বঙ্গজাজিরা

  • Home
  • বঙ্গজাজিরা

বঙ্গজাজিরা ইতিহাস ঐতিহ্য উৎসবে মেতে উঠি...

21/08/2024

বরিশাল প্রতিনিধি। সৈয়দের গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুর্নীতি ও অসৎ আচরণ এবং কমিটি বাণ....

21/07/2024
19/07/2024

কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশজুড়ে সহিংসতার পর সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নি...

21/04/2024

ইসলামাবাদে জনপ্রিয়তার শীর্ষে লুৎফুর রহমান আজাদ

হারিয়েছে; সন্ধান দিন! শেয়ার করুন!নাম- জামাল উদ্দিন (৩০)পিতা- ছৈয়দ উল্লাহ্ঠিকানা- গোয়ালিয়াপালং, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং, ...
02/01/2024

হারিয়েছে; সন্ধান দিন! শেয়ার করুন!
নাম- জামাল উদ্দিন (৩০)
পিতা- ছৈয়দ উল্লাহ্
ঠিকানা- গোয়ালিয়াপালং, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং, রামু।।
পেশা- মোদি দোকানদার।

দোকানের জন্য মাল কাটানোর উদ্দেশ্যে ২ জানুয়ারী ২০২৪ ইং দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ি বের হয়।
মাগরিবের আগ মুহুর্ত পর্যন্ত বাড়ির সাথে যোগাযোগ ছিল। মাগরিবের পর আর কোন খবর পাওয়া যাচ্ছেনা।
সন্ধান পেলে এই নাম্বারে কল করুন-
☎️ 01889-387950

এ বিষয়ে উখিয়া থানায় হারানো ডাইরি করা হয়েছে।

22/11/2023

মোঃ রবিউল ইসলাম, মুলাদী (বরিশাল) প্রতিনিধি: জানিনা, আমি কেন লিখছি। আমার নাম  রবি, আমার একটি মেয়ে বন্ধু ছিলো  ওর নাম হ...

20/07/2023
বেপরোয়া সৌদিয়া বাস কেড়ে নিলো হাফেজ রিদুয়ানের তাজা প্রাণ,মোহাম্মদ হামজালা স্টাফ রিপোর্টার,, রামু জোয়ারিয়ানালা চা বাগান ন...
08/04/2023

বেপরোয়া সৌদিয়া বাস কেড়ে নিলো হাফেজ রিদুয়ানের তাজা প্রাণ,

মোহাম্মদ হামজালা স্টাফ রিপোর্টার,,

রামু জোয়ারিয়ানালা চা বাগান নামক এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় হাফেজ রিদুয়ান নিহত হয়েছে।

নিহত রিদুয়ানের বাড়ি, জোয়ারিয়ানালা ইউনিয়নের

(৫ ওয়ার্ড) ঘোনার পাড়ার এলাকার, এমদাদুল উলুম মাদ্রাসার মহতমিম মাওলানা আবু বক্করের ছেলে,

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়। গেলো শনিবার রাত( ৯টা ৩০) মিনিটের সময় অটোরিকশার ড্রাইভার এর সাথে বসে রামু থেকে ,জোয়ারিয়ানালা আশার পথে অটোরিক্সার সাথে সৌদিয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রিদুয়ান।

আহত অবস্থায় উদ্ধার করে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়

রিদুয়ানের অবস্থা আশংকাজনক হওয়ায়, তাকে, কক্সবাজার সদর হাসপাতালে পেরন করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার সময় আহত রিদুয়ান মারা যান।

রিদুয়ান জামিয়া দারুল উলুম হাটহাজারীর ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন। এবং রিদুয়ান একজন অত্যন্ত ভাল ছেলে শান্তশিষ্ট এবং বিনয়ী অল্পবয়সে সবার মনে জায়গা নিয়েছিলো তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসছে।

রামুর কাউয়ারখোপে শামশু চেয়ারম্যানের ইন্ধনে সন্ত্রাসী হামলার অভিযোগ-আহত ৪।নিজস্ব প্রতিবেদক::রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন...
09/02/2023

রামুর কাউয়ারখোপে শামশু চেয়ারম্যানের ইন্ধনে সন্ত্রাসী হামলার অভিযোগ-আহত ৪।

নিজস্ব প্রতিবেদক::
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা মৌলভীরদাগ পাড়ায় ইউপি চেয়ারম্যান শামশুর ইন্ধনে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের একজন অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রেফার দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে ।

