BP News

BP News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BP News, Media/News Company, .

ভোলা সদর থানার ওসি সহ ৩৬ জন পুলিশের বিরুদ্ধে মামলা।দারুন একটা কাজ হয়েছে। পরিস্থিতির কারনে আজ হয়তো সঠিক বিচার পাওয়া যাবে ...
05/08/2022

ভোলা সদর থানার ওসি সহ ৩৬ জন পুলিশের বিরুদ্ধে মামলা।

দারুন একটা কাজ হয়েছে। পরিস্থিতির কারনে আজ হয়তো সঠিক বিচার পাওয়া যাবে না- তবে এই মামলা একদিন ঠিক বিচারের পথ খুলে দেবে। ধরে ধরে এই ৩৬ জনকে বিচারের মুখোমুখি করা যাবে ইনশাআল্লাহ। কারন এইসব অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের জন্য গোটা পুলিশ বাহিনীর সুনাম সুখ্যাতি নষ্ট হচ্ছে। এদের কারনে জনগন পুলিশ বাহিনীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।

ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গু*লিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহতের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি মো. আরমান হোসেনকে প্রধান আসামি করে পুলিশের ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।

01/08/2022
01/08/2022
28/07/2022

/

28/07/2022
27/07/2022
27/07/2022
আমার আপনার কল্যাণে সর্তক_বার্তা প্রবাসে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ প্রবাসে সাইবার বুলিং করে নিজের দেশ...
26/07/2022

আমার আপনার কল্যাণে সর্তক_বার্তা
প্রবাসে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনদের প্রতি অনুরোধ প্রবাসে সাইবার বুলিং করে নিজের দেশের সম্মান নষ্ট করবেন না। প্রবাসে এসেছি নিজের, পরিবারের ভাগ্য পরিবর্তন করতে, যে দেশে থাকি সেই দেশের আইন অনুযায়ী আমাদের চলতে হবে। আজ কাল ফেইসবুক ভিডিওতে অনেক ভিডিও দেখা যায় বাংলাদেশি বোনদের কার্যক্রম! যাহা মোটেও ঠিক নয়। যেকোনো মুর্হতে এই সব ভিডিও আমার আপনার জন্য কাল হতে পারে। আশা করছি নিজের দেশের সম্মান বজায় রাখতে চেষ্টা করবো।

আজ সৌদি সরকারের সাইবার টীম এক মিশরীয় নারীকে আটক করেছে স্যোসাল মিডিয়া ফেইসবুকে সেক্সুয়ালি বয়েজ চ্যাট ইম্প্রেস করার কারনে।
সূত্রঃ সৌদি গেজেট।

বাংলাদেশ প্রবাসী নিউজ

26/07/2022
17/07/2022
17/07/2022
15/07/2022
14/07/2022
06/03/2022
‏وزارة الداخلية :  ‏عاجل: ‏إلغاء التباعد في جميع الأنشطة والفعاليات بالمملكة. ‏مصدر مسؤول في وزارة الداخلية: تقرر رفع ال...
06/03/2022

‏وزارة الداخلية : ‏عاجل:
‏إلغاء التباعد في جميع الأنشطة والفعاليات بالمملكة.
‏مصدر مسؤول في وزارة الداخلية: تقرر رفع الإجراءات الاحترازية والوقائية المتعلقة بمكافحة جائحة كورونا اعتبارا من اليوم.
‏عدم اشتراط فحص كورونا عند القدوم للسعودية.
‏نزع الكمامة في الأماكن المفتوحة بالمملكة.
‏إلغاء التباعد في الجوام والمساجد بالسعودية.
‏أهمية الاستمرار في استكمال تنفيذ الخطة الوطنية للتحصين، ويشمل ذلك أخذ الجرعة التنشيطية الثالثة.
‏عاجل:
‏تطبيق إجراءات التحقق من الحالة الصحية في تطبيق توكلنا للدخول للمنشآت والأنشطة والمناسبات والفعاليات وركوب الطائرات ووسائل النقل العام.
‏رفع تعليق جميع الرحلات الجوية القادمة إلى المملكة.
‏جميع قرارات رفع الإجراءات الوقائية في السعودية "سارية الآن" .
‏وداعًا للحجر الصحي المؤسسي والمنزلي بسبب كورونا في السعودية.
#জরুরী ঘোষণাঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল সূত্র থেকে পাওয়া সংবাদঃ
আজ থেকে করোনা মহামারী মোকাবেলায় সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের সমস্ত ক্রিয়াকলাপ এবং ইভেন্টগুলিতে সামাজিক দূরত্ব বাতিল করা।
সৌদি আরবে আসার সময় করোনা পরীক্ষার প্রয়োজন নেই।
রাজ্যের খোলা জায়গায় মুখোশ পরতে হবেনা।
সৌদি আরবের প্রকার জনসমাগম এবং মসজিদে সামাজিক দূরত্ব বাতিল।
বুস্টার ডোজ গ্রহণ সহ জাতীয় ইমিউনাইজেশন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চালমান থাকবে।
সুবিধা, কার্যক্রম, ইভেন্ট, বোর্ডিং প্লেন এবং পাবলিক ট্রান্সপোর্টে প্রবেশের জন্য তাওয়াক্কলনা অ্যাপে স্বাস্থ্য যাচাই পদ্ধতি চলমান থাকবে।
রাজ্যে সমস্ত আগত ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
সৌদি আরবে প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত "এখন কার্যকর"।
সৌদি আরবে করোনার কারণে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই।

