Campus News 24 - Bangladesh

  • Home
  • Campus News 24 - Bangladesh

Campus News 24 - Bangladesh বাংলাদেশের ক্যাম্পাসের সব ধরনের সংবাদ ও তথ্য সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন।

14/10/2024
14/10/2024

Special discount on evening programs for shifting to our permanent campus, Fall 2024 at University of South Asia!

Get a higher quality education at a lower cost.

𝐖𝐞 𝐨𝐟𝐟𝐞𝐫:
- Highly experienced permanent teachers.
- Upto 100% tuition fee and 50% admission fee waiver.
- Excellent academic environment.
- Free transportation.
- Easy option to pay semester fee in 3 instalments every semester.
- Arrangement of sports zone and gym.
- Credit transfer opportunities to foreign universities.
- Leadership and Career Development Centre.
- Modern classrooms, Computer labs, Textile lab, Wet processing lab, Physics and
Chemistry lab, Libraries and Student clubs.
- Scholarship on result Only for SSC and HSC or Equivalent passed students.

𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝐄𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝘀:
• Bachelor of Textile Engineering (BTE)
• Bachelor of Computer Science & Engineering (BCSE)
• Bachelor of Computer Science & Information Technology (BCSIT)
• Bachelor of Environmental Science (BES)

𝐀𝐩𝐩𝐥𝐲 𝐍𝐨𝐰: http://www.southasiauni.ac.bd/

𝐏𝐞𝐫𝐦𝐚𝐧𝐞𝐧𝐭 𝐜𝐚𝐦𝐩𝐮𝐬: Amin Bazar, Savar, Dhaka-1348, Bangladesh.
𝐄-𝐦𝐚𝐢𝐥 𝐚𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: [email protected], [email protected]

𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐇𝐞𝐥𝐩𝐥𝐢𝐧𝐞:
+88 018 446 922 91,‬ +88 019 664 598 18
+88 017 630 306 36, +88 096 140 080 08, +88 016 862 651 25

14/10/2024
13/10/2024
13/10/2024

University of South Asia is the University for Generation Bangladesh who aspires for an inclusive Bangladesh. It's the only university that connects all the dots and let your network that you build here take care of your career.

13/10/2024
12/10/2024
11/10/2024



📣২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা নিহন হিডানকিওকে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির পক্ষ থেকে জানাই অভিনন্দন।

⚡নরওয়েজিয়ান নোবেল কমিটি এই বছর জাপানী সংস্থা নিহন হিডানকিওকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে এক তৃণমূল আন্দোলন গড়ে তুলেছে যার সদস্যগণ হিবাকুশা নামেও পরিচিত।এই সংগঠন এর একমাত্র লক্ষ্য ছিল 'পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জন'।

💠হিবাকুশা জাপানি ভাষায় বহুল ব্যবহৃত এবং তাৎপর্যপূর্ণ একটি শব্দ। এই শব্দটি দিয়ে জাপানের শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের বোঝানো হয়। ২০০৭ সালের ৩১ মার্চ-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জাপানী সরকার মোট ২৫১,৮৩৪ জন হিবাকুশা চিহ্নিত করেছে যাদের গড় বয়স ৭৪.৬ বছর। জাপানি ভাষায় হিবাকুশা শব্দের আক্ষরিক অর্থ "বিস্ফোরণের দ্বারা আক্রান্ত জনগণ"। হিবাকুশাদের প্রায় সবাই জাপানে বাস করে।বোমা হামলায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে এমন কয়েক হাজার হিবাকুশা কোরিয়া এবং অন্যান্য স্থানে বাস করছে।

