ISF Swarupnager Block

  • Home
  • ISF Swarupnager Block

ISF Swarupnager Block ISF Swarupnager block
(1)

অকালে অতি বর্ষণের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাষীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখন মাঠ থেকে ধান উঠছে। বৃষ্টির জন্য এই কা...
07/12/2023

অকালে অতি বর্ষণের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাষীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখন মাঠ থেকে ধান উঠছে। বৃষ্টির জন্য এই কাজ ব্যাহত হচ্ছে। দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী চাষীদের এই দুর্দশার কথা জানিয়ে বলেছেন, তাঁর বিধানসভা এলাকায় সবজি চাষীরাও এই অতিবৃষ্টিতে বিপদের মধ্যে আছেন। উল্লেখ্য, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের বাজারগুলিতে ভাঙড় থেকেই কাঁচা শাকসবজি যায়। কিন্তু সবজি চাষের জন্য জমি যদি বৃষ্টিতে ডুবে যায়, তাহলে সবজি যোগানে ঘাটতি হবে। এর ফলে দাম বেড়ে যাবে। এই বিপদের কথা জানিয়ে আজ আইএসএফের বিধায়ক আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এক চিঠি দিয়েছেন। চিঠিতে ধান ও সবজি চাষীদের এই বিপদের কথা উল্লেখ করে দ্রুত তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদন করা হচ্ছে, চাল ও সবজির দাম যাতে বৃদ্ধি না পায়, সেদিকেও সরকারের নজর রাখা প্রয়োজন।

৭/১২/২৩

power of ISF
07/12/2023

power of ISF

07/12/2023

নন্দীগ্রাম বাস স্ট্যান্ড আইএসএফের জনসভার মুহূর্ত।
16/11/2023

নন্দীগ্রাম বাস স্ট্যান্ড আইএসএফের জনসভার মুহূর্ত।

 #পুরুলিয়ায় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। পুরুলিয়ায় যাওয়ার পথে বিশাল পুলিশ বাহিনী রাস্তা বেরিকেট দিয়ে রুখে দিল।  ...
15/11/2023

#পুরুলিয়ায় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান।

পুরুলিয়ায় যাওয়ার পথে বিশাল পুলিশ বাহিনী রাস্তা বেরিকেট দিয়ে রুখে দিল।
#এ ডর মুঝে আচ্ছা লাগা।
# ISF

একঘন্টা আগে ফেসবুকে প্রচার হয়েছে। গতকাল রাতে ডায়মন্ড হারবারে ISF কর্মী দের বাড়ি, দোকান ভাংচুর করেছে, ও ISF কর্মীদের মারধ...
13/11/2023

একঘন্টা আগে ফেসবুকে প্রচার হয়েছে।
গতকাল রাতে ডায়মন্ড হারবারে ISF কর্মী দের বাড়ি, দোকান ভাংচুর করেছে, ও ISF কর্মীদের মারধর করেছে ভাইপো বাহিনী ।
সেই সকল কর্মী দের সাথে দেখা করতে যাবেন।
ব্যাস শুধু এই প্রচার টাই যথেষ্ট ছিলো।
তাতেই জনপ্লাবন হয়ে গেলো ভাইপোর গড়ে নওসাদ সিদ্দিকী ভাইজানের আগমনে।
এবার বুঝতে পারছেন ভয় কেনো পাচ্ছে?

*একনায়কতন্ত্রের পদধ্বনি; ব্যাপকতম প্রতিরোধ গড়ে তুলুন*সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে গতকাল ভোর থেকে দিল্লি, মুম্বাই সহ বেশকিছ...
04/10/2023