21/02/2022

সম্মানিত সুধী, শুভাকাঙ্ক্ষী
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আপনি জেনে আনন্দিত হবেন গত বছরের মতো আপনাদের সহযোগিতায় রামগঞ্জ,ফরিদগঞ্জ কেন্দ্রীক সমাজ কল্যাণ যুব ঐক্য সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে রমজানে ইফতার বিতরণ করা হবে। সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী গত বছরের মতো এবারও আপনাদের সহযোগিতা কামনা করি ইনশাআল্লাহ এই বছরও আপনারা সহযোগিতা করে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবেন। 🙏
ইফতার পান্ড কালেকশন ২ মার্চ পযন্ত।

নিবেদক,
রামগঞ্জ, ফরিদগঞ্জ কেন্দ্রীক সমাজ কল্যাণ সংগঠনের দায়িত্বশিল।

এই হচ্ছে বাংলাদেশ! দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে চাকরিচ্যুত। এখন আবার গুম হওয়ার আশঙ্কা। হায়রে আমার দেশ!
18/02/2022

এই হচ্ছে বাংলাদেশ! দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে চাকরিচ্যুত। এখন আবার গুম হওয়ার আশঙ্কা। হায়রে আমার দেশ!

16/02/2022

নির্বাচন কমিশনারদের পদ এখন শূন্য রয়েছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ভবন।

16/02/2022

আলহামদুলিল্লাহ,🇧🇩🇧🇩🇧🇩দুবাই হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজনই ১ম,২য়,৩য়,এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়..!

13/02/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**সারা দেশে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
**প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী
**বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ ফাইভ ৯,৯৭১
**রাজশাহীতে পাসের হার ৯৭.২৯, জিপিএ ফাইভ ৩২,৮০০
**কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯, জিপিএ ফাইভ ১৪,১৫৩
**সিলেটে পাসের হার ৯৪.৮০, জিপিএ ফাইভ ৪,৭৩১
**চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯, জিপিএ ফাইভ ১৩,৭২০
**দিনাজপুরে পাসের হার ৯২.৪৩, জিপিএ ফাইভ ১৫,৩৪৯
**ঢাকায় পাসের হার ৯৬.২০, জিপিএ ফাইভ ৫৯,২৯৯
**যশোরে পাসের হার ৯৮.১১, জিপিএ ফাইভ ২০,৮৭৮
**ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১, জিপিএ ফাইভ ৭,৬৮৭
**কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ
**মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ
**দেশে পাসের হার ৯৫.২৬, জিপিএ-ফাইভ ১ লাখ ৮৯ হাজার ১৬৯

10/02/2022
09/02/2022

আলহামদুলিল্লাহ্।
কর্নাটক হাইকোর্টের রায়ঃ
হিজাব পরে শিক্ষাঙ্গনে যেতে পারবে মুসলিম মেয়েরা।

09/02/2022
সৌদির পতাকায় কোন পরিবর্তন হবেনা; কালেমা সরানোর খবর ‘গুজব’ সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা ...
07/02/2022

সৌদির পতাকায় কোন পরিবর্তন হবেনা; কালেমা সরানোর খবর ‘গুজব’

সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে।
চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়। সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।
এছাড়া ইসলামের আঁতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। পতাকাটি রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ (স.) এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি।
গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজন আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ আছে।

04/02/2022

চাঁদপুরে মতলব দক্ষিণের বড়দিয়া,মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।

সউদী আরবে সেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পেলেন সালমান খানবিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:০১ পিএমবলিউডে...
31/01/2022