🔰১৯৫৬ সালে জাপানের হিবাকুশা জনগণদের নিয়ে একটি গ্রুপ প্রতিষ্ঠা করে, যার জাপানি নাম নিহন হিডানকিও। ইংরেজিতে বলা হয় "জাপান কনফেডারেশন অব এ- অ্যান্ড এইচ-বম্ব সাফার্‌স অর্গানাইজেশন"। এই সংস্থার প্রধান কাজ ছিল হিরোশিমা নাগাসাকির বোমা হামলায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহযোগিতা বৃদ্ধি ও নিউক্লীয় অস্ত্র বিলুপ্তীকরণ।এই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টায় জাপান সরকারকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হতো নিহন হিডানকিও প্রতিষ্ঠান থেকে। তারা সেই শুরু থেকেই বিশ্বব্যাপী নিউক্লীয় অস্ত্র বিনাশের দাবী জানিয়েছিল।

⚜️নিহোন হিদাংকিয়ো প্রতিষ্ঠান এর একমাত্র লক্ষ্য ছিল শান্তি। যুদ্ধের মত অশান্তি কখনোই তাদের কাম্য ছিল না।এই সংস্থার মাধ্যমে একটি বিশ্বব্যাপী আন্দোলন গড়ে ওঠে যার সদস্যরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিপর্যয়মূলক মানবিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে অক্লান্ত পরিশ্রম করেছে।সকলের ঐক্যবদ্ধতায় এই সংস্থা একটি শক্তিশালী আন্তর্জাতিক আদর্শে গড়ে ওঠে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে কলঙ্কিত করে।এই নৈতিক আদর্শকে "পরমাণু ট্যাবু" বলা হয়।

🔆লিটল বয় নামক বোমায় আক্রান্ত জীবিতদের ব্যক্তিগত গল্পের উপর ভিত্তি করে এবং তাদের নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষামূলক প্রচারণা তৈরি,পারমাণবিক অস্ত্রের বিস্তার ও ব্যবহারের বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা জারি করে সারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতার মধ্য দিয়ে একত্রিত করতে সাহায্য করেছে। হিবাকুশা আমাদেরকে শিখিয়েছে কিভাবে অবর্ণনীয়কে বর্ণনা করতে হয়, অকল্পনীয়কে নিয়ে কিভাবে ভাবতে হয় এবং পারমাণবিক অস্ত্রের কারণে সৃষ্ট দুর্বোধ্য যন্ত্রণা ও যন্ত্রণাকে উপলব্ধি করে কিভাবে জীবন যুদ্ধে টিকে থাকতে হয়।

❇️হিবাকুশা সদস্যদের সৎ সাহস, নৈতিক আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা ও জাতির জন্য সামান্য সহানুভূতি এবং মানবিকতাবোধের চেষ্টার মধ্যে দিয়ে আজ নিহোন হিদাংকিয়ো প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করেছে।

📌References:

1.https://www.nobelprize.org/prizes/peace/2024/press-release/?fbclid=iwzxh0bgnhzw0cmteaar1vmlbo8wyjo9wxv2rrbqttzz4jhgwp5-ck4yfdhne9wylpzxaqrstrspw_aem_dwn_aghs6lzkurrmoo5msg

📝Content Credit:

🖋️Written By:

Umma Habiba Esh*ta
Assistant Publication & Publicity Secretary, CUSS
Department of Zoology
Session: 2019-2020

🖼️Poster Credit:

Nusrat Tasnim
IT Executive, CUSS
Department of Geography & Environmental Studies
Session: 2021-2022

11/10/2024
11/10/2024
10/10/2024



📣২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং-কে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিনিক সোসাইটির পক্ষ থেকে জানাই অভিনন্দন।

🤵‍♀️হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গুয়াংজুতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা হান সিউং-ওন ছিলেন একজন স্বনামধন্য ঔপন্যাসিক। প্রথম দক্ষিণ কোরিয়ার লেখক হিসেবে হান কাং তাঁর তীব্র কাব্যিক গদ্যের জন্য সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন, যা ঐতিহাসিক আঘাতের সম্মুখীন করে এবং মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে।

👩‍🏫১৯৯৩ সালে সাহিত্য ও সমাজ পত্রিকায় বেশ
কয়েকটি কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৫ সালে লাভ অব ইয়েসুর মাধ্যমে তাঁর গদ্যে আত্মপ্রকাশ ঘটে।