*একনায়কতন্ত্রের পদধ্বনি; ব্যাপকতম প্রতিরোধ গড়ে তুলুন*

সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে গতকাল ভোর থেকে দিল্লি, মুম্বাই সহ বেশকিছু জায়গায় পুলিশ প্রায় একশোটি স্থানে হানা দিয়ে সাংবাদিক, সমাজ কর্মী, বিজ্ঞান আন্দোলনের কর্মীদের দিনভর জিজ্ঞাসাবাদ চালায়। পরে, ইউএপিএ এর মতো সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হন ডিজিটাল মাধ্যম নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও ঐ সংস্থার প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ঘটনার তীব্র নিন্দা করছে। আইএসএফ মনে করে, এই ঘটনা সংবাদমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের মতো সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের ওপর বেনজির, নির্লজ্জ আক্রমণ। আগামী বছর সাধারণ নির্বাচনের আগে মোদী সরকার মানুষের মতপ্রকাশের অধিকারকে এইভাবে দাবিয়ে রাখার কৌশল নিয়েছে। এমনিতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ভারতের স্থান ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। চলতি বছরে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬১-তম। গতবছর ছিল ১৫০ নম্বর স্থানে। প্রধানমন্ত্রী মোদী দেশে-বিদেশে বাগাড়ম্বর করে ভারতকে 'গণতন্ত্রের জননী' বলে অভিহিত করেন। অথচ দুনিয়ার মধ্যে এই দেশে সবথেকে বেশি ইন্টারনেট বন্ধ থাকে। নিঃসন্দেহে, আমাদের দেশের সার্বভৌমত্ব, মান-মর্যাদা, গরিমা, ঐতিহ্যকে ধ্বংস করছে মোদী সরকার।
আমরা এই স্বৈরাচারী আচরণকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা ভারতের পক্ষে এক অশনি সঙ্কেত। দেশ ক্রমশ ফ্যাসিবাদের করালগ্রাসে তলিয়ে যাচ্ছে। সমস্ত স্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে নিয়ে দেশের সংবিধান রক্ষার স্বার্থে স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরির এখনই সময়।

*ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির পক্ষে প্রকাশিত*

০৪/১০/২০২৩

আজকের ডায়মন্ড হারবারে মৃত আনোয়ার ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন ভাঙ্গড়ের বিধায়ক  #নওশাদ_সিদ্দিকী_ভাইজান
04/10/2023

আজকের ডায়মন্ড হারবারে মৃত আনোয়ার ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন ভাঙ্গড়ের বিধায়ক #নওশাদ_সিদ্দিকী_ভাইজান

30/09/2023
প্রেস বার্তাহুগলির কোন্নগর স্টেশনে সাবওয়ে বানানোর অজুহাতে কিছুদিন ধরে স্টেশন চত্বরে হকার উচ্ছেদ চলছে। সেই সঙ্গে চলতি মাস...
27/09/2023

প্রেস বার্তা

হুগলির কোন্নগর স্টেশনে সাবওয়ে বানানোর অজুহাতে কিছুদিন ধরে স্টেশন চত্বরে হকার উচ্ছেদ চলছে। সেই সঙ্গে চলতি মাসের ১৩ তারিখে রেল পুলিশ হকারদের বিক্রয় সামগ্রী রাখার বাক্স ফেলে দেয় বলে অভিযোগ। এর প্রতিবাদ জানাতে হাওড়া স্টেশনে গেলে হকারদের ওপর নির্মম লাঠিচার্জ করে রেল পুলিশ। প্রায় ২৫ জন হকার সহ সাধারণ যাত্রীও গ্রেপ্তার হন এবং নির্দয়ভাবে মারধরের শিকার হন। হকারদের অভিযোগ, স্টেশনগুলিতে বেসরকারী দোকান করার জন্যই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এমনকি ট্রেনের কামরায় হকারদের উঠতে দেওয়া হচ্ছে না। এই অমানবিক উচ্ছেদ পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে চলার জন্য দেশের খেটে খাওয়া শ্রেণির মানুষের জীবন জীবিকা সংকটে ফেলে দিয়েছে। গতকাল রেল হকারদের উচ্ছেদের প্রতিবাদে ও বিক্ষোভরত হকরদের সঙ্গে কথা বলতে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী কোন্নগর যান। তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর মল্লিক ও জেলা নেতৃত্ব। স্টেশন চত্বরে এক সভায় নওসাদ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার, গরীব মারা নীতি নিয়ে চলেছে। হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা অমানবিক। কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্র সরকার একশো দিনের কাজে দুর্নীতি হওয়ার কারনে শুধু কাজ বন্ধ করেনি, তারা গরিব মানুষগুলির বকেয়া টাকাও আটকে রাখছে। সরকারের উচিৎ ছিলো দোষী সকল দালাল ও আধিকারিকদের শাস্তির ব্যবস্থা করে খেটে খাওয়া মানুষকে তার বকেয়া মজুরি বুঝিয়ে দিয়ে পুনরায় একশো দিনের কাজ চালু করা। কারন রাষ্ট্রের দায়িত্ব তার জনগনের কর্মসংস্থান সুনিশ্চিত করা।
আইএসএফের নেতৃবৃন্দ কোন্নগর স্টেশনের ডেপুটি ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে হকারদের দাবীগুলি উপস্থাপন করেন। তিনি নেতৃবৃন্দকে দাবীগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে নওসাদ সিদ্দিকী দাবীগুলি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারি দেন। আসন্ন শারদোৎসবের আগে দরিদ্র হকারদের রুজি রোজগার বন্ধ করে দেওয়ার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এই রেল হকার উচ্ছেদের ফলে পশ্চিমবঙ্গে প্রায় দশ লক্ষ হকার জীবিকার সংকটে পরবেন এবং তাদের সাথে পারিবারিক ভাবে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বিপর্যস্ত হবেন। অথচ এই হকার উচ্ছেদ নিয়ে রাজ্য সরকার বা শাসক দলের কোনও হেলদোল নেই। তিনি দাবি করেন অবিলম্বে বিধানসভায় স্পেশাল সেশন ডেকে এই রেল হকার্স উচ্ছেদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করানো হোক।

