Esrat Jahan busra

  • Home
  • Esrat Jahan busra

Esrat Jahan busra Islamic knowledge of life
(1)

14/10/2023

রাতে যখন
ফেসবুক,মেসেঞ্জার বন্ধ করি ..তখন মনে হয় ব্যবসা গুছিয়ে দোকানের ঝাঁপ নামাচ্ছি 🤭🥱

02/10/2023

সব সময় নিজের জন্য একটা গোপন আমল রাখবেন! যেটা আল্লাহ তায়ালা এবং আপনি ছাড়া কেও জানবে না বুঝবে না একবারে সিক্রেট।এই আমল এর উসিলায় ও আপনি নাজাত পেতে পারবেন ।কিংবা কোন বিপদে পড়লে এই আমলের উসীলা দিয়ে দোয়া করে বলবেন আল্লাহ আমি আপনার জন্য এটা করেছি, যদি আপনি আমার এই আমল কবুল করে থাকেন, তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন ❤️

24/09/2023

মাঝে মাঝে আল্লাহ শূন্যতা অনুভব করায় যাতে আমরা উনাকে আরো বেশি বেশি স্মরন করি ❤️

24/09/2023
22/09/2023

অশ্লীলতার এই যুগে পরকীয়ায় আসক্ত না হয়ে স্ত্রীকে একান্তভাবে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই!
বউকে ভালোবেসে বউকে সাপোর্ট করার কারণে সমাজ যাদেরকে বউ পাগল বলে; আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবানের তালিকায় রেখে সম্মান করি।♥️

19/09/2023

আপনাকে নিয়ে আমার শখের কোন কমতি নেই, পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে চেল্লানোর শখ, সমুদ্র পাড়ে বসে সূর্য ডুবা দেখার শখ, একসাথে বৃষ্টিতে ভেজার শখ, জোৎনা রাতে চাঁদ দেখার শখ, নদীর পাড়ে বসে বাদাম খাওয়ার শখ, রিকশায় করে ওলি গলিতে ঘোরার শখ, গাছতলায় বসে বেসুরা কন্ঠে গান গাওয়ার শখ, টঙ্গের দোকানে বসে চা খাওয়ার শখ, তবে আপনি আমার শখ না, আপনি আমার সবকিছু।🙂🖤

18/09/2023

কোথাও যাওয়ার সময় যানবাহন সংকট দেখা দিলে, একটানা সুরা কুরাইশ পড়ে গেলে, আল্লাহ তাআলার খাস রহমতে ব্যবস্থা হয়েই যায়।

Atik ullah

18/09/2023

হুটহাট কোন কিছু কে হারাম বলা রেফারেন্স ছাড়া মনগড়া যুক্তি দেয়া কেবল বাংলাদেশ ই সম্ভব এত বড় বড় আলেম উনারা 🙂

18/09/2023

দুই একটা টিপস এন্ড ট্রিকস শেয়ার করলে যদি কেও প্রোডাক্টিভ হয় । কারো ভালো হয় তাহলে ক্ষতি কি আমাদের ডেইলি লাইফ এ এমন অনেক মুসলিম হ্যাকস আছে যেগুলো খুব সহজ । এগুলাতে যদি কারো সমস্যা হয় stay away from me,my page and my life 🫶🏻❤️

আমি অত্যন্ত পজিটিভ একটা মেয়ে আপনাদের ন্যাগেটিভ জিনিস আমার কাছে কাজে দিবে না ।দোয়া করবো আল্লাহ আপনাদের অনেক দূর নিয়ে যাক 🫶🏻

17/09/2023

#আয়মানসাদিক
#মুনজেরিন
#আয়মানমুনজেরিন
#আয়মানসাদিকমুনজেরিনেরবিয়ে
#মুনজেরিনশহিদ

14/09/2023

বদনামকারীদের কে মুচকি হেসে বলুন,
হ্যা ভাই, আমি সর্ব দিকে অযোগ্য খারাপ,
আপনি জান্নাতে যাওয়ার সময় কষ্ট করে আমাকে নিয়ে যাইয়েন।🫶🏻