গত ৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- মো. হাছনের পুত্র ওমর ফারুক, হাবিব উল্লাহ, তৈয়ব উল্লাহ এবং এনাম উল্লাহর স্ত্রী হাসিনা বেগম।

এছাড়াও এঘটনায় যারা সন্ত্রাসী হামলায় অংশগ্রহণ করেছিলেন তারা হলেন- মো. হাছনের ২য় স্ত্রীর পুত্র সাজাপ্রাপ্ত আসামী মো. আনাছ, কানিজ ফাতেমা, মোক্তার আহমদের মেয়ে রেহেনা বেগম, মৃত হাকিম আলীর পুত্র ইউপি চেয়ারম্যান শামশুল আলম, মোক্তার আহমদের পুত্র ওবায়দুল হক, জসিম উদ্দিন, মৃত রহমত আলীর পুত্র ছালেহ আহমদ, ছালেহ আহমদের পুত্র আব্দুল হক, মৃত আবুল হোসেনের পুত্র হামিদ হোসেন, মৌং আশরাফুজ্জামানের পুত্র আব্দুল গফুর সহ আরও ৭/৮জন।

সূত্রে জানা যায়- মো. হাছনের দুই স্ত্রীর সন্তানদের মাঝে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। কিন্তু এই পারিবারিক বিরোধের মাঝখানে বিষয়টি সংঘাত সংঘর্ষের পর্যায়ে নিয়ে যেতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামশুল আলমের ইন্ধন রয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী পক্ষের লোকজন। তার আগ্রাসী ভুমিকার কারণে একই পরিবারের দুটি পক্ষ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সংঘাতে রুপ নিয়েছে। এমনকি এঘটনায় চেয়ারম্যান শামসুলকে এজাহার নামীয় আসামীও করা হয়েছে।

এঘটনায় গত কাল ০৯ ফেব্রুয়ারী/২৩ ইং তারিখ মো: হোছনের বড় স্ত্রী ও জখমী ভিকটিমদের ছোট, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রামু, কক্সবাজার
আদালতে, সিআর-৬৭/২৩ইং মামলা দায়ের করিলে, বিজ্ঞ আদালতের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনছুর ছিদ্দিকী বিষয়টি আমলে নিয়ে টিট ফর এফআইআর হিসেবে নিয়মিত মামলা রুজু করতে রামু থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে সূত্রে জানা যায়। এব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন জানান- আদালতের নির্দেশ হাতে পাওয়ার সাথে সাথেই এজাহার গ্রহণ করে নিবো।

তৎপর জেলা নির্বাচন অফিসরোহিঙ্গা রফিকের এনআইডি ব্লক ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তনিজস্ব প্রতিবেদক::প্রতারণা ও জালিয়াতির আশ...
03/01/2023

তৎপর জেলা নির্বাচন অফিস
রোহিঙ্গা রফিকের এনআইডি ব্লক ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক::

প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশি এনআইডি হাতিয়ে নেওয়া কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়ায় বসবাসকারী রোহিঙ্গা রফিকের ব্যবহৃত এনআইডিটি স্থগিত ও পরবর্তীতে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক কার্ডটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস। ৩ জানুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩টায় রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি নামে একটি সামাজিক সংগঠনের লিখিত আবেদনের প্রেক্ষিতে জেলা নির্বাচন অফিস এই সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণের কথা জানান।

সূত্রে জানা যায়- অভিযুক্ত রোহিঙ্গা রফিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। সে তার নিজের পিতা মাতার নাম গোপন করে কথিত মা-বাবার নাম ঠিকানা ও সূত্র ব্যবহার করে জালজালিয়াতির মাধ্যমে সুক্ষ্ম কৌশলে বাংলাদেশী জাতিয় পরিচয় পত্র হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও দৈনিক আলোকিত উখিয়া সহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল ৩ জানুয়ারী (মঙ্গলবার) রোহিঙ্গা রফিকের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দেন রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

সংগঠনির সভাপতি ও জেলার সাংবাদিক নেতা মো. শহীদুল্লাহ জানান- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হয়ে রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রিত। তারা আমাদের মেহমানের মতো সমাদর পাবে। কিন্তু এই মানবিক উদ্যোগকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে কোনো রোহিঙ্গা এদেশের নাগরিক হয়ে যাওয়া জেলা সহ সারা দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। ইতিমধ্যেই এধরণের রোহিঙ্গারা জেলাজুড়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। অনতিবিলম্বে এদের খুঁজে খুঁজে বের করে এনআইডি বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তৎপর হতে হবে।

