22/07/2023
শিলচর ডেভেলপমেন্ট ব্লকের অধীন ভাগাডহর বড়জুড়াই জিপিতে উত্থাপিত সড়ক নির্মাণ না করে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জোর দাবী জানালেন ওই জিপির একাংশ লোকজন। তারা বলেন, অভিযোগকারী ব্যক্তিগত বিবাদের রেশ মেটাতে জিপি সভাপতির বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ ও বদনাম রটাচ্ছে।এদিন তারা, অভিযোগে উঠা দুটি সড়কের কাজের গুণগত মান তুলে ধরে জিপি সভাপতির কাজের সন্তুষ্টতা ব্যক্ত করেন। দুটি রাস্তার কাজ করার পরও কোন কাজ হয়নি বলে অভিযোগ রটানোর তীব্র ভাষায় নিন্দা ও অভিযোগকারির বিরুদ্ধে ক্ষোভ
উগড়ে ধরেন তারা। ওই মিথ্যা অভিযোগের জেরে ওই এলাকার শান্ত ও স্বাভাবিক পরিবেশ অশান্তকর করার চক্রান্ত করছে ওই অভিযোগকারিরা বলে দাবী করেন তারা। মিথ্যে অভিযোগকারিরা
প্রকাশ্যে এসে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে পাল্টা হুঙ্কার ছুড়ে দেন ভাগাডহর বড়জুড়াইয়ের একাংশ লোকজনেরা।