Neelaav's World

  • Home
  • Neelaav's World

Neelaav's World আমি নিলাভ আমাকে দেখুন আমার এই পেইজে - ফ?

Kendaraan bernama becak ini berasal dari akhir abad kesembilan belas. Pada tahun 1870, becak diperkenalkan pertama kali ...
13/03/2023

Kendaraan bernama becak ini berasal dari akhir abad kesembilan belas. Pada tahun 1870, becak diperkenalkan pertama kali di Mymensingh dan Narayanganj dan kemudian di Dhaka (1938). Sutrapu Benggala Timur saat itu atau sekarang Dhaka di Bangladesh

21/02/2023

ইতিহাসের ছোট্ট শহর বাগেরহাট বা Historic Mosque City of Bagerhat, শহর তো নয়, যেন একটা মিউজিয়াম। গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক স্থাপত্য।

তার আংশিকভাগ আমরা চাক্ষুষ করতে পারি।
The Sixty Dome Mosque; a UNESCO World Heritage Site of Bangladesh ও আরো অনেক কিছু...

Full Video HQ https://youtube.com/

Sixty Dome Mosque ভিডিওতে ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মোটিভেশন পেলে ভিডিও করতে ভালো লাগবে।
সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন আর মন ভরে ঘুরে বেড়ান।🙏🙏

খাই খাই Neelaav's World হেয়ার 🙌 সাবস্ক্রাইব করুন প্লীইইইজ!শেষ বিকেলের স্ন্যাক্স... মোটা কুচি পেঁয়াজ আর চিকেন দিয়ে তৈর...
27/01/2023

খাই খাই Neelaav's World হেয়ার 🙌 সাবস্ক্রাইব করুন প্লীইইইজ!

শেষ বিকেলের স্ন্যাক্স... মোটা কুচি পেঁয়াজ আর চিকেন দিয়ে তৈরি টিকিয়া কাবাব ❤️

(পুরান ঢাকা)

খাই খাই Ahmed Neelaav হেয়ার 🙌শেষ বিকেলের স্ন্যাক্স... মোটা কুচি পেঁয়াজ আর চিকেন দিয়ে তৈরি টিকিয়া কাবাব ❤️(পুরান ঢাকা)

07/01/2023

Always remember dear ones
Poor people are always rich by heart.

Church of The Holy Crossপবিত্র ক্রুশের গির্জাঘরটি ফরাসি-গথিক শৈলী রীতিতে নির্মিত। এই ধর্মপল্লির গির্জাঘরটি অনেকটা চতুষ্ক...
30/12/2022

Church of The Holy Cross

পবিত্র ক্রুশের গির্জাঘরটি ফরাসি-গথিক শৈলী রীতিতে নির্মিত। এই ধর্মপল্লির গির্জাঘরটি অনেকটা চতুষ্কোণ কবরাকৃতির মতো, যার ওপরে অষ্টভুজাকার গম্বুজ টাওয়ার রয়েছে

Church of the Holy Cross of Luxmibazar

People with a lot of mind-body awareness often observe how much better they feel after eating and drinking whole, natura...
10/12/2022

People with a lot of mind-body awareness often observe how much better they feel after eating and drinking whole, natural foods, and how they often feel worse after eating overly sweetened or processed foods. Tea is the type of drink that usually grows on you if you pay attention to how you feel after drinking it. People like it not just for the taste, but for the whole experience. If you reflect on the overall state of your body, you will find tea easier to appreciate and over time you will start liking the taste more because you like how it makes you feel. At least this has been my experience!

Green tea is a type of tea that is made from Camellia sinensis leaves and buds that have not undergone the same withering and oxidation process used to make ...

