MARS Invee

MARS Invee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MARS Invee, Digital creator, .

15/11/2023

BOOM BOOM SKTrim.

22/09/2023
07/02/2023

দ্যা গেম....

নাইট রাইডার থেকে চ্যাট জিপিটি অথবা Google BARD

Knight Rider(1982)মুভিতে মাইকেল লং কিভাবে মাইকেল নাইট হয়ে KITT(The ‘Knight Industries Two Thousand)একটি অবিনশ্বর কৃত্রিম বুদ্ধি সম্পন্ন গাড়ির সহযোগিতায় সমাজের ক্ষমতাশালী ব্যক্তিদের আইনের আওতায় আনতেন তারই আধুনিক সংস্করণ আজকের ChatGPT( Generative Pre-trained Transformer). আমার বড় ছেলে আরইয়ান আমাকে গত বছর শেষের দিকে আলাদিনের চেরাগ এই ChatGPT নিয়ে প্রথম ধারণা দেয়।তারপর থেকে আমি বারবার বিষয় খোঁজতে গিয়ে বিষ্ময় হয়ে যাচ্ছি এবং ইউটিউব বা গোগলে বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছি।আমরা ছাত্র থাকা অবস্থায় একটি বই Cost Accounting by Matz Usry বা Principles of Accounting, Principles of Financial Accounting (Neussinger & Fees) অথবা আমেরিকান কালচার চট্রগ্রাম, বৃটিশ লাইব্রেরি ঢাকা চট্টগ্রাম পাগল হয়ে যেতাম।সেই সব দিন একটি আমেরিকান বা বৃটিশ Accounting বই মানে নীলক্ষেত অথবা ঢাকা নিউমার্কেট।এখন এই সব বই অথবা তার অংক গুলি আমাকে এক মিনিটে সমাধান করে দিচ্ছে এই ChatGPT সাথে বিভিন্ন রেফারেন্স।আমার ম্যাথম্যাটিকসের অনিল স্যার যেমন বলতেন Algebra ফর্মুলা থাকলে অংক না পারলে আমার কাছে চলে আসবি।কষ্ট এন্ড ম্যানেজমেন্ট বিজনেস ম্যাথম্যাটিকসে সমস্যা গুলি সমাধান করে দিতেন তেমন Accounting এর ডেবিট ক্রেডিট সমস্যায় অনুপম স্যার।উনি Cost Accounting,Managerial Accounting,Financial Accounting জটিল প্রব্লেম গুলি পান চিবিয়ে এক হাতে কলম অন্য হাতে চুনের অংশ রেখে কঠিন কঠিন ডেবিট ক্রেডিট এডভান্স একাউন্টিং এর মতো সমাধান করে দিতেন।উনারা দুই জন ছিলেন সেই সময়ের টিভি সিরিজের নাইট রাইডারের মাইকেল নাইট। আমি এখনো মনেকরি আমার ছাত্রবস্থায় উনার ছিলেন আমার ChatGPT.

আজ আরইয়ানের সাথে আবার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পরিচিত হলাম Google BARD(Google Bard is a conversational Artificial Intelligence (AI) service that is powered by LaMDA (Language Model for Dialogue Applications). Google Bard works as a chatbot to provide fresh, high-quality responses in Google Search by sourcing information from the web). যার জন্যে গুগলের চিফ সুন্দর পিচাই ১০ লক্ষ বিলিয়ন বরাদ্দ রেখেছেন।আগামীতে আরো অনেক নিত্যনতুন আবিষ্কার হবে,নতুন নতুন ফিচার হবে,প্রো হবে আপেলের মতো ১ ২ ১৪ এডিশন হবে ,আরো অনেক চমকপ্রদ অবাক হবো।

কিন্ত প্রথম জীবনে ১৯৯০ এর দিকে যখন কম্পিউটারে হাত দিই একটু অবাক হয়েছিলাম।সাদাকালো একটি কাটসার টিপ টিপ করতো।মাউস ছাড়া কিবোর্ড শুধু Enter, Open, Pause & Close একমাস তারপর আর ট্রেনিং নেয়া হয়নি পরে কর্মজীবণে বিশাল বিশাল লেজার থেকে আধুনিক বিভিন্ন কম্পিউটার অথবা ল্যাপটপ কর্মজীবনের অংশ।কিভাবে ম্যানুয়েল থেকে আধুনিক ডিজিটাল রূপান্তর,আমাদের প্রজন্ম হচ্ছে এই পৃথিবীর তার সাক্ষী।

দ্যা গেম...হেন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের মাত্র ১০ দিনে বিশ্বের ৩য় এবং উপমহাদেশের এক নাম্বার ধনকুবের গৌতম আদ...
06/02/2023

দ্যা গেম...