সউদী আরবে সেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:০১ পিএম

বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। সংখ্যক অনুরাগী রয়েছে তার বিশ্বজুড়েই। ৫৬ বছর বয়সী এই অভিনেতার ব্যক্তিত্ব মুগ্ধ করে যায় অনেক তারকাকেও। এবার তার ব্যক্তিত্বে মুগ্ধতা প্রকাশ করলো সউদী আরবের লোকেরাও। দেশটির রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে সালমান খানকে ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’-এর তকমা দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেই খবরটি দেন সালমান খান নিজে। তিনি যে ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় তার হাতে একটি ট্রফি ধরা। ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার ভাই আবু নাসের... তোমার সঙ্গে আলাপ হয়ে ভাল লাগল...।

এর আগে এই ইভেন্ট থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যেখানে সালমান খানকে দেখা যায় তিনি জন ট্রাভোল্টারের সঙ্গে পরিচিত হচ্ছেন। তিনি বলেন, আমি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং আমার নাম সালমান খান।
উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর হয়ে গেল ‘ভাইজান’-এর। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমাতে প্রথম অভিনয় করেছিলেন এই বলি তারকা। সেই সিনেমাতে নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তাকে ১১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তার পরের বছরই সুপারহিট সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে অভিনয় করে যশ এবং খ্যাতির মুখ দেখেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক পত্রিকা ‘ফোর্বস’-এ বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ জন বিনোদনীর তালিকা প্রকাশ করা হয়। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে ৭১ নম্বরে নাম ছিল সালমান খানের। ফের ২০১৮ সালে একই তালিকায় নাম ওঠে তার। ভারতের নিরিখে তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা।

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে র‌্যাবর‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তি...
31/01/2022

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে র‌্যাব

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০জানুয়ারি চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টারপ্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের শংকর চক্রবতী এর ছেলে অনুরাগ চক্রবর্তী(১৯), ফরিদগঞ্জ থানার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে মোঃ মাসুম হাসান ওরফে রাজু (২৫), চাঁদপুর সদর থানার তরপছন্দি গ্রামের মোঃ ছিটু গাজীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৪২) এবং একই থানার দক্ষিণ তরপুর চন্ডি গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান(৫৫)।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫০০ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরাসকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

সূত্র চাঁদপুর

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।আল্লাহ সবাইকে হেফাজত করুন।
28/01/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আলহামদুলিল্লাহ,সৌদি প্রবাসী রাকিবের ব্যাগ পাওয়া গেছে। আরেকজন সম্মানিত যাত্রী তার ব্যাগ নিয়েগিছেন। আমর্ড পুলিশ ভিডিও ফুটে...
28/01/2022

আলহামদুলিল্লাহ,সৌদি প্রবাসী রাকিবের ব্যাগ পাওয়া গেছে। আরেকজন সম্মানিত যাত্রী তার ব্যাগ নিয়েগিছেন। আমর্ড পুলিশ ভিডিও ফুটেজ দেখে সেই যাত্রীকে খুজে বের করেছেন।
ধন্যবাদ আর্মড পুলিশ কে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেল্ট থেকেই লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা চুরি হওয়াতে দিশেহারা সৌদি প্রবাসী রাকিব সাহে...
28/01/2022

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেল্ট থেকেই লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা চুরি হওয়াতে দিশেহারা সৌদি প্রবাসী রাকিব সাহেব। তিনি কি ফিরে পাবেন তার মূল্যবান লাগেজ ও টাকা? বিমানবন্দরে নাকি কিছুই চুরি হয় না হারায় না? ঘটনাটি গত বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ টার সময় ঘটে, প্রবাসী রাকিবের দু-চোখ বলে দেয় সে কি হারিয়েছে, ৪ বছরের জমানো শেষ সম্বল ছিল এটি , এয়ারপোর্টের কর্মকর্তা দায়িত্ব শীল আর্মড পুলিশ ব্যাটালিয়নের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিদ্রুত প্রবাসী রাকিব সাহেবের চুরি হওয়া লাগেজ উদ্ধার করুন।

আলহামদুলিল্লাহ রিয়াদের মাটিতে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল বাংলাদেশিদের কষ্টঅর্জিত অর্থে করা প্রতিষ্ঠান।এই...
27/01/2022

আলহামদুলিল্লাহ রিয়াদের মাটিতে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল বাংলাদেশিদের কষ্টঅর্জিত অর্থে করা প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন আইনি প্রক্রিয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের পর আবারও বাংলাদেশিদের হাতে পিরে এসেছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BP News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share