12/11/2022

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিওতে একটি অনুষ্ঠান করেন। তাঁর সেই 'মন কী বাত' অনুষ্ঠানে তিনি তাঁর দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন দেশি কুকুর পালন করার। আত্মনির্ভর ভারত গড়তে বিদেশি কুকুরের বদলে দেশি কুকুর পালনে পড়শি দেশের প্রধানমন্ত্রীর এ পরামর্শ আমাকে ছুঁয়ে গেছিল।

আমাদের দেশে, চারপাশে দেখি বিদেশী বিড়াল ও কুকুরের বয়স অনুসারে যারা পালেন তারা পোষা প্রাণীকে বিভিন্ন পরিমানের ও বিভিন্ন রকমের খাবার (cat, dog food by age) দেন। ছানা বিড়াল বা কিছুটা বেশী বয়সী বিড়াল, কুকুর, খরগোশ, পাখী, মাছ সবার জন্য নিউট্রিশন আলাদা ধরনের। তারা নিজের প্রিয় প্রাণীর দীর্ঘ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে লাইফের বিভিন্ন স্টেজে সঠিক খাবারটি খেতে দেন।

অন্যদিকে, আমাদের রাস্তাতেও প্রাণী আছে, মানুষকে খেতে দেখলে ক্ষুধার্ত কুকুর পাশে দাঁড়ায়, কিছু খেতে চায়। আর দিনদুপুরে, রাতবিরেতে হন্যে হয়ে কুকুরের পাশাপাশি খাবারের খোঁজ করতে থাকা বিড়ালও দেখি। বানরও হাত পাতে… সামান্য খাবারের জন্য নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ে।

এ শহর-আমরা, কেন ওদের জন্যও নই? ওদের জন্য কেন নয় শহরের মানুষ?

আছে মানুষ… তবে অনেকেই অভিযোগকারী মানুষ।
এর মধ্যে কুকুর নিয়ে সেসব মানুষের অভিযোগ রয়েছে অনেক। সাদা চোখে দেখলে ঢাকাবাসীদের একপক্ষ পথকুকুরের চরম বিরোধী। প্রায়ই তারা অভিযোগ জানায়, কুকুর নিয়ে সমস্যার কথা বলে… সকাল থেকে রাত পর্যন্ত কুকুরের ডাক শুনতে শুনতে তাদের কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। এছাড়াও পথকুকুরদের ডাকে নাকি অনেকের ঘুম ভেঙে যায়।
আবার কেউ কেউ মনে করেন, রাতের আঁধারে বা ভোরের নরম সূর্যালোকে হাঁটাচলা করতে অসুবিধায় ফেলছে কুকুরের দল।

তবে উল্টো ছবিটাও রয়েছে। অনেক মানুষ বহুদিন ধরেই কুকুরদের নিয়ে কাজ করছেন। তাদেরই একজন ফারহানা ইসলাম ...এই প্রিয়দর্শিনীর কল্যাণে ঢাকার বানররা পেট পুরে কলা খেল।
বিশেষ করে পথকুকুর ও বিড়ালদের নিয়ে ফারহানা ইসলাম সূধাদী কাজ করেন। লকডাউনের সময় কুকুরের সেবায় কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় আমার। নিয়মিত তিনি পথকুকুরদের খাবার দিয়ে থাকেন। নিয়মিত পরিচর্যা করেন কুকুরদের, সেজন্য বহু পাড়ায় কুকুরপ্রেমী ফারহানা ইসলাম সূধা দীদী ঘুরে বেড়ান।
আইনজীবী ফারহানা ইসলাম সম্প্রতি আমার সামাজিক গণমাধ্যম ভিডিও: https://youtu.be/4J4UJzEYQ0E থেকে জানতে পারেন আমি বানরদের খাবার দিয়ে কুলোতে পারছি না।
আমি সবচে ভালো জিনিসটাই চাই, পছন্দ না হলে ১০ জায়গা ঘুরি... এই কলাও বেছে পছন্দ করে কিনেছিলাম।
মেহমানদের দিয়ে দিতে। মনে হয় কলজেটা কেটে খাইয়ে দিই... ওদের যদি ১ বস্তা করে খাবার দিতে পারতাম রোজ! এজন্যেই বোধয় আমার টাকা নেই...