রোহিঙ্গা রফিকের ব্যবহৃত এনআইডি ব্লক ও পরবর্তীতে বাতিল সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক স্বপন কান্তি দে। তিনি বলেন- আমরা দীর্ঘ অনুসন্ধান করে জানতে পেরেছি উল্লেখিত রোহিঙ্গা ব্যাক্তি নানা ভাবে প্রতারণা ও ছলচাতুরির আশ্রয় নিয়ে বাংলাদেশি এনআইডি হাতিয়ে নিয়ে ব্যবহার করছে। তার বিরুদ্ধে আজ জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন জমা দিয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তা রোহিঙ্গা রফিকের ব্যবহৃত এনআইডিটি ব্লক করবেন বলে জানিয়েছেন এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

এদিকে রোহিঙ্গা রফিক সহ এনআইডি ও জন্মসনদ হাতিয়ে নেওয়া অপরাপর দুস্কৃতিকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি জেলা শাখার উপদেষ্টা ও জয়বাংলা বাহিনীর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। তিনি জানান- মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিয়ম মেনে শরণার্থী ক্যাম্পে অবস্থান করবে। কিন্তু তারা যদি বাংলাদেশী এনআইডি সংগ্রহ করে ভোটার হয়ে যায় বা নাগরিক হয়ে যায় তাহলে তো বিপদ। এধরণের দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে সর্বদা তৎপর থাকতে হবে।

শহরের ১নং ওয়ার্ডের সমিত পাড়ায় বসবাসকারী একাধিক জনপ্রতিনিধি জানান- রোহিঙ্গা রফিক ভুল তথ্য দিয়ে এনআইডি করে নিয়েছে এটা সত্য। সে এনআইডি হাতে পেয়ে অপরাধ জগতে বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে মাদক বিক্রি, নারী ও শিশু নির্যাতন, হাঙ্গামা, অবৈধ অস্ত্রের ব্যবহার সহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত রোহিঙ্গা রফিকের বক্তব্য জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন- এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি রোহিঙ্গা হলে আমার মতো এধরণের হাজার হাজার লোক আছে তাদের নিয়ে কেনো আপনারা ব্যবস্থা নেন না। শুধু শুধু আমার পেছনে লেগে আছেন। নিজেকে বাংলাদেশী দাবী করার সপক্ষে এনআইডি ছাড়া জন্ম সনদ বা অন্য কোনো ডকুমেন্ট হাতে আছে কীনা জানতে চাইলে তিনি খুব ঝামেলায় আছেন দাবী করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন প্রতিবেদককে জানান- রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন উল্লেখিত রফিককে মায়ানমারের উল্লেখ করে তার এনআইডিটি বাতিলের জন্য একটি আবেদন পত্র জমা দিয়েছে। আমরা তা গ্রহণ করেছি। এব্যাপারে আমরা প্রাথমিক ভাবে অভিযুক্ত ব্যাক্তির এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছি এবং পরর্ব্তীতে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

রামুতে বসত বাড়ি থেকে ৩টি গরু ডাকাতিমোহাম্মদ হামজালা...আজ ভোর রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামে...
20/11/2022

রামুতে বসত বাড়ি থেকে ৩টি গরু ডাকাতি

মোহাম্মদ হামজালা...

আজ ভোর রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মোবাশ্বর আহমদের বাড়ি থেকে বাছুসহ ৩টি গরু লুট করেছে ডাকাত দল।
রামু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টো জানান-তার বড় বোন এ গরুগুলো লালন পালন করছিলেন। আজ ভোরে একদল ডাকাত আইন-শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ইয়াবা উদ্ধার অভিযানের নামে গাড়িযোগে এলাকায় হানা দিয়ে গরু গুলো লুট করে চলে যায়। যারা তার বড় আপুর স্বপ্ন নিয়ে গেল, তাদের উপর আল্লাহর লানত পড়ুক।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা, ফতেখাঁরকুল সহ বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

Address


Telephone

+8801731227807

Website

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গজাজিরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বঙ্গজাজিরা:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share