21/07/2024
কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে। অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট।
সোর্স: বিবিসি বাংলা
▶️যেই লাউ সেই কদু। বল আবার সরকারের পায়ে।
মেইন কথা হলো এতো লাশ ফেলে এখন এসব তাল-বাহানা বেমানান। মূলত যতদিন পুরো সিস্টেমটাই চেঞ্জ হচ্ছে না, ততদিন এগুলো এই অন্যায় জুলুম থেকে মুক্তি পাওয়া অসম্ভব!