আমি লিখেছিলাম: "বন্যপ্রাণী দেশের সম্পদ। এটিকে টিকিয়ে রাখতে আমাদের কোনো অবহেলা থাকতে পারে না। কিন্তু আমরা এ বিষয়ে একটুও আন্তরিক নই। ক্ষুধার জ্বালায় বানরগুলো সারারাত দাপাদাপি করে। বছর দশেক আগেও যত বানর এখানে ছিল, এখন তার অর্ধেকও আর দেখি না। মাঝেমধ্যে দুই-একজন লোক হাতে করে কিছু কলা-রুটি এনে বানরদের খাওয়ানোর জন্য ছিটিয়ে রাখে। বানর ওই খাবার সব সময় খায়ও না। আমিও মাঝে মাঝে খেতে দিই। কিন্তু এই খাবারে তো আর ওদের হয় না। বাচ্চা বানরগুলো খাবারের অভাবে মরে যাচ্ছে। বানরগুলোকে রোগাটেও দেখাচ্ছে। এই সংকট কাটিয়ে উঠতে হলে রাষ্ট্রকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তা না হলে কয়েক বছর পর দেশ থেকে এ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে।"

খবর পেয়ে দীদী পাউরুটি পাঠান। ছুটে যান কলা কিনতে। ৬০০ টি কলা বানরদের খাওয়ানোর যাবতীয় ব্যবস্থা করেন তিনি

If anyone has surplus fruits, vegetables, bananas and monkey's favorite food, please give it to me.  I can't feed them e...
09/11/2022

If anyone has surplus fruits, vegetables, bananas and monkey's favorite food, please give it to me.

I can't feed them every day. If you tell me around Wari I will come and collect.

Wildlife is the wealth of the country. We cannot be negligent in sustaining it. But we are not serious about it. The monkeys were hungry all night long. Even ten years ago, as many monkeys were here, now we don't even see half of them. Sometimes people bring some banana-bread to feed the monkeys. Monkeys don't eat that food all the time. I also give food sometimes. Baby monkeys are dying for lack of food. The monkeys also look scrawny. To overcome this crisis, the state has to come forward sincerely. If not, this animal will disappear from the country after a few years. thank you.

If anyone has surplus fruits, vegetables, bananas and monkey's favorite food, please give it to me. I can't feed them every day. If you tell me around Wari ...

🌳🐯  #সুন্দরবন_ভ্রমণ_১১_১২_১৩_নভেম্বর_২০২২🐯🌳  Host by Bohemian Holidays - সুন্দরবন🐅🐅🐅সুন্দরবন_ভ্রমণ ৩দিনের ছুটিতে ঢাকা থে...
22/10/2022

🌳🐯 #সুন্দরবন_ভ্রমণ_১১_১২_১৩_নভেম্বর_২০২২🐯🌳
Host by Bohemian Holidays - সুন্দরবন

🐅🐅🐅সুন্দরবন_ভ্রমণ ৩দিনের ছুটিতে ঢাকা থেকে জাহাজে। খুলনা-সুন্দরবন-খুলনা।

✨যেকোন কর্পোরেট, ফ্যামেলি এবং প্যাকেজ ট্যুরের জন্য আপনি চাইলে এখনই বুকিং কনফার্ম করতে পারেন।

🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুনঃ
☎️+8801711954365 (Whatsapp/Viber)

🐅🌿🏖️ভ্রমণের স্থানঃ
🔭হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম,
🔭কটকা অফিস পার,
🔭টাইগার পয়েন্ট,
🔭কটকা ওয়াচ টাওয়ার,
🔭জামতলা সী বীচ,
🔭কচিখালি ,
🔭ডিমের চর ও
🔭করমজল।

🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
🏛️৩ দিন ২ রাত ট্যুরিষ্ট জাহাজে থাকা।
🍱৩ দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স)।
🏞️ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
🗯️ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি।
🚣ছোট বোটে করে ক্যানেল ক্রজিং ।
🍴 বার-বি-কিউ ডিনার।
🚰২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ।