হেন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের মাত্র ১০ দিনে
বিশ্বের ৩য় এবং উপমহাদেশের এক নাম্বার ধনকুবের গৌতম আদানির ২৩ বিলিয়নের সম্পদ ১১ বিলিয়নে চলে আসে এবং এখনো পতন অব্যাহত।অর্থাৎ উনার মোট সম্পত্তির প্রায় ৫৩% ক্ষতিগ্রস্ত হয়।
ওয়ারেন বাফেট বিভিন্ন সময় উল্লেখিত সমস্যায় বাই ব্যাক করে নিজের কোম্পানির শেয়ার নিজেই কিনে ফেলতেন।শর্ট পারচেজের মাধ্যমে ওয়ারেন বাফেট বার বার নিজের সম্পদ রক্ষা করেছেন কিন্ত আদানি মার্কেটে নিয়ন্ত্রণ না করে বাজারের উপর ছেড়ে দিয়েছিলেন।যার পরিপ্রেক্ষিতে আদানি গোষ্ঠীর সম্পদের মূল্য বর্তমান।অন্যদিকে হেন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের রিপোর্ট প্রকাশের আগে শর্ট সেল করে আয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার।শর্ট পারচেজ বা শর্ট সেল আমেরিকার পূঁজিবাজারের সম্পদ বাঁচানোর রক্ষাকবচ এবং বৈধ। হেন্ডেনবার্গ কোন ধরনের পূঁজি বিনিয়োগ না করে নির্দিষ্ট একটি ফির মাধ্যমে আদানি গ্রুপের শেয়ার বাজার থেকে কিনে,সেই শেয়ারের কৃত্রিম বাজার মূল্যবৃদ্ধি করে উচ্চদামে বিক্রয় করে এবং রিপোর্টে প্রকাশের পর শেয়ারের মূল্য সর্বনিম্নে কিনে বিক্রত শেয়ার সমন্বয় করে।এখন আদানি গোষ্ঠীর একটি সুযোগ হয়েছে বাজার থেকে নিজের শেয়ার আবার বাই ব্যাক করে কিনে ফেলে বাজারের ডিমান্ড সৃষ্টি করা।আমাদের দেশে মাসকে মাস বৃহৎ কোম্পানির শেয়ার ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে,উনারা কৃত্রিম মূল্যবৃদ্ধির করে নিজেদের শেয়ার বিক্রি করে কিন্ত কিনার কোন ইচ্ছে দেখাচ্ছে না।তাই বাংলাদেশের শেয়ার মার্কেট এখনো আস্থাশীল হয় নাই।

02/02/2023

হিন্ডেনবার্গ রিসার্চ "দ্যা গেম ওভার"।

আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হল 'হিন্ডেনবার্গ রিসার্চ'। কোনও সংস্থার শেয়ার বিক্রিতে গলদ রয়েছে কি না, কিংবা বাজার থেকে সংস্থাগুলি যে ঋণ নিচ্ছে তাতে স্বচ্ছতা বজায় রয়েছে কি না, এই ধরনের বিভিন্ন বিষয় যাচাই করে দেখে এই সংস্থা।

হিন্ডেনবার্গ রিসার্চ কারা?

এক কথায় হিন্ডেনবার্গ রিসার্চ একটি বিনিয়োগ গবেষণা সংস্থা। তাদের মূল লক্ষ্য হল শর্ট-সেলিংয়কে কাজে লাগিয়ে মুনাফা করা। সংস্থার প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন। সংস্থার দফতর নিউ ইয়র্কে। ১৯৩৭ সালে মার্কিন বাজারে অন্যতম আর্থিক কেলেঙ্কারি ছিল 'হিন্ডেনবার্গ কাণ্ড'। সেই ঘটনার সূত্রেই নিজের সংস্থার নাম দিয়েছেন নাথান। অর্থাত্, তাঁর সংস্থার লক্ষ্য, এমন সব আর্থিক ফাঁক খুঁজে বের করা, যা ধরতে পারলে, আগে থেকেই বিপর্যয়ের সম্ভাবনা চিহ্নিত করা যায়।
'হিন্ডেনবার্গ রিসার্চ'-এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন।

কীভাবে খবর পায়?