২৭/০৯/২০২৩

 #আপনজন
24/09/2023

#আপনজন

আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ ব্লকের   পুরুষোত্তমপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্রামের পুলিশের সন্তোসের কবলিত এলাকায় ...
19/09/2023

আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্রামের পুলিশের সন্তোসের কবলিত এলাকায় ISF রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি সহ আইনজীবী টিমের এলাকা পরিদর্শন,, এবং অত্যাচারিত পরিবারদের সঙ্গে দেখা করেন, সম্পূর্ণ কথা শোনার পর শেষে পাঁশকুড়া থানায় IC সাহেবের সঙ্গে দেখা করেন,
প্রশাসন আশ্বাস দেয় তানারা আর এলাকায় রেট করবে না।

হুগলি জেলার অন্তর্গত মন্ডলিকা পঞ্চায়েতের ধীতপুর মোরে দলীয়  অফিস উদ্বোধন করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।
19/09/2023

হুগলি জেলার অন্তর্গত মন্ডলিকা পঞ্চায়েতের ধীতপুর মোরে দলীয় অফিস উদ্বোধন করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

18/09/2023

আইএসএফ নেতার জ্বালাময়ী বক্তব্য মুর্শিদাবাদে ।

চোখে চোখ রেখে হকের কথা বলি বলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর মিথ্যা মামলা, হামলা চলছে। তবে আইন শেষ কথা বলে। আই...
17/09/2023

