MD ABDUL JOLIL

  • Home
  • MD ABDUL JOLIL

MD ABDUL JOLIL পেইজটি নতুন। আপনাদের সাপোর্ট পেলে আমিও বড় কিছু করবো ইন সা আল্লাহ 🥰
(3)

সাবধান!!!!! আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না।...
04/10/2024

সাবধান!!!!!

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (আনআ’ম আয়াত, ১০৮)।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মাদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হ*ত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।’ (বুখারি : ৩১৬৬।)

যারা দূর্গা পুজার মন্দিরে ভাংচুর করছেন বা যারা এইসব করলে অনেক নেকি পাওয়া যায় মনে করেন তাদের জন্য উপরোক্ত আয়াত এবং হাদিস।
fans

Follow My Page MD ABDUL JOLIL
13/09/2024

Follow My Page MD ABDUL JOLIL

13/09/2024

আসসালামু আলাইকুম
মহান রবে নিকট হাজারো কোটি শুকরিয়া মহান রব আমাকে একজন মুসলিম ঘরে মুসলিম হিসাবে জন্ম দিয়েছেন। 🥰
আমি জন্ম গ্রহনের পর থেকে শান্তির ধর্ম ইসলাম পালন করে আসছি।
হয়তো আমি ধার্মিক না। তবে ইসলামের সকল নিয়ম, কর্তব্য, আদর্শ মেনে চলূার চেষ্টা করি।
পৃথিবীতে হাজারো ধর্ম আছে। সবার জন্মগত অধিকার সে তার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারবে। কোন ব্যাক্তি কিংবা সম্প্রদায় কোন ব্যাক্তির ধর্ম নিয়ে কোন সমালোচনা করতে পারবে না। কোন ধর্ম ছোট মনে করা যাবে না।
সবার কাছে সবার ধর্ম বড়।
তবে আমার ধর্ম কোন দিন কোন ব্যাক্তির ধর্ম নিয়ে সমালোচনা করতে বলে নি।
এটা কোন ধর্মের আদর্শ ও নয়!
ইসলাম ধর্ম সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব সূূলভ আচরণ এবং ভালোবাসার সম্পর্ক করতে বলা হয়েছে।
আমরা যে দেশে জন্ম গ্রহন করি সেই দেশ আমাদের জন্ম ভুমি। সেই দেশে স্বাধীন ভাবে বসবাস করা আমার অধিকার। সেই দেশ আমার।
কেউ হিন্দু হলে তাকে আমরা ভারতে চলে যেতে বলতে পারবো না। যে বাংলাদেশে জন্ম গ্রহন করেছে সে এই দেশের মানুষ। আমরা সবাই এদেশে সমান অধিকার নিয়ে বসবাস করবো। আমাদের দেশে মুসলিম সংখ্যা বেশি তাই বলে যে মুসলিমদের দেশ মনে করব এই চিন্তা চেতনা তেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাত-পাত,ধর্ম,বর্ন নির্বিশেষে সকল মানুষের দেশ। আমরা সবাই এই দেশের নাগরিক। স্বাধীন ভাবে বসবাস করা আমাদের অধিকার।
নিজের দেশ। স্বাধীন ভাবে নিজের ধর্ম পালন করবো।
আমরা কারো ধর্ম ছোট মনে করবো না কিংবা খারাপ মনে করবো না।

এই আয়োজন সিলেটের Madan Mohan College, Sylhet কলেজে ও হোক🤣 fans⛔ Fun Post
13/09/2024

এই আয়োজন সিলেটের Madan Mohan College, Sylhet কলেজে ও হোক🤣

fans

⛔ Fun Post

09/09/2024

১৫ বছরের কাফ'ফারা আদায়_ আল্লাহু আকবর
fans

আমরা তো এমন একজন চেয়ে ছিলাম। যে আমাদের কথা শুনবে,জানবে,বুঝবে। Follow my page MD ABDUL JOLIL
08/09/2024

আমরা তো এমন একজন চেয়ে ছিলাম। যে আমাদের কথা শুনবে,জানবে,বুঝবে।
Follow my page MD ABDUL JOLIL

03/09/2024

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সাথে কথা বলেছেন ড. ইউনুস 💝

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্...
03/09/2024

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকে।

ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢুকে রোগীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ডাক্তারকে মারা হয়েছে, হাসপাতাল ভাংচুর হয়েছে গতরাতে। হাস...
01/09/2024

ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢুকে রোগীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ডাক্তারকে মারা হয়েছে, হাসপাতাল ভাংচুর হয়েছে গতরাতে। হাসপাতালে রোগী এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শাটডাউন ঘোষণা দেয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে।

ডা. ইনজামামুল হক শিহাব
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
Follow my page MD ABDUL JOLIL

শুভ কামনা তরুণ ফুটবলার মিরাজুল🖤Follow my page:MD ABDUL JOLILL
31/08/2024

শুভ কামনা তরুণ ফুটবলার মিরাজুল🖤

Follow my page:MD ABDUL JOLILL

29/08/2024

আমরা এমন মেধাবী জাতির জন্য সংগ্রাম করি নি😥
যারা শিক্ষককে এমন ভাবে অপমান করলো তারা কোন প্রকৃত মেধাবি নয় ওরা জানোয়ার সমতুল্য🤬
➡️ হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজ, নওগাঁ।
@top fansa@top fans

জনগণের অর্থে নির্মিত কিছুতেই গণহত্যাকারী ফ্যাসিস্টদের নাম থাকবে না।Follow my page👉 MD ABDUL JOLIL fans
27/08/2024

জনগণের অর্থে নির্মিত কিছুতেই গণহত্যাকারী ফ্যাসিস্টদের নাম থাকবে না।

Follow my page👉 MD ABDUL JOLIL
fans

ষড়যন্ত্রকারী একদল আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হাসপা...
26/08/2024

ষড়যন্ত্রকারী একদল আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হাসপাতালে দেখতে যান মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহতারাম দেলাওয়ার হোসেন ও মুহতারাম কামাল হোসাইন।

জামায়াত নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

৫০ এর অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। ৫ জন গুরুতর আহত তবে শংকার বাইরে। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের প...
26/08/2024

৫০ এর অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। ৫ জন গুরুতর আহত তবে শংকার বাইরে। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের পোশাকে থাকা দুষ্কৃতিকারীরা।
আড়াইটার দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন নাহিদ ভাই। তারপর তাদের প্রতিনিধিদের নিয়ে বসে 'বাধ্যতামূলক ছুটি বাতিলের' দাবিটি তাৎক্ষণিক মেনে নিলে সেখানেই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়কেরা। আলোচনার সময় আন্দোলনের ভিতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উস্কানিদাতা আছে বলে জানিয়েছেন তারা।

আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারাদেশেও আন্দোলন স্থগিত করে তারা। তারপরও ৬ টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে রাখে, এবং ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যমুনায় চলে গিয়েছিলাম আমি। পরে জানতে পারি গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলতে ও আনসারদের আন্দোলনে সৃষ্ট যানজটে ত্রাণ বাহী ট্রাক আটকে পরার বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে এসে আটকা পরেন সমন্বয়ক সার্জিস ভাই আর হাসনাত ভাই। এছাড়াও ৭ জন উপদেষ্টাও আটকে ছিলেন সচিবালয়ে।

আন্দোলনের সাংবিধানিক অধিকারের কথা চিন্তা করে এতদিন সরকার শক্ত অবস্থান নেয়নি। তবে আন্দোলনের নামে বন্যার্তদের ত্রাণ আটকে, সচিবালয়, যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না।

জাতীয় স্বার্থের আন্দোলন করে আমাদের সহস্রাধিক শহীদ হয়েছেন। জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ব্যক্তি স্বার্থের দাবিতেএসে বিশৃঙ্খলা করে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না। আন্দোলন হবে যৌক্তিক দাবিতে এবং নিয়মতান্ত্রিক ভাবে।

ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত, ইন্ধনদাতা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Asif Mahmud Shojib Bhuyain

ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা ক...
24/08/2024

ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না।
ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এধরণের প্র্যাক্টিস বন্ধ করুন।
Asif Mahmud Shojib Bhuyain আমরা আপনার মত সাদা মাঠা মানুষ পেয়ে গর্বীত।
এরকম তো বাংলাদেশ চেয়েছি আমরা!

Address

Sylhet
Dhakadakshin
3162

Alerts

Be the first to know and let us send you an email when MD ABDUL JOLIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD ABDUL JOLIL:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share