📜হান কাং তাঁর গভীর ও মনস্তাত্ত্বিক লেখার জন্য বিখ্যাত। তাঁর উপন্যাস 'The Vegetarian' একজন নারীর বিদ্রোহ এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার গল্প। ২০০৭ সালে তিনি এই উপন্যাসের মাধ্যমে আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন। এই উপন্যাসের জন্য তিনি ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছিল। তাঁর লিখা 'Human Acts' কোরিয়ার গওয়াংজু গণহত্যার পটভূমিতে মানুষের যন্ত্রণা ও সহিংসতার প্রভাব তুলে ধরে এবং 'The White Book' তাঁর মৃত বোনের স্মৃতি ও শোক নিয়ে রচিত একটি আত্মজৈবনিক রচনা। হান কাং এর কাজগুলো মানবজীবনের জটিলতা ও অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর উপর আলোকপাত করে।

💠দীর্ঘকাল ধরে সাহিত্যে নোবেল পুরস্কারটি ছিল পুরুষ প্রধান এবং বিজয়ীদের মধ্যে মাত্র ১৭ জন ছিল মহিলা বিজয়ী। তার মধ্যপ ২০২২ সালে ফ্রান্সের অ্যানি এরনাক্স সর্বশেষ সাহিত্যে মহিলা নোবেল বিজয়ী।

🔰হান কাং এর রচনায় ঐতিহাসিক আঘাত এবং নিয়মের অদৃশ্য সেটের সম্মুখীন হওয়া এবং প্রতিটি কাজে মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশিত হয়েছে। দেহ এবং আত্মা, জীবিত এবং মৃতের মধ্যে সংযোগ সম্পর্কে তার অনন্য সচেতনতা রয়েছে। হান কাং কাব্যিক এবং পরীক্ষামূলক শৈলীতে সমসাময়িক গদ্যের একজন উদ্ভাবক হয়ে উঠেছেন।

📌References:

1.https://www.aljazeera.com/news/2024/10/10/south-koreas-han-kang-wins-2024-nobel-prize-in-literature

📝Content Credit:

🖋️Written By:

Puja Rani Dhar
Publication & Publicity Executive, CUSS
Department of Oceanography
Session: 2020-2021

🖼️Poster Credit:

Nusrat Tasnim
IT Executive, CUSS
Department of Geography & Environmental Studies
Session: 2021-2022

10/10/2024



✨"Your mental health is just as important as your physical health."✨

1️⃣0️⃣ আজ ১০ই অক্টোবর, ২০২৪ ইং; বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

🕰️ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ইতিহাস:

মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগের প্রতিরোধ, প্রয়োজনীয় ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও যত্ন প্রদান এবং ব্যক্তি ও জাতির মানসিক সুস্থতা প্রচারের লক্ষ্যে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল The World Federation for Mental Health (WFMH)। এটি একটি আন্তর্জাতিক সদস্যভিত্তিক সংস্থা, যার উদ্যোগে 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস' পালন শুরু হয়েছিল।

📜২০২৪ সালের 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস' এর প্রতিপাদ্য: “It is time to prioritise mental health in the workplace.”

🙇‍♀️মানসিক স্বাস্থ্য কি?

মানসিক স্বাস্থ্য আমাদের আবেগ, অনূভুতি মনস্তাত্ত্বিক এবং সামাজিক সুস্থতাকে নির্দেশ করে।

এটি আমাদের চিন্তা, অনুভূতি, সামাজিক-ব্যক্তিগত সম্পর্ক, দৈনন্দিন সিদ্ধান্ত নির্ধারণ করতে সহায়তা করে। শৈশব, কৈশোরকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ।

⚜️বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য কেন এত গুরুত্বপূর্ণ?

ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অনুযায়ী, প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন মানসিক অসুস্থতায় ভুগছেন।

বর্তমান সময়ের কাজের চাপ, প্রযুক্তির প্রভাব এবং সামাজিক সম্পর্কের জটিলতা মানুষের মানসিক স্থিতিশীলতা ও সুস্থতাকে প্রভাবিত করে।
মানসিক স্বাস্থ্যের অযত্ন দীর্ঘমেয়াদী মানসিক অসুস্থতা যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এবং অন্যান্য মানসিক সমস্যার জন্ম দেয়। মানসিক স্বাস্থ্য সমস্যা
মানসিক ও শারিরীক রোগগুলিকে হালকা থেকে গুরুতর মাত্রায় নিয়ে যায় এবং ব্যক্তির চিন্তা, মেজাজ ও আচরণকে প্রভাবিত করে।

⚠️মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের কারণগুলো:

🔸জিনগত কারন।
🔸জীবনে মানসিক ও শারিরীক ট্রমা বা নির্যাতন।
🔸পরিবারের মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস।
🔸অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার।
🔸উদ্বেগজনিত ব্যাধি।
🔸হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD)।
🔸বাইপোলার ডিসঅর্ডার।
🔸বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার (BPD)।
🔸বিষণ্নতা।
🔸খাওয়ার ব্যাধি।
🔸পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD)।🔸সিজোফ্রেনিয়া।
🔸মৌসুমী মানসিক অবস্থা (SAD)।
🔸আত্মহানি।
🔸আত্মহত্যা চিন্তা এবং আত্মহত্যামূলক আচরন।

🔆মানসিক অসুস্থতার প্রাথমিক লক্ষণ:

▫️অতিরিক্ত বা কম খাওয়া বা ঘুমানো।
▫️লোকজন এবং স্বাভাবিক কার্যক্রম থেকে দূরত্ব।
▫️শক্তিহীন অনুভব করা।
▫️অসাড় বা অনুভূতিহীন হওয়া।
▫️অপ্রত্যাশিত ব্যথা এবং যন্ত্রণা অনুভব করা।
▫️নিরাশ বা অসহায় অনুভব করা।
▫️অতিরিক্ত ধূমপান, মদ্যপান, বা মাদকদ্রব্যে ব্যবহার।
▫️হঠাৎ মেজাজের পরিবর্তন।
▫️দৈনন্দিন কাজ সম্পাদন করতে অক্ষম হওয়া।

❇️মানসিক স্বাস্থ্যের সমস্যা কাটিয়ে সুস্থভাবে বেঁচে থাকার উপায়:

🔹প্রাথমিক এবং ধারাবাহিক চিকিৎসা নেয়া।🔹পরিচিতজনের সাথে সম্পর্ক বজায় রাখা।
🔹নিয়মিত আত্মযত্ন চর্চা করা।
🔹আবেগগুলো সঠিকভাবে পরিচালনা করা।
🔹চাপ, হতাশা বা উদ্বেগ মোকাবেলা করা।
🔹আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ বজায় রাখা।
🔹এ সম্পর্কে পরিবার ও বন্ধুদের জানানো।
🔹একাকি সময় না কাটানো।
🔹কাউন্সিলিং ও মেডিটেশন।

🔰নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে অন্যদের সাথে আলোচনা করা কঠিন মনে হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে সবাই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায়৷ তাই আমাদের মানসিক সমস্যা স্বাভাবিক ভাবে নিতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের প্রচলিত প্রথা ভেঙে আমাদের সবাইকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সোচ্চার ও সহযোগি হতে হবে। তাহলে আমরা এই সমস্যা সফলভাবে মোকাবিলা করতে পারব।

📌References:

1.https://www.mentalhealth.org.uk/our-work/public-engagement/world-mental-health-day
2.https://wmhdofficial.com/3.https://www.paho.org/en/campaigns/world-mental-health-day-2024

📝Content Credit:

🖋️Written By:

