Story Club

Story Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Story Club, Magazine, .

30/05/2023

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পরে চীনের পক্ষ থেকে কিছুটা তৎপরতা দেখা গেছে। তবে রহস্যজনকভাবে নীরব ভারত ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বলা হয়ে থাকে, এক সময় ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো যুক্তরাষ্ট্র। এখন ঢাকার চরম সংকটে নয়াদিল্লীর অস্বাভাবিক এই নীরবতার রহস্য কী?

দেখুন দুই ভারতীয় বিশেষজ্ঞ সুবির ভৌমিক ও নিরুপমা সুভ্রামন্যম এর বিশ্লেষণ।

21/05/2023

পটুয়াখালীর ছবি দিয়ে ভারতের মিথ্যা উন্নয়ন প্রচার || India's fake development claim with Patuakhali park picture

#কাশ্মীর #শ্রীনগর #বোলভার্ড #জি২০

18/05/2023

রাখাইনে মোখার তান্ডব || ৪শ’রও বেশি রোহিঙ্গা মুসলিম নিহত || Rakhine || Cyclone Mocha || Myanmar

16/05/2023

বাংলাদেশ রক্ষা পেলেও মিয়ানমারে তান্ডব চালিয়েছে সাইক্লোন মোখা। সেখানে মারা গেছে ৬০ জনেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

#সাইক্লোনমোখা #মিয়ানমার #মোখা

16/05/2023

রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লো মহা বিপদে! সে তো আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়। 🤣🐐🐐🐐🤪

#কালেক্টেড (বিবিসি বাংলা'র ফেবু পেইজের একটি নিউজের নিচে পাবলিক কমেন্ট থেকে)

14/05/2023

ম্যাচসেরার পুরস্কার দিয়ে শপিং করবে ফিজ.. 😀😀 || Mustafiz || BANvsIRE 3rd ODI

23/02/2023

২৫শে জানুয়ারি মিশরের গণঅভ্যুত্থানের এক যুগ পূর্ণ হয়েছে। একযুগ পরে এসে দেশটি এখন কি অবস্থায় আছে? ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে সেনাশাসক আব্দেল ফাত্তাহ আল সিসি কিভাবে দেশ চালাচ্ছেন? দেশব্যাপী চলা তীব্র জনঅসন্তোষে তিনি কি আরেকটি গণঅভ্যুত্থানের মুখে পড়তে যাচ্ছেন?

On January 25, 2023, the Egyptians marked 12 years of democratic revolution that ousted longtime dictator Hosni Mubarak. What is the current state of the country? How is the military ruler Abdel Fattah el-Sisi running the country in the face of growing economic crisis? Is he going to fall in the face of another mass uprising amid the intense public discontent?

YouTube: https://www.youtube.com/watch?v=D2Ht7vbrftA&t=30s

#মিসর #হোসনেমোবারক #আব্দেলফাত্তাহ #সিসি #গণঅভ্যুত্থান

19/01/2023

18/01/2023
অসুস্থ মাকে দেখভালের জন্য ১০ বছর পরে দেশে এসেছিলেন লিমা। ইচ্ছে ছিল মা একটু সুস্থ হলেই দুজনে একসঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোর...
17/01/2023

অসুস্থ মাকে দেখভালের জন্য ১০ বছর পরে দেশে এসেছিলেন লিমা। ইচ্ছে ছিল মা একটু সুস্থ হলেই দুজনে একসঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে উড়াল দেবেন। সেখানে স্ত্রী এবং কন্যার অপেক্ষায় আছেন বাবা লতিফ মল্লিক।

তবে সৃষ্টিকর্তার চিত্রনাট্য যে কখনো কখনো আমাদের ভাবনার চেয়েও অধিক প্যাথেটিক। নিজ হাতে তৈরি রুহের বিনাশের দিনক্ষণও যে তিনি নিজের মত করেই সাজিয়েছেন। সেখানে আমরা কেবল আশ্চর্যান্বিত হওয়া দর্শক।

গতকাল হঠাৎ বেশি অসুস্থ হয়ে যান লিমার মা জাহানারা বেগম। বরিশালের ডাক্তাররা তাকে রেফার করেন ঢাকার বারডেমে। রাতেই এ্যাম্বুলেন্সে রওয়ানা দেন ঢাকার উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন চাচাতো ভাই ফজলে রাব্বি ও তার শিক্ষক মাসুদ রানা। কিন্তু ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় অ্যাম্বুলেন্সটি চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মারা যান রোগীসহ গাড়িতে থাকা ছয়জন।