কোনও 'সন্দেহজনক' বড় সংস্থার প্রকাশিত তথ্য এবং অভ্যন্তরীণ কর্পোরেট নথির মাধ্যমেই রিপোর্টগুলি তৈরি করে হিন্ডেনবার্গ রিসার্চ। এর পাশাপাশি সংস্থার কর্মীদের থেকেও তথ্য সংগ্রহ করে তারা। এই জাতীয় গোপন তথ্য পেতে প্রয়োজনে তাদের 'উপহার'ও দেয় সংস্থা। এভাবে দেখা হয়, সংস্থার কোনও আর্থিক ফাঁক আছে কিনা। এমন কোনও দুর্বল জায়গা, যা নড়ে গেলেই সংস্থার ভিত টলে যাবে। এবার সেই বিশ্লেষণটি কাজে লাগায় তারা।
উক্ত সংস্থায় শর্ট পজিশনে বিনিয়োগ করে হিন্ডেনবার্গ। তারপর নিজেদের রিপোর্ট প্রকাশ করে। অর্থাত্, তারা ধরেই নেয় যে সেই রিপোর্ট ও সংস্থার অবস্থা জানাজানি হলেই শেয়ারের দামে পতন হবে। আর শর্ট পজিশনে খেলার কারণে দারুণ মুনাফা করবে হিন্ডেনবার্গ রিসার্চ।

কাদের নিয়ে খেলে?

মূলত হেন্ডেনবার্গ কর্পোরেট হাউজ গুলি নিয়ে খেলে এবং কর্পোরেট জালিয়াতি এবং চোখে ধুলো দেওয়ার মতো ঘটনাগুলি ফাঁস করাই হিন্ডেনবার্গ রিসার্চের মূল লক্ষ্য। এর আগে নিকোলা, ক্লোভার হেলথ, কান্ডি, লর্ডসটাউন মোটরস এবং টেকনোগ্লাসের মতো সংস্থার শেয়ার জালিয়াতির রিপোর্ট প্রকাশ করেছিল তারা। নিকোলা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শেয়ার জালিয়াতির ঘটনা। ২০২০ সালে নিকোলার রিপোর্ট প্রকাশের পরপরই সংস্থার আসল ছবি উঠে আসে। কার্যত বিনা ব্যবসাতেই হাজার হাজার কোটি টাকার শেয়ার দর দাঁড় করিয়েছিল নিকোলা। হিন্ডেনবার্গের রিপোর্টে তা জানাজানি হতেই বিপুল পতন হয় নিকোলার শেয়ারে। ফাঁস হয় নিকোলা নামের ওই EV সংস্থার মিথ্যা ব্যবসা। বর্তমানে কার্যত কোনও পাত্তাই নেই নিকোলার।

বাংলাদেশে হেন্ডেনবার্গের মতো একটি প্রতিষ্ঠান থাকলে শেয়ার মার্কেটের এই দুরবস্থা হতো না।

31/01/2023

INTERNATIONAL MONETARY FUND
Press Release:23/25

IMF Executive Board Approves US$3.3 Billion Under the Extended Credit Facility/Extended Fund Facility and US$1.4 Billion Under and the Resilience and Sustainability Facility for Bangladesh.

২৬ সদস্যের ব্রাজিল দলআলিসন, এদেরসন, ওয়েভেরতন, দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার...
07/11/2022

২৬ সদস্যের ব্রাজিল দল
আলিসন, এদেরসন, ওয়েভেরতন, দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও, ব্রেমের, কাসেমিরো, ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, আন্তনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

07/11/2022

আইএমএফের ভয়ে শেয়ার মার্কেট ধরাশায়ী! এই গুলির শেষ কোথায়? শেয়ার মার্কেট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া উচিত।

লভ্যাংশের এক ঝলক।।
30/10/2022

লভ্যাংশের এক ঝলক।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MARS Invee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share