👮👮👮নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

👨‍✈️অভিজ্ঞ গাইড।
💸কোন রকম হিডেন চার্জ নাই।

📌📌📌জাহজের ছবি বা ট্যুর আইটিনারি বা ফুড মেনু জানতে কমেন্টসে নক করুন।

জীবিত কাঁকড়া
17/10/2022

জীবিত কাঁকড়া

孟加拉国活蟹

বন্ধুরা, আমাদের দেশের তূর্ণা ট্রেনের নম্বর হলো ৭৪১/৭৪২। ট্রেনটি রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম শহরের মধ্যে যাতায়াত করে। ট্রে...
08/10/2022

বন্ধুরা, আমাদের দেশের তূর্ণা ট্রেনের নম্বর হলো ৭৪১/৭৪২।
ট্রেনটি রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম শহরের মধ্যে যাতায়াত করে।
ট্রেনটি যাত্রাপথে ২৪৫ কিলোমিটার বা ১৫২.২ মাইল দূরত্ব অতিক্রম করে।
এই ট্রেনের ভাড়া অনেক রকম। যদি যাতায়াতের সর্বোচ্চ দূরত্ব পর্যন্ত যান, তাহলে শ্রেণী ভেদে ট্রেনের টিকিটের দাম ৳1025.00+15% VAT, ৳685.00+15% VAT, ৳345.00, ৳570.00 টাকার মধ্যে!
যদি আপনি সম্পূর্ণ পথ ভ্রমণ করেন, তাহলে টিকিটের দাম হবে এমন!
এ ট্রেন Dhaka থেকে Biman_Bandar, Bhairab_Bazar, Brahmanbaria, Akhaura, Cumilla, Laksam, ও Feni রেল ষ্টেশন হয়ে Chattogram পর্যন্ত চলাচল করে আশেপাশের লোকজনের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে।

💥🥳  🔥Black Shadow by Chris Adams A Citrus Aromatic fragrance for men* Pour Homme.* Notes In A Simple Black Coated Bottle...
08/10/2022

💥🥳 🔥Black Shadow by Chris Adams
A Citrus Aromatic fragrance for men

* Pour Homme.
* Notes In A Simple Black Coated Bottle With Grooved Cap Packed In A Leather Pouch.
* OLFACTIVE FAMILY: Aromatic Fougere.
* ৭৫০ টাকা ছিল, অফারে ৬৭৫ টাকা 💥🥳❤️

ধন্যবাদ❤️🥰💕😍😍

Black Shadow Chris Adams cologne - a fragrance for men

Tried my recipe? Do leave a comment on this post down below and don’t forget to give it a star rating! It will really he...
04/10/2022

Tried my recipe? Do leave a comment on this post down below and don’t forget to give it a star rating! It will really help more readers discover my recipes! Do share a picture and tag me Ahmed Neelaav and I will feature your post in my stories!
Don’t forget to check out my latest videos on my YouTube channel. If you like what you see, do give me a thumbs-up (like), share & comment and subscribe to my channel so that the gods of YouTube (a.k.a algorithms) recommend my channel to a wider audience with similar tastes and more & more people can discover my videos!
And while you’re here, do follow me on Instagram, Pinterest, Facebook and Twitter. If you’d like to say hello or have detailed queries do send at Ahmed Neelaav. I’d love to hear from you!

bangladeshi style curry

💥🥳 প্রয়োজনীয় বাজার সদাই পাওয়া যায় কাবলিওয়ালা বাংলাদেশ-এ!!!👉 ওয়েবসাইট থেকে ☎ অথবা কল করে কেনাকাটা করা যায়। আমি নিলাম ...
03/10/2022

💥🥳 প্রয়োজনীয় বাজার সদাই পাওয়া যায় কাবলিওয়ালা বাংলাদেশ-এ!!!
👉 ওয়েবসাইট থেকে ☎ অথবা কল করে কেনাকাটা করা যায়। আমি নিলাম Fogg Courage (Independence Special Edition)