চোখে চোখ রেখে হকের কথা বলি বলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর মিথ্যা মামলা, হামলা চলছে। তবে আইন শেষ কথা বলে। আইনের পথেই চক্রান্তকারীদের মোকাবিলা করা হবে। আজ মুর্শিদাবাদের রানীনগরে এক বিশাল সমাবেশে একথা বলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের বড় সমস্যা গঙ্গা ভাঙন। কিন্তু এই বিষয়ে কেন্দ্র বা রাজ্য, কোন সরকারেরই বিশেষ মাথাব্যাথা নেই। অথচ পরিসংখ্যান বলছে গত তিনদশকে আড়াইশো বর্গকিলোমিটার নদীগর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লক্ষ পরিবার। নওসাদ সিদ্দিকী বলেন যে বিধানসভায় তিনি বারবার এই ভাঙন প্রতিরোধের বিষয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু সরকারের তরফে কোন প্রচেষ্টা নেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ তৈরি করা দরকার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে তিনি সোচ্চার হন। তিনি বলেন, ভিনরাজ্যে কত মানুষ কাজ করছেন সেটা বিধানসভায় শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেও সদুত্তর পাওয়া যায়না। ভিনরাজ্যে নোডাল অফিসার নিয়োগের বিষয়ে আইএসএফ সরকারকে চাপ দিয়ে যাবে বলে তিনি জানান। সভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি'র আঁতাত নিয়ে দুইদলকে তিনি তুলোধনা করেন। তিনি বলেন, তলায় তলায় নিজেরা আঁতাত করছেন আর বলছেন আইএসএফ নাকি বিজেপি'র দালাল। তৃনমূলের পক্ষ থেকে নাম না মিয়ে ইশারা ইঙ্গিতে জনমানসে গুজবে ছড়ানো হচ্ছে যে আইএসএফ বিজেপির থেকে অর্থ নিয়েছে, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, সাহস থাকলে তৃনমূলের কেউ আইএসএফের নাম উল্লেখ করে বলুক যে আইএসএফ বিজেপির থেকে অর্থ নিয়েছে, তাহলে সেই তৃনমুল নেতা নেত্রীকে আমরা আদালতে টেনে নিয়ে যাবো। নওসাদ সিদ্দিকী বলেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য সোচ্চার হওয়া প্রয়োজন। সেখানে একটা প্রাচীন কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়েছে। এতে একটি হেরিটেজ কলেজকে গুরুত্বহীন করা হলো ভিন্ন দিকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ও পর্যাপ্ত পরিকাঠামো পেলোনা। বিড়ি শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়েও তিনি বিধানসভায় সরব হয়েছেন বলে জানালেন, সাথে তিনি সরকার নির্ধারিত শ্রমিকদের মজুরি সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি তিনি বিধানসভার ন্যায় সমাবেশেও ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার ও ঐ সম্পত্তির ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের দাবী জানান। এই মুহূর্তে উদ্ধারপ্রাপ্ত সম্পত্তি থেকে কত বাৎসরিক আয় হচ্ছে তার জন্য রাজ্য সরকারের কাছে তিনি শ্বেতপত্রের দাবী জানান।

এই জনসভায় অন্যতম বক্তা ছিলেন আইএসএফের রাজ‌্য সম্পাদক বিশ্বজিত মাইতি। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন। পাশাপাশি জেলার বুথস্তর থেকে দলের সংগঠনকে জোরদার করার ওপর তিনি জোর দেন। উপস্থিত ছিলেন জেলার সভাপতি হাবিব সেখ সহ জেলা ও ব্লকের নেতৃত্ববৃন্দ।

১৭/৯/২৩

উত্তরবঙ্গে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর ফুটবল মাঠে  ISF উদ্যোগে জনসমাবেশ।  াদ_সিদ্দিকী_ভাইজান
16/09/2023

উত্তরবঙ্গে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর ফুটবল মাঠে ISF উদ্যোগে জনসমাবেশ।
াদ_সিদ্দিকী_ভাইজান

আগামী কাল খানাকুল চলো।স্থান- পয়গাম প্যালেস ধরমপুর মাইনান খানাকুল।সময় বৈকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
09/09/2023

আগামী কাল খানাকুল চলো।
স্থান- পয়গাম প্যালেস ধরমপুর মাইনান খানাকুল।
সময় বৈকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

উত্তর দিনাজপুর চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি আদিবাসী এর উপর ভয়ানক আক্রমণকারী   দুষ্কৃতীদের শাস্তির দাবিতে    ডি. এম ডেপুটেশ...
06/09/2023

উত্তর দিনাজপুর চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি আদিবাসী এর উপর ভয়ানক আক্রমণকারী দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ডি. এম ডেপুটেশন।


ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডোমজুড় ব্লক কমিটির উদ্যোগে আজ বাঁকড়ার নয়াবাজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের উৎসাহ ...
29/08/2023