আহা কতগুলো ব্রাকেটবন্দী স্বপ্নের রক্তস্নাত মৃত্যু। এক নিমিষেই মানুষ থেকে লাশ। দুনিয়ার ফেরারি জীবন থেকে নিশ্চিত গন্তব্য।

বেঁচে থাকা খুব কঠিন। সবচেয়ে সহজ মারা যাওয়া। প্রতিটি পদে পদে মৃত্যুকে সঙ্গী করে আমরা উড়ে বেড়াই। জল-স্থল-আগুন এমনকি মানুষের কাছেও মানুষ নিরাপদ না। সর্বত্র মৃত্যুজাল।

আমি আপনিও রাস্তায় চলাচল করি, এভাবেই একদিন সবাই শুনবে একটি লাশ বেড়ে গেছে। এরপর হয়তো পরিচিতজনদের ভাবনার জগতে ১০ সেকেন্ড সময় নিব তারপর অতীত। বড়জোর কেবল দিন তিনেকের শোক। মৃতদের কেউ মনে রাখেনা, বিস্মৃতির অতীত ভেবে ভাবনার জগৎ থেকে দূরে রাখে। সোনায় মুড়িয়ে রেখে গেলেও খুব কম মানুষই স্মরণ করবে। অলাভজনক শোকে একমিনিট ব্যয় করতেও রাজি না যে আমরা।

জীবনটাকে রোবট বানিয়েছি আমরাই। অথচ এক সেকেন্ডের গ্যারান্টি নেই। ভেবে রেখেছি- এখন সম্পদ বানাই, শেষ বয়সে ভোগ করবো। কিন্তু ভাগ্যের লিখন সবসময় যে পক্ষে যায় না। মৃত্যুর সাথে সাথে সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে ফ্যাসাদে দাফন-কাফনেই দেরি হবে অনেকের। অনেকের ক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছে সন্তানের দুটো হাতও উঠবেনা কোনদিন। সম্পদের ভাগ কম পেয়েছে বলে আক্ষেপ থাকবে তাদের।

কি অদ্ভুত মানবজনম। জীবনের সঙ্গে মৃত্যুর অলিখিত চুক্তি, সারাক্ষণ সঙ্গী করে ঘুরে বেড়াই, কিন্তু সঙ্গীকে ভাবনায় রাখিনা।

© Sanaul Haque Sunny

14/01/2023

পাকিস্তানে ইমরান খানকে উৎখাত করা মার্কিন মন্ত্রী ঢাকায় কেন? কী উদ্দেশ্য? || Why Donald Lu in Dhaka?

#ডোনাল্ডলু #মার্কিনদূতাবাস #ইউএসএম্বাসি #পিটারহাস

 #মির্জাফখরুল  #বিএনপি  #জেলি
09/01/2023

#মির্জাফখরুল #বিএনপি #জেলি

এবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চেয়ারে চোখ সাকিবের..
09/01/2023

এবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চেয়ারে চোখ সাকিবের..

     #সোনার_দাম
07/01/2023

#সোনার_দাম

26/12/2022

মেহেদি হাসান মিরাজের পারফর্ম্যান্সে তাজ্জব ভারত || প্রশংসায় পঞ্চমুখ ভারতের মিডিয়া

17/12/2022

17/12/2022

বাংলাদেশের যে সাপ কামড়ালে শরীর পঁচে যায় || Most venomous snake in Bangladesh

২০-২৫ বছর পরে বিলুপ্তপ্রায় এই সাপ বরেন্দ্র অঞ্চলে দেখা যাচ্ছে। গত ডিসেম্বর মাসে রাজশাহীর তানোরের শিবরামপুর গ্রাম থেকে জার্মানির আন্তর্জাতিক বিষ গবেষণা কেন্দ্রের একটি দল পরীক্ষা-নিরীক্ষার জন্য দুটি সাপ ধরে নিয়ে যায়। একটি সাপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন মেডিসিন বিশেষজ্ঞ আজিজুল হক আজাদ নমুনা হিসেবে তাঁর কার্যালয়ে রেখেছিলেন।

তিনিই বলেছিলেন, প্রায় ২৫ বছর পর এই সাপ আবার দেখা যাচ্ছে। এই সাপে কামড় দিলে দ্রুত মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসা দেওয়ার প্রায় সময় পাওয়া যায় না। এই সাপ দু-তিন ফুট লম্বা হয়। বছরে দুবার ২০ থেকে ৩০টি ডিম দেয়।