The opening reminded me of patchouli, caramel and fruit... ❤️

সব মিলিয়ে সার্ভিসে আমি খুব সন্তুষ্ট 🥰
শুভকামনা রইল 💕

😍😍 ধন্যবাদ।

দাম ৳ ৩৪৫.০০
প্যাকটি ঠিকঠাক।

➖➖➖

ভিডিওটি ইউটিউবেও দেখতে পারেন

দেশের বিভিন্ন ইকমার্স থেকে কেনাকাটার অভিজ্ঞতা ও রিভিউ একসাথে পেতে ফলো করুন এ এ্যাকাউন্টঃ

Youtube: https://youtube.com/c/AhmedNeelaavAN

page: Ahmed Neelaav
https://www.facebook.com/AhmedNeelaavAN/

ধন্যবাদ

Fogg Courage (Independence Special Edition) The opening reminded me of patchouli, caramel and fruit... ❤️

সেরা পুদিনা চকোলেট চিপ আইসক্রিমের জন্য আমার বাছাই দেখুন। এছাড়াও, যেগুলি পুরোপুরি কাটেনি সেগুলি সম্পর্কে আমার চিন্তাভাবন...
03/10/2022

সেরা পুদিনা চকোলেট চিপ আইসক্রিমের জন্য আমার বাছাই দেখুন। এছাড়াও, যেগুলি পুরোপুরি কাটেনি সেগুলি সম্পর্কে আমার চিন্তাভাবনাগুলি সন্ধান করুন...

আমি দেখিয়েছি যে:
স্বাদ: পুদিনার স্বাদ কি খাঁটি নাকি কৃত্রিম?
চকোলেট: চকোলেট এবং/অথবা কুকি কতটা উচ্চমানের? চকলেট থেকে আইসক্রিমের অনুপাত কত?
টেক্সচার: আইসক্রিম কি খুব তুলতুলে, খুব শক্ত, নাকি মাঝখানে কোথাও? এটা কতটা ক্রিমি?
দেখুন: আইসক্রিমে কি কৃত্রিম সবুজ রং আছে? আপনি কতটা চকোলেট জুড়ে বিচ্ছুরিত দেখতে পান?
মান: এটা কি টাকা মূল্য?

Is mint Choco ice cream good?

ঐতিহ্যবাহী আমাদের স্টিমারগুলোতে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্ববরেণ্য...
25/09/2022

ঐতিহ্যবাহী আমাদের স্টিমারগুলোতে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্ববরেণ্য অনেক ব্যক্তি।

ব্রিটিশ আমল থেকে ঢাকা-কলকাতা নৌপথে চলাচল করত প্যাডেল স্টিমার। এ ধরনের নৌযানের দুপাশে বিশালাকৃতির দুটি হুইল দিয়ে চালানোর জন্য এগুলোকে বলা হতো প্যাডেল স্টিমার। আমি চড়েছিলাম ১৯৩৮ সালে নির্মীত পিএস লেপচা-তে। এই স্টিমার প্রথম দিকে কয়লা থেকে উৎপন্ন বাষ্পে চলত।

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করা প্রায় শতবছরের প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

২২ সেপ্টেম্বর বিকেল থেকে ঢাকা-মোড়েলগঞ্জ-ঢাকা প্যাডেল স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

for the Rivers Navigation Company of Calcutta, India. In 1959 she was sold to Pakistan River Steamers Ltd

20/08/2021

Green tea is a type of tea that is made from Camellia sinensis leaves and buds that have not undergone the same withering and oxidation process used to make ...

Bisk Club Hatrick Sandwich Biscuit (Orange & Milk Cream) Review There’s a Bisk Club Hatrick Sandwich Biscuit https://www...
18/08/2021

Bisk Club Hatrick Sandwich Biscuit (Orange & Milk Cream) Review
There’s a Bisk Club Hatrick Sandwich Biscuit https://www.facebook.com/BiskClub available at https://www.othoba.com/ and it’s supposed to be (Orange & Milk Cream) flavour.
the biscuits aren't overly sweet, which I like, but you might not. very tasty.
Overall, not bad.
9/10.🍋

orange and milk cream biscuit | Bisk Club Hatrick Sandwich Biscuit (Orange & Milk Cream)

09/08/2021

‘উপরে ঠনঠন বিত্তে পেক, বুদ্ধি থাকলে খুইল্যা দেক, কইতারবাইন জিনিসটা কী?’