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডোমজুড় ব্লক কমিটির উদ্যোগে আজ বাঁকড়ার নয়াবাজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে দলের চেয়ারম্যান তথা বিধায়ক মহম্মদ নওসাদ সিদ্দিকী শিবিরে উপস্থিত হয়েছিলেন। রক্তদানের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, রক্তের যোগান ঠিক রাখতে বেশি, বেশি করে রক্ত দেওয়া উচিত। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন মইনুদ্দিন লস্কর। তিনি একজন বডি বিল্ডার, বাংলার হয়ে সোনার পদকও জিতেছেন। তাঁকে পাশে নিয়ে নওসাদ সিদ্দিকী রাজ্যের ক্রীড়া ক্ষেত্রের বেহাল দশা নিয়ে সমালোচনায় মুখর হন। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন খেলাধুলার মান ক্রমশ অবনতি হচ্ছে। খেলোয়াড়দের চাকুরি নেই। তাঁদের অর্থকষ্টের মধ্যে দিন কাটে। এই বিষয়ে ক্রীড়া দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন হেলদোল নেই। প্রসঙ্গত, তিনি দলীয় কর্মীদের রাজনৈতিক মান উন্নত করার ওপর জোর দিয়ে বলেন, সৌজন্যের সঙ্গে, মতাদর্শে দৃঢ় থেকে রাজনৈতিক কাজকর্মে লিপ্ত থাকতে হবে। শিবিরে মহলা ও পুরুষ মিলিয়ে মোট ৯৭ জন রক্তদান করেন।

২৯/৮/২৩

26/08/2023

চোপড়ায় নৌশাদ সিদ্দিকিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আদিবাসী মহিলারা

কৃতি সন্তানদের অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলস্বরুপ চন্দ্রযান- ৩  সাফল্যের সাথে তার লক্ষ্যমাত্রা ছুঁয়েছে।সেই চন্দ্রয...
26/08/2023

কৃতি সন্তানদের অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলস্বরুপ চন্দ্রযান- ৩ সাফল্যের সাথে তার লক্ষ্যমাত্রা ছুঁয়েছে।
সেই চন্দ্রযান-৩ ক্যামেরা ডিজাইনার বাংলার বিজ্ঞানী ইসলামপুরের অনুজ নন্দীর বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

22/08/2023

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 22/08/2023 মঙ্গলবার মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে
রাজ্যের ৪৫ হাজার প্যারা টিচারদের সমকাজে সমবেতন প্রদান ও স্থায়ী শিক্ষকদের ন্যায় সমস্ত রকম সুযোগ-সুবিধা প্রদান করতে হবে এই আবেদন করলাম।

21/08/2023

ইমাম মুয়াজ্জিনরা বিধানসভার গেটে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে তাদের আশা পূর্ণ হল।।
াদ_সিদ্দিকী_ভাইজান

19/08/2023

যাদবপুর কান্ডে মৃত পড়ুয়ার পরিবারের কাছে নওশাদ

18/08/2023

জনগণের নেতা রানাঘাটে।
াদ_সিদ্দিকী_ভাইজান

  |  ২ বছর পর বিধানসভার বিএ কমিটিতে নওশাদ সিদ্দিকি। রিপাবলিক বাংলা   দেখতে ক্লিক করুন এই লিঙ্কে- https://youtube.com/liv...
17/08/2023

| ২ বছর পর বিধানসভার বিএ কমিটিতে নওশাদ সিদ্দিকি।

রিপাবলিক বাংলা দেখতে ক্লিক করুন এই লিঙ্কে- https://youtube.com/live/pivpyRNKZvo

ভয় আর স্বার্থ বাদ দিয়ে সারাজীবন মানুষের পাশে আছি আর থাকবো .              নওশাদ সিদ্দিকী🌼
17/08/2023

ভয় আর স্বার্থ বাদ দিয়ে সারাজীবন মানুষের পাশে আছি আর থাকবো .
নওশাদ সিদ্দিকী🌼

তারকেশ্বর এর তীর্থযাত্রীদের সাথে Nawsad Siddique ❣️জনগণের বিধায়ক !!  "সবার উপরে মানুষ সত্য   তাহার উপরে কেহ নাই "
14/08/2023

তারকেশ্বর এর তীর্থযাত্রীদের সাথে Nawsad Siddique ❣️জনগণের বিধায়ক !!

"সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে কেহ নাই "

চোখে চোখ রেখে!
12/08/2023

চোখে চোখ রেখে!

10/08/2023

বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ির ভিতরে কাঁদানি গ্যাসের সেল্ট ফাটালো পুলিশ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ISF Swarupnager Block posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share