মানুষ এখনও অনাহারে। আরও ২০ লাখ মানুষ একবেলা খাবার গ্রহনের সামর্থ্যও হারিয়ে ফেলবে শিগগিরিই।

12/06/2020

পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে না পেরে যে ছেলিটি আত্নহত্যা করার জন্য বিষ কে ভালোবেসে পান করতে চেয়েছিলো সেই ছেলেটা আজ ব্যাংকের এম.ডি।
মানিক আমার এলাকার ই ছেলে। বাবা নেই, মা নেই যেখানে রাত সেখানে কাত.! সারাদিন দোকান দোকান কাজ করত আর রাতের বেলা দশ টাকার কেরোসিন তেল কিনে হারিকেন জ্বালিয়ে পড়ত। মানিক এখন ঢাবি তে আছে.!
ফিজিক্সে অনার্স করছে।
আর কী চায় জীবনে.?
বাপের সাথে পরের জমিতে কাজ করত সাঈদ নামের একটা ছেলে। টাকার অভাবে ক্লাস এইটেই লেখাপড়ার ইতি টানে। কিন্তু থেমে থাকেনি.!
দিন মজুরির কাজ কিছু টাকা জমিয়ে আবার লেখাপড়া শুরু করেছিলো সাঈদ এখন মন্ত্রনালয়ে চাকুরি করছে।
স্কুল ছুটির পর রাজু একটা গ্যারেজে পার্ট টাইম কাজ করত। দিনে ৫০ টাকা করে পেত.! কঠোর পরিশ্রম করে রাজু আজ সেই গ্যারেজ সহ আরো তিনটা গ্যারেজের মালিক.!পাশাপাশি বিভিন্ন রকমের পার্টস ও তৈরি করে বেশ ভালো মতো নাম কামিয়ে নিয়েছে।
একজন শফিক ভাই কে চিনি ভার্সিটি শেষ করে চাকুরি অভাবে রিক্সা চালাত। কিছুদিন পরে শুনেছিলাম শফিক ভাই ঢাকায় কোন এক নাম করা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি পেয়েছে। বেশ ভালো বেতন।
উক্ত ঘটনাগুলো কোন মিথ্যা গল্প না একদম সত্য ঘটনা। আপনার জীবনে স্বাভাবিক ভাবেই অনেক মানুষের আনা গোনা হবে। এবং তারা আপনাকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণা মূলক গল্প শুনাবে, আপনাকে অনেকে অনুপ্রেরণা ও যুগাবে কিন্তু আপনার লক্ষে কেউ আপনাকে পৌঁছিয়ে দিতে পারবে না। লক্ষে পৌঁছাতে হলে আপনাকেই শক্ত হাতে হাল ধরতে হবে।
এস.এস.সি তে ফেল করা মানে ক্যারিয়ার শেষ না।
ভার্সিটিতে না পড়তে পারলে যে উচ্চ লেভেলে যাওয়া যাবে না এটা ভুল ধারণা।
সরকারি চাকুরি না করতে পারলে আপনি কিন্তু না খেয়ে মরে যাবেন না।
বি.সি.এস ক্যাডার না হতে পারলে যে আপনার লেখাপড়ার মূল্য নেই এটা ভাববেন না।
এগুলো যারা ভাবে আমার মতে তারা সব বদ্ধ উম্মাত। মোটেও কোন শিক্ষিত ব্যাক্তি এমন চিন্তা ভাবনা করতে পারে না।
আপনি যেই কাজ ই করেন না তার জন্য আমার মানসিক শক্তি থাকা লাগবে.! একবার না পারলে আবার চেষ্টা করুন তারপর ও না পারলে বার বার চেষ্টা করুন কিন্তু কখনো হাল ছাড়বেন না।
একটা কথা সবসময় মনে রাখবেন:-
- Life Is All About For The Next Step.!!.!!
এটা যদি ভালোভাবে মগজে ঢুকিয়ে নিতে পারেন তবে আপনি আজ না হোক কাল একজন সফল ব্যাক্তি হিসাবে পরিচিতি লাভ করবেন ই।
আর একটা খুব ছোট্ট সাজেশন:- সাফল্যের পিছনে দৌঁড়াবেন না, সবসময় জ্ঞানের পিছনে দৌঁড়ান দেখবেন সাফল্য আপনার হাতের নাগালে আপনা আপনিই চলে আসবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Habiganj Careline : হবিগঞ্জ কেয়ারলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share