রিভিউটি ইউটিউবে দেখুন- https://youtu.be/6qr_rHO4z3o

দেশের বিভিন্ন অঞ্চলের অসাধারণ সব খাবারের রিভিউ একসাথে পেতে ফলো করুন এই এ্যাকাউন্টঃ https://youtube.com/c/AhmedNeelaavAN

ফেসবুক পেজ- https://www.facebook.com/AhmedNeelaavAN/
•••••

09/08/2021

Hello folks,
I’m Ahmed Neelaav.

PLEASE DO SUBSCRIBE TO My YouTube CHANNEL for some awesome content : https://youtube.com/c/AhmedNeelaavAN

So stay connected and like this video.

31/07/2021

৪৪৯ টাকার আম ৩৭৯ টাকায়! তিন কেজি আম। আমের সাইজ-স্বাদ ভালো।
রিভিউ ভিডিও ইউটিউবে দেখুন: https://youtu.be/GtUIxEkqiWw

The Rocket Steamer Bangladesh – 100 years of Heritage - Authentic ExperienceAhmed Neelaav (Psychotraveller)Paddle Steame...
30/07/2021

The Rocket Steamer Bangladesh – 100 years of Heritage - Authentic Experience

Ahmed Neelaav (Psychotraveller)

Paddle Steamer (Rocket) in Bangladesh: Schedule & Advance Ticket

The Rocket Steamer Bangladesh – 100 years of Heritage - Authentic ExperienceAhmed Neelaav (Psychotraveller)Paddle Steamer (Rocket) in Bangladesh: Schedule & ...

These cookies are the pinnacle of perfection! If you want a big, fat, chewy cookie like the kind you see at bakeries and...
29/07/2021

These cookies are the pinnacle of perfection! If you want a big, fat, chewy cookie like the kind you see at bakeries and specialty shops, then these are the cookies for you!

&_Chewy Cookie ❤️-একটা কুকিজের দাম কতো টাকা হতে পারে?-১০০ টাকাও হতে পারে! 😛😛আমার বড়, ফ্যাট, চিউই চকোলেট চিপ কুকি খাবার অভ....

thanks for watching video please subscribe my channel
29/07/2021

thanks for watching video please subscribe my channel

আমি সত্যিই এই পণ্যটা পছন্দ করি। নিউটেলা আমার অন্যতম দুর্বলতা। আমি এটি ঢাকাতে খেতাম এবং যখন আমি খুলশী চলে আসি তখন আ...

thanks for watching video please subscribe my channel
29/07/2021

thanks for watching video please subscribe my channel

ভেড়া

thanks for watching video please subscribe my channel
29/07/2021

thanks for watching video please subscribe my channel

গ্রীষ্মের দুঃসহ গরম, দরদর ঘাম, অস্বাভাবিক লু— সব কিছুর পরেও এ ঋতুর জন্য আমজনতার অপেক্ষার অন্যতম কারণ আম। ফজলি থেকে...

আমি ও নিঃসঙ্গ ভেড়াযে নিঃসঙ্গ ভেড়ায় চড়ে স্পিনিং মিলে বেড়াতে গিয়েছিলামতার কোনো পশম ছিল না। তার কোনো ইতিহাসও ছিল না।সেই ভেড়...
27/07/2021

আমি ও নিঃসঙ্গ ভেড়া
যে নিঃসঙ্গ ভেড়ায় চড়ে স্পিনিং মিলে বেড়াতে গিয়েছিলাম
তার কোনো পশম ছিল না। তার কোনো ইতিহাসও ছিল না।
সেই ভেড়ার খুরে মাতাল জিজ্ঞাসা ছিল, ছিল বুনো গন্ধ
কিন্তু মিলে প্রবেশের পথে বিশাল পাপোশে সেই গন্ধ—
খুর মুছে গেল। ফলে সে ভুলে গেল তৃণভোজ রীতি।
সুতরাং মেশিনের রাজ্যে সে আর আমি পরস্পরের
আমিষের উৎস হয়ে ক্ষুধার অপেক্ষা করতে লাগলাম।
(প্রণব আচার্য্য-র কবিতা)