#বাংলাদেশেরসাপ #বিষধরসাপ

01/12/2022

ইয়ামাহা আরএক্স-১০০ বাইকের উত্থান-পতন || Rise & Fall of Yamaha RX-100 || Success Story

একসময় দোর্দন্ড প্রতাপে রাস্তা দাপিয়ে বেড়ানো ইয়ামাহা আরএক্স-হান্ড্রেড বাইকের কথা মনে পড়ে? দুই দশক আগেও বাংলাদেশ ও ভারতের রাস্তায় রাজত্ব করেছে জাপানের ইয়ামাহা কোম্পানীর সবচেয়ে সফল এই বাইকটি। রেসিং থেকে শুরু করে সব ধরনের বাইকারের প্রথম পছন্দ ছিল ইয়ামাহা আরএক্স-হান্ড্রেড। বর্তমানেও যারা ক্লাসিকাল বাইক পছন্দ করেন, তাদের প্রথম পছন্দ ইয়ামাহা আরএক্স-হান্ড্রেড।

কিন্তু বাজারে তোলার মাত্র দশ বছরের মাথায় ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল এই বাইকের নির্মাণ বন্ধ করে দেয় ইয়ামাহা কোম্পানি। এমন কী ঘটেছিল যে রমরমা ব্যবসা উপেক্ষা করে বাইকটির উৎপাদন বন্ধ করা হলো। দশ বছরে তাদের ব্যবসা কেমন ছিল?

ইয়ামাহা আরএক্স-হান্ড্রেড বাইকের উত্থান ও পতন নিয়ে সন্দেশ থ্রি সিক্সটির আজকের এপিসোড।

#ইয়ামাহা #পুরাতনবাইক #মোটরসাইকেল

22/11/2022
21/11/2022

কে এই ঘানি আল মুফতাহ? বিশ্বকাপের মঞ্চে তাকে কেন ডাকা হলো?।। Ghani Al Muftah ।। FIFA Qatar World Cup

14/11/2022

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপদজনক মাত্রায় চলে গেছে বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ।

তবে সরকার এই পরিস্থিতিকে এখনও আশঙ্কাজনক মনে করছে না। যদিও রিজার্ভের ওপর চাপ কমাতে বিদ্যুতের লোডশেডিং করাসহ সাশ্রয়ী বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে যাতে জ্বলানি আমদানির খরচ নিয়ন্ত্রনে রাখা যায়।

#অর্থনৈতিক #আইএমএফ #ডলার #সংকট #রিজার্ভ #আমদানি #রপ্তানি #বাণিজ্য

21/10/2022

মোসাদ, ইরান ও ভারতের রামুজি ফিল্ম সিটি | Mossad | Iran | Spy stores

শুটিং সেটে কি শুধু নাটক সিনেমাই বানানো হয়? আর কি উদ্দেশ্য থাকতে পারে একটি শুটিং সেটের? আরো একটি কারণে এমন শুটিং সেট তৈরি করা হয়। একটি গোয়েন্দাবাহিনী এই ধরণের শুটিং সেটে মানুষ হত্যার প্রশিক্ষণ নেন, যেন নিখুতভাবে নিরাপদে টার্গেটকৃত ব্যাক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায়।

 #মুশফিক  #অবসর  #টি২০
04/09/2022

#মুশফিক #অবসর #টি২০

20/08/2022

সুইস ব্যাংকনামা। The Tale of Swiss Bank

বাংলাদেশে ৬০টিরও বেশি ব্যাংক থাকতে ধনকুবেররা টাকা রাখার জন্য সুদূর সুইজারল্যান্ডে কেনো যান? অতিরিক্ত কি এমন সুবিধা দেয় সেই দেশের ব্যাংকগুলো?

এই এপিসোডে সুইস ব্যাংক, এর ইতিহাস, কার্যাবলী, ও বিশেষ সুবিধা গুলো বিস্তারিতো আলোচনা করা হয়েছে।
===================
Despite having over 60 banks in Bangladesh, why the ultra rich people turn to the Swiss banks to deposit their money? What facilities do the Swiss banks provide?

This episode discusses the Swiss banks, its history, activities, and special facilities.

Click here for better video quality: https://www.youtube.com/watch?v=JZr3bpRcinw

#সুইসব্যাংক #টাকাপাচার #অর্থপাচার #সুইজারল্যান্ড #ব্যাংকহিসাব #সুইজারল্যান্ড #অর্থনৈতিকসংকট

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share