Omicron Variant update

  • Home
  • Omicron Variant update

Omicron Variant update Classification of Omicron (B.1.1.529): SARS-CoV-2 Variant of Concern

21/01/2022

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

19/01/2022

কোভিডের টিকার শেয়ার মার্কেট প্রাইজ অর্ধেকের বেশী কমে গেছে। ওমিক্রণ আসার পর দাম বাড়বে বলে কিনে ধরা খেয়েছে অনেকে! তার মনে করোনা বিলীন হওয়ার পথে। ফ্লু এর মত টিকে থাকবে, সিজনাল টিকার নেয়ার ব্যবস্থা তৈরি হতে পারে। হয়ত দেখা যাবে আইন করে প্রতিবছর বয়স্ক লোকদের টিকা নিতে বাধ্য করা হবে।

13/01/2022
12/01/2022

টিকা নেওয়া থাকলেও ওমিক্রন হতে পারে

11/01/2022

"রেস্তোরাঁয় খেতে গেলে টিকা সনদ দেখানো অবাস্তব সিদ্ধান্ত’

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের রেস্তোরাঁ ব্যবসাকে ধ্বংস করতে সরকার এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অবাস্তব সিদ্ধান্ত, এর সঙ্গে বাস্তবতার কোনও সংযোগ নেই।

09/01/2022

১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে করোনার টিকা দিতে হবে। টিকা গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে না।

08/01/2022

ওমিক্রন ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

06/01/2022

** করোনা টিকার সনদ ছাড়া রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স, বিমান ও ট্রেনে চলাচল করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব।

** অন্তত প্রথম ডোজ টিকা নেয়া ছাড়া স্কুলে যেতে পারবে না ১২ বছরের বেশি বয়সীরা: মন্ত্রিপরিষদ সচিব।

06/01/2022

ভারতে অমিক্রনে মারা গেলেন দুই ডোজ টিকা নেয়া ব্যাক্তি!

18/12/2021

ভারতে ওমিক্রনে আক্রান্ত ১০০ ছাড়াল।

02/12/2021

সারা বিশ্বে যারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ করোনার টিকা নিয়েছেন

করোনার নতুন এই ধরন নিয়ে যেন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জার্মানির ভ্যাকসিন প্রস্তুতকারক প্...
01/12/2021

করোনার নতুন এই ধরন নিয়ে যেন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জার্মানির ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োএনটেকের...

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Finternational%2Fnews%2F720313&h=AT2pNjVC9vexGdz4shXiyOM5g9-UInCTs6owWHSuTou5L15up_ucSlVMxWWLmj1KUtVnN1LgbMBpzxmVEGMD3YZVjOhxMtyCL8HnGw2YJwigZsiJboZvZvNeDAf-CzOOMM6o

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর কিনা তা নিয়ে.....

25,957 reports of nervous system disorders were made to Pfizer within the first 2.5 months of vaccine use, yet we're tol...
29/11/2021

25,957 reports of nervous system disorders were made to Pfizer within the first 2.5 months of vaccine use, yet we're told side effects consist of "fever, swelling, and redness at the injection site."

I've spoken with many who reported nervous system disorders to Pfizer (and have seen their communications). Guess how many people Pfizer followed up with? None. They didn't even follow up with the participants in their own clinical trials. Only 54 years and 11 months before we get our hands on the rest of the documents...

Omicron: ডেল্টার চেয়ে বেশি মিউটেশন নয়া রূপে, দাবি বিজ্ঞানীদের.করোনাভাইরাসের ডেল্টা রূপের চেয়ে অনেক বেশি মিউটেশন ঘটেছে নয়...
29/11/2021

Omicron: ডেল্টার চেয়ে বেশি মিউটেশন নয়া রূপে, দাবি বিজ্ঞানীদের.

করোনাভাইরাসের ডেল্টা রূপের চেয়ে অনেক বেশি মিউটেশন ঘটেছে নয়া রূপ ওমিক্রন-এ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা এই রূপের প্রথম ছবি প্রকাশ করে এমনই দাবি করেছে রোমের ব্যামবিনো গেসু হাসপাতাল।

রোমান হাসপাতালের গবেষকরা বিবৃতি দিয়ে বলেছেন, ‘ডেল্টার চেয়ে অনেক বেশি মিউটেশন ঘটেছে নয়া ওমিক্রন রূপে, তা স্পষ্টই দেখা যাচ্ছে। ডেল্টা-এর তুলনায় স্পাইক প্রোটিন (এর মাধ্যমে ভাইরাস মানব দেহে প্রবেশ করে)-এ এই নতুন রূপের সমাহার অনেক বেশি। তবে গবেষকরা এ-ও জানিয়েছেন, ‘এর অর্থ এই নয়, যে এই রূপ বাকিদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বরং আপাতত এটাই মনে করা উচিত, মানব দেহে সংক্রমণ ঘটানোর জন্য ভাইরাস আরও একটি রূপ নিয়েছে মাত্র।’ এই রূপের মারণ ক্ষমতা কম না বেশি, সে সম্পর্কে নিশ্চিত হতে ভবিষ্যতের গবেষণার দিকে নজর রাখতে হবে।

মিলান স্টেট ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক তথা ব্যামবিনো গেসুর অন্যতম গবেষক ক্লদিয়া আলটেরি বলছেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল মিউটেশনের পরিমাণ নির্ধারণ করা। তা সফল ভাবে করতে পেরেছি। তার পরই স্পাইক প্রোটিনের ত্রি-মাত্রিক ছবি প্রকাশ্যে আনা হয়েছে। যাতে নয়া রূপের গতিবিধির উপর নজরদারি চালানো যায়।’’

ক্লদিয়া আরও বলেছেন, ‘‘এই রূপ আরও বেশি ভয়ঙ্কর কি না, তা জানার জন্য গবেষণা আমরা করিনি। শুধুমাত্র স্পাইক প্রোটিনে এই রূপের অস্তিত্ব নিশ্চিত করার পাশাপাশি ডেল্টা রূপের তুলনায় নয়া রূপ (এ ক্ষেত্রে ওমিক্রন) কত বেশি বা কম মিউটেশন ঘটিয়েছে, তা দেখতে চেয়েছিলাম। আমরা আমাদের কাজে সফল। এই রূপের ভয়াবহতা নির্ণয়ের ভার আগামীর হাতে।’’

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Omicron Variant update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share