ভেড়া

আমি সত্যিই এই পণ্যটা পছন্দ করি। নিউটেলা আমার অন্যতম দুর্বলতা। আমি এটি ঢাকাতে খেতাম এবং যখন আমি খুলশী চলে আসি তখন আমি এটি...
27/07/2021

আমি সত্যিই এই পণ্যটা পছন্দ করি। নিউটেলা আমার অন্যতম দুর্বলতা। আমি এটি ঢাকাতে খেতাম এবং যখন আমি খুলশী চলে আসি তখন আমি এটিকে এতটা মিস করেছিলাম আমি সর্বত্র এটির জন্য খোজ করেছিলাম। কয়েক দিন পরে, নিউটেলা খুলশী সুপার শপ দোকানে পেলাম। জায়গাটা দক্ষিণ খুলশী। এখনই, এটি দোকানে কিনতে ৩৫০ গ্রাম প্রায় ৫২০ টাকা নেয়, তাই আমি লোকদের প্রথমে তাদের স্থানীয় পাইকারী স্টোরগুলি ঘুরে দেখার পরামর্শ দেব।

আমার বলতে হবে, এই নিউটেলা মিষ্টি মিষ্টি স্বাদযুক্ত, এবং এটি হ্যাজেলনাট সহ চকোলেটের মতো বেশি স্বাদযুক্ত তবে এটি সত্যই মুখরোচক।

এমন লোকেদের জন্য যারা এটি কখনও টেস্ট করেনি:

এটি খুব মিষ্টি হ্যাজেলনাট এবং চকোলেট স্বাদের। এটি চকোলেট এর মতো অনেক স্বাদযুক্ত তবে এটিতে হ্যাজেল বাদামের ইঙ্গিত অবশ্যই রয়েছে। আপনি যদি মিষ্টি দুধ চকোলেট পছন্দ করেন তবে আমি প্রায় গ্যারান্টি দিচ্ছি আপনি এটি পছন্দ করবেন। আপনি যদি নোনতা খাবার প্রেমী ব্যক্তি হন বা মিষ্টি জিনিসগুলি অপছন্দ করেন তবে এটি ভালো নাও লাগতে পারে।
Shop address: Khulshi Super Shop
01833-967414
https://maps.app.goo.gl/8d7b6whgcbvWNEMRA

HD quality video: https://youtu.be/_IGVBdW5JfM

বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের অসাধারণ সব খাবারের রিভিউ একসাথে পেতে ফলো করুন এই এ্যাকাউন্টঃ

ইউটিউব- https://youtube.com/channel/UCxp85eDNoL5R8pvz1Sx3t6A

My page: https://www.facebook.com/NeelaavsWorld/

All credit goes to:
https://www.pexels.com/video/food-person-people-woman-6466127
Music: 478523
Musician: Silicon Estate

আমি সত্যিই এই পণ্যটা পছন্দ করি। নিউটেলা আমার অন্যতম দুর্বলতা। আমি এটি ঢাকাতে খেতাম এবং যখন আমি খুলশী চলে আসি তখন আ...

best cone ice cream in Bangladesh?
27/07/2021

best cone ice cream in Bangladesh?

ইগলু Cornelli-এর Belgian Chocolate (ফ্লেভার ও হতে পারে) আইসক্রিম। It was just fantastic experience from me...😍😍..I am an ice cream lover...and igloo is jus...