13/09/2023

কেবল এই একটি উপদেশ মেনে চলবে জীবনের বহু সমস্যা দূর হয়ে যাবে

উমার ইবনু খাত্তাব (রাদ্বি.) বলেন,

“অহেতুক বিষয়ে নিজেকে জড়িয়ো না। তোমার শত্রুদের থেকে দূরে থাকো। বন্ধু বানাতে হলে শুধু বিশ্বস্তদের বেছে নাও। আর বিশ্বস্ত শুধু তারাই হয়, যারা আল্লাহকে ভয় করে। গুনাহগারদের সাথে চলবে না। নয়ত তাদের গুনাহের প্রভাব তোমার মধ্যেও এসে পড়বে। আর তোমার গোপন বিষয়গুলো তাদেরকে বলতে যেও না। যদি পরামর্শ নিতে হয় তাহলে তাদের থেকেই নাও, যারা তোমার বিষয়ে কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে।

13/09/2023

আল্লাহ যার জন্য যেটা লিখে রেখেছেন কারো সাধ্য নেই সেটা আটকানোর আপনি যত যাই চেস্টা করুন না কেনো😊

13/09/2023

স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে!

একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম … শ্বাশুড়ী ওকে বলছে
- বৌ মা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ঐদিন বলতেছে বাজারে যেই দাম সবকিছু! দুইজনের ইনকাম ছাড়া কি কিছু হয়?

আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে।
ও উত্তরে বলল

- আর বইলোনা আম্মা। প্রতিমাসে ও বেতন পাওয়ার পর পরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়।

শ্বাশুড়ী খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো

- বলিস কি? ঝগড়া করে?

- হ্যাঁ আম্মা। প্রত্যেক মাসে সে বেতন পেয়েই আমাকে সাধে। আমি প্রতি মাসে তাকে বকা দেই। বলো তো আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিলো না আমি কি সংসার চালাতে পারি নাই? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে?

শ্বাশুড়ী মুখ গোমড়া করে বললেন
- জিনিস পত্রের যেই দাম!

- মা একজন আর কি বেশি খায়? এজন্য ওর কাছ থেকে টাকা নিবো? ও তো দিতে চায়। আমিই নেই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানীর বাড়ি উঠতে হইসিলো। কতই না কষ্ট হইসে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেনো তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক। আর আমার কোন সমস্যা হলে ও ই আমাকে সাহায্য করবে। অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মত কষ্ট করুক।

শ্বাশুড়ী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওর মাথায় হাত দিয়ে বলল

- আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা। তুমি আর বৌমা দুইজনই দুইজনই দীর্ঘজীবি হও।

সেদিন পর্দার আড়ালে আমিও দুইফোটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে।
আমি অনেক ভাগ্যবতীই বলায় চলে।

মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িংরুমে প্রবেশ করলাম।
দুইজনই আমাকে দেখে নড়েচড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোন কথাই হয় নি।

আমি এগিয়ে বললাম

- একটু চা করে দেই আপনাদের?

- হুম বৌমা। একটু লাল চা করো। আমিও তোমাকে সাহায্য করতে আসছি।

- না মা আপনারা বসেন। কথা বলেন। আমিই বানাচ্ছি।

আমি রান্নাঘরে গিয়েও একপ্রকার ঘোরে ছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম পরত মনে হচ্ছিলো। কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিলো আমার প্রতি তার চিন্তাভাবনা শুনে।

11/09/2023

সবর মানে কেবল শারীরিক আঘাত কিংবা প্রিয়জন হারানোর বেদনায় ধৈর্য ধরা নয়। অতি আপনজনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীরব বাঁকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁত চেপে সহ্য করাও তো সবর।

সব রক্তের সম্পর্ক আপন হয় না। সব রক্তের রংও লাল নয়। হৃদয়ের রক্তক্ষরণের যে কোন রং নেই। কারো সাধ্যও নেই তা পড়ে নেয়ার। যিনি না বলা কথাও শুনেন, যিনি বোবার ভাষাও বোঝেন…..তার ফায়সালার অপেক্ষার নামই তো সবর।🙂

07/09/2023

টাকা হয়তো অনেকেরই থাকে। তবে মানুষকে সম্মান করা, খুশি করা এবং ভালো ব্যবহার করার শিক্ষা সবার থাকেনা। এটা নিজের বিবেক ও পারিবারিক শিক্ষা থেকে আসে !

06/09/2023

প্রিয় মানুষ শায়েখ আহমাদুল্লাহ অসুস্থ আজ হসপিটালে ভর্তি হয়েছেন। সবাই দুয়া করবেন,আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করেন।

04/09/2023

বিশ্বাসীদের জন্য অনেক বড় শান্তির জায়গা হচ্ছে "রিজিকের" কনসেপ্ট টি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আমার রিজিকে যতটুকু সাফল্য এবং বরকত রেখেছেন, সেটা অবশ্যই আমার কাছে আসবেই ইন শা আল্লাহ। অন্য কেউ ভালো কিছু পাওয়া মানে আমার ভাণ্ডার থেকে কিছু কমে যাওয়া নয়।

03/09/2023

তুমি কি জান না, আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব কেবল আল্লাহরই? তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।

—আল মায়িদাহ - ৪০

03/09/2023

আপনি যদি সৎ ও সঠিক হন তাহলে তা প্রমাণ করার চেষ্টা করবেন না। চুপচাপ ধৈর্য্যধারণ করে অপেক্ষা করুন। সময় সব জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ্! 😇💙

02/09/2023

সব ক্ষত একদিন সফলতা হয়ে ফিরে আসবে।🙂ইনশাআল্লাহ্♥️

02/09/2023

নবী (ﷺ) বলেন:লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন।

02/09/2023

‘বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মুসলিম উম্মাহর সম্পদ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতে নবী এবং তাঁর সাহাবিদের পাশে স্থান করে দিন।’

- বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার Dr Zakir Naik

02/09/2023

রাসূলুল্লাহ ﴾ﷺ﴿ বলেছেনঃ
যে কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর বানাবেন।

[বুখারী ৪৫০; মুসলিম: ৫৩৩]

01/09/2023

একাকীত্ব আল্লাহর নেয়ামত 🍂

31/08/2023

বান্দার জীবনে সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে বেকার, অবসর সময়। কারণ, প্রবৃত্তি কখনো বেকার বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে ঠিকই খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়বে।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

31/08/2023

সুযোগ কখনো কাছে আসে না, সুযোগকে তৈরি করে নিতে হয়!

31/08/2023

দিন শেষে আপনিও একা আমিও একা!!🖤

31/08/2023

যেখানে প্ররিশ্রম নেই সেখানে সাফল্যও নেই🌼

31/08/2023

মজার ব্যাপার হলোঃ
আল্লাহ জানেন আপনার মন কি চায়। আপনি যা প্রার্থনা করবেন, আল্লাহ্ তা সবচেয়ে সুন্দরতম উপায়ে আপনাকে দিবেন ইনশাআল্লাহ !😇♥️

31/08/2023

Allah will give you something better than what was taken from you!

-Quran:-8:70

14/04/2023

মাঝে মাঝে এমন হয়, দু'আ করতে মুখ দিয়ে এক চিলতে শব্দও বের হয়না৷ শুধু মনে হয় 'ইয়া রব আপনি তো সব জানেন'🤲

14/04/2023

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি আশ্রয় নিন জায়নামাজে! দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে!
ইনশা আল্লাহ।

12/04/2023

২০ রমজানের পরে যেকোনো বেজোড় রাতেই “লাইলাতুল ক্বদর” রাত হতে পারে।♥️

সবাই এই বেজোড় রাতগুলিতে বেশি বেশি আমল করবো ইনশাআল্লাহ্।

07/03/2023

যা পাওয়ার কথা ছিল, তা পেলাম না। এটা ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি, তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, সবই আল্লাহর একান্ত অনুগ্রহ ও নেয়ামত।

পাওয়া না-পাওয়া নিয়ে আর কোনো আফসোস নেই। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী।

আলহামদুলিল্লাহ!🖤

Address


Alerts

Be the first to know and let us send you an email when Esrat Jahan busra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share