Manha's Vlog

Manha's Vlog আসসালামু আলাইকুম।

07/06/2025

ঈদ মোবারক ❤️

05/06/2025

গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে পাঁচটার দিকে এই চোর ছেলেটাকে ধরা হয়।চাষক পাড়া বা চরপাড়া সম্ভবত এই জায়গা থেকে এই স্যালো মেশিনের অর্ধেক অংশ সে চুরি করে নিয়ে আসে। ওকে কোন প্রকার মার দেওয়া ছাড়াই ধরে রাখা হয়েছিল পুলিশ আসার অপেক্ষায় আমরা থানায় দিব বলে। কিন্তু সে প্রসাব করার কথা বলে ওয়ালটপকে পালিয়ে যায়। যদি এই ছেলেটাকে কেউ কোথায় দেখেন তাহলে দয়া করে ছেলেটাকে ধরাই দিবেন।
এর সম্পর্কে যতটুকু জানতে পারলাম ও নাকি কুখ্যাত চোর আবার খুনির মামলার আসামি কেউ সে জামিন করিয়েছে।
আর মেশিনের এই অংশটি যার সে উপযুক্ত প্রমাণ দিতে পারেন সে নিয়ে যেতে পারেন আমাদের উপজেলার ভিতরেই আছে।

02/06/2025

দুনিয়াতে যাদের বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন সবকিছু থাকা সত্ত্বেও কেউ থাকেনা।
আল্লাহ সেই ব্যক্তির জন্য রহমত হিসেবে ওই ব্যক্তির আশেপাশের লোকজনকে আপন বানিয়ে দেয়।
ঠিক তেমনি আব্দুল্লাহ আমার রক্তের কেউ না হলেও রক্তের চেয়ে অনেক কিছু।
আজ সেই আব্দুল্লাহর জন্মদিন যে কিনা আমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে এখন পর্যন্ত পাশে আছে।
❤️শুভ জন্মদিন মো আব্দুল্লাহ ❤️
দোয়া করি তুই এরকম ভালো মানুষ হয়ে থাক সারাজীবন।

ডান পা টার সাথে সাথে আজকে ডান হাতের আঙ্গুলগুলো অচল হয়ে গেল।
31/05/2025

ডান পা টার সাথে সাথে আজকে ডান হাতের আঙ্গুলগুলো অচল হয়ে গেল।

27/05/2025

হাসপাতালের কেবিন যখন মানহার খেলা জায়গা 😔

শুভ দুপুর 😊
24/05/2025

শুভ দুপুর 😊

23/05/2025

দুইজন দুই বেডে 🥹😔
সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই।

১৯/০৫/২০২৫সপরিবারে রোড এক্সিডেন্ট।।।।।।। এক্সিডেন্টে আমার ডান কানে চোয়ালের অংশে প্রচন্ড রকমের আঘাত লাগার কারণে হাড়ে একট...
23/05/2025

১৯/০৫/২০২৫
সপরিবারে রোড এক্সিডেন্ট।।।।।।।

এক্সিডেন্টে আমার ডান কানে চোয়ালের অংশে প্রচন্ড রকমের আঘাত লাগার কারণে হাড়ে একটু সমস্যা দেখা দিয়েছে যার জন্য ফোনে কথা বলা বা বেশি কথা বলা নিষেধ করে দিয়েছেন ডাক্তার।
তাই আমার ভাই বোন সকল আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন।
এক্সিডেন্ট এরপর থেকে আমাদের এত খোঁজখবর রাখছেন তাদের সকলের কাছে অনুরোধ করছি কয়েকটা দিন ফোনে কল করিয়েন না। 😞🙏
আপনারা যখন সবাই ফোন করেন রিসিভ না করতে পারে খুব কষ্ট হয় এবং আপনাদেরও টেনশন হয়।
আর যদি আপনার দের খুবই টেনশন হয় তাহলে মেসেঞ্জারে আমাকে নক করবেন আমি যতটুকু পারি আপনাদের আনসার দিব 😊❤️
আমরা সবাই আগের থেকে একটু সুস্থ আছি মানহা আগের থেকে অনেকটাই স্বাভাবিক আছে। এখনো হসপিটালেই।আছি।
জানিনা কতদিন থাকতে হবে। 😞
সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। ❤️

ফুলের শুভেচ্ছা সবাইকে??
17/05/2025

ফুলের শুভেচ্ছা সবাইকে??

16/05/2025

খিচুড়ি কে নিয়ে আজকের আয়োজন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Manha's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share