আমাদের লোকাল রেস্তোরাঁগুলো যে বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং এসব যে কোন অংশেই ইন্টারন্যাশনাল চেইন রেস্তোরাঁ গুলো থেকে ...
25/07/2021

আমাদের লোকাল রেস্তোরাঁগুলো যে বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং এসব যে কোন অংশেই ইন্টারন্যাশনাল চেইন রেস্তোরাঁ গুলো থেকে কম না, সেটার প্রমাণ আজ পেলাম ধানমণ্ডির একটি রেস্তোরাঁ পেরি পেরি ওয়ার্ল্ডের খাবার খেয়ে।

নাম- মিক্সড চাওমিন
দাম- ২১০ টাকা

এখনকার দিনে রান্নাবান্না আর কোনও সীমা গণ্ডিতে আটকে নেই। ইচ্ছে হল মেক্সিকান ঝাল বা মোগলাই মসলাদার খাব, তা পেয়েই যাব কোনও রেস্তোরাঁয়। আর সেই সব রান্না করার জন্য এক দম খাঁটি মশলা না থাকলেও পরিবর্তে কোনও না কোনও কিছু দিয়ে ঠিকই ওরা বানিয়ে দেবেন সেই বিদেশি খাবার। আজকে আমি পেরি পেরি ওয়ার্ল্ডের খাবার খেলাম। পেরি পেরি এক ধরণের লাল মরিচ যা মূলত আফ্রিকায় পাওয়া যায়। এর রান্না অত্যন্ত ঝাল হয়। পেরি পেরি মরিচ না খেলেও এর নামাঙ্কিত রেস্তোরাঁর খাবার খেয়েই আমি খুশী।
রাতের বেলা আমার খিদে বেড়ে যায়। এই খিদে ব্যাপারটা অবশ্য নানা লেভেলে খেলা করে। কিন্তু সবার চাইতে ভাল রাতবিরেতে ফাঁকা পেটে গাঁক গাঁক করে রোল-চাওমিনের সর্বজনীন খিদে। কে বলবে, ভর সন্ধেবেলা আরও একটু টক জলের জন্য এই পেট-ই ফুচকাওলার সঙ্গে তুলকালাম করেছে। আর কে না জানে ফাউপ্রত্যাশী বাঙালির এক্সপেক্টেশন পাল্লা দিয়ে উড়তে উড়তেই বঙ্গজীবন। যদিও আজকে আমি এটা না চাইতেই পেলাম, চিকেন ফ্রাইটা।
চিকেনের সঙ্গে চিংড়ি আর ক্যাপসিকাম। পেরি পেরি ওয়ার্ল্ড বানান দেশী ঢঙে চাইনিজ নুডলস।
আমার চিনের ভাইরাসকে পছন্দ নয়। কিন্তু দেশী ঢঙে চিনের চাউমিন ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। পেরি পেরি ওয়ার্ল্ড দিল এমন নুডলস যার প্রতিটি গ্রাসে পেলাম ডিমও। চিংড়ি না থাকলেও চিকেনের সঙ্গে লাল, হলুদ, সবুজ বেল পেপারের সুগন্ধি মিলে মিশে স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। উপকরণের বাহুল্য নেই কিন্তু অসাধারণ সুস্বাদু এই নুডলস। রঙিন সব্জির মিলমিশে বানানো এই নুডলস পুষ্টির দিক থেকেও অতুলনীয়। সব্বাইকে ভালোবাসা।

HD Video: https://youtu.be/wOy__6Wv6g0

পেরি পেরি ওয়ার্ল্ড: https://goo.gl/maps/xTvhZXA76t81iETF9

best chowmein in dhakaperi peri world

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে
21/07/2021

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে

your family versus my family

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে
21/07/2021

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে

your family versus my family

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে
21/07/2021

সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে

your family versus my family

Rights and Choices are the Answer: Whether baby boom or bust, the solution to shifting fertility rates lies in prioritis...
10/07/2021

Rights and Choices are the Answer: Whether baby boom or bust, the solution to shifting fertility rates lies in prioritising all people's reproductive health and rights.

July 11WORLD POPULATION DAYRights and Choices are the Answer: Whether baby boom or bust, the solution to shifting fertility rates lies in prioritising all pe...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Neelaav's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share