Shamim Blog

Shamim Blog এই পেজটি সুধু মাত্র বিনোদন এবং ব্লগ ভি
(1)

18/09/2023

ভা*তার নিয়ে কাশবনে যাচ্ছেন না কেন?

15/12/2022

Good evening

28/10/2022

🤣🤣🤣

28/10/2022

ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘সিত্রাং’

28/10/2022

রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন,
‘আল্লাহ তাআলার নিরানব্বই—
এক কম একশটি নাম রয়েছে।
যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে,
সে জান্নাতে যাবে।
অপর বর্ণনায় আছে,
তিনি বিজোড়, (তাই)
বিজোড়কে ভালবাসেন।

তিরমিজি, হাদিস : ৩৫০৬;

28/10/2022

তুমি না আসলে
জানতেই পারতাম না ,
ভালোবাসা
এত সুন্দরও হয় ।🙂🥰

20/10/2022

Hi

13/10/2022

Good morning

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
09/10/2022

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

02/10/2022

বুজলে বুজপাতা না বুজলে কিছুনা

29/09/2022

মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

29/09/2022

অশালীন ইঙ্গিত,অশ্রাব্য গালাগালির একটা ট্রেন্ড চলছে নাটক সিনেমায়

এটা শৈল্পিক কিছুনা,এটা স্রেফ সুড়সুড়ি

জনপ্রিয়তা লাভের সস্তা চেষ্টা মাত্র !

29/09/2022

আমি বিশ্বাস করি খারাপ সময় পার হয়ে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো তখন হতাশা আর পিছুটান থাকবে না ইনশা আল্লাহ।

29/09/2022

ইডেনের মারামারি ঢাকা পড়ে গেলো এক ত্রিভুজ প্রেমের গল্পে 😒

অপু-শাকিব-বুবলি

26/09/2022

Something about bachelor point 😡😡

Are u serious?
Just day before yesterday me & my friend were watching bachelor point meanwhile my 6.5 years old brother was playing in same room,that moment that character pasha was saying to mushu sabbir ”tomare shohobash koira dimu”
Instantly we switched off the tv & now u are giving this statement!!

26/09/2022

যদি ছেড়ে থাকতেই পারো না 😏
তবে
ছেড়ে যেতে বলো কেন?? 🙄

26/09/2022

বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার ডঃ ইউসুফ আল কারযাভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন

25/09/2022

ক্রিকেটের জয়ে প্রতিবেশীর এই ভালোবাসা দেখে আনন্দে আত্মহারা আমরা এশিয়ার মানব জাতি। যার যার ধর্মকে হৃদয়ে ধারণ করে আমরা আগে মানুষ হতে শিখেছি । একে অন্যের সুখে আনন্দ , উল্লাসে হাসতে শিখি । আদতে তো আমরা একটি জাতি ,তাহলো মানব জাতি। মানবতা হোক ধর্মীয় আচার অনুষ্ঠানের একমাত্র বন্ধন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাই ভাই ।

25/09/2022

°
- কালো মানুষ ছাড়া,
- কালো জিনিস সবার প্রিয়! 🙂💔

25/09/2022

পঞ্চগড়ের বোদা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে করতোয়া নদীতে নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। নৌকায় প্রায় ৭০/৮০ জন যাত্রী ছিলেন।

25/09/2022

__ღ۵

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানষিক সুস্থতা.😊
আপনি সুস্থ থাকলে পড়ুন 💙

আলহামদুলিল্লাহ 🌸

__ღ۵

25/09/2022

-দুনিয়াতে মৃত্যু ছাড়া আর সব মিথ্যা! 🙂

24/09/2022

মানুষ কথা দেয়…শুধুমাত্র মুহুর্তকে সুন্দর করার জন্য।

24/09/2022

অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো
হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব!🙂💔

24/09/2022

_ মানুষ তাকেই আকড়ে ধরে রাখতে চাই,
"যার মধ্যে সে নিজেকে দেখতে পায়".!😊🖤🥀

24/09/2022

ট্রফি তো, উভয় জনের হাতে
আপনি কাকে সাপোর্ট করবেন
বিশ্বেকে দেখিয়ে দেন,,

23/09/2022

আলহামদুলিল্লাহ।
অভিনন্দন আপনাকে হাফেজ সালেহ আহমেদ তাকরিম ❤️

01/08/2022

এক গ্রাম্য লোকের ২৫টি প্রশ্ন, আর ...
রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর

১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতে সন্তুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।

২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।

৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।

৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।

৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।

৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।

৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।

৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।

৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।

১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও।

১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।

১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।

১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।

১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।

১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।

১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।

১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।

১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।

১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।

২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।

২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।

২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।

২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।

২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।

২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।

01/08/2022

কেউ পিছনে পিছনে আপনার বদনাম করলে আপনি রিলাক্স থাকুন। যতসামান্য ইবাদত করে হয়ত আপনি নাজাত পেতে পারতেন না- যদি না সে আপনার গুনাহগুলোকে নিজের কাঁধে নিয়ে আপনাকে গুনাহ মুক্ত করার কাজটি না করত।

01/08/2022

• যদি কারো প্রশংসা করতে চান তাহলে আপনার লাগবে হৃদয়ের প্রশস্ততা, মনের উদারতা, নম্রতা, অদম্য সাহস ও একটি প্রশান্ত আত্মা।

• যদি কারও গীবত করতে চান তবে আপনার লাগবে হীনমন্যতা, ঈর্ষা, ঘৃণা, নোংরা মানসিকতা আর একটি অতৃপ্ত আত্মা।

মহান আল্লাহ আমাদের হৃদয়কে দ্বিতীয় চরিত্র হতে হেফাজত করুন। দয়া করে প্রথম চরিত্রটি দান করুন।

01/08/2022

- আমিও মোটা হতাম😌

- যদি কেউ আমাকে তিন বেলা জিজ্ঞাসা করতো বাবু খায়ছো😊

01/08/2022

Lip kiss করতে যে কী মজা তা শুধু💋🥀

1st parson ই ভালো জানে😇🥀

01/08/2022

- গ্রামের চাচাতো বোন Sadia, Sanjida, Sumaiya r jerin! 😐

- ফেসবুকে আইসা Xadia, Xanjida, Xumaiya, Xerin হয়ে গেলো!🙂

01/08/2022

মার্ক জুগারবার্গ গাঞ্জা খায় নাকি বুঝিনা! হুদায় একশন ব্লক করে 👿👿

01/08/2022

- কারেন্ট চলে গেলেই😒

- আপনার মুখ দিয়ে সর্বপ্রথম কোন ঐতিহাসিক বানী টা আসে?🙂

01/08/2022

ভবিষ্যতে

সবকিছু অনিশ্চিত হলেও,

নিজের মৃত্যু সুনিশ্চিত

01/08/2022

যার ভাগ্যে হেদায়ত প্রাপ্ত হবার সৌভাগ্য আছে তিনি অবশ্যই হেদায়তের ছায়ায় নিজের স্হান করে নিবেন❤️❤️

Address


6291

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share