Md. Atik Shahriyar Foysal
General Member, CUSS
Team: Up to Atom
Department of Fisheries
Session: 2022-2023

🖼️Poster Credit:

Adil Istiaq Ahmed
General Member, CUSS
Team: Visionaries
Department of Fisheries
Session: 2021-2022

10/10/2024
10/10/2024



📣২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম জাম্পারকে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির পক্ষ থেকে জানাই অভিনন্দন।✨

👨‍🏫ডেভিড বেকার একজন মার্কিন প্রাণরসায়নবিদ ও পরিগণনামূলক জীববিজ্ঞানী। তিনি ৬ই অক্টোবর ১৯৬২ সালে সিয়াটল, ওয়াশিংটন রাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (বার্কলি) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (সান ফ্রান্সিসকো) এ লেখাপড়া করেছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের হেনরিয়েটা ও অব্রি ডেভিস এনডাওড অধ্যাপক এবং বংশাণুসমগ্র প্রকৌশল, জীবপ্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের আনুষঙ্গিক অধ্যাপক হিসেবে কাজ করছেন এবং গবেষণা করছেন কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন নিয়ে।

👨‍🏫ডেমিস হ্যাসাবিস একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক। পূর্বে তিনি একজন ভিডিও গেম এআই প্রোগ্রামার এবং ডিজাইনার এবং একজন বিশেষজ্ঞ বোর্ড গেম প্লেয়ার। তিনি ১৯৭৬ সালের ২৭ জুলাই জন্ম গ্রহণ করেন।

👨‍🏫জন মাইকেল জাম্পার ডিপমাইন্ড টেকনোলজিস ব্যবসা প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ গবেষক বিজ্ঞানী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল নিয়ে গবেষণা করছেন, যাতে উচ্চ নির্ভুলতার সাথে তাদের অ্যামিনো অ্যাসিড ক্রম থেকে প্রোটিন গঠনের পূর্বাভাস দেওয়া যায়।

🔍এই তিনজন বিজ্ঞানী কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমানের জন্য রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের এই আবিষ্কার দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা, গঠন ইত্যাদি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

🎖️নোবেল কমিটির তথ্যানুসারে, ডেভিড বেকার কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য পুরস্কারের অর্ধেক পাবেন। এছাড়া প্রোটিনের গঠন অনুমানের জন্য পুরস্কারের বাকি অর্ধেক পাবেন ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার।

📌References:

1.https://www.facebook.com/share/p/zg7y22LvNKCSemoU/
2.https://tv9bangla.com/world/nobel-prize-announced-for-chemistry-david-baker-demis-hassabis-john-m-jumper-got-prize-for-research-on-protein-1126024.html
3.https://www.ajkerpatrika.com/3614

📝Content Credit:

🖋️Written By:

Diba Biswas
Publication and Publicity Executive, CUSS
Departement of Zoology
Session: 2021-2022

🖼️Poster Credit:

Nusrat Tasnim
IT Executive, CUSS
Department of Geography & Environmental Studies
Session: 2021-2022

10/10/2024
🔴 𝗟𝗔𝗧𝗘𝗦𝗧 𝗡𝗘𝗪𝗦 :➡️ ভারতের অন্যতন বৃহৎ শিল্পগোষ্ঠী Tata Group -এর Chairman Emeritus রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন।
09/10/2024

🔴 𝗟𝗔𝗧𝗘𝗦𝗧 𝗡𝗘𝗪𝗦 :

➡️ ভারতের অন্যতন বৃহৎ শিল্পগোষ্ঠী Tata Group -এর Chairman Emeritus রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন।

09/10/2024

We are pleased to inform you that our university has been ranked in the 1001-1200 range in the Times Higher Education (THE) World University Rankings 2025.
We extend our heartfelt thanks to all for their dedicated efforts in upholding and enhancing KUET’s reputation. Your hard work and commitment have been instrumental in achieving this milestone.

09/10/2024
09/10/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Campus